নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা নীরবে হারিয়ে যাচ্ছেন আর রাজত্ব করে বেড়াচ্ছে ১৬ই ডিসেম্বরের ধান্দাবাজ মুক্তিযোদ্ধারা। ফলে যে পবিত্র আদর্শ ও চেতনাকে পুঁজি করে কিছু মানুষ দেশের জন্য যুদ্ধ করেছে সেই চেতনা এবং আদর্শ এখন হারিয়ে গেছে। আর ১৬ই ডিসেম্বরের মুক্তিযোদ্ধারা সদর্পে, মাথা উঁচু করে কৌতুকের হাসি লুকিয়ে বিক্রি করছে মুক্তিযুদ্ধের কথিত চেতনা আর আদর্শ এবং আবিষ্কার করে চলেছে নানা ধরনের ফিল্টার।
আমার আব্বা যখন বেঁচে ছিলেন, তখন এই কথাগুলো তিনি মাঝে মাঝে বলতেন। ইদানীং কথাগুলো বড় সত্য আর তিতা মনে হয়। হয়ত এই কারণে নিজের পরিচয় আর শেষের দিকে দিতে চাইতেন না। আমাকে অনুরোধ করেছিলেন, তাঁর মৃত্যুর পর তাঁকে যেন দ্রুত দাফন করি, কোন আনুষ্ঠিকতার প্রয়োজন নেই। যদিও আমাদের গ্রামের মানুষ চেয়েছিলও রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন হোক। আমি আমার বাবার কথা রেখেছি। তাঁর মৃত্যুর পর ধর্মীয় বিধিবিধান অনুসারে দ্রুত তাঁকে দাফন করেছি।
আগামী মাসের ২২ তারিখে আব্বা মারা যাওয়ার ঠিক দুই বছর পূর্ণ হবে। যখন তাঁর কবরে যাই, তখন আশেপাশে পড়ে থাকা কিছু ফুল তাঁর কবরে দিয়ে পাশে কিছুক্ষণ দাঁড়াই। মাঝে মাঝে যখন মনে হয় এই লোকটা দেশের জন্য যুদ্ধ করেছেন, বিনিময়ে কিছু চান নি, তখন একজন নাগরিক হিসাবে তাঁকে একটা স্যালুট দেয়ার চেষ্টা করি, সন্তান হিসাবে না।
কিন্তু আমি ভীষণ লাজুক, নিজের বাবার কবরে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছি - লোকে দেখলে কি হবে এই চিন্তায় মাঝে মাঝে হাতটা কোন মতে কপাল ছুঁয়ে নামিয়ে ফেলি। মাঝে মাঝে খুব রাগ হয়, কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় - আচ্ছা এত লাজুক কেন আমি! এত দ্বিধা কেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬
জাদিদ বলেছেন: লজ্জা গর্ব খেয়ে ফেলছে।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১০
ডার্ক ম্যান বলেছেন: চেতনা যখন ব্যবসা হয়ে দাঁড়ায় আদর্শ তখন আলেয়ার আলো হয়ে যায়। আমরা সবাই চেতনাবাজ।
হাত দিয়ে স্যালুট দিতে হবে কেন। মন থেকে দিলেই হয়।
আমাদের আসলে পরিবর্তন দরকার। কিন্তু কারে বিশ্বাস করবেন। যে যায় লঙ্কায়, সেই হয়ে যায় রাবণ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬
জাদিদ বলেছেন: ভালো বলেছেন, মন থেকে দিলেই হয়।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩
যবড়জং বলেছেন: সময় তো ধান্ধাবাজদেরই পক্ষে। আর চেতনা (Consciousness) মনের একটি ধর্ম বা বৈশিষ্ট্য যাকে আরও অনেকগুলি মানসিক বৈশিষ্ট্যের সমষ্টি হিসেবে গণ্য করা হয়, যেমন আত্মমাত্রিকতা, আত্মচেতনা, অনুভূতিশীলতা, পৃথকীকরণ ক্ষমতা, এবং নিজের সত্তা ও আশেপাশের পরিবেশের মধ্যকার সম্পর্ক অনুধাবনের ক্ষমতা যা লোপ পেয়েছে বলবো না জাতিগত ভাবে আমাদের তেমন নেই । আর মুক্তিযুদ্ধের চেতনা -----বালাই ষাট, কি যে বলেন না ওটাতো কপিরাইটেট @
