নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার -- এবেল পুরস্কার
নরওয়ে থেকে দেয়া হয় এই পুরষ্কার ।
যারা জানেন না বা ভুলে গেছেন তাদের জন্য একবার স্মরণ করিয়ে দেই,
অন্য অনেক বিষয়ে নোবেল পুরষ্কার দেয়া হলেও ম্যাথে নোবেল পুরষ্কার দেয়া হয় না ।
ম্যাথের অবদানগুলোকে আসলে কোন না কোন দিক দিয়ে পদার্থে চালিয়ে দেয়া যায় ।
পদার্থবিদেরা তাই বলে থাকেন, "ফিজিক্স ইজ দ্যা ফাদার অফ সাইন্স " ।
ম্যাথে দেয়া হয় এবেল প্রাইজ
নরওয়ে এর ম্যাথম্যাটিশিয়ান নিলস হেনরিখ এবেল
এর নামানুসারে এই পুরষ্কারের নাম দেয়া দেয়া হয় "এবেল প্রাইজ" ।
১৯০২ সালে এবেলের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রাইজ এর প্রচলন শুরু হয় ।
১৯০২ সালে শুরু করা হলেও আবার প্রচলন করা হয় ২০০৩ সালে ।
এই প্রাইজের মূল্যমান ৬ মিলিয়ন নরোয়েইয়ান মুদ্রা বা ৬ লাখ ৮৮ হাজার ৭৭৬ মার্কিন ডলার ।
যেখানে নোবেল প্রাইজের মূল্যমান ৩ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার ।
এবেল প্রাইজের ওয়েবসাইটঃ
এবেল প্রাইজ ওয়েবসাইট
২০০৩ থেকে এই অব্দি মোট ১৭ জন পেয়েছেন এই সন্মাননা ।
এ বছর অর্থাৎ ২০১৬ তে এবেল প্রাইজ পেয়েছেন ব্রিটিশ ম্যাথম্যাটেশিয়ান স্যার এন্ড্রু জন উইলস ।
ইনি রয়েল সোসাইটির গবেষক এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ।
ইনি নাম্বার থিউরি নিয়ে গবেষণা করেন এবং ফার্মেটস লাস্ট থিউরি প্রমাণ করে এবেল পুরষ্কার পান ।
তাঁর দুইটি স্মরণীয় বাণী:
১/ সর্বদা সেই সমস্যার সমাধান চেষ্টা করুন যা আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ।
২/ শৈশবে আমার যে স্বপ্নগুলো ছিল পরিণত বয়সে এসে আমি তাঁর খুব কম সংখ্যকই খুঁজে পাওয়ার সুযোগ পেয়েছি ।
আপনি হয়ত মনে মনে ড. জন ন্যাশের কথাই ভাবছেন ?
জ্বি ঠিকই ধরেছেন ২০১৫ সালে এই সিজিওফ্রেনিয়ায় আক্রান্ত ম্যাথম্যাটেশিয়ান জন ন্যাশ পেয়েছেন এবেল প্রাইজ ।
একই সালে তাঁর সাথে আরও এবেল প্রাইজ পেয়েছেন লুইস নিরেনবার্গ ।
এরা দুজনেই মার্কিন গণিতবিদ ।
জন ন্যাশ এর কথা বলতেই মনে পড়ে গেল A Beautiful MInd মুভিটার কথা ।
এই মুভি দেখেন নাই হেন মানুষ খুঁজে পাওয়া যাবে না । জন ন্যাশের জীবনী নিয়ে করা ।
না দেখলে মিস করে গেছেন অনেক কিছুই । এই মুভিতে জন ন্যাশের ভূমিকায় অভিনয় করেছেন
গ্ল্যাডিয়েটর খ্যাত Russell Crowe ।
মুভির কথা যখন উঠলই তখন আরেকটা মুভি সাজেস্ট করছি, গণিতের যুবরাজ শ্রীনিবাস রামানুজন (Srinivasa Ramanujan) , উনি উপমহাদেশের একজন বিখ্যাত গণিতবিদ । যিনি পাই এর মান নির্ণয়ে অবদান রাখেন । উনি ম্যাথে এতটাই ভাল ছিলেন কিন্তু ইংরেজিতে এতটাই কম পারতেন যে প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় বেশিদূর যেত পারেন নি । শেষকালে তিনি যক্ষ্মায় মারা যান ।
তাঁর জীবনী নিয়ে করা মুভি The Man Who Knew Infinity , চাইলে দেখে নিতে পারেন ।
গতকালকেই ছিল শ্রীনিবাস রামানুজন এর ১২৯ তম জন্মদিন ।
যাহোক ফিরে আসি জন ন্যাশের কথায়, ন্যাশ সাহেব এবেল প্রাইজ পেয়েছেন গেইম থিউরি , ডিফারেন্সিয়াল জ্যামিতি এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উপর অবদানের জন্য ।
যারা গেইম থিউরি কি সেটা নিয়ে চিন্তা করছেন তাদের জন্য নিচের লিঙ্ক ।
গেম থিউরি
এই ভদ্রলোক ম্যাথ নিয়ে এতটাই মগ্ন ছিলেন যে দুনিয়াবি সকল কাজ কাম ভুলে যেতেন । একা একা বক বক করতেন । এক পর্যায়ে আক্রান্ত হন সিজিওফ্রেনিয়াতে ।
লুইস নিরেনবার্গ লিনিয়ার এন্ড নন-লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এর গঠন , কাজ এবং জ্যামিতি ও জটিল বিশ্লেষণে তাদের এপ্লিকেশন নিয়ে ফান্ডামেন্টাল কাজ করার জন্য এবেল এওয়ার্ড পান । (মানুষ হয় লিনিয়ার ডিফারেন্সিয়েশন না হয় নন-লিনিয়ার ডিফারেন্সিয়েশন তা না হলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করে উনি মাশাল্লা সব নিয়াই কাজ করছে )
