নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ অসীম দয়ালু @http://howcanigetanemailaddress.com/

শুভ জাহিদ @ http://howcanigetanemailaddress.com/

শুভ জািহদ

Some Were Saying Erasers Are for People Who Make Errors, But The Wise Said; Erasers Are for People Who Are WILLING to Correct their Mistake!!! http://howcanigetanemailaddress.com/

শুভ জািহদ › বিস্তারিত পোস্টঃ

১ লাখ টাকার মতো আছে। একটা ছোট খাট ব্যবসার পরামর্শ দিন।

১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৬

ব্লগার ভাইগণ, ১ লাখ টাকার মতো আছে। একটা ছোট খাট ব্যবসার পরামর্শ দিন।

মন্তব্য ৮৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৮

মুরুববী বলেছেন:
গ্রামে গিয়া মুদির দোকান দেন। (তাও মনে হয় ১ লাখে টানাটানি লাগবো )

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৫

শুভ জািহদ বলেছেন: ১ম মন্তব্য। ধন্যভাদ।

২| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৩

শিশির সিন্ধু বলেছেন: হাজার দশেক টাকা আছে ইউরোপ ট্যুরে যাইতে চাই.....পরামর্শ দেন =p~ =p~ =p~

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৪

শুভ জািহদ বলেছেন: আপনে রংপুর যান।

৩| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৫

সোহেল শান্‌ত বলেছেন: শেয়ারের ব্যবসা করেন। নয় লাক নয় ফাক ;) ;)

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৩

শুভ জািহদ বলেছেন: রাস্তার ফকির বানাইতে চায়।

৪| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৫

নাহিদ বলেছেন: আমার সাথে যোগাযোগ করুন....জটিল ব্যাবসার আইডিয়া দিতে পারি।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৩

শুভ জািহদ বলেছেন: এখানেই দেন না। জটিল ব্যবসা, সহজ ব্যবসা সব ব্যাপারেই আলোচনা করেন।

৫| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৭

হাসানুর বলেছেন: ইলিশ মাছের ব্যাবসা করতে পারেন.....

৬| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৮

তামজীদ বলেছেন: ডেস্টিনি করেন B-)) B-)) =p~ =p~

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪২

শুভ জািহদ বলেছেন: বল শয়তান কি ক্ষতি করেছিল আমার দাদা .............নায়ক মান্না

চৌধুরী সাহেব, আমি টয়লেটে ঢুকেছি বলে আপনি টয়লেটের লাইট নিভিয়ে দিয়েছেন। কিন্তু আপনি জানেন না চৌধুরী সাহেব আমার মোবাইলে লাইট আছে.............নায়িকা শাকিব খান।

৭| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আর যাই কইরেন শুধু কোন এমএলএম কোম্পানী'তে টাকা ইনভেষ্ট কইরেন্না।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪০

শুভ জািহদ বলেছেন: মলম বেচার শখ নাই। তবে পাগলা মলমের ডিলারশীপ নিতে পারি।

৮| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫০

এম. আই. খলিল বলেছেন: সবাই ভাল পরাপর্শ দেন

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৯

শুভ জািহদ বলেছেন: জাজাকাল্লাহ ভাই।

৯| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫০

কক বলেছেন: আমাকে টাকাটা দেন.....এবং আপনার মতো আরো দুইজনকে আমার কাছে সম পরিমান টাকা দিতে বলেন.....এভাবে আর ২জনকে বলে আপনাকে সমপরিমান টাকাদিতে......ওরাও আবার দুইজনকরে সমপরিমান টাকা দিবে....টাকাই টাকা.....দেখবেন টাকা রাখনের যায়গা পাবেন না:)

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৮

শুভ জািহদ বলেছেন: আপনে একটা গোলাম আজম।
আপনে একটা ডেসটিনি।
আপনে একটা ক্ষুদ্র বিনিয়োগকারী।



বিঃদ্রঃ এগুলো আধুনিক গালি।

১০| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫২

কাজী অ বলেছেন: তুমি বন্দু আমার সাথে কথা বলেত পার।।।।।।
mobile-01918274264
[email protected]
skype(md.kazi21)

১১| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:০৩

জারনো বলেছেন:
কারো কথায় কান দিবেন না।
বুদ্ধি বিবেচনা করে কাজ করুন।
প্রথমে জানতে হবে আপনার মানসিকতা!
শক্ত মনের না হলে ব্যবসা করতে যাবেন না।
নরম মনের হলে
নিরাপদ হবে ব্যাংকে ডিপোজিট করা।
প্রতি লাখে মাসে ১,০০০/= নিশ্চিত।
ব্যবসা করতে চাইলে এখন পেয়াজ
গুদামজাত করতে পারেন, ২ মাস পরে
দিগুন লাভে বিক্রি হবে ! তবে মনে রাখবেন
ব্যবসায় ঝুকি আছে।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৮

শুভ জািহদ বলেছেন: প্রথমতঃ ব্যাংকের সুদ নিতে চাই না যেহেতু মুসলিম তাই।
দ্বিতীয়তঃ পিয়াজ কিনার পরামর্শ শতগুন ভাল। তবে ঝুকিটাও চিন্তায় রাখলাম।

