নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১



প্রিয় ব্লগারগণ, দেখতে দেখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে; আগামী ৭ই জানুয়ারি রোববার ২০২৪ তারিখে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে এবারের জাতীয় নির্বাচন। নির্বাচন উপলক্ষে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা একমাত্র নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, গত তিন টার্মের মত এবারও দেশের জনগণ তার হতেই ক্ষমতার গুরুদায়িত্ব অর্পণ করিবে। তিনি দেশীয় ও আন্তর্জাতিক অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে, হাজারো গুজব মাড়িয়ে, শত সমালোচনা সহ্য করে গত ১৫ বছর ধরে নিজেকে দেশের সেবায় নিয়োজিত রেখেছিলেন, আমরা আশা করবো আগামী ৫ বছরও তিনি তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখিবেন। তিনি দেশবাসীকে সোশ্যাল নেটওয়ার্কের কোন গুজবে কান না দেবার জন্য আহ্বান জানিয়েছেন। তাই আসুন আমরা কোন ইউটিউব বিজ্ঞানীর কথায় পাত্তা না দিয়ে, কোন ফেসবুক বিশেষজ্ঞের কথায় ব্রেইন ওয়াশ না হয়ে, কোন টকশোর তেলাপোকা গবেষকের মিষ্টি কথায় না ভুলে আগামী ৭ তারিখ রোববার দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় সিল মারার মাধ্যমে সমস্ত গুজব, সকল সমালোচনার জবাব দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মিছিলে শরিক হই।

Vote for the boat to make Bangladesh smarter.

জয় বাংলা।

মন্তব্য ৬১ টি রেটিং +২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৮

ফিনিক্স পাখির জীবন বলেছেন: গত দুই নির্বাচনে ভোট দিতে পারি নাই। আগেই দেয়া হয়ে গেছিল। আশা করছি নৌকার মাঝি-মাল্লারা এইবারও আর আমাকে কষ্ট করতে দেবেন না। তাই এবার টিকেট কেটে ঢাকা থেকে সিলেট যাবার কোন প্রয়োজন দেখছিনা। গত দুইবারের টাকাটা যদি কেউ ফেরত দিত!

শেখ হাসিনার জয় হোক, গনতন্ত্রের মৃত্যু হোক।
জয় বাংলা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

জ্যাক স্মিথ বলেছেন: এবার ফেয়ার নির্বাচন হবে আপনার ভোট অন্য কেউ দিবে না।

আমার পেজে স্বাগতম আপনাকে।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৮

কথামৃত বলেছেন:

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

জ্যাক স্মিথ বলেছেন: লেখা আসে নাই।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: কিন্তু............., তবে..........., নতুবা.............., ফলে...........??

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

জ্যাক স্মিথ বলেছেন: আর নয় কোন যদি, কিন্তু শেখ হাসিনাই ক্ষমতায় থাকছে।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭

ঢাবিয়ান বলেছেন: সব ভোট নৌায় দিলে কেমন দেখায় ? কিছু ভোট ডামিগুলারেও দিয়েন

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

জ্যাক স্মিথ বলেছেন: যে ভোট বেশি পাবে সে'ই সংসদে যাবে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

মাহ্‌মুদুল হক মুন্সী বলেছেন: নৌকায়, ভোট চাই

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

জ্যাক স্মিথ বলেছেন: নৌকায়'ই মুক্তি।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



।।। অবশ্যই অবশ্যই।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

জ্যাক স্মিথ বলেছেন: শুধু নিজে ভোটকেন্দ্রে গেলে হবে না, অন্যকেও সাথে করে নিয়ে যতে হবে।

ধন্যবাদ আপনাকে।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি দিচ্ছেন তো নৌকায়.?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

জ্যাক স্মিথ বলেছেন: আমি ভোট না দিলেও নৌকা জিতবে। :D

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

এক চালা টিনের ঘর বলেছেন: It is a ridiculous election. So say "NO VOTE".