২০১৪ সালে গণিতের এই সর্বোচ্চ পদক পান রাশিয়ান গণিতবিদ Yakov Sinai (ইয়াকুব সিনাই) ।
উনি ডায়নামিক সিস্টেম নিয়ে গবেষণা করেন এবং সম্ভাব্যতার সূত্রাবলির সিস্টেমের সাথে ডায়নামিক সিস্টেমের সংযোগ ঘটান । তিনি গাণিতিক পদার্থবিদ্যার উপরেও কাজ করেছেন ।
আজকে থাকছে এই চারজনকে নিয়েই । বাকী ১৩ জনকে নিয়ে হাজির হব আগামীর কোন সংখ্যায় ।
কিপ সলভিং ম্যাথ ।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
জাহিদ অনিক বলেছেন: বলেছেন: তা নিয়ে আসলে মন্দ হয় না । আপনিও ২/১ টা এবেল টেবেল পেয়ে যেতে পারেন ।
আমি কিন্তুক আপনার কমেন্টের আশাতেই ছিলাম ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ পোস্ট। ধন্যবাদ ভাই জাহিদ অনিক।
আমি গনিতকে ভয় করি। জীবনে কখনো গনিতে ভালো নম্বর পাইনি। এই পোস্টটাও ভয়ে ভয়ে পড়লাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯
জাহিদ অনিক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই ।
ম্যাথ আসলে ভয়েরই জিনিস । আমিও ভয় পাই ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩
আশফাক ওশান বলেছেন: একটি হরর পোস্ট!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫
জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা আশফাক ওশান , হরর বটে !
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
আরজু পনি বলেছেন:
খুব বেশি পছন্দ করার মতো পোস্ট।
প্রিয়তে রাখলাম।
আশাকরি পরের অংশ পাবো।
ধন্যবাদ
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আরজু পনি ।
পছন্দ করেছেন, প্রিয়তে রেখেছেন আর পরের অংশ পাবেন না তাই কি হয় ?
নিশ্চয়ই পাবেন ।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা আমাকে উজ্জীবিত করেছে; আমি অংকের লোকদের বড় চোখে দেখি; জন নেস আমার চোখে অনেক বড় মানুষ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
জাহিদ অনিক বলেছেন: শুকরিয়া চাঁদগাজী ভাই ।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
তপোবণ বলেছেন: A Beautiful Mind. মুভিটা দেখেছি এক কথায় অসাধারণ! কিন্তু The Man Who Knew Infinity মুভিটার ডাউনলোড পাচ্ছিনা। ডাউনলোড খুঁজতে খুঁজতে অনেকগুলো ডকুমেন্টািরি দেখে ফেলেছি। এতে ইন্টারেস্ট আরো বেড়ে গেল। ডাউনলোডের লিস্ক থাকলে কেউ দিবেন প্লিজ।
লেখক প্রিয়তে আছেন এই জাতীয় বিষয় পোস্ট করার জন্য। ধন্যবাদ
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ তপোবণ, ছুটিতে বাড়িতে এসেছি । নেটের অবস্থা যাচ্ছে তাই । ঢাকায় ফিরে আগামীবছর লিঙ্ক দিব আশা করি । এর মধ্যে আপনিও খুঁজতে থাকুন । পেয়ে যাবেন আশা করি ।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টটা পড়ে খুব ভাল লাগলো। আমার মনে হয় ম্যাথই সব বিজ্ঞানের জনক। চাঁদগাজী'র মত আমিও অংকের লোকদের বড় চোখে দেখি।
গণিতের নোবেল এবেল সম্বন্ধে আগে এতটা জানতাম না।
আপনি কি ম্যাথ নিয়ে উচ্চতর পড়াশোনা করেছেন?
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯
জাহিদ অনিক বলেছেন:
আমার পড়াশুনা বিজ্ঞানে। মূলত তড়িৎ প্রকৌশলে পড়াশুনা যতটা ম্যাথ জানা দরকার সেটুকু করেছি। তবে পিয়োর ফিজিক্স আর এস্ট্রোনমিতে খুব আগ্রহ আছে। গনিত ব্যাপারটা খুব মজার। একবার মজা পেলে ভালো লাগে। পোষ্টটা যখন লিখেছিলাম তখন গনিত খুব ভালো লাগতো।এখন সময় পাচ্ছি না একদম।
পোষ্টটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এই পোস্টের আরেকটা সিক্যুয়েল আছে, এখানে ইচ্ছে হলে পরে পড়ে দেখতে পারেন
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা, ভালো জেগেছে জেনে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
আজকে গিয়ে পাটী গণিতের বই কিনে নিয়ে আসবো।