১২| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:০৮

দৈববানী বলেছেন: বিশ্বস্ত কয়েকজন একসাথে হয়ে, আরও কিছু টাকা নিয়ে নিজেরা আলোচনা করে ব্যবসা শুরু করুন। সততা থাকলে সফল হবেন ইনশাল্লাহ।
শুভকামনা রইল।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৭

শুভ জািহদ বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিছেন। দেখি কি করা যায়।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৩

বাক স্বাধীনতা বলেছেন: আমার মতামত হলো ব্যাংকে জমা রাখেন। মাসে ১০০০/- মুনাফা পাবেন।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৬

শুভ জািহদ বলেছেন: সুদি কারবারে নাই বস। আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ এ নামতে চাই না (বাকারা-২৮৫-৭)

১৪| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৫

রিমন০০৭ বলেছেন: আরো টাকা জমিয়ে ভাল কিছু করতে চেষটা করুন। ১ লাখ টাকায় কিছু হবেনা। তবে ফিক্সড ডিপোজিট করতে পারেন।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৬

শুভ জািহদ বলেছেন: সুদি কারবারে নাই বস। আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ এ নামতে চাই না (বাকারা-২৮৫-৭)

১৫| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৬

হাসান যোবায়ের বলেছেন: দশ হাজার টাকায় প্রথমে কোন প্রফেশনাল কাজ শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন বা আপনার পছন্দ মতো।

তারপর ৩০০০০ টাকা দামের তিনটা কম্পিউটার কিনে সাইবার ক্যাফ দিয়ে ফেলুন। ক্যাফের পাশাপাশি ফ্রীলান্সিং এর জন্য চেষ্টা করে যান।
কাজ পেলে আস্তে আস্তে দোকান বড় করুন। আর ক্যাফে থেকেও ভাল ইনকাম করতে পারবেন। :) :)

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৫

শুভ জািহদ বলেছেন: সাইবার ক্যাফ এ পরামর্শটা সুন্দর এবংগ্রহন যোগ্য। মাথায় থাকলো। ধন্যবাদ।

১৬| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২৯

সুইট টর্চার বলেছেন: আপনাকে আগেও মনে হয় পরামর্শ দিয়েছিলাম আবারো দিচ্ছি। আজকের বাজারে ১ লাখ টাকা দিয়ে প্রায় ১৩০০ আইএফআইসি ব্যাংকের শেয়ার কিনতে পারবেন যা আগামী সপ্তাহেই বিক্রি করে ১৫০০০ টাকা লাভ করতে পারবেন।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৩

শুভ জািহদ বলেছেন: সুদী কোম্পানী না হলে ভেবে দেখতাম যেহেতু মুসলিম এবং সুদ গ্রহণ করে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধে নেমে যাওয়া (বাকারা-২৮৪-৭) সম্ভব না। তবে আমার ইনটেক এর শেয়ার কিনা আছে। দেখি কি হয়।

১৭| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩০

ভারসাম্য বলেছেন: ডেষ্টিনি করেন =p~ =p~ =p~

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩১

শুভ জািহদ বলেছেন: আপনার আমি কি ক্ষতি করছি?

১৮| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩০

জিয়া চৌধুরী বলেছেন: আপনি যদি চট্টগ্রামের হন তো আমার সাথে দেখা করতে পারেন। মনে হয়না একলাখ টাকায় কিছু করতে পারবেন। তবে আমি প্রতি মাসে দুইহাজার টাকা মত আয় করতে পারেন এই ধরণের কোন একটা বুদ্ধি দিতে পারি।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩০

শুভ জািহদ বলেছেন: দেখা করা সম্ভব না কারণ আমি ঢাকাতে। তবে বুদ্ধি টা দিলে উপকৃত হব।

১৯| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩২

মাইন রানা বলেছেন: আমার মতে টাকা কামানোর ধান্দা এখনো না করে টাকাটা ইনভেস্ট করুন ভবিষ্যতের জন্য।

নিজের কোয়ালিটি/ যোগ্যতা বৃদ্ধি করতে টাকাটা ব্যাবহার করুন। ভাল কোন কোর্স করুন, কম্পিউটার কোর্স, ইংরেজি কোর্স, ব্যাবসা কোর্স এগুলি করতে পারেন।

তারাতারি কোন কিছু সম্ভব নয়!! তাই ডেসটিনির মত হঠাৎ কোটিপতির স্বপ্ন দেখার অভ্যাস ত্যাগ করুন। (নিজের বাস্তব অভিজ্ঞতা)

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৮

শুভ জািহদ বলেছেন: ভাই আমি স্বল্প আয় চাই। কোটিপতি হওয়ার স্বপ্ন নাই। মাসে ৭০০০-৮০০০ হলেই চলবে।



(নি বা অ) ডেসটিনির ভবিষ্যত কি আল্লাহ জানেন।

২০| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আপনারটাও বস্তায় ভরেন তাড়াতাড়ি.....

