নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

এবেলঃ গণিতের নোবেল - পর্ব দুই

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫



গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার -- এবেল পুরস্কার

এবেল প্রাইজ নিয়ে লেখা চার পর্বের ধারাবাহিকের আজ থাকছে পর্বঃ দুই ।

এবেলঃ গণিতের নোবেল – পর্ব দুই


যারা ১ম পর্বটা ধরতে পারছেন না তাদের জন্যঃ এবেলঃ গণিতের নোবেল - পর্ব এক

গত পর্বে লিখেছিলাম এবেল প্রাইজ প্রাপ্ত চারজন গণিতবিদকে নিয়ে । আজকে শুরু করছি ৫ম জন থেকে পরবর্তী চারজনকে নিয়ে।




পিয়েরে ডেলিন (Pierre Deligne)
ইনি বেলজিয়ামের গনিতবীদ । জন্ম ৩ অক্টোবর ১৯৪৪ । বর্তমান বয়স ৭২ বছর ।
ডক্টরেট করেন আলেকজেন্ডার গ্রোথেনডিয়েক (Alexander Grot hendieck) এর তত্ত্বাবাধানে এবং তারই সাথে ফ্রান্সের Institute of Advanced Scientific Studies এ কাজ করা শুরু করেন ।

শুরুতে তিনি স্কিম থিউরি নিয়ে কাজ করেন ।
স্কিম থিউরি এক ধরনের বর্ণালী চাকতি বিশেষ যার মাধ্যমে বিনিময় বীজগিনিত ও জ্যামিতির কিছু কিছু অংশ ব্যাখ্যা করা যেত ।



এটা ছিল একেবারে গণিতের প্রাথমিক শাখাগুলোর একটি । পরে ১৯৬৮ সালে ফ্রান্সের অপর একজন গণিতবিদ জেয়ান পিয়েরে সেরির সাথে মডুলার ফর্ম এবং ফাংশনাল ইকোয়েশন অফ এল-ফাংশন এর উপর গবেষণা করেন ।
পিয়েরে ডেলিন এছাড়াও কাজ করেছেন উইল কনজেক্টার্স, রমানুজান-পিটারসন কনজেক্টার্স ও হোজ থিউরির উপরে ।

মূলত তিনি উইল কনজেক্টার্স প্রমানের জন্য বিশেষভাবে পরিচিত ।
২০১৩ সালে পিয়েরে ডেলিন অর্জন করেন এবেল প্রাইজ ।

এছাড়াও তিনি যে যে পুরস্কার পেয়েছেনঃ
উলফ প্রাইজ ২০০৮
ব্যালজান প্রাইজ ২০০৪
ক্যারাফোর্ড প্রাইজ ১৯৮৮
ফিদেলস মেডেল ১৯৭৮

বলা বাহূল্য জেয়ান পিয়েরে সেরিও ২০০৩ সালে এবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন ।






Endre Szemerédi (আন্দ্রে স্যামারেদি)




১৯৪০ সালের ২১শে আগষ্ট জন্ম এই হাঙ্গেরিয়ান গণিতবিদের ।
কম্বিনেটরিক্স বা সংযুক্তকারিতা এবং ত্বাত্তিক কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশুনা ও গবেষণা করেছেন এই গণিতবিদ ।
১৯৮১ থে ১৯৮৩ সাল অব্দি পড়াশুনা করেছেন সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে ।

গানিতিক গবেষণা, ত্বাত্তিক কম্পিউটার সাইন্স ও বীজগানিতিক সংযুক্তির উপরে প্রকাশ করেছেন ২০০টিরও বেশি নিবন্ধ ।
তিনি বিষেষভাবে পরিচিত ১৯৭৫ সালে প্রকাশিত তাঁর স্যামারেদিস থিউরির জন্য ।

এই মহান গণিতবিদ এবেল প্রাইজ পেয়েছেন ২০১২ সালে ।

লিখেছেন An Irregular Mind শিরোনামে একটি বই ।


প্রাপ্ত কিছু পুরষ্কার ও সম্মাননাঃ
এবেল প্রাইজ ২০১২
রোলফ শক প্রাইজ ২০০৮
লেরয় স্টেল প্রাইজ ২০০৮
পোল্যায় প্রাইজ ১৯৭৫
আলফ্রেড র‍্যেনই প্রাইজ ১৯৭৩




জন উইলার্ড মিলনারঃ



জন্ম ১৯৩১ সালে নিউ জার্সিতে । মার্কিন এই গনিতিবীদ এক্সোটিক স্পেয়ার বা জটিল বহিঃ গোলক নিয়ে গবেষণা ,
ফ্যারি-মিলনার থিউরি, মিলনার্স থিউরি, মিলনার-থার্স্টর্ন নিডিং থিউরি ইত্যাদির জন্য পরিচিত ।

