|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১।
কোন এক মফস্বল শহর আমাকে ইদানীং খুব টানছে, 
শহর বিদীর্ণ করে বয়ে চলা প্রধান সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির তারে
বসে থাকা কয়েকটি শালিক, কাক আর চড়ুই পাখি, উড়ার প্রস্তুতি নিয়েও
রিকশার পরিচিত ক্রিং ক্রিং বেলের শব্দে কৌতূহলী হয়ে আমাকেই দেখবে।
আমি তখন কিছুটা নস্টালজিক, রিকশার দ্রুত গতি আর উড়ন্ত সেই আঁচল, 
কাজল টানা চোখে ভোরের স্নিগ্ধতায় কপালের রাঙা টিপে খুঁজে বেড়াচ্ছি সূর্যাস্ত।
ভালোবাসার তীব্র গন্ধে ম্লান হয়ে গেছে হাতের বেলি ফুল, কি উথাল বাতাস!
উড়তে থাকা ঝরা পাতার প্ররোচনায়, অব্যক্ত কথনের চিৎকার -ভালোবাসি!  
হঠাৎ বাসের তীব্র ভেঁপু! শহরের মাঝে খুঁজে বেড়াই সেই প্রিয় মফস্বল, 
বাস্তবতার আলিঙ্গনে পাশে অনুভব করছি তোমার দেয়া উপহার - শূন্যতা। 
বৈদ্যুতিক তারে বসে থাকা একটি বিষণ্ণ কাক, ক্লান্ত স্বরে কা কা ডেকে বলল, 
তোমার অলিন্দের গোপনে সযত্নে থাকা স্মৃতি টুকু দিয়ে যাও, আমি ভীষণ অভুক্ত! 
আমি দু হাত দিয়ে বুকের বা পাশ চেপে, দ্রুত সেই মফস্বল থেকে এই শহরে পালিয়ে এসেছি, 
এই শহরে আবর্জনার কমতি নেই, গোপন অলিন্দ ছাড়াই তুমি এখানে নিরাপদ
২। 
নৈতিকতার মাতলামি! 
বহুদিন ধরে আমি আকণ্ঠ পান করে চলেছি, 
শতভাগ দেশী মদ,শহর নামক এই অদ্ভুত পেয়ালায়।
মাদকের তীব্রতায়, সমাজের সুশীলতা গভীরে
রাত্রি জাগা কোন শখের নর্তকীর
ল্যাপ্টানো কাজল চোখের সুস্থতার অভিনয়
আমাকে মুগ্ধ করে! শেখায় নৈতিকতার মাতলামি।
 ২৮ টি
    	২৮ টি    	 +১১/-০
    	+১১/-০  ২৫ শে জুলাই, ২০২৩  রাত ২:৩০
২৫ শে জুলাই, ২০২৩  রাত ২:৩০
জাদিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ঠাকুর মাহমুদ ভাই, আমি খুবই এ্যামেচার কবিতার ব্যাপারে। মাঝে মাঝে অন্য কবিদের দেখলে একটু লিখতে ইচ্ছা করে। তাই সাহস করে এখানে লেখার চেষ্টা করি।
২|  ২৫ শে জুলাই, ২০২৩  ভোর ৫:১৪
২৫ শে জুলাই, ২০২৩  ভোর ৫:১৪
ডঃ এম এ আলী বলেছেন: 
বাহ্ সুন্দর কবিতা গুচ্ছ । মনে হলো সামু ক্যানভাসে উঁকি দিল  কয়েকটি নাগরিক বিপন্নতার  রেখাচিত্র। 
অতি সচেতনতায়  আবেগের খোঁচা দিয়ে গেল নাগরিক নৈতিকতার বিপন্নতায় । 
 বিদ্যুতের  তারে বসা কাকের  চিহ্ন এঁকে দিয়ে বলা হল অনেক ভাবের কথা। মনে হল  ক্যানভাসে যেন আছড়ে
 পড়েছে  শূন্যতা, আনন্দহীন প্রহর। বিষন্নতায় মননে কাটেনা যেন  উচ্ছ্বাসের দাগ ,কপালে জাগে  উতলা ভাঁজ, 
পাখনায় চলে না সুন্দর অনুভূতি,বিবর্ণ পড়ে থাকে ক্যানভাস, জমে না রেখাচিত্র, একাকী হেঁটে যায় বিপন্ন  মফস্বল 
শহর হতে আরো গুটানো মাতলামি  রাতের দিকে। মনেতে  পড়ে থাকে অগোচালো চিন্তনসমূহ,  বুকে ছোপ ছোপ 
পাথর সময় বিরানই থেকে যায় । হৃদয়, জোরে রয়েছে যেন নৈতিকতা  বিহীন নাগরিক জীবনাচার, যা কেবলি চির
 চেনা বা অজানা ব্যথায় দুমরায় ।
সুন্দর হয়েছে কবিতা । 
শুভেচ্ছা রইল 
  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:০৩
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:০৩
জাদিদ বলেছেন: প্রিয় আলী ভাই, আপনার মন্তব্যটি আমার কবিতার চেয়ে সুন্দর হয়েছে। আমি কবি নই, মাঝে মাঝে বুকের মাঝে দুঃসাহস চেপে বসে আর তখন কিছু লিখি। আপনাদের ভালো লেগেছে, এটাই আমার সেরা পাওনা। 
৩|  ২৫ শে জুলাই, ২০২৩  সকাল ৭:০২
২৫ শে জুলাই, ২০২৩  সকাল ৭:০২
আহমেদ জী এস বলেছেন: জাদিদ,