টোটাল তাইলে ৭১ লাখ হইল.... /:)

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৪

শুভ জািহদ বলেছেন: কোন হিসাব করলেন? ও বুঝছি। ৭০ লাখ এর লগে। তয় আমার টা তো সাদা টাকা, কালো না।

২১| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪২

এনটনি বলেছেন: আপনি থাকেন কোথায়? আপনার ইমেইল অ্যাড্রেস দেন। ব্যবসা আমার হাতে আছে, এই টাকার পাশাপাশি ৩ জন মানুষ রাখতে পারবেন বিশ্বাসী? বাকিটা মেইল এ জানাবো।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৩

শুভ জািহদ বলেছেন: [email protected] বস মেইলের অপেক্ষায় থাকলাম।

২১ শে এপ্রিল, ২০১২ রাত ২:৪৩

শুভ জািহদ বলেছেন: মেইন তো পাইলাম না।

২২| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫০

লাইট ভাই বলেছেন: আপনার কত টাকা বাজেট, সেটা নিয়ে আমি মতামত করবনা।
কিন্তু, কিছু বিষয় লক্ষ রাখবেন:
১. ব্যবসায় আপনি কত সময় দিতে পারবেন? এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন।
২. ব্যবসার মানষিকতা আপনার আছে কিনা? 'জারনো'র মতামতকে প্রাধান্য দিন।
৩. তাৎক্ষনিক পরামর্শ দেবার মত নিকটজন কি আপনার আছে? অভিগ্গ শুভাকাংখী ছাড়া ব্যবসায় নামবেন না।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২২

শুভ জািহদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। সময় ১৬ ঘন্টা দেওয়া যাবে।

২৩| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১১

দা লর্ড বলেছেন: দশ হাজার টাকায় প্রথমে কোন প্রফেশনাল কাজ শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন বা আপনার পছন্দ মতো।

তারপর ৩০০০০ টাকা দামের তিনটা কম্পিউটার কিনে সাইবার ক্যাফ দিয়ে ফেলুন। ক্যাফের পাশাপাশি ফ্রীলান্সিং এর জন্য চেষ্টা করে যান।
কাজ পেলে আস্তে আস্তে দোকান বড় করুন। আর ক্যাফে থেকেও ভাল ইনকাম করতে পারবেন।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২২

শুভ জািহদ বলেছেন: ওয়েব ডিজাইন শিখার খুব শখ। কিন্তু তারপর? সাইবার ক্যাফ দেওয়ার চিন্তাটা ভাল মতো মাথায় ঢুকছে। তবে দোকান পাওয়া টাফ। কারণ থাকি মতিঝিল। দোকান পাওয়া আর সোনার হরিণ পাওয়া সমান।

২৪| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:২৬

দাদুচাচা বলেছেন: যে বিষয়ে আপনি অবগত বা কাজ করতে আগ্রহী, একমাত্র সে বিষয়ে ব্যবসা করলে মানসিক ভাবে তৃপ্তি পাবেন এবং ব্যবসা করতেও উতসাহিত হবেন। আপনার মন কী বিষয়ে আগ্রহী-সেটা আপনিই ভালো জানেন।সুতরাং আপনার মন মত বিষয়েই ব্যবসা করলে আপনি ব্যবসায় সফল করবেন। প্রথমে না হয়, ছোট পরিসরে শুরু করলেন।
ইনশাল্লাহ সফল হবেন।
শুভ কামনা রইল।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২০

শুভ জািহদ বলেছেন: আপনার প্রোফাইল পিকচারটা দেইখা ৬ নং বাসের কথা মনে পড়ছে। যাই হোক সতর্ক করার জন্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ।

২৫| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৪

ইকরাম উল্যাহ বলেছেন: জারনো বলেছেন:
কারো কথায় কান দিবেন না।
বুদ্ধি বিবেচনা করে কাজ করুন।
প্রথমে জানতে হবে আপনার মানসিকতা!
শক্ত মনের না হলে ব্যবসা করতে যাবেন না।
নরম মনের হলে
নিরাপদ হবে ব্যাংকে ডিপোজিট করা।
প্রতি লাখে মাসে ১,০০০/= নিশ্চিত।
ব্যবসা করতে চাইলে এখন পেয়াজ
গুদামজাত করতে পারেন, ২ মাস পরে
দিগুন লাভে বিক্রি হবে ! তবে মনে রাখবেন
ব্যবসায় ঝুকি আছে।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৯

শুভ জািহদ বলেছেন: প্রথমতঃ ব্যাংকের সুদ নিতে চাই না যেহেতু মুসলিম তাই।
দ্বিতীয়তঃ পিয়াজ কিনার পরামর্শ শতগুন ভাল। তবে ঝুকিটাও চিন্তায় রাখলাম।