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

জ্যাক স্মিথ বলেছেন: আপনি ভোট না দিলেও সমস্যা নেই, কিন্তু কাউকে ভোটদানে বাধা প্রদাণ করা যাবে না।
দেশের জনগণ এবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে চায়।

ধন্যবাদ।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: সরকার নিশ্চিত।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১০

জ্যাক স্মিথ বলেছেন: আসলে কোন সরকারই কোন কাজে নিশ্চিত থাকতে পারে না এদের অনেক ঝামেলা থাকে। ক্ষমতায় থাকাকালীন ক্ষমতা হারানোর ভয় খুবই ভয়ঙ্কর একটি ভয়।

আপনাকে স্বাগতম আমার পেজে।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ভোট কায়েম করুন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১১

জ্যাক স্মিথ বলেছেন: অবশ্যই, অবশ্যই ভোট কায়েম হবে।

ধন্যবাদ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১

সোনালি কাবিন বলেছেন: ফলাফল সবার জানা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

জ্যাক স্মিথ বলেছেন: ফলাফল যাই হোক ভোট দিতে হবে।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৩

বিজন রয় বলেছেন: কত % ভোট পড়বে আর লীগ কত % পাবে?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: বেশীরভাগ ভোট আ্য়ামীলীগের পক্ষেই পড়বে, তবে কত % ভোট পড়বে তা এক্ষুণি বলা যাচ্ছে না, শুনেছি বিএনপি-জামাত ভোটকেন্দ্রে ভাঙচুর চালাবে তাই অনেকেই ভয়ে ভোট কেন্দ্রে না্ও যেতে পারে।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৩

বিজন রয় বলেছেন: তারেক জিয়ার কোনো শব্দ নাই।

কেন?

কোনো খবর আছে নাকি?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

জ্যাক স্মিথ বলেছেন: বিশিষ্ট বদনা চোর তারেক জিয়া জামাত নেতার সাথে জায়নামাজে বসে বসে "সরকারের পতন হবে" বলে জিকির করতেছেন।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৮

শেরজা তপন বলেছেন: নৌকা ছাড়া আর কারে দিব মার্কা তো নাই। বাকি সব মার্কার তলেই নৌকা :)

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: তবে নৌকা বাদ দিয়ে আপনি এবার ট্রাকে উঠতে পারেন, শুনেছি ট্রাকের নিচে নাকি এবার অনেক নেতাই চাপা পড়বে। B-)

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৬

মিরোরডডল বলেছেন:




উইন্টার তাই জ্যাক আবার ব্ল্যাক হুডি পরে আসছে।
এই প্রোফাইল পিকটা ভালো।



০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: যতদিন শীত আছে ততদিন আমি আর এই হুডি ছাড়তেছি না, শীতকাল বলে কথা। B-)
পিকটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। :D

আপনার বাকি সব পোস্ট গেলো কোথায়? মাত্র দুটি পোস্ট কেন? :-<

১৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৪

মিরোরডডল বলেছেন:




বাকি পোষ্ট ঘুন পোকা খেয়ে ফেলেছে #:-S

জ্যাক যেখানে থাকে সেখানে কি উইন্টার!

তারকারা রাজনীতিতে আসতেই পারে, যদি যোগ্য লোক হয়।
যেমন আসাদুজ্জামান নূর, তারানা হালিম ওরা ছিলো কিন্তু তাই বলে মাহি?
সে রাজনীতির কি বোঝে!! বিদ্যা বুদ্ধি মেধা কিছুইতো নেই।


০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১১

জ্যাক স্মিথ বলেছেন: অনকেই দেখি পুরোনো পোস্ট সব ড্রাফ্ট করে নেয়, এর কারণ খুঁজে বের করতে আমাকে গবেষণায় নামতে হবে দেখছি, এত কষ্টের লেখা কি এমন কারণে তরা মুছে ফেলে তা আমাকে ভাবায়। |-)

উইন্টার এখন তো প্রায় বিশ্বজুরেই, আপনাদের ওখানে কি এখন সামার চলছে? :D

এই দেশে রাজনীতি করতে হলে মেধার কোন প্রয়োজন নেই জনপ্রিয়তাই সবকিছু, অদূর ভবিষ্যতে হিরো আলম দেশের প্রধানমন্ত্রী, অনন্ত জলিল রাষ্ট্রপতি এবং সেফুদা স্বরাষ্ট্রমন্ত্রী হলে অবাক হবো না। পরিমণী, মোশারফ করিম, আর সাকিব খানকে কোন পদ দেয়া যায় তা নিয়ে ভাবছি..... =p~

১৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৭

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: এবার ফেয়ার নির্বাচন হবে আপনার ভোট অন্য কেউ দিবে না।

Are you sure?
গ্যারান্টি কি!


