নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

ঋতুপর্ণ ঘোষের দহন ( Crossfire, A Film by Rituparno Ghosh )

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫২




ঋতুপর্ণ একবার বলেছিল তার নিজের সম্পর্কে, “ সবাই জানেন ঋতুপর্ণ ঘোষ, ছবি বানায় বড়দের জন্য । সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে , চোখা-চোখা কথায় ঝগড়া করে , কথায় কথায় কান্না কাটি করে , চীৎকার করে বা নীরবে কষ্ট পায় , বা কষ্ট দেয়...”।



একজন কা(পুরুষ) হয়েই বলছি আমার স্ত্রী যদি বেশ সুন্দরী, স্মার্ট ও শিক্ষিতা হয় এবং ঠিক সেই কারণেই যদি রাস্তার বখাটেরা দলবেঁধে আমার স্ত্রীর শ্লীলতাহানি করে এমনকি ধর্ষণ করে তবুও ঐ রাস্তার গুণ্ডাদের সাথে মারামারি করে আমি পেরে উঠবো না বরং আমি ওদের পরবর্তী মারের ভয়ে চুপ করে যাব এবং এই ঘটনার জন্য আমার স্ত্রীর স্মার্টনেস, কাপড়চোপড় ও কথায় কথায় ইংরেজি বলাকেই দোষ দিব ।

পরে এই ঘটনা নিয়ে যখন আমার অফিসের কলিগেরা আমারই সাথে ইনিয়ে বিনিয়ে বেশ রস মিশিয়ে গল্প করবে তখন তাদেরও আমি উচিত জবাব দিতে পারব না ।
কারণ আমি কাপুরুষ ।
সমাজের তথাকথিত মান সম্মানের ভয়ে আমি আমার স্ত্রীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারব না ।
কত বড় ছোটলোক আমি তার আরো উদাহরণ আছে, সেদিন রাস্তায় আমার স্ত্রীর শ্লীলতাহানির জবাব দিতে গিয়ে যে মানুষটা আমার স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছিল তাঁকেও তার সম্মানটুকু আমি দিতে পারব না । সেই সাহায্যকারী যদি পুরুষ হয় তবে তাকে চরিত্রহীন বলে গালাগাল দিব আর সেই সাহায্যকারী যদি নারী হয় তাহলে তো কথাই নেই, একজন নারীর চরিত্র সম্পর্কে ঠিক কি কি উপায়ে এবং কতভাবে বাজে কথা বলা যায় তা আমার ভালোই জানা আছে ।

ভাবছেন আমি কেন এত ছোটলোক ! কেন আমি এত কাপুরুষ !
কেন আমি এর যথাযথা প্রতিবাদ করতে পারব না জানেন ? ভয়ে ! সমাজের ভয়ে ! অনেক ভয় আমার । এই বুঝি আমার মান ইজ্জত যা আছে সব ঠেলাগাড়ির চাকার হাওয়ার মত ফুঁস করে বেরিয়ে যায় এই ভয়ে । কত ভয় আমাদের ! এই সমাজ আমাকে এতটাই ভীতু ও বোকা বানিয়ে রেখেছে যে আমার স্ত্রীর পক্ষে তো আমি কথা বলতে সাহস পাবোই না উল্টো আমাকে ভাবাতে বাধ্য করা হবে যে আমার স্ত্রীর চরিত্র আসলেই হয়ত একটু রহস্যময় , হয়ত আমার সতী-সাবিত্রী স্ত্রী ঠিক আমার সামনে যতটা ভদ্র ও মার্জিত আমার বাইরে হয়ত একটু অশ্লীল ও বেপরোয়া।

এ তো গেল আমার কাপুরুষতার কথা । আমার স্ত্রীর কথা ? তার কি হবে ? সে কি তার বাকী জীবন এই কাপুরুষ স্বামীর সাথেই কাটিয়ে দিবে ? নাকি সে আলাদা হয়ে স্বাধীন জীবন যাপন করবে ? তার কি সেই মানসিক শক্তি আছে ? নাকি নেই ?
যদি না থাকে তাহলে কেন সে তার পাওনা অধিকার আদায় করে নিতে পারছে না ?
আর যদি স্বামীর ঘর করেও যায় তাহলে কোন স্বামীর সাথে সে ঘর করছে ? যে তাকে দেনমোহর নামক টাকার বিনিময়ে বৈধ বেশ্যা রূপে ব্যবহার করছে তার সাথে ?