২৬| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৫

সাঈদ এম বলেছেন: আমরা পাঁচ বন্ধু একজনকে অনেক লাভের আশায় সেই ২০০১ সালে ২,৫০,০০০ টাকা দিয়েছিলাম।
আমরা শেষ পর্যন্ত কিস্তিতে টাকাটা ফেরত পেয়েছিলাম, তবে এক পয়সাও লাভ পাইনি।
ভদ্রলোক এখন আগ্রাবাদ, চট্টগ্রামে মোটামুটি প্রতিষ্ঠিত। আমাদেরকে ঠকিয়ে আমাদের টাকায় লোকটা দাড়িয়ে গেল।
বাকপটু, হিপনোটাইজ করতে পারে এমন লোক থেকে সাবধান থাকবেন।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৭

শুভ জািহদ বলেছেন: টাকা লাভ না পাইয়া ভালই হইছে। লাভের টাকা ছিল আসলে সুদ। আল্লাহ আপনারে রক্ষা করছেন সুদ থেকে। তবে এখন চাইলে আবারও কুফুরীতে ঝাপ দিতে পারেন। ধন্যবাদ।

২৭| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৬

লাইট ভাই বলেছেন: আর যাই কইরেন শুধু কোন এমএলএম কোম্পানী'তে টাকা ইনভেষ্ট কইরেন্না।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৬

শুভ জািহদ বলেছেন: মাফও চাই দুআও চাই। ধন্যবাদ।

২৮| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৮

ইয়াংেমন বলেছেন: তবে আর যাই করেন কোনে মলম না থুক্কু কোনো এম এল এম ব্যাবসা কইরেন না।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৩

শুভ জািহদ বলেছেন: মাফও চাই দুআও চাই।

২৯| ১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৯

নতুন বলেছেন: ভাই আপনার টাকা .... তাই আপনাকেই খুজে বের করতে হবে আপনি কি করবেন.....

প্রতিটি ব্যবসাতেই অনেক কিছু শেখার আছে.... তাই সেই সব না শিখে করতে গেছে.. লস হবে...

আর আমরা আপনাকে যেই আইডিয়া দেবো তা আপনার পছন্দ হবে না... পছন্দ হলেও আপনি সেই বিষয়ে অভীঙ্গ নন....

তাই.. পরামশ` হইলো ... কোন ধান্ধাবাজের পাল্লায় পড়বেন না...

অনেকে আপনাকে অনেক লাভের ব্যবসার লাইন দেখাবে...

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০১

শুভ জািহদ বলেছেন: আমি ভাই খুজতেছি। কিন্ত মন মত পাইতেছি না। মনের ধারে কাছে দিয়াও যায় না।

৩০| ১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৫

গ্যালিলিও গ্যালিলি বলেছেন: ছোট ছোট গার্মেন্টস স্টক কিনে লোকাল মার্কেটে বিক্রি করুন, যদি আপনার এ ব্যাপারে ধারনা থেকে থাকে। মুনাফা খারাপ হবে না। ধিরে ধিরে ব্যাবসা বড় করতে পারবেন অর্জিত মুনাফা দিয়ে।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৩

শুভ জািহদ বলেছেন: ভাই আপনার পরামর্শটা আমার সবচেয়ে ভাল লাগছে। একটু বিস্তারিত বলেন। আমার স্বল্প মুনাফা হলেও চলবে।

৩১| ১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫০

নাহিদ বলেছেন: এই লিংকটি দেখতে পারেন...... যদি না বুঝেন

Click This Link

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৯

শুভ জািহদ বলেছেন: ফরেক্স ট্রেডিং বুঝতে পারছি। তবে ভালমতো পড়ব। অনেক ধন্যবাদ।

৩২| ১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৯

মুহিব বলেছেন: ভাল প্ল্যান করতে পারলে টাকাটা অনেক। ১লাখ টাকা দিয়েও অনেক কিছু শুরু করা যায়। বাস্তব অভিজ্ঞতা না থাকায় আপনাকে কোন পরামর্শ দিলাম না।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১১

শুভ জািহদ বলেছেন: বাস্তব অভিজ্ঞতা না থাকলে আপনি পরামর্শ দিন। হয়ত যেই ব্যাপারে পরামর্শ দিচ্ছেন সেই ব্যাপারে আমার জানাও থাকতে পারে অথবা আমি জেনে নিতে পারি। ধন্যবাদ।

৩৩| ১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫২

এম. মাসুদ আলম. বলেছেন: এটা ফটোকপি মেশিন ৬৫-৭০ হাজার টাকা একটা কম্পিউটার ৩০ হাজার টাকা একটা প্রিন্টার ৩ হাজার টাকা একটা স্কেনার ৪ হাজার মোট লাগবে ১ লাখ ৭ হাজার থেকে ১ লাখ ১২ হাজারের মধ্যে। দোকানের ডেকোরেশন ও ফার্নিচার বাবদ আরো লাগবে ৩০ হাজার। যদি এডভান্স না দিয়ে সারতে পারেন তাহলে ১ লাখ ৩৭ হাজার হতে ১ লাখ ৪২ হাজারের মধ্যে সারতে পারেন।
তবে এজন্য কাজগুলো জানা থাকতে হবে। আয় খারাপ হবে না আপনার টার্গেটের চাইতে বেশী হবে। ইনশাল্লাহ্।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৬