০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১৯

জ্যাক স্মিথ বলেছেন: পশ্চিমা বিশ্ব এবারের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবার আর ভোট কারচুপি করার কোন সুযোগ নেই এ ব্যাপারে আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা প্রদান করতে পারি। এবারের নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন

১৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরোরডডল বলেছেন:

তারকারা রাজনীতিতে আসতেই পারে, যদি যোগ্য লোক হয়।
যেমন আসাদুজ্জামান নূর, তারানা হালিম ওরা ছিলো কিন্তু তাই বলে মাহি?
সে রাজনীতির কি বোঝে!! বিদ্যা বুদ্ধি মেধা কিছুইতো নেই।


আপনি সিউর ও পড়ালেখা করেনি? জ্ঞান বুদ্ধি নেই? জ্ঞান বুদ্ধি শিক্ষা নেই এমন কারও পক্ষে মেরিল প্রথম আলো পুরষ্কার সেরা অভিনেত্রী এওয়ার্ড জিতা সম্ভব? কারও সাথে না মিশে তার সম্পর্কে ধারণা করা কি ঠিক? মাহি একজন ভালো মানুষ। গীবত ও হিংসা করেনা। ৫ ওয়াক্ত নামাজ পড়ে শত ব্যস্ততার মাঝেও। শুধু কটা সার্টিফিকেট থাকাই কি যোগ্যতা? খালেদা জিয়া ৮ম শ্রেণী পাশ করে যদি ২ বার প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাতে পারে, মাহি এমপি হতে পারবেনা কেন?

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: আচ্ছা মাহিয়া মাহি কি আপনার পরিচিত? আমি অবশ্য উনার সমন্ধে তেমন কিছু জানি না।

ব্যক্তিগতভাবে আমি মনে করি যার মাথায় যতবেশী কুটুবুদ্ধি আছে সে তত ভালো করবে বাংলাদেশের রাজনীতিতে।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৩

মিরোরডডল বলেছেন:




একটা দেশের পার্লামেন্টে দেশের সেরা যোগ্য মানুষগুলো থাকা দরকার, যারা দেশের নীতি নির্ধারক হয়ে কাজ করবে।
পড়ালেখা সবাই করে, একাডেমিক সার্টিফিকেট থাকলেই সবাই সকল কাজের জন্য যোগ্য হয়না।

মেরিল প্রথম আলো পুরষ্কার সেরা অভিনেত্রী এওয়ার্ড জিতা সম্ভব?

অভিনেত্রী হিসেবে সে পুরস্কার পেয়েছে তার অভিনয় গুণে, এর মানে এইনা যে সে এমপি হবার যোগ্যতা রাখে, দুটো ভিন্ন বিষয়।

মাহি একজন ভালো মানুষ। গীবত ও হিংসা করেনা। ৫ ওয়াক্ত নামাজ পড়ে

So???
মানুষ ভালো এবং রিলিজিয়াস হতেই পারে, এগুলোর সাথে নো কনফ্লিক্ট কিন্তু তার মানেই সে এমপি হবার যোগ্য প্রার্থী না।

with due respect to Khaleda Zia, নিজ বুদ্ধিতে দেশ চালায়নি, she was guided by others.
এখন মাহিকেও যদি সামনে রেখে তার ফেস ভ্যালু কাজে লাগিয়ে অন্যরা পেছন থেকে পরিচালনা করে, সেটা ভিন্ন কথা।


০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০৭

জ্যাক স্মিথ বলেছেন: আপি, আপনার সাথে দ্বিমত করার কোন সুযোগ নেই, সে রকমই তো হাবার কথা ছিলো কিন্তু তা তো হচ্ছে না, ঘুরেফিরে সেই অথর্ব এবং গবেট টাইপ লোকজনই তো এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে যাদের কথাবার্তা শুনলে আমার বমি আসে, ঠাটিয়ে একটা চড় মাড়তে ইচ্ছে করে X(( কিন্তু তা করার সামর্থ্য তো আমার নেই আর তাই দেশের রাজনীতিকে আমি একটা সার্কাস হিসেবেই গণ্য করি। আর এই সার্কাস, সার্কাস খেলায় আমি আওয়ামী সার্কাস দেখতেই বেশি পছ্ন্দ করি আর তাই আওয়ামীলীগকেই সাপোর্ট করি। আপাদত অন্য কোন দলের সার্কার দেখার ইচ্ছে আমার নেই সেজন্য নৌকাই আমার ভরসা।

