নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am an atheist, may seem strange to you! But you\'re religious, I feel ridiculous!

তাহসিব

আমি তাহসিব হাসান

তাহসিব › বিস্তারিত পোস্টঃ

গ্যাস সিলিন্ডার!

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৪৪

এক বিষয় নিয়ে অনেকদিন যাবৎ লিখবো লিখবো ভাবতেছি।
বিষয়টা গ্যাস সিলিন্ডার!

বিশ্বের অনেক দেশের এলপি গ্যাস তথা গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। পাইপ লাইনের গ্যাসই বরং খুব কম দেশে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এরা গ্যাস সিলিন্ডারের উপরই নির্ভরশীল! কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে খুবই কম মানুষ এলপি গ্যাস ব্যবহার করে। তবুও প্রায় শোনা যায়, গ্যাস সিলিন্ডারে বিস্ফরণে অমুক পরিবার আহত নিহত হয়েছেন! পত্রিকায় দুই একটা নিউজ আসে, এরপর সবাই ভুলে যায়। নতুন করে আবার বিস্ফরণের অপেক্ষায়! কিন্তু অন্যান্য দেশগুলো এতো সিলিন্ডার কেন্দ্রিক হয়েও তাদের দেশে এতো দুর্ঘটনা কথা কিন্তু শুনা যায় না। বিস্ফরণের কারন নিয়েও মিডিয়াগুলো বোবা হয়ে যাথে। কোন প্রশ্ন বা জিজ্ঞাসা নেই, যেন এটা স্বাভাবিক ব্যপার।
কিন্তু প্রতিটা সিলিন্ডারের মান টেস্ট করার কথা! এর জন্য আমাদের দেশে অথরিটি আছে। পাঁচ বছর পর পর সেই সিন্ডারের রিটেস্ট করার কথা, যার তারিখ বড় করে প্রিন্ট করে লেখা থাকার কথা! যদি সিলিন্ডারের মান ঠিক থাকে, তাহলে সেটা বিস্ফারণ হবার কোন কারণ থাকে না। কিন্তু আসলে কি টেস্ট হচ্ছে, আর যদি হয়ে থাকে বিস্ফরণের দায় অথরিটি কেন হবে না? আর যদি না হয়ে থাকে তাহলে এল.পি গ্যাস কোম্পানিগুলো উপর কেন দায় আসবে না? কেন তাদের আইনের আওতায় আনা হবে না?
একটি বিস্ফারণ একটি পরিবারের কতি বড় ক্ষতি, সেটা বুঝার ক্ষমতা সেই পরিবার ছাড়া বাহিরে কোন মানুষ অনুধাবন করতে পারবে না। আমি এগুলোকে দুর্ঘটনা বলার পক্ষে না, বরং এগুলো নিরব হত্যা। যা আইনের ফাঁকে মাঝে থেকে বেড়িয়ে যাচ্ছে, দেখার কেউ নেই..........!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:১০

কাওসার চৌধুরী বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট। হ্যা, আপনার সাথে আমিও একমত। এসব সিলিন্ডার নিয়মিত টেস্ট করা হোক। এসব বিস্ফুরণে যাতে একজনও মানুষ যাতে জীবন হারাতে না হয়। সরকারের উচিৎ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা। সিলিন্ডারগুলোর মান নিয়ন্ত্রণ করা।

পোস্ট করার জন্য ধন্যবাদ, আপনাকে।

০১ লা মে, ২০১৮ রাত ২:৩২

তাহসিব বলেছেন: ধন্যবাদ, সবার উচিত, এটা নিয়ে বেশি বেশি লেখা, যাতে নজরে আসে। আপনি লিখুন, অনুরোধ রইল.।.।.।

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবার আগে সততা আর দেশপ্রেম থাকতে হবে।

০১ লা মে, ২০১৮ রাত ২:৩২

তাহসিব বলেছেন: সেটাই তো খুঁজে পাই না .......।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছুই টেস্ট করে বাজারে আসে। তবে ঘুষ দিয়ে হয়তো পাস করানো হয়...

০১ লা মে, ২০১৮ রাত ২:৩৩

তাহসিব বলেছেন: সমস্যাটা ওখানে।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ চিনে টাকা। তাদের কাছে নিরাপত্তা কোনো ব্যাপার না।

০১ লা মে, ২০১৮ রাত ২:৩৩

তাহসিব বলেছেন: মানুষ কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.