মনে হলো, দুঃখের নির্যাস আকন্ঠ পান করে প্রিয় একটি মফস্বল খুঁজে বেড়ানো এক বিদগ্ধ কবির কবিতার ডালে ডালে শালিক হয়ে বসে আছি। 
আবর্জনাময় এই শহরের পথে সৌখিন নয়, পুরোপুরিই পুরুষ্ট হাতে আলপনা এঁকে যাওয়ার মতো কবিতা । 
 নৈতিকতার খোলস ছুঁড়ে ফেলা অনৈতিকতা, বাসের তীব্র ভেঁপু বাজিয়ে এখন এই শহর দাঁপিয়ে বেড়ায়। শহরবাসীর গা থেকে অনৈতিকতার ভুরভুরে দেশী মদের গন্ধে  নাক কুঁচকে ফেলে  ভোরের কাক, "বাঁচাও" বলে তারস্বরে চেচিয়ে ওঠে সাত সকালেই......
  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:০৫
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:০৫
জাদিদ বলেছেন: প্রিয় জি এস ভাই, 
আপনার আর আলী ভাইয়ের মন্তব্য এর প্রতিউত্তর দেয়া ভীষণ কঠিন। আপনার এই মন্তব্যটি আমার এই ছাইপাঁশ লেখাকে পূর্ণতা দান করেছে। কৃতজ্ঞতা জানবেন।
৪|  ২৫ শে জুলাই, ২০২৩  সকাল ৯:৩০
২৫ শে জুলাই, ২০২৩  সকাল ৯:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো কবিতা লিখেছেন। পড়লাম এবং ভালো লাগলো।
  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:০৫
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:০৫
জাদিদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫|  ২৫ শে জুলাই, ২০২৩  সকাল ১০:২৫
২৫ শে জুলাই, ২০২৩  সকাল ১০:২৫
কামাল১৮ বলেছেন: পুরনো মফস্বল শহরে নিজের হারানো স্মৃতিকে খুঁজে না পেয়ে মনের যে উপলব্ধি তা খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে কবিতায়।
  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:০৫
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:০৫
জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাই!
৬|  ২৫ শে জুলাই, ২০২৩  সকাল ১১:৩১
২৫ শে জুলাই, ২০২৩  সকাল ১১:৩১
মোগল সম্রাট বলেছেন: 
ভোর বেলায় কপালের রাঙ্গা টিপে সুর্যাস্ত খুজছেন !!!!!  কেন ভাই ?
আমি সাধারনত কবিতা পোষ্টে কোন দিন কমেন্ট করিনা । আপনার পোষ্টে চোখ আটকে গেল। 
পড়ে ভালো লাগলো
+++++++++++
  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:১২
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:১২
জাদিদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সময় করে মন্তব্য করার জন্য। আপনারা সবাই পড়বেন বা মন্তব্য করবেন এই সামান্য লেখায়, এটা প্রত্যাশিত ছিলো না। 
বহু আগে কুমার শানুর একটা বাংলা গান শুনেছিলাম ঢাকা চট্রগ্রাম হাইওয়েতে। নন এসি বাস, শেষ বিকেলে প্রচন্ড গতিতে ছুটে চলেছে। জানালার ফাঁক দিয়ে পড়ন্ত সুর্যের আলো এসে পড়ছিলো আমার পাশে থাকা এক তরুনী সহযাত্রীর মুখের উপর। গান টা ছিলো এমন যে, ও চোখে আমার শুরু আর শেষ, আমার ই জীবন আর আমারই মরণ, একই আকাশেতে দেখেছি যে আমি পুর্নিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ.।  
পাশে বসে থাকা তার স্বামী বা বন্ধুর সাথে সম্ভবত কোন একটা বিষয়ে হালকা মান অভিমান হচ্ছিলো। সেই থেকে এমন একটা লাইন মাথায় গেঁথে গিয়েছিলো! সুযোগ পেয়ে সম্ভবত এই কারনেই ব্যবহার করে ফেললাম। হাহাহা। 
আবারো ধন্যবাদ জানবেন।
৭|  ২৫ শে জুলাই, ২০২৩  সকাল ১১:৩৯
২৫ শে জুলাই, ২০২৩  সকাল ১১:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:১৮
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:১৮
জাদিদ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই!