বই লিখেছেন বেশ কয়েকটি ।
উল্লেখযোগ্য কয়েকটি বইঃ

ডায়নামিক্যাল সিস্টেম



মোর্স থিউরি


সিঙ্গুলার পয়েন্টস অফ কমপ্লেক্স হাইপারসাওফেস



প্রাপ্ত পুরষ্কার ও সম্মাননাঃ
স্লোয়ান ফেলোশিপ ১৯৫৫
ফিদেলস মেডেল ১৯৬২
ন্যাশনাল মেডেল অফ সাইন্স ১৯৬৭
লে-রয় স্টেলি প্রাইজ ১৯৮২,২০০৪ ও ২০১১
উলফ প্রাইজ ১৯৮৯
এবং
এবেল প্রাইজ ২০১১






জন টরেন্স টেট বা সংক্ষেপে জন টেট

মার্কিন এই গনিতবিদের জন্ম ১৩ই মার্চ ১৯২৫ সালে মিনিয়াপলিস, মিনেসোটায় ।
মৌলিক বীজগাণিতিক থিউরি, গাণিতিক ও জ্যামিতিক থিউরির উপরে অসংখ্য অবদানের জন্য তিনি সুপরিচিত । তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ।

গবেষণা করেছেন ফুরিয়ার ট্রান্সফর্ম এর উপরে । যা ইলেকট্রিক সিগন্যালের একটি জটিল ও গুরুত্বপূর্ণ অংশ । এছাড়াও গবেষণা করেছেন নাম্বার ফিল্ড, অটোমর্ফিক ফর্ম ও এল-ফাংশন নিয়ে কাজ করেছেন ।


সংখ্যা তত্ত্ব নিয়েও কাজ করেছেন এই মার্কিন গণিতবিদ তিনি ও তাঁর শিক্ষক এমিল আর্টিন একত্রে প্রকাশ করেছেন গ্লোবাল ক্লাস ফিল্ড থিউরি নামের নিবন্ধ ।

এছাড়াও নাম্বার থিউরির উপর তাঁর নিজের নামে প্রতিষ্ঠিত টেট কনজেক্টার্স ও টেট মডিউল এর জন্য তিনি বিশেষভাবে পরিচিত ও সমাদৃত ।

প্রাপ্ত পুরষ্কার ও সম্মাননাঃ
উলফ প্রাইজ ১৯৮৯
লে-রয় স্টেলি প্রাইজ ১৯৯৫
ফ্রাঙ্ক নেলসন কোল প্রাইজ ১৯৫৬
এবং
এবেল প্রাইজ ২০১১


মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
গনিতে নাকি নবেল প্রাইজ দেওয়া হয়না কিন্তু কেন ?

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০০

জাহিদ অনিক বলেছেন: কথা সত্য । গনিতে নোবেল নেই , আছে এবেল ।


আলফ্রেড নোবেল তাঁর নোবেল পুরস্কার প্রবর্তনের সময়ে মূলত সেই সব বিষয়ের উপর পুরস্কার নির্ধারন করেছিলেন যাদের ব্যাবহারিক গুরুত্ব আছে। কিন্তু কোন একটা বিচিত্র কারণে তাঁর মনে হয়েছিল গণিত জিনিসটার তেমন কোন ব্যাবহারিক গুরুত্ব নেই! তাই তিনি এর উপর পুরস্কার নির্ধারণ করেননি।
আর একটা ব্যাপার। নোবেলের গনিতবিদ প্রেমিকা তাকে ধোঁকা দিয়েছিল বলে তিনি রাগ করে গনিতে নোবেল প্রাইজ রাখেননি বলে যে গল্প প্রচলিত আছে সেটা ভিত্তিহীন।


ধন্যবাদ কবীর ভাই ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
মানে আয়নাবাজি বা ধোঁকাবাজী তখনও ছিল, কি সাংঘাতিক ব্যাপার .......... B-)
কত রাজার মরণ এই নারীর কারণ B-)

পোষ্টের ধন্যবাদ ।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

জাহিদ অনিক বলেছেন: আমিও সেটাই ভাবি কবীর ভাই,
এই এক নারীর জন্য পুরো বিশ্ব যুদ্ধক্ষেত্র হয়ে গেল !

ধন্যবাদ আপনাকেও ভাই । B-)

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:



বই কিনেছি, আজ বিকেল থেকে অংক করা শুরু হবে। আপনি আরও পোস্ট দেবেন, না হয়, ভুলে যেতে পারি।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

জাহিদ অনিক বলেছেন: কি বই কিনলেন বলেন চাঁদগাজী ভাই ?
সেই বই থেকেই পোষ্ট দিবনে । ;)

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:


"MASTERING MATHEMATICS
How to be a GREAT Math Student"

ভালো খাবো, ব্যায়াম করবো, সময় লাগবে, পোস্ট দেয়া হবে।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:



"MASTERING MATHEMATICS
How to be a GREAT Math Student"

By Richard Manning Smith

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

জাহিদ অনিক বলেছেন: হা হা হা গ্রেট বই , গ্রেট রাইটার চাঁদগাজী ভাই ।

ভালো খাবো, ব্যায়াম করবো, সময় লাগবে, পোস্ট দেয়া হবে।

শুভ কামনা B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.