অথবা সেই প্রেমিকা যে তার রোম্যান্টিক হ্যান্ডসাম বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে বখাটেদের হাতে লাঞ্ছিত হল এবং তার প্রেমিক পুরুষটি কিছুই বলতে পারল না শুধুমাত্র বখাটেদের হাতে থাপ্পড় খাবে বলে এবং পরে হয়ত বাসায় গিয়ে ফোনে মেয়েটির সিল্কের ওড়না ও টাইট টাইস কেই দোষ দিল!
সেই মেয়েটি কি তখনো ভালোবাসবে ঐ ছেলেটিকে ? সে কি বিয়ে করবে ঐ ছেলেটিকেই যে তার সম্মানের কোন মূল্যায়নই করতে পারল না !

এসব ঘটনা ঘটে চলে আমাদের দেশের প্রতিটি দিন, প্রতিটি রাস্তায়, প্রতিটি পার্কে ।
কি করব আমরা ? সবাইকে বাদ দিয়ে একা একা চলা শুরু করব ? কাউকে বিশ্বাস করব না? কারো উপর আস্থা রাখব না ? সব সম্পর্কগুলো আমরা ভেঙে দিব ? চারপাশের সবকিছুই কি আমরা ভেঙে উড়িয়ে দিব? হোক সেটা অবৈধ স্থাপনা ভাঙা অথবা বৈধ হৃদয় ভাঙা। একা একা চলা শুরু করে দিব ? বস্তুত একটা সময়ের পর আমরা সবাই একা ।




এরকমই একটা কাহিনী নিয়ে তৈরী ঋতুপর্ণ ঘোষের সিনেমা দহন
১৯৯৭ সালের সিনেমা। অনেকেই অনেকবার দেখেছেন। আবারো দেখুন।

ঋতুপর্ণ ঘোষ সম্পর্কে নতুন করে বলার আর কিছুই নেই।
ঋতুর জন্য রয়েছে শ্রদ্ধা ও ভালোবাসা ।
আফসোস কেবল মানুষটা আর নেই আমাদের মাঝে।

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: বেশ তথ্যমুলক লিখা , ভাল লাগল পাঠে জানাও গেল ঋতুপর্ণ ঘোষ সন্পর্কে কিছু অজানা কথা ।
শুভেচ্ছা রইল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৯

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ডঃ এম এ আলী ভাই।

সিনেমাটাও দেখেছেন আশা করি । কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আপনাকেও

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৭

আহমাদ মুহাইমিন বলেছেন: দুঃখের সাথে জানাতে হচ্ছে, মৃত্যুর পূর্বে ঋতুপর্ণ ঘোষকে তেমন চিনতাম না।

পরে বুঝলাম, এ এক প্রতিভা... |-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২০

জাহিদ অনিক বলেছেন: আহা .....।

যাক মৃত্যুর পরে হলে যে চিনেছেন! ধন্যবাদ ভাই আহমাদ মুহাইমিন

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই লাগবে। কাহিনী তো ভালোই বুঝলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৩

জাহিদ অনিক বলেছেন: দেখেই ফেলুন । ভালো লাগবে ।


ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

বাহাউদ্দিন আবির বলেছেন: সিনেমটা দেখার আগ্রহ জাগিয়ে তুলেছেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

জাহিদ অনিক বলেছেন: বাহ । আগ্রহ মিটিয়ে ফেলুন । দেখেই ফেলুন ! আর দেরী করবেন না ।


আমার পোষ্ট আপনার আগ্রহ জাগাতে পেরেছে বুঝে কৃতজ্ঞ হলাম । সেই সাথে ধন্যবাদ আপনাকে ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮

শোভন কুমার বর্ধন বলেছেন: সুস্দর পোষ্ট

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ শোভন কুমার বর্ধন

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

জেন রসি বলেছেন: ঋতুপর্ণ ঘোষের প্রায় সব মুভিই দেখেছি। দহন ভালো লেগেছিল। সমাজ আসলেই মাঝেমাঝে পুরুষদের কাপুরুষ বানিয়ে দেয়। আপনার রিভিউ ভালো হয়েছে।


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

জাহিদ অনিক বলেছেন: ঋতুপর্ণ ঘোষের প্রায় সব মুভিই দেখেছি।

তাহলে তো আপনাকে আর কিচ্ছুটি বলার নেই !!! আমারো প্রায় সবোগুলোই দেখা।

রিভিউ ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগল ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