৮|  ২৫ শে জুলাই, ২০২৩  সকাল ১১:৫৫
২৫ শে জুলাই, ২০২৩  সকাল ১১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২য়টা বেশি ভাল লেগেছে।
  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:১৯
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:১৯
জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। এই যে ভালো লেগেছে, এটাই আমার প্রাপ্তি।
৯|  ২৫ শে জুলাই, ২০২৩  দুপুর ১:১৬
২৫ শে জুলাই, ২০২৩  দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর। 
আবেগ তুলে ধরেছেন। আবেগ গুলো কবিতা হয়ে ধরা দিয়েছে।
  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:১৯
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৩:১৯
জাদিদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
১০|  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৪:২৪
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৪:২৪
শাওন আহমাদ বলেছেন: ভীষণ ভালো লিখেছেন, এমন লেখা স্মৃতিকাতর করে দেয়।
  ১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৩
১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৩
জাদিদ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাঠের জন্য।
১১|  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৪:৫৭
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৪:৫৭
আরোগ্য বলেছেন: বহুদিন পর যেন কোন কবিতা পড়লাম। আপনিও কবিতা লিখেন জানা ছিলো না,  আমি তো জানতাম ব্লগে কবিতা পড়তে পড়তে আপনি বিরক্ত   ৷ সেটা অবশ্য ২/৩ বছর আগের অভিজ্ঞতা থেকে বলছি।
৷ সেটা অবশ্য ২/৩ বছর আগের অভিজ্ঞতা থেকে বলছি। 
এই শহরটা আমার কাছে হিংস্র পশুর মত মনে হয় তবুও একে বেজায় ভালোবাসি,  মাতৃভূমি বলে কথা।
  ১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৫
১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৫
জাদিদ বলেছেন: হা হা হা। না, আমি কবিতা লিখতে পারি না। কবিরা লিখেন, আমি সামান্য দু চার লাইন লিখে কিছুটা কবি হবার চেষ্টা করি।
১২|  ২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৫:২৫
২৫ শে জুলাই, ২০২৩  বিকাল ৫:২৫
বাকপ্রবাস বলেছেন: কতো কবিতা ভেসে যায় ব্লগে পড়তে পড়তে মনে হয় কবিতা পড়া হয়না কতকাল। অবশেষে কবিতা এসে ধরা দিল পড়তে পড়তে ভাবছি কবিতায় ভরে উঠুক ব্লগ।
খুব সুন্দর
  ১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৫
১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৫
জাদিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা জানবেন। কবিতা পোস্টে আপনাদের মন্তব্য পেলে মনে হয় আপনারা নিশ্চয়ই আমাকে অনেক ভালোবাসেন।
১৩|  ২৬ শে জুলাই, ২০২৩  সকাল ৮:২৬
২৬ শে জুলাই, ২০২৩  সকাল ৮:২৬
শেরজা তপন বলেছেন: ২ নম্বরটা সেইরকম হয়েছে ভাই।
  ১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৬
১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৬
জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।
১৪|  ২৮ শে জুলাই, ২০২৩  সকাল ৯:০১
২৮ শে জুলাই, ২০২৩  সকাল ৯:০১
অহরহ বলেছেন: কেমন আছেন জাজিদ ভাই? আমি অহরহ, নতুন ব্লগার। আমি এ পর্যন্ত ৩টি লেখা পোষ্ট দিয়েছি। কিন্তু ভাইয়া একটিও প্রথম পাতায় যায় না। প্লিজ দেখবেন কী? ধন্যবাদ।
  ১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৭
১৯ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:৩৭
জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। কোন সমস্যা হলে আমার মনে হয় আপনার উচিত ব্লগ টিমকে মেইল করা।
 
[email protected] এই ঠিকানায় মেইল করলে আপনি সমস্যার সমাধান পাবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২৩  রাত ২:১৬
২৫ শে জুলাই, ২০২৩  রাত ২:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
নৈতিকতা বুকে লালন করতে হয়। সন্তানের মতো বুকের মাঝে মনের মাঝে নৈতিকতা পুষে রাখতে হয়। সমস্যা হচ্ছে, মানুষ নৈতিকতাকে সেই কবে থেকে মুখের বুলি হিসেবে ব্যবহার করছে। আমার দেখা - নৈতিকতা হচ্ছে সবচেয়ে সস্তা কয়েকটি বাক্যের মাঝে একটি।
কথামালা ভালো লেগেছে। +++