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬
জাদিদ বলেছেন: বাস্তব কথাই বলেছেন। আমাদের জাতিগত চেতনাই হয়ত বিলুপ্ত হয়ে গিয়েছে।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩
আমি সাজিদ বলেছেন: আপনার বাবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।
মুক্তিযুদ্ধের চেতনার উপর নতুন ফিল্টারগুলো -
" হাজার মাইল পারি দিয়ে আমেরিকা না যাওয়ার ফিল্টার"
এরপর আবার সেই আমেরিকায় গিয়ে সেলফি তুলে তা ব্যানারে ছাপিয়ে " আমেরিকা ম্যানেজড" ফিল্টার।
"আমেরিকা গিয়ে আমেরিকাকেই স্যাংশন করার হুমকি দেওয়া ফিল্টার"
আমাদের সাধারণ মানুষের ভাই পি আর ভ্যালুও নাই। আমরা কখন কি খাবো, কি বলবো, কোন মাছের সাথে কোন লেকের সামনে ছবি তুলবো, এইসব বলে কয়ে চারদিকে সার্কুলেট করারও কেউ নাই। প্রচারগুনে ভুল মাথা বা রং হেডেড ও লাল গালিচা বাইপাস করে বিশ্বনেতা হতে চায়।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
জাদিদ বলেছেন: ধন্যবাদ সাজিদ। আমাদের দেশের দুর্ভাগ্য আমরা এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। একটু সৎ নেতা পেলে আমাদের দেশটা অন্য রকম হতে পারত।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার আব্বার রুহের মাগফেরাত কামনা করছি।
যারা ভালো কাজ করেন, পরিবারের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য, দেশের জন্য - ফলের আশায় বা সুবিধা ভোগের জন্য বা সুবিধা ভোগের আশা ভালো কাজ করেন না। মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা স্বাধীন দেশের সুযোগ সুবিধা, কোটা, চাকরি, রাজনীতি, সরকার হওয়ার আশায় করেননি। - তাঁদের সেই জ্ঞান বুদ্ধিও ছিলো না।
সুযোগ সুবিধা নেওয়ার জ্ঞান যাদের ছিলো তারা যুদ্ধে অংশ নেননি। তারা জানেন যুদ্ধে হেরে গেলে বিদ্রোহীদের বিচার হবে। আর যুদ্ধে জয়ী হলে দেশ তাদের।
রাজনীতিতে অনেক বড় বড় খেলা হয়। সাধারণ মানুষের জ্ঞানের বাইরে সেই সব খেলা। রাজনীতি = ফেসবুক, ইউটিউব, আর ব্লগ না। রাজনীতি সহস্র সহস্র বছরের পুরাতন খেলা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
জাদিদ বলেছেন: ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই। আপনাকে কৃতজ্ঞতা জানাই।
রাজনীতিতে অনেক বড় বড় খেলা হয়। সাধারণ মানুষের জ্ঞানের বাইরে সেই সব খেলা। - এটাই সত্য।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার আব্বা সিএমএইচ হাসপাতালে ভর্তি আছেন। দোয়া করবেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
জাদিদ বলেছেন: আপা, আপনার আব্বার জন্য প্রার্থনা রইল। নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: গর্বিতসন্তানের স্যালুট দিতে লজ্জা লাগার কথা;
হাজার স্যালুট জানাই মহান আল্লাহ্ জান্নাত বাসি করুণ আমিন!