শুভ জািহদ বলেছেন: এডভান্সই দেওয়ার মতো টাকা নাই। এডভান্সই চায় ৩-৪ লাখ ।

৩৪| ১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৯

গ্যালিলিও গ্যালিলি বলেছেন: বিভিন্ন বাইং হাউস এবং গার্মেন্টস ফ্যাক্টরি আছে যারা ছোট ছোট লটে গার্মেন্টস আইটেম বিক্রি করে। আপনার যদি লোকাল মার্কেটের ক্রেতা পরিচিত থাকে, তাহলে আপনি ভাল ভাল কোয়ালিটির গার্মেন্টস আইটেম বাজারের বিক্রয় মুল্লের চাইতে কম মুল্লে (এ বাপারে আপনার ধারনা অবশ্যই থাকতে হবে যে কোন কোন গার্মেন্টস আইটেম কত দামে কেনা হয় এবং কত দামে বিক্রয় করা সম্ভব) কিনে আপনি আপনার ওই ক্রেতার কাছে বিক্রয় করবেন। এ জন্য আপনি চাইলে কোন আইটেম এর স্যাম্পল নিয়ে লোকাল মার্কেট গুলোতে গিয়ে দেখাতে পারেন যে আপনার কাছে এই আইটেম এতগুলো আছে এবং মূল্য এত। এতে আপনার যেমন অভিজ্ঞতা বাড়বে,তেমনি বানিজ্জিক ধারনাও বাড়বে। মুনাফার কোন লিমিট নেই।

ধরুন, আপনি যদি ৯০ টাকা করে ১০০০ পিস মাল কিনেন এবং বিক্রি করতে পারেন ১০০ টাকায়, তাহলে ৯০০০০ টাকা বিনিয়োগ করে প্রতি পিসে ১০ টাকা করে লাভ করে আপনার মুনাফা হবে ১০০০০ টাকা।

তবে আপনি না বুঝে কোন লট কিনে ফেলা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে আপনার লস হবার সম্ভাবনা থেকে যাবে। বাজার দর হিসেব করে যা করার করবেন।

১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৯

শুভ জািহদ বলেছেন: প্রথমেই অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। বাইং হাউস এবং গার্মেন্টস ফ্যাক্টরি ছোট ছোট লটে গার্মেন্টস্ আইটেম বিক্রি করে এটা আমার জানা ছিল না। তাহলে এখন আমি আমার আশে পাশের বাইং হাউস ও গার্মেন্টস্ এর সাথে কথা বলি। এ ব্যাপারেও যদি সাহায্য করতে পারেন তো ভাল। না পারলে সমস্যা নাই। কারণ যতটুক বলছেন সেটাই কয়জন বলে। আবারও অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আপনাকে রেজাল্ট জানাব।

৩৫| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১৫

গ্যালিলিও গ্যালিলি বলেছেন: ব্যাবসার জন্য ভাব টা অনেক ইম্পরট্যান্ট। মনে রাখবেন,বাঙালি গুনের চাইতে ভাবটা আগে দ্যাখে। আপনি যখন কাউকে আপনার সাথে কোন ব্যাবসার আলোচনায় দেখা করতে আমন্ত্রন জানাবেন,তখন কিন্তু আপনি রাস্তায় দাড়িয়ে আলোচনা করতে পারবেন না। এমন হলে আপনার প্রতি আগ্রহ কমে যাবে লোকের।

এক্ষেত্রে খুব বেশি ঝামেলা করতে হবে না। আপনার বাসার সামনের রুম এক্ষেত্রে অফিস হিসেবে ব্যাবহার করতে পারেন। খুব বেশি কিছু লাগবে না। একটা টেবিল,একটা চেয়ার আর একটা কম্পিউটার। টেবিলে কিছু কাগজপত্র থাকবে। ব্যাস, আপনার অফিস হয়ে গেল। সত্যি বলছি।

এই ব্যাবসার ক্ষেত্রে অনেক সময় ফলস পজিশনে পরতে হয়। যেমন ধরুন,আমি আপনাকে বল্লাম,আমার কাছে অমুক ব্র্যান্ডের ৫০০ পিস পলো শার্ট আছে। আপনাকে আমি স্যাম্পল দিলাম। আপনি সেই স্যাম্পল আপনার পার্টিকে দেখিয়ে দরদাম ঠিক করলেন। এরপর আমার কাছে এসে মাল চাইলেন। আমি আপনাকে ১০ দিন ধুরালাম দেব দিচ্ছি বলে। এদিকে আপনার পার্টিও ঘুরছে আপনার পেছনে। ১০ দিন পর আমি আপনাকে বললাম ওই মাল বিক্রি হয়ে গেছে,অন্য মাল আছে। আপনি চরম বিরক্ত হলেন,সেইসাথে আপনার পার্টিও বিরক্ত হল আপনার ওপর। এক্ষেত্রে পার্টি হাতছাড়া হয়ে যাওয়ার আশংকাও থাকে।

তাই,কারো কাছে কমিটমেন্ট দেয়ার আগে আপনার নিশ্ছিত হতে হবে মাল আসলেই আছে কিনা। মনে রাখবেন,ব্যাবসায় কোন সম্পর্ক থাকে না। থাকে শুধু মাথার ঘিলুটা।

আপনি আগে শুরু করুন,যদি ইচ্ছে থাকে। সাহায্য লাগ্লে নাহয় পরে দেখা যাবে। আগে তো নিজে শিখুন।

১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৬

শুভ জািহদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এখন থেকেই গার্মেন্টস্ ও বায়িং হাউসগুলোতে দেখা করব। তবে কোনটা আগে দেখা উচিত পার্টি নাকি গার্মেন্টস্।?