মানবী বলেছেন:
ঋতুপর্ণ ঘোষ সমকামী ছিলো বলেই হয়তো উ্ল্লেখিত কথাগুলো এমন অকপটে বলতে পেরেছে, সত্যি সত্যি স্ত্রী নিয়ে ঘর করলে(আদৌ করেছে কিনা জানা নেই) হয়তো এভাবে বলা সম্ভব হতোনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

জাহিদ অনিক বলেছেন: শিল্পীর কোনো জেন্ডার হয় না : ঋতুপর্ণ ঘোষ

সে পুরুষ নারী সমকামী যাই হোক না কেন তার বিচার তার কাজ দিয়েই করতে হবে ।



ঋতুপর্ণ ঘোষ সমকামী ছিলো বলেই হয়তো উ্ল্লেখিত কথাগুলো এমন অকপটে বলতে পেরেছে, সত্যি সত্যি স্ত্রী নিয়ে ঘর করলে(আদৌ করেছে কিনা জানা নেই) হয়তো এভাবে বলা সম্ভব হতোনা।

সমকামী ছিলেন বলেই এমন করে বলতে পেরেছেন তার মানে কি বোঝাচ্ছে ?
যারা সমকামী নয় তাদের সাহস নেই ঋতুর মত এমন অকপটে সাবলীল চিত্রনাট্য লেখার ?
উনি সাহসী ছিলেন বলেই কিন্তু জেন্ডার পরিবর্তন করেছেন, আরেকটি প্রেমের গল্প দেখেছেন আশা করছি । সাহস প্রয়োজন ।


উনি সমকামী ছিলেন বলেই হয়ত, এই কথাটুকু দিয়ে আপনি তাকে কিছুটা অবজ্ঞা করে গেলেন !

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

সাহসী সন্তান বলেছেন: ঋতুপর্ণ ঘোষরে চিনি অনেক আগে থাকতেই। একসময় রেডিও মেরচি ৯৮.৩ এফ.এম-এ উনি বিভিন্ন গল্পকে একক অভিনয়ের মাধ্যমে বেতারে ফুঁটিয়ে তুলতেন। তখন অবশ্য উনাকে কেবল নামেই চিনতাম। পরে টিভির পর্দায় প্রথম দেখে চিনেছিলাম সম্ভাবত মিরাক্কেলের একটা অনুষ্টানে জার্জ হিসাবে ছিলেন সেখান থেকেই!

আর সত্যি বলতে আমি কখনোই ব্যক্তি ঋতুপর্ণঘোষকে জাস্টিফাই করে তার সৃষ্টিকে দেখি নাই। বরং তাকে সব সময়ের জন্যই একজন সফল অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা হিসাবেই বিবেচনা করেছি!

'দহন'টাও দেখেছি! খারাপ লাগার কোন কারণই নেই! আপনার রিভিউ ভাল হইছে! শুভকামনা জানবেন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

জাহিদ অনিক বলেছেন: রেডিও এর পরে টিভিতেও শো করেছেন। ঘোষ এন্ড কং দেখেছেন আশা করি ।

ওহ পরে একবার মীরের সাথে কথাকাটাকাটিও হয়েছিল ঋতুর ।


আর সত্যি বলতে আমি কখনোই ব্যক্তি ঋতুপর্ণঘোষকে জাস্টিফাই করে তার সৃষ্টিকে দেখি নাই। বরং তাকে সব সময়ের জন্যই একজন সফল অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা হিসাবেই বিবেচনা করেছি!

এটাই, আমিও এটাই বলি ।


ধন্যবাদ ও শুবকামনা আপনাকেও ।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮

মানবী বলেছেন: প্রথমত ঋতুপর্ণ ঘোষ কোন নবী রাসুল বা মহাপুরুষ নয় যে তার বলা কথা শিরোধার্য, অবশ্যই শিল্পীদের জেন্ডার আছে। যে নিজের জেন্ডার নিয়ে শংসয়ে বা অসুখী তার পক্ষে এধরনের কথা বলাটাই স্বাভাবিক।

"সমকামী ছিলেন বলেই এমন করে বলতে পেরেছেন তার মানে কি বোঝাচ্ছে ?
যারা সমকামী নয় তাদের সাহস নেই ঋতুর মত এমন অকপটে সাবলীল চিত্রনাট্য লেখার ? "

"উনি সমকামী ছিলেন বলেই হয়ত, এই কথাটুকু দিয়ে আপনি তাকে কিছুটা অবজ্ঞা করে গেলেন !"