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২
জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে লিটন ভাই।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬
শাহ আজিজ বলেছেন: তুমি কিন্তু কখনই বলোনি তুমি বীর মুক্তিযোদ্ধার সন্তান !! আমরাও গর্বিত তোমাকে নিয়ে , স্যালিউট তোমার বাবাকে ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩
জাদিদ বলেছেন: না, ভাইয়া আমি কখনও আসলে নিজের বাবার এই পরিচয়কে ব্যবহার করে কোন বাড়তি সুবিধা নিতে চাই নি। তাই হয়ত বলা হয় নি। কথা প্রসঙ্গে চলে এসেছে বলে এখন বললাম।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮
নতুন বলেছেন: সত্যিকারের দেশপ্রমিকরা কোন সার্থ হাসিলের জন্য জীবনের ঝুকি নিয়ে মুক্তিযদ্ধে যান নি।
গিয়েছিলেন বিবেকের টানে, দেশের জন্য, মানুষের জন্য।
যারা ধান্দাবাজ তারা তখনও নিজের জীবন বাচানোর ধান্দায়ই ছিলেন,
বোকার মতন জীবনের ঝুকি ধান্দাবাজেরা নিবে না।
স্বার্থবাদীরা ক্ষমতার কাছে থাকে মধুর লোভে, তাদের আত্নসন্মান নাই।
আপনার বাবার প্রতি হাজার স্যালুট।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
জাদিদ বলেছেন: স্বার্থবাদীরা ক্ষমতার কাছে থাকে মধুর লোভে, তাদের আত্নসন্মান নাই। এটাই বাস্তব।
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫
মিরোরডডল বলেছেন:
জাদিদের বাবার জন্য শ্রদ্ধা।
ওপারে ভালো থাকুক আমাদের বাবারা।
আচ্ছা এত লাজুক কেন আমি!
welcome to my group.
উইশ থাকবে, লজ্জা যেনো প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭
জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমি আসলেই বেশ লাজুক। এটা আমার খুব কাছের মানুষরা জানত। আজকে ব্লগে প্রকাশ করে দিয়েছি। আপনিও এই দলে আছেন দেখে ভরসা পেলাম।
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০
তানভির জুমার বলেছেন: আপনার বাবা কে আল্লাহ তালা যেন জান্নাতবাসি করে। মুক্তিযোদ্ধের চেতনার নামে দেশটা এখন লুটেপুটে খাচ্ছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০
জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১
সোনাগাজী বলেছেন:
আপনার বাবার জন্য শ্রদ্ধা রলো।
জাতিকে যখন আক্রমণ করলো পাকিস্তানী বাহিনী, তখন যুদ্ধ করার দরকার ছিলো; যাঁরা সেটা অনুধাবন করেছিলেন, তাঁরা যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধের পর, যুদ্ধের সংগঠকরা যোদ্ধাদের অবদানের গুরুত্ব অনুধাবন করতে পারেনি; সেই সুযোগে তস্করেরা ইহাকে দখল করে নিয়েছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১
জাদিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ সোনাগাজী ভাই।
যুদ্ধের পর, যুদ্ধের সংগঠকরা যোদ্ধাদের অবদানের গুরুত্ব অনুধাবন করতে পারেনি; সেই সুযোগে তস্করেরা ইহাকে দখল করে নিয়েছে।
- এটাই বাস্তব।
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
ঢাবিয়ান বলেছেন: ১৯৭১ সাল সময়টা এমন ছিল যে, সে সময়ে কেউ যুদ্ধ করেছে অস্ত্র হাতে বা কেউ করেছে কলম হাতে বা মুক্তিযোদ্ধাদের সাহায্য করে। আমার বাবা বলেতেন যে , শিক্ষিতদের বিড়াট একটা অংশ হয়ত রাজাকারগিরি করে নাই কিন্ত পাকবাহিনীর সুবিধাভোগী ছিল। দুঃখজনক যে যুদ্ধ শেষে তারাই আবার মুখোশ পালটে ফেলে চেতনার ফেরিওলা সেজে দখল করে নিয়েছে সকল পদ পদবি। প্রকৃত মুক্তিযোদ্ধারা কোন কিছুর আশায় যুদ্ধ করেনি। তাই তারা সবাই ফিরে গেছে আপন ঘরে। দেশের ক্ষমতা তাই আজো ঘুরে ফিরে আটকে আছে সুবিধাভোগীদের হাতে।
আপনার বাবার জন্য অনেক শ্রদ্ধা রইল।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১
জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা রইল।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৭
কামাল১৮ বলেছেন: পূর্ব বাংলা যে পাকিস্তানের উপনিবেশ এটা যারা বুঝতে পেরেছে তারা অনেক আগে থেকেই স্বাধীনতা যুদ্ধ সুরু করেছে।প্রথম ঘোষণা আসে ৫২ তে।তার পর ৫৭ তে কাগমারি সম্মেলন থেকে।তার পর ৬৬ তে।এরা সবার স্বাধিনতার জন্য যুদ্ধ করেছেন।কারো অবদান কম না।সর্বশেষ ৭১ রে।