এক কথায় যদি বলি আওয়ামীলীগ হচ্ছে মন্দের ভালো।

শুভ কামনা, সবসময়।

২০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৯

হাইজেনবার্গ ০৬ বলেছেন: বিকলাংগ পোস্ট।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫

জ্যাক স্মিথ বলেছেন: আমার এই পোস্ট'টি বিকলাংগ ব্লগারদের জন্য এক মহা ওষুধ, এই যেমন গত ১০ বছরে মাত্র দুটি পোস্ট আর ১২৬ টি মন্তব্য করা প‌্যারালাইজড আক্রান্ত এক ব্লগারকে এক্টিভ করতে সক্ষম হয়েছে, যিনি গত ৬ মাস ধরে পুরোপুরি কোমায় থাকার পর আজই প্রথম আমার এই পোস্টের কল্যাণে ব্লগে লগ-ইন করতে বাধ্য হয়েছেন। বুঝতে হবে এই পোস্ট'টিতে ব্যাপক পরিমাণে চুলকানির রসদ রয়েছে তা না হলে ৬ মাস পর তিনি কোমা থেকে নড়েচড়ে বসতেন না। ;)

নোট: আমি কিন্তু আপনাকে বিকলাংগ বলিনি আমার এই কমেন্ট যদি কারো সাথে পুরপুরি মিলে যায় তাহলে তা কাকতালীয় ঘটনা হিসেবে গন্য হইবে। ;) ;)

আার বিএনপি'কেও আমি বিকালংগ দল আর তাদের সাপোর্টারদের বিকলাঙ্গ সাপোর্ট বলতে চাই না। ;) ;) ;)

২১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৩

শার্দূল ২২ বলেছেন: আমি ভোটের পক্ষে না, ভোটার হবার মত কঠিন যোগ্যতা এখনো বাংলাদেশের ৬০ ভাগ মানুষের হয়নি, যাদের বুড়ো আন্গুল আছে আর ১৮ বছর বয়স হয়েছে তারা যাকে তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবে কিংবা ক্ষমতায় বসিয়ে দিবে এটা কোন গনতন্ত্র হতে পারেনা। সুতরাং ৯০ ভাগ মানুষ স্বশিক্ষিত হবার আগ পর্যন্ত দেশে থেকে ভোট উঠিয়ে দেয়া উচিৎ। চিনের মত একজনকে সংবিধান এড়িয়ে রাজা করে দেয়া হোক।

শেখ হাসিনা রাজা হয়ে থাকুক আরো ২০ বছর। যদিও উনি এতদিন বাঁচবে কিনা জানিনা। এটা সত্য যে এবার কিছু অযোগ্য মানুষ নৌকা মার্কা পেয়েছে কিন্তু এখানেও ওনার বুদ্ধিমত্তা আছে। একজন ১০ মাহিকে রাজনীতির মাঠের বাইরে রাখা যত সহজ একজন তোফায়েলকে রাখা এত সহজ না। আমার মনে হচ্ছে শেখহাসিনা নতুনদের উৎসাহ দিচ্ছেন রাজনীতি করার সেই সাথে এদের দিয়ে ভোট আদায় করতে চাচ্ছেন, আমি মোটেও বিশ্বাস করিনা সাকিব, ফেরদাউষ, মাহিয়া মাহি,সহ যত রুপের হাট বসিয়েছেন রাজনীতিতে এরা কেউ দেশ দশ বুঝবে। এরা রাজনীতির মাঠে কমিডিয়ান হয়ে ভোটারের মন ভালো রাখবে শুধু,।

এই সরকার ক্ষমতায় আসবে শত ভাগ সত্য। শুধু শুধু কতগুলো টাকার অপচয়, বিদেশিদের লাফঝাফ না থাকলে শেখ হাসিনাই টানা ক্ষমতা ধরে রাখতে পারতেন। এই ভোট নাটকের দরকার হতোনা।