- আমার উপরের বক্তব্য বোধগম্য হবার জন্য ভাবনার গভীরতা খুব বেশি হবার প্রয়োজন নেই মনে হয়, তারপরও নিজের মতো করে ভেবে নিয়েছেন দেখে অবাক হলাম। যার নিজের স্ত্রী বা গার্লফ্রেন্ড নেই বা সম্ভাবনা নেই সে খুব সহজে এমন বলতে পারে কারন তাকে বাস্তবে করে দেখাতে হয়না। যাঁদের আছে তাঁরা অনেকেই করেন তবে বলেননা আর যাঁরা করেননা তাঁদের নিজস্ব যুক্তি অবশ্যই আছে! সমকামী হবার কারনে অকপটে কথাগুলো বলা সম্ভব হয়েছে কারন তার নিজেকে বাস্তবে প্রমানের দায়িত্ব নেই।

"উনি সাহসী ছিলেন বলেই কিন্তু জেন্ডার পরিবর্তন করেছেন, আরেকটি প্রেমের গল্প দেখেছেন আশা করছি । সাহস প্রয়োজন"

-জ্বীনা আমি এই সিনেমা দেখিনি, দেখার কোন আগ্রহও নেই। ঋতুপর্ণ সম্পর্কে বিস্তারিত জানি তার মৃত্যুর পর, আর দীর্ঘদিন আগে ভারতে(যেখা সমকামীতা আইনত দন্ডনীয়) ওপেনলী গে হিসেবে এক আর্টিকেলে তার নাম দেখেছিলাম। সবাই সিনেমা পাগল হবে, অথবা সিনেমা পাগল হলে সকলের রুচী অভিন্ন হবে এমন উদ্ভট ভাবনা আর যাইহোক গণিতপ্রেমী কারো কাছে আশা করা যায়না।
আশেপাশে জেন্ডার পরিবর্তন করেছে এমন মানুষ দেখি, কারো কারো সম্পর্কে বিস্তারিত জানি। এক দলের কাছে এটা বিকৃতি আরেক দলের কাছে ব্যক্তিস্বাধীনতা। এখানে সাহসী হবার মতো কিছু আছে এমন শোনা যায়না বা মনেও হয়না।


-
আপনার মতো করে বললে বলতে পারি, আপনার জবাব নিতান্ত হীণমন্যতাবোধ প্রসূত হয়েছে অথবা নিতান্ত কুয়োর ব্যাঙের মতো জবাব, আমি তা বলবোনা- আপনার মতো জাজমেন্টাল নই বলেই হয়তো।
ভালো থাকবেন।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০০

মানবী বলেছেন: আমার মন্তব্যের রুক্ষতার জন্য দুঃখিত!

সাধারন দু লাইনের একটি মন্তব্য দিয়ে কাউকে জাজ করাটা কি যৌক্তিক? আর কারো প্রতি অন্ধ ভালোলাগা আর অন্ধঘৃনা দুটোই মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে।

ঋতুপর্ণঘোষ আপনার মতো ভক্ত অর্জন করেছে নিজের যোগ্যতায়, সেই যোগ্যতার মাঝে যেমন তার দোষ গুন আছে তেমনি তার বাস্তবাতাটিও ছিলো। নিজের সৃষ্টি আর ভাবনার মাঝে স্রষ্টার ব্যক্তিসত্ত্বা প্রকাশিত হতেই পারে।
হুমায়ুন আহমেদের উন্যাস আর লেখালেখির বিবর্তনে তাঁর ব্যক্তি জীবনের উথ্থান পতন সুস্পষ্ট তা কি অস্বীকার করা যায়? যায়না। তেমনি ঋতুপর্ণের সৃষ্টির মাঝেও ব্যক্তি জীবনের প্রভাব থাকবে এমনটিই তো স্বাভাবিক, এটা উল্লেখ করার মাঝে অবজ্ঞার কিছু নেই।

নিজের মন্তব্যের রুক্ষতাটা পীড়াদায়ক মনে হওয়ায় আবারও মন্তব্যটি করছি।

ওহ্! ৃতুপর্ণঘোষ মনে হয়না লিঙ্গ পরবর্তনে করেছিলেন, তিনি ক্রসড্রেসার ছিলেন এমনটিই পড়েছি। কোন সিনেমা বা নাটকে অভিনয়ের সময় ট্রান্সজেন্ডারের ভূমিকা পালন করেছিলেন।

আন্তরিক শুভ কামনা রইলো জাহিদ অনিক।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

জাহিদ অনিক বলেছেন: আমার মন্তব্যের রুক্ষতার জন্য দুঃখিত!


