![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৮ জন বন্ধু মিলে কুরবানীর ঈদের বন্ধে ইন্ডিয়া ঘুরে আসতে চাই
ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদের হাতে ছয় মাসের মাল্টিপল ভিসা আছে । এবার তো যেতেই হবে।একে বারেই নতুন মাথায় ঢুকেছে দার্জিলিং , যেতেই হবে। এবার উপায় কি? রাংপুর থেকে দার্জিলিং যাবার ব্যাপারে কেউ কি একটু বলবেন। কিভাবে,কখন,কোথায় যেতে,খেতে,থাকতে হবে। কীভাবে গেলে সবচেয়ে কম খরচে সবচেয়ে সুন্দর জায়গা ঘুরে আসা যাবে? ৫ জনের পছন্দ দার্জিলিং,র ৩ পছন্দ জনের নেপাল।
নেপাল যেতে চাইলে ভিসা কি নতুন ভাবে করতে হবে ?
আপনারা যারা জানেন অবশ্যই শেয়ার করবেন আশাকরি।
২| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৭
রাজীব বলেছেন: ভিসায় পোর্ট কোনটা আছে?
৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৯
জাহাঈীরআলমবকুল বলেছেন: বুড়িমারী পোর্ট
৪| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৫
রাজীব বলেছেন: তাহলে
প্রামানিক বলেছেন: সোজা বাসে চড়ে রংপুর থেকে বুড়িমারী চলে যান, সেখানে ভিসা পাসপোর্ট দেখিয়ে বর্ডার পার হয়ে সোজা শিলিগুড়ি চলে যান, শিলিগুড়ি থেকে জীপ ভাড়া করে সোজা দার্জিলিং চলে যান।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২১
প্রামানিক বলেছেন: সোজা বাসে চড়ে রংপুর থেকে বুড়িমারী চলে যান, সেখানে ভিসা পাসপোর্ট দেখিয়ে বর্ডার পার হয়ে সোজা শিলিগুড়ি চলে যান, শিলিগুড়ি থেকে জীপ ভাড়া করে সোজা দার্জিলিং চলে যান।