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: দ্বীমত করার কোন সুযোগ নেই, আপনার গঠনমূল মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

কলাবাগান১ বলেছেন: আমার মতে সামুতে ১ নং আওয়ামী সাপোর্টার হল হাসান কালবৈশাখী সাহেব..আর ২ নং স্হানে আমি আমার নাম প্রপোজ করছি...। শত শত গালি, ট্রল, অবজ্ঞা, গুতা, ব্যান ইত্যাদি খাওয়ার পরও অটল....যতদিন স্বাধীনতা বিরূধী রাজাকার রা থাকবে....ততদিন....

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১২

জ্যাক স্মিথ বলেছেন: হা হা ভালো বলেছেন। আমার কথা হচ্ছে ইউটিউব বিজ্ঞানীদের কথায় ব্রেইন ওয়াশ হবো কেন, আমার নিজের গবেষণায় যে দল ভালো মনে হবে সেই দলেরই সাপোর্ট করবো। হ্যাঁ অনলাইন জগৎ পুরোটাই আওয়ামী বিরোধীরা দখল করে রাখছে তারা সরকারের বিরুদ্ধে শত শত গালি, ট্রল, অবজ্ঞা, গুতা, আজব, গুজব ইত্যাদি দেধারসে ছড়িয়ে যাচ্ছে যা দেখে সাধারণ জনগণ ভুল তথ্য পাচ্ছে।

আশার কথা হচ্ছে সমস্ত সমালোচনাকরীদের মুখে চুনকালি মেখে শেখ হাসিনাই ক্ষমতায় থাকছে তিনি এসব গুজবে পাত্তা দেন না। B-)

গণতন্ত্র, গণতন্ত্র, করতে করতে মানুষ এটাকে একদম বাইবেলের বাণীতে পরিণত করেছে অথচ তৃতীয় বিশ্বের জন্য এসব গণতন্ত্র খুবই বাজে একটা বিষয়, আর তাই শেখ হাসিনা গণতন্ত্রকে একটু রিফর্ম করার চেষ্টা করছেন।

ভালো থাকুন সবসময়।

২৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

নতুন বলেছেন: দেশে ভোটের নামে এতো টাকা নস্টের দরকার কি ছিলো?

দেশে বিরোধী দল না থাকলে ক্ষমতাশীল দল দানবে পরিনত হয়। বর্তমানের আয়ামীলীগ শেখ হাসিনার নিয়ন্ত্রনের বাইরে।

আশা করি আমাদের দেশেও কোনদিন সহী গনতন্ত্র প্রতিস্ঠা হবে, রাজনিতিক নেতারা জনগনের কাছে জবাবদিহি করবে, আইনের কাঠগড়ায় তাদের দাড়াতে হবে, অন্যায়ের জবাব দিতে হবে। দূনিতি বন্ধ হবে...

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: দেশে ভোটের নামে এতো টাকা নস্টের দরকার কি ছিলো? - বিষয়টা আমিও ভাবি খামোখা এসব ভোট ভোট খেলা করে এত টাকা নষ্ট করার দরকার কি।

আমার মনে হয় এই দেশের জন্য দানবীয় দলই বেটার, সহীহ গণতন্ত্র চালু করার মত সময় এখনো আসেনি আরও ১০০ বছর পর হয়তো ভেবে দেখা যেতে পারে।

একদিন হয়তো সহীহ গনতন্ত্র চালু হবে, এবং দূর্ণীতি বন্ধ হবে কিন্তু দিল্লী বহুদূর। ক্ষমতার সাথে দূর্ণীতি ওতোপ্রোতো ভাবে জড়িত সে যে ভাবেই ক্ষমতায় আসুক, তবে জবাবদিহিতা যত বেশি থাকবে ততোবেশি ভালো হবে।

শুভ কামনা।

২৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯

শ্রাবণধারা বলেছেন: এই ধরনের ভোট নিশ্চয়ই একটা তামাশা যেটা ভোটের কোন অর্থ বহন করে না। হোক না ভোট দিতে চাওয়া সেই জাতি অশিক্ষিত, আমার্জিত এবং ধর্মান্ধ। সারাদিন নৌকা মার্কায় ভোট দিতে বলা কি সেই ধরনের তামাশা নয় যার ভিতরে হতাশা কাজ করে?