ইটস ওকে । বোধহয় তার সমকামী হওয়াটাকে আপনি সহজভাবে নিতে পারছেন না । যাইহোক।

বিস্তারিত মন্তব্যের জন্য ধন্যবাদ । ভাল থাকবেন আপনি ।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২১

খোদেজা বলেছেন: ঋতুপর্ণ ঘোষের প্রায় সব কটি মুভিই দেখেছি, কয়েকটি একাধিকবার। তার মধ্যে দহনও আছে। সত্যজিত রায়, মৃণাল সেন, কিংবা ঋত্বিক ঘটকের পরের জেনারেশনের মধ্যে উনাকে খুবই প্রতিভাবান মনে হয়েছে।

আপনার পোস্টটি ভাল লেগেছে।
ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫০

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ

১২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমি সিনেমা দেখিনা। আর সিনেমাটা না দেখে এ পোস্টের উপর মন্তব্য করাটাও সমীচীন হবেনা।
তবে সিনেমাটি আপনার এবং অন্যান্য দর্শকদেরও খুব ভাল লেগেছে তা বুঝতেই পারছি।

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান সাহেব

১৩| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৬

ফান্ডামেন্টাল শরীফ বলেছেন: আর্ট ফিল্ম দেখতে আমার খুব ভালো লাগে , আর সেটা নিজের ভাষায় হলে কথায় নেই । যেদিন থেকে কলকাতার আর্ট ফিল্মগুলা দেখা শুরু করলাম সেদিন থেকেই আমি খুব সুখী এবং দুঃখী ।
ঋতুপর্ণ ঘোষ সম্পর্কে আমি জানতে পারি উনি মারা যাবার পরে কিন্তু সেটা খুবই কম । আর উনার ফিল্ম ও কম দেখা হয়েছে । দহন ছবিটা অনেকবার দেখতে চেয়েছি কিন্তু দেখা হয়নি । কেন দেখা হয়নি সে কারণটা আমি জানি না ।
তবে আপনার এই পোস্ট পরার পর দেখতে ইচ্ছা করছে খুব , এবং আমি এটা আজই দেখবো আশা করি ।

২৪ শে মে, ২০১৭ রাত ২:০৯

জাহিদ অনিক বলেছেন: ফান্ডামেন্টাল শরীফ, ভাই দেখেছিলেন সেদিনই ? দুঃখিত আমি সেদিন ব্লগে ছিলাম না ।

রিভিউ আপনার ভাল লেগেছে জেনে আমি বেশ আনন্দিত ।

ভাল থাকুন । সুস্থ্য থাকুন

১৪| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: মাই গড!

পোস্ট পড়ে যত না অবাক মন্তব্য পড়ে তো আরও ফেইন্ট হলাম ভাইয়ু!!!!!! B:-)

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৬

জাহিদ অনিক বলেছেন: আরে এসব ব্যপারে ফেইন্ট হলে চলে !!

অক্ষি গুড় গুড় করে আছ ক্যান ! সোজা হও !! হা হা হা

১৫| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

গেম চেঞ্জার বলেছেন: সিনেমাটা দেখিনি। তবে এটা দেখতে হবে। বাংগালী সমাজের অধিকাংশই এই টাইপ মানসিকতার কা-পুরুষ! এদেরকে কবির ভাষায় চাবুক দিয়ে শপাং শপাং করে পিটিয়ে মানুষ করতে হবে! তাই এই (টাইপ) সিনেমার আরো পজিটিভ রিভিউ আসলে ভাল। আপনাকে অনেক থ্যাংকস এইরকম জেনুইন ব্লগিং মনোভাবের পোস্ট লেখার জন্য!

শুভকামনা।

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৯

জাহিদ অনিক বলেছেন: সিনেমাটা দেখেই ফেলেন সময় করে ।

বাঙালী এই কাপুরুষ দের আসলে বেত্রাঘাতে কিছুই হবে না । সময় লাগবে । প্রজন্মের পর প্রজন্ম এভাবে চলে আসা সমাজ মাইর দিলে ঠিক হবে না ।
সোশ্যালাইজড করতে হবে সবাইকে , বাচ্চা বয়স থেকে শিখাতে হবে । দেশের লোকজনকে আরো শিক্ষিত হত হবে।


রিভিউ ভালো লাগার জন্য ধন্যবাদ । কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.