৩৬| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৩

আসফি আজাদ বলেছেন: উপরে দেখলাম আপনাকে একজন ফরেক্স-এর রাস্তা চেনাচ্ছে! যদি কোন সময় মনে হয় টাকা আপনার ঢের হয়েছে, এখন জলে ফেলা যায় তাহলে বুড়িগঙ্গায় গিয়ে নিজ হাতে ফেলে দিয়ে আসবেন; আপনার কোন আফসোস থাকবে না। কিন্তু এই সব ফরেক্স-এর ধান্দায় যাবেন না। আমি সিঙ্গাপুরে একজনের কাছে ট্রেনিং করেছি ৩ মাস। এটা এত সহজ কিছু না, ঝুকি খুব বেশী এবং বাংলাদেশের ইন্টারনেট স্পীড ফরেক্স ট্রেডিং-এর উপযুক্ত নয়। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে মূল্যের অনেক পার্থক্য হয়। আমার ব্যাচে আমরা ৩০ জনের মত ছিলাম, ট্রেইনার লাইভ ট্রেডিং চলাকালে ট্রেইনিং করাতেন। পুরো প্রাক্টিক্যাল, থিওরির কিছু নাই। খুব বেশী হলে ৪-৫জন পজিটিভ থাকত, আর সবার লস। অনেক টাকা দিয়ে ট্রেইনিং-এ ঢুকেছিলাম বিধায় ট্রেইনিংটা শেষ করেছিলাম। অনেক হাই প্রোফাইল ট্রেইনার, ঊনার প্রোফাইলটা এখানে দেখতে পারেন http://sixcapital.sg/info2.asp?id=163
বাংলাদেশে যারা ফরেক্স-এর আইডিয়া ফেরী করছেন তাদের নিপাট ধান্দাবাজ ছাড়া কিছুই মনে হয় না। এতগুলো কথা বললাম কারণ ব্লগে ইদানিং ফরেক্স নিয়ে মাঝে মাঝেই পোষ্ট দেখি তাই। ধন্যবাদ।

৩৭| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১০

পাললিক মন বলেছেন: ১ লাখ টাকায় কমপক্ষে ৫ টা গরু বাছুর পাবেন। খাইয়ে মোটাতাজা করে নেক্সট কুরবানীতে বেচলে ...............।

বা ইট কেনাবেচা করুন........রিস্ক ফ্রি

৩৮| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৩

গ্যালিলিও গ্যালিলি বলেছেন: আগে কোথায় কোন মাল আছে দেখুন। চাল ছেটালে কাকের কিন্তু অভাব হয়না! তবে একটু উন্নত মানের চাল হওয়া চাই। জানেন তো,কাকরাও আজকাল ডিজিটাল হয়ে যাচ্ছে!

২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৮

শুভ জািহদ বলেছেন: ভাই, অনেকগুলো সমস্যার মুখোমুখি হইছি। মাল কিনতে চাইলাম। কিন্তু গার্মেন্টের এক ভাই বলল এতে নাকি রাজনৈতিক প্রতিযোগীতা বেশী। মাল নাকি গার্মেন্টেই ৬/৭ বার হাত বদল হয়। তাছাড়া গার্মেন্টেসের এলাকার নেতা টাইপের লোকরাই ঝামেলা করে। কিভাবে সহজে মাল কিনতে পারি বা অন্য কোন পরামর্শ থাকলে বলেন। এই ব্যবসাটাই ভাল লাগছে তবে কিভাবে এগুতে পারব একটু জানাবেন। ধন্যবাদ।

৩৯| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এক লাখ টাকার পেছনে কতটুকু দুঃশ্চিন্তাযুক্ত সময় ব্যয় করবেন সেটাও কিন্তু ভাবার বিষয়। আপনি যদি নিশ্চিন্তে থাকতে চান, সেই সাথে মূল টাকাটাও রাখতে চান, তাহলে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে ফেলুন। মাসে এক হাজার টাকাও পাবেন, মূল টাকাটাও থাকবে, কোন চিন্তাও থাকবেনা, অন্য কাজে সময় ব্যয় করতে পারবেন, কোন খুব জরুরী দরকারে টাকার প্রয়োজনও মিটবে। পরে আরো কিছু টাকা হলে কোন একটা ব্যবসার ব্যাপারে ভাবতে পারবেন। এক লাখ টাকায় কিছু করতে গেলে খুব বেশি সম্ভাবনা খাজনার চেয়ে বাজনাই বেশি হবে। ইনভেস্ট করার পর দেখবেন আরো টাকার দরকার, সেটা দিতে গিয়ে হয়তো আবার ধার-দেনায় জড়িয়ে পড়বেন। টেনশন, প্লাস লস খাবার খুব বেশি সম্ভাবনা।