পোস্টটা দেখে "Sad clown paradox" এই অসুখটার কথা মনে পড়ে গেল। অনেক সময় দেখা যায় যে কমেডিয়ান বা তামাশাবাজ লোকদের ভিতরে গভীর হতাশাগ্রস্থতা বা মানসিক বিষাদ থাকে আর সেটা ঢাকতে তারা বেশি বেশি তামাশা করে। জাতি হিসেবে আমরা "Sad clown" হয়ে যাচ্ছি না তো?

যদি এ ধরনের পোস্ট দিতেন যে এই ধরনের একটা ভোট করা ছাড়া ক্ষমতাশীন দলের উপায় ছিলো না, সেটা হয়ত যুক্তিশীল হতো।




০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: খুব বেশি দ্বীমত করতে পারবো না আপনার সাথে, "Sad clown paradox" এর সাথে পুরোপুরি একমত পুরো জাতিই Sad clown paradox প‌্যারডক্সে ভুগছে আমিও এর বাইরে নই, মাঝে মাঝে আমাকেও clown সাজতে হয়।

সে যাই হোক, আমি কিন্তু উপরে মিরা আপির শেষের কমেন্টে উল্ল্যেখ করেছি দেশের রাজনীতি আমার কাছে পুরোপুরি একটা সার্কাস, আর আমি আওয়ামী সার্কাস দেখতেই পছন্দ করি। উক্ত কমেন্ট'টি এক নজড় দেখতে পারেন।

ভালো থাকবেন, আর নৌকা মার্কায় ভোট দিবে ভুলবেন না।

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: দেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে তাদের একজন ব্যক্তিকেও আমার পছন্দ না, তাই এসব ক্লউনদের নিয়ে সিরিয়াস কথা বলার মত সিরিয়াস সময় আমার নেই, এসব নিয়ে বড় জোড় মজা লুটা যেতে পারে এর বেশিকিছু নয়। এই পোস্ট'টি সে ধরণেরই একটা কিছু।

ধন্যবাদ আপনাকে।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮

তানভির জুমার বলেছেন: ভোট যাকেই দিবেন বিজয়ী নৌকাই তাহলে এই সারকাসের মানে কি?

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২

জ্যাক স্মিথ বলেছেন: দেশের রাজনীতিতে সার্কাসের দরকার আছে, নৌকা মার্কায় একটা ভোট দিয়ে সাইডে বসে খেলা দেখুন।

২৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫

নতুন বলেছেন: আমার মনে হয় এই দেশের জন্য দানবীয় দলই বেটার, সহীহ গণতন্ত্র চালু করার মত সময় এখনো আসেনি আরও ১০০ বছর পর হয়তো ভেবে দেখা যেতে পারে।


সেটা এক অর্থে ঠিক। সাধারন জনগনই এইসব দলীয় নেতাদের সমর্থন করে কারন তারা দূনিতি করতে পারবে।

সহী ন্যায্য কাজ করার মতন সমাজ দেশের বেশির ভাগ মানুষেরই ভালো লাগবেনা। কারন দৃশ্যমান ধনীদের মাঝে সম্ভবত ৯৯% ই দূনিতিবাজ...

সরকারে থাকা অর্থ একটা দেশের অর্থনিতির নিয়ন্ত্রনে থাকা... বিলিওন ডলারের খেলা, সেই খেলার দর্শক হিসেবে থাকলেও পকেটে যা আসবে তাতে আপনার আমার জীবন চলে যাবে...