যাঁরাই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে তারা মহান।তারা জাতির সূর্য সন্তান।নতুন করে আর কারো এই সম্মান অর্জন করা সম্ভব নয়।
আপনার আব্বাকে শ্রদ্ধা জানাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২
জাদিদ বলেছেন: ধন্যবাদ কামাল ভাই, আপনাকে কৃতজ্ঞতা জানাই মন্তব্যের জন্য।
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এসো হে বীর
লজ্জ্বার পর্দা ছিড়ে ফেলো
চিরে ফেলো দ্বিধার যত আভরণ
অন্ধকারের জীবেরা করে ভয়ানক উল্লাস
বিবেক, সত্য, সুন্দর সুবোধের হাত ধরে নিখোঁজ-
ফিরিয়ে আনতে হলে
অনাগত প্রজন্মের কাছে মাথা উঁচু করতে চাইলে
তাদের বুকে সাহসের বীজ মন্ত্র রুয়ে দিয়ে চাইলে
এসো নিভৃতেই হোক
হয়ে যাক স্যালুট- পিতার করকমলে।।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩
জাদিদ বলেছেন: প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই! আপনাকে অনেক দিন পর ব্লগে দেখে খুবই আনন্দিত হলাম।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৫
কাঁউটাল বলেছেন: মুক্টিযুদ্ধের চেতনার ঠেলায় এখন সত্য কথাও মন খুলে বলার উপায় নাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩
জাদিদ বলেছেন: দুঃখজনক পরিস্থিতি।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
শ্রদ্ধা ও সম্মান রইলো আপনার বাবার প্রতি।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩
জাদিদ বলেছেন: আপনার প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।
১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৯
বিষাদ সময় বলেছেন: আপনার পিতার প্রতি অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪
জাদিদ বলেছেন: আপনার প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।
১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৭
কাছের-মানুষ বলেছেন: আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি।
আপনার বাবা ঠিকই বলেছেন। ধান্দাবাদ মুক্তিযোদ্ধাদের ভিড়ে আসল মুক্তিযোদ্ধারা হারিয়ে গেছেন বা কোণঠাসা হয়ে পরেছেন!
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪
জাদিদ বলেছেন: কৃতজ্ঞতা রইল
ধান্দাবাদ মুক্তিযোদ্ধাদের ভিড়ে আসল মুক্তিযোদ্ধারা হারিয়ে গেছেন - এটাই বাস্তব।
২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বাবার প্রতি সশ্রদ্ধ সালাম রইল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। প্রকৃত মুক্তিযোদ্ধারা দেশের কাছ থেকে কিছু চান না। আমার চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ছোটোবেলা থেকেই তার মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে বড়ো হয়েছি এবং মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে চলেছি। আমার চাচা অনেক কষ্টের জীবন পার করে গেছেন, কিন্তু তিনি কোনোদিন রাষ্ট্রের কাছে কিছু চান নি; এমনকি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে রাষ্ট্রের কাছে তার কিছু চাওয়ার থাকতে পারে, এই জ্ঞানও তার ছিল না।
আমি খুবই গর্ব করে বলি যে, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এতে লজ্জার কিছু নাই। তবে, ধান্ধাবাজদের চেতনাবাজি দেখলে শরীরটা শুধু রিরি করে।
একজন মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান হিসাবে আপনার প্রতিও অজস্র সম্মান রইল।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫
জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের এই গর্বটা শুধু আমাদের ভেতরই থাকবে। এটা বাইরে প্রকাশের জন্য নয়।
২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬
জাদিদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১১
শাওন আহমাদ বলেছেন: সারাদেশেই ভুয়া মুক্তিযোদ্ধাদের সয়লাব হয়েছে। নিঃসন্দেহে আপনি আপনার বাবার কথানুযায়ী তাকে দাফন করে ভালো কাজ করেছেন যা গ্রামবাসীদের চাওয়ার অনেক ঊর্ধ্বে অবস্থান করছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬
জাদিদ বলেছেন: দুঃখজনক ভাবে এমনটা হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা গর্বের, লজ্জার নয়।