৪০| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৫

মাহবু১৫৪ বলেছেন: শহরের প্রাণ কেন্দ্রে একটি প্রিন্টিং, স্ক্যানিং, সহ পিসির যাবতীয় কাজের জন্য দোকান দিতে পারেন। যেখান থেকে সহজেই সবাই উপকার পেতে পারে। লাভ হতে থাকলে পরে ফটোকপি মেশিন ও নিয়ে নিতে পারবেন। গ্রাফিক্স এর কাজ জেনে নিলে অনেক উপকারে আসবে।

৪১| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৪

নাফীস কাজী বলেছেন: ভাল একটা স্পট দেখে ফার্মেসী খুলেন। ভদ্রলোকের ব্যাবসা। পুজি কম। ঝুকিও কম। লাভ ভাল।যথেষ্ট সম্মান আছে।

৪২| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০০

টাক্কা বলেছেন: ফরেক্স ট্রেডিং করতে গেলে আপনার সব মুলধন লস হতে পারে, তাই এটা থেকে বিরত থাকার পরামর্শ দিব। ফরেক্সে এমন টাকা বিনিয়োগ করা উচিত নয় যেটা লস হলে অনেক ক্ষতি হবে। ফরেক্স, শেয়ার মার্কেট এগুলোতে বিনিয়োগ হচ্ছে তাদের জন্য যাদের অলস টাকা পড়ে আছে যেগুলো লস হলেও তেমন বেশি ক্ষতি হবে না। শেষ সম্বল দিয়ে এখানে বিনিয়োগ করতে চাইলে ১০০% ধরা খেতে হবে।

ফরেক্স ট্রেডিং নিয়ে আমার একটা লেখা ছিল, আমার প্রোফাইলে গেলেই পাবেন।

২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৪

শুভ জািহদ বলেছেন: ধন্যবাদ।

৪৩| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১:১৫

ফ্যাট পান্ডা বলেছেন: ইট কেনা, পেয়াজ কেনা আর গার্মেন্টস এর বুদ্ধি গুলা ভালো লাগসে। আমার পরিচিত একজন মিরপুর এর কিছু গার্মেন্টস থেকে বাচ্চাদের কাপড় এনে আড়ং এর পাশে একটা মার্কেট এর কিছু দোকান এ সাপ্লাই দিত। এবং এটা করে সে নিজের পড়ার খরচ চালাত। যদিও তার পরিবার এর সামর্থ্য ছিল তাকে পড়ানোর। এবং সে এটা করতে লজ্জা বোধ করত না।
ইট এর বেপার এ আমি জানি যে, ইট যখন পুড়ানো শুরু করা হয় তখন ভাঁটার মালিকরা অগ্রিম টাকা নিয়ে স্লিপ দেয়। তখন দাম কম থাকে। কিন্তু পুড়ানো শেষ হয়ে গেলে তখন দাম বেড়ে যায়। সেসময় দুটি কাজ করা যায়। আপনার যদি ইট রাখার জায়গা থাকে তাহলে ইট কিনে এনে রেখে দিবেন।পরে সুবিধামত বিক্রি করবেন। আর রাখার জায়গা না থাকলে স্লিপ টা বিক্রি করে দিতে পারেন।আমাদের এলাকায় এই সিস্টেম এ অনেকে ব্যাবসা করে । অন্য এলাকার কথা জানিনা। ইট এর দাম বারেই।তাই এই ব্যাবসায় লস হওয়ার সম্ভাবনা কম। তবে আপনি নিজে ইট বুঝে নিলে ভালো ইট দেখে নিবেন। আর এই ব্যাবসার সমস্যা হল যে এটা মৌসুমি ব্যাবসা। যাদের টাকা ব্যাংক এ পড়ে থাকে তাদের জন্য এটা ভাল।আপনার জন্য কোনটা ভালো সেটা আপনিই ভালো বুঝবেন। শুভ কামনা রইল

২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৪

শুভ জািহদ বলেছেন: অনেক ধন্যবাদ।

৪৪| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১:২৪

মোঃ হাফিজুর রহমান বলেছেন: যে কোন ব্যবস্যা করা আগে বাস্তাব অভিজ্ঞতা দরকার।

৪৫| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ২:০২

তামজীদ বলেছেন: গ্যালিলিও গ্যালিলি এর আইডিয়া টা সবচেয়ে ভালো। ভাইজান পারলে আমাকেও সাথে রাখেন, আমার চেনা জানা বেশ কিছু লিংক আছে, ইনভেস্টারও আছে। আমি এখন দেশের বাইরে, দেশে আসলে কথা হবে। [email protected] এই খানে একটা মেইল দিয়ে রেখেন প্লীজ