শেখ হাসিনা দূনিতি বন্ধ করতে হবে সেটা বোঝে কিন্তু তিনিও অসহায় তার পাশের দূনিতিবাজ নেতাদের কাছে... তিনি চাইলেই দূনিতির এই জাল ছিড়তে পারবেন না। সেটার জন্য যেই পরিমান কঠর হতে হবে তিনি সম্ভবত ততটা পারবেন না।

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১

জ্যাক স্মিথ বলেছেন: শেখ হসিনাকে আমার কাছে জাস্ট একটা পুতুল মনে হয়, প্রকৃত অর্থেই তার কি কোন একক ক্ষমতা আছে? একটা চক্র তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রেখে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তিনি হয়তো চাইলেও দূর্ণিতি পুরোপুরি বন্ধ করতে পারবেন না।

দূর্ণীতি করার সুযোগ না পেয়ে এক দল সরকারের বিরুদ্ধে প্রচন্ড চিল্লা পাল্লা করছে আর খুব ভালো ভালো নীতি নৈতিকাতার কথা শুনাচ্ছে, এসব শুনিয়ে তারা মূলত ক্ষমতায় এসে দূর্নীতি করার সুযোগ চায়।

শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ, যত গালিগালাজ, যত গুজব তারচেয়ে ঢের বেশী উনি দেশের জন্য করেছেন নানা সিমাবদ্ধতার মাঝেও কিন্তু মানুষ উনার ভালো কাজের মূল্যায়ন দিতে পারেনি, বা উনি নিজেই উনার ভালো কাজের মার্কেটিং ঠিকঠাক মত করতে পরেননি। উনি যখন ক্ষমতায় না থাকবে তখন হয়তো মানুষ বুঝতে পারবে কি হারালাম। দাঁত থাকতে দাঁতের মর্যাদা অনেকেই বুঝতে পারে না।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০

নতুন বলেছেন: শেখ হসিনাকে আমার কাছে জাস্ট একটা পুতুল মনে হয়, প্রকৃত অর্থেই তার কি কোন একক ক্ষমতা আছে? একটা চক্র তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রেখে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তিনি হয়তো চাইলেও দূর্ণিতি পুরোপুরি বন্ধ করতে পারবেন না

ধান্দাবাজেরা প্রতিদিন শেখ হাসিনা আর আয়ামী চেতনা বিক্রি করে নিজেদের সার্থে।

দূর্ণীতি করার সুযোগ না পেয়ে এক দল সরকারের বিরুদ্ধে প্রচন্ড চিল্লা পাল্লা করছে আর খুব ভালো ভালো নীতি নৈতিকাতার কথা শুনাচ্ছে, এসব শুনিয়ে তারা মূলত ক্ষমতায় এসে দূর্নীতি করার সুযোগ চায়।

যেই সব রাজনিতিকরা নীতি কথা বলছে তারাও অতীতে দূনিতিই করেছে... ভবিষ্যতেও করবে... বর্তমানের কান্নার কারন তাদের আয় কমে এসেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ, যত গালিগালাজ, যত গুজব তারচেয়ে ঢের বেশী উনি দেশের জন্য করেছেন নানা সিমাবদ্ধতার মাঝেও কিন্তু মানুষ উনার ভালো কাজের মূল্যায়ন দিতে পারেনি, বা উনি নিজেই উনার ভালো কাজের মার্কেটিং ঠিকঠাক মত করতে পরেননি। উনি যখন ক্ষমতায় না থাকবে তখন হয়তো মানুষ বুঝতে পারবে কি হারালাম। দাঁত থাকতে দাঁতের মর্যাদা অনেকেই বুঝতে পারে না। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

উনি যদি না পারেন তবে তার উচিত না পদে থাকা। ক্ষমতায় থাকলে আপনার দলের মানুষের দায় আপানাকেই নিতে হবে।

এটা কস্টর আমিও জানি। কারন যখন আমাদের হোটেলের প্রেসিডেন্ট আসে তখন তাকে দেখাশুনার জন্য আমি ওয়েটার না বরং একজন ম্যানেজারকে পাঠাই অথবা আমি নিজে যাই তাদের দেখাশুনার জন্য।
কিন্তু অন্য সাধারন গেস্টের জন্য আমাদের প্রথম সারির ওয়েটারাই সেবা দেয়...