৪৬| ২৩ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:০৯

মুহিব বলেছেন: শেয়ারে ইনভেস্ট করেন। রিটার্ন আশা না করে ইনভেস্ট করতে থাকেন। ইনভেস্টমেন্টটা বাড়তে থাকুক।

৪৭| ২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৫

গ্যালিলিও গ্যালিলি বলেছেন: অনেক লোকাল ব্যবসায়ী আছেন যারা লোকাল পার্টির কাছে মাল বিক্রি করে। আপনি তাদের সাথে যোগাযোগ করুন। কোন পরিচিত বায়িং হাউস বা লোকাল ব্যবসায়ী থাকলে তাদের হেল্প ও নিতে পারেন। সরাসরি গার্মেন্টস থেকে মাল নামানোর চাইতে এটা কম ঝামেলার।

অনেক দালাল পাবেন আপনি,যাদের কাছে ভাল ভাল মালের কালেকশন থাকে। ধিরে ধিরে তাদের সাথে সম্পর্ক করুন। কোথায় কাদের কাছে কি মাল আছে জানুন। যেহেতু আপনার পুজি কম,আপ্নার জন্য এটাই শ্রেয়। কিছুদিন করলেই আপনি এই ব্যবসার ব্যাপারে অনেক কিছু বুঝে যাবেন। তখন আর তেমন কঠিন মনে হবে না। কিন্তু ঘাব্রে গেলে ঝামেলায় পরবেন। আগাতে পারবেন না। পরিচিত শুভাকাঙ্ক্ষীর সাহায্য নিন,কাজের অগ্রগতি দ্রুততর হবে।

অনেক অশিক্ষিত,স্থুল মস্তিষ্কের মানুষ আজ এই ব্যবসা করে মোটা অঙ্কের টাকা কামাচ্ছে। তাদের অনেকেই প্রথমে বিনা পুজিতে দালালি করত। সুতরাং চেষ্টা থাকলে আপনি পারবেন না,এমনটা ভাবার কোন সুযোগ নেই।

১২ ই মে, ২০১২ বিকাল ৪:১২

শুভ জািহদ বলেছেন: ধন্যবাদ।

৪৮| ১৪ ই মে, ২০১২ রাত ১১:২২

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: ভাই একটা হস্তা বিজনেস বুদ্দ্বি দেই :P একটা পিসি কিনা গান ভরার দোকান দেন। মানে মোবাইলে গান,মুভি,রিংটোন বিভিন্ন ছবি,নাটক,ওয়ালপেপার সহ হাবি জাবি লোড দেয়ার দোকান। খালি একটা পিসি আর বড় সাইজের হার্ডডিস্ক লাগবে বেসিক্যালি। সারাদিনি কাস্টমার পাইবেন আর লেটেস্ট মুভি গান নেট থেকে কালেক্ট করতে পারলে তো কথাই নাই।সারাদিন কাস্টমার পাবেন।সাধারনত ১জিবি লোডে ৬০-৮০ টাকা রাখে।
দোকান ভাড়া,কারেন্ট বিল আর লোক যদি রাখেন এ ছাড়া আর কোন খরচ দেখিনা 8-|

পাশাপাশি যদি ইমেইল,প্রিন্টিং,খুচরা মোবাইল কম্পুর বিভিন্ন টুকটাক জিনিস বিক্রি করতে পারেন খ্রাপ হবেনা।

১ লাখ টাকায় করা যাবে :D । (বাস্তব অভিজ্ঞতা থেকে বল্লাম আরকি।আমার পরিচিত এক পোলায় এমন এক দোকান চালায়।ও বলে ডেলি হাজার টাকার মত থাকে।যদিও আরো বেশী থাকে কিন্ত শালায় কয়না ;)

৪৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

রাজী্ বলেছেন: আর কে ট্রের্ডাস এর পণ্য বিএসটি আই অনুমোদিত “সেইফলি টি" প্যাকেট চা' র ডিলার দেশের সর্বত্র নিয়োগ চলছে।
আমাদের "সেইফলি টি" নিজে পান করলে বুঝতে পারবেন চা'য়ের গুণগত মান ভালো কি না!
সিম্পল হিসেবে আপনি যাচাই করে নিতে পরেন। সেইফলি টি'র ছোট্ট একটি প্যাকেট, রেইট শীট, ডিলারশীপের নিয়ম-কানুন সম্বলিত পেপারসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি।
যাচাই-বাচাই করে আপনি ডিলার নিবেন।
সুবিধা সমূহঃ ১.অন্যান্য কোম্পানীর চা থেকে অনেক কম রেইট।
২.গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। যা পরীক্ষা করার পরই বুঝতে পারবেন। ৩.ডিলারশীপ নিতে অন্যান কোম্পানীর ন্যায় অগ্রিম
সিকিউরিটি হিসেবে আগে টাকা দিতে হয়না।
৪. কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানোর বিশেষ সুবিধা সহ আরো অনেক অনেক সুবিধাগুলো নিয়েই আমাদের কোম্পানী।

মোবাঃ নং....০১৮১৪৩৯৩০৬০ details know https://web.facebook.com/Safely123

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.