এই কারনে প্রধানমন্ত্রী হিসেবে তার চোখে ৯৯.৯৯% অপকর্ম ধরা পরে না। কিন্তু তাকে আসল সমস্যা দেখতে হবে।

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: ধান্দাবাজেরা প্রতিদিন শেখ হাসিনা আর আয়ামী চেতনা বিক্রি করে নিজেদের সার্থে। - কোন সন্দেহ নেই, যে বা যারাই সক্রিয়ভাবে কোন না কোন রাজণৈতিক দলের সাথে জড়িত তারা কোন না কোন অপরাধ, দূর্ণীতির সাথে জাড়িত আর এ সবই করে স্বার্থের জন্য। কেউ আওয়ামী চেতনা বিক্রি করে আর কেউ অন্য চেতনা বিক্রি করে এই যা পার্থক্য।

ক্ষমতায় থাকলে আপনার দলের মানুষের দায় আপানাকেই নিতে হবে। - কথা ঠিক।

শেরজা তপন বলেছিলেন - পুকুর যত কাটবেন, কথা যত বলবেন ততো বেশি বাড়তে থাকবে।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: ৬৫% লোক বাসায় থাকবে, ভোট দিতে যাবে না।
তারা জানে, এটা হাস্যকর নির্বাচন হচ্ছে।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

জ্যাক স্মিথ বলেছেন: শেখ হাসিনা গণতন্ত্রকে একটু রিফর্ম করার চেষ্টা করতেছেন, এটা হচ্ছে গণতন্ত্রের নতুন ফর্মুলা।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

হাইজেনবার্গ ০৬ বলেছেন: এ পোস্ট দিয়া কত কামাইলেন? ;) নাকি সরকারের কোনো ফেভার লাঘবো, যার জন্য এ পোস্ট?

পোস্টারে বা ব্যানারে 'হিউমেনেটারিান' লেখা দেখে হাসি পেলো, যিনি গ্যাস্টাপো স্টাইলে জুলুম করছে উনি হচ্চেন 'হিউমেনেটারিান'!কিল মি ডেড মানে মাইরালা।এস আলম, ইসলামি ব্যাংক, এমনকি কেন্দ্রীয় ব্যান্ক থেকে ১ বিলিয়ন ডলার চুরি সহ নানা রকমের কেলেংকারিমূলক ঘটনা লেখক দেখেনা, খালি তারেক জিয়া চোর,খালেদা জিয়া এইট পাস। রাতে ভোট দিয়া রাখে, মৃত লোক ও ভোট দেয়, যেখানে ভোটার সংখা ৫০০ সেখাহনে ভোট পড়ে ১ হাজার। বানাইবো ইসমার্ট বাংলাদেশ,ইসমার্টের বলিহারি।
অটোপাসদের পোস্ট, ;) ;) সারা বছর ধোনগাজিরে নিয়া ক্যাচাল;) , সরকারের উচ্ছিষ্ঠভোগি দালালদের ফাজিল টাইপের কমেন্ট দেখার চেয়ে কোমায় থাকায়ই ভালো।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

জ্যাক স্মিথ বলেছেন: আপনি বিম্পির পক্ষ থেকে কত পেলেন তা আগে বলেন। ;)

রাজনীতিতে এইসব নরমাল ব্যাপার.. মানে কাঁদাছুড়াছুড়ি।

ব্লগ মানেই ক্যাচাল, ক্যাচাল ছাড়া লাইফ.. সরি ব্লগ ইম্পসিবল।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা মাহিয়া মাহি কি আপনার পরিচিত? আমি অবশ্য উনার সমন্ধে তেমন কিছু জানি না।


ভাই দুজনার রুটি রুজির জায়গা একই। তার সাথে আমার পরিচয় ও জানাশোনা ভালোই। মানুষ হিসেবে সে অহংকার মুক্ত বিনয়ী ও ভদ্র।


মিরোর @

সে ভালো মানুষ ও যোগ্য না হলে আমি সাপোর্ট করতাম না :) এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। মুরাদ টাকলার মতো অনেক দুষ্ট দলে ঘাপটি মেরে বসে আসে। ওদের চেয়ে মাহি ভালো।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৬

জ্যাক স্মিথ বলেছেন: মাহিয়া মাহির ঢাকা এ্যাটাক মুভিটি আমি দেখছিলাম সময় পেলে তার অন্য কোন একটি মুভি দেখবো। রাজনীতিতে যতবেশি নতুন মুখ আসবে তত ভালো, বুড়োগুলোর ব্রেইন পঁচে গেছে এদের দ্বারা ভালো কিছু হবে না। রাজনীতি করতে হলে খুব বেশি জ্ঞানের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, শুধু একটু সদিচ্ছা যথেষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.