নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
কত কথা বলি নি তোমায় ঈশ্বর - নিষ্পাপ তুমি স্রষ্ঠা - বলিনি তোমায় আমার শত সহস্র পাপ। প্রথম প্রেমিকার মতন আমার হৃদয়ে তুমি ঈমান, আমার কমল হৃদয়ে তুমি আলতো প্রকোষ্ঠ; তাই বলা হয়নি প্রভু, হে যিশু তোমায় আমার গ্লানি আর এক সমুদ্র একাকীত্বের কাহিনী।
তোমাকে যে জেনেছি নিজের চেয়েও কোমল- তাই ঠিক বলা হয়ে ওঠেনি তোমায় আমার নিজের রূঢ়তা, কিভাবে নিজেকে করেছি নিদারুণ শাসন; কখনোই বলা হবে না তোমায় আমার সে পাশবিক ঈশ্বরত্ব।
বলা হবে না তোমায় - আমার সে আরেক মৃত্যু আর নতুন জন্ম।
আমাকে ভুলে যেতে হয়েছে পরিচিত রাস্তা, মুছে ফেলে নিশ্চিহ্ন করতে হয়েছে হাতের আয়ুরেখা - আমি শুদ্ধ আজ যে মানুষ; এ মনুষ্যত্ব শুধুই আমার; দেখে যাও নেই কোনও প্রেম এখানে।
হৃদপিন্ডের সকল মাংসপেশিকে আদেশ দিয়েছি ভুলে যেতে তোমার সকল চিহ্ন- ভুলে যেতে হয়েছে নিঃশ্বাসের শব্দ।
নদী শাসনের মতন - অলিন্দ নিলয় রক্তের গতিপথ বদলে আবার টেনে নিতে শিখেছে শুদ্ধতম বাতাস।
মানুষ বড় হয়ে ওঠে, একা এক ঘোরের মধ্যে -
সে ভুলে যেতে থাকে নিজের জন্ম-পরিচয় - জাতীয়তা-বোধ; দেশের সীমারেখা ভুলে নিজেকে সে আবিষ্কার করে এক বিশ্ব-নাগরিক। অতঃপর - আবার সে এক একক; একা।
কত জলপথ পাড়ি দিয়ে - অতখানি ক্লান্তির পরে হে পথিক- তোমার পিপাসিত হৃদয়;
যদি বলে - 'নয় সুখের নয় - চাই বিষের পেয়ালা' - তবে হোক তাই সই;
হোক সে গরল হোক অমৃত তোমার!! তুমি বড্ড ক্লান্ত পথিক, তোমার সমস্ত আর্জি হোক আজ বিনাবাক্যে কবুল।
আমার এ প্রেম, এ নৈবেদ্য যেন তোমারই বুকে বিঁধে - বিষের বাণ
এই তো জীবন - নিয়ে যদি যাবেই একটা কিছু সে - যাক না তবে সে নিয়ে আমার এ জীবন!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৪
জাহিদ অনিক বলেছেন: এটা তো একটা অনেক বড় দার্শনিক প্রশ্ন করে ফেললেন গাজী সাহেব--- মানুষ কেন একা!!
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪০
মিথমেকার বলেছেন: বিশ্ব-নাগরিক, বর্ডারলেস ওয়ার্ল্ড..
এইসব কনপেক্ট, হাইপোথিসিস, ভাবনা নিয়ে আপনার সাথে একদিন কোন এক টং এ জম্পেশ আড্ডা দেয় যেত.. দারুণ হতো।
লেখা খুবই সুন্দর হয়েছে।
এমন ভাবনা থামিয়ে দিবেন না, পৃথিবীটা কার্বন মনোক্সাইডে পূর্ণ একটা গর্ত হয়ে যাচ্ছে দিনদিন। এমন লেখা পড়লেও ঘ্রাণহীন অক্সিজেন এর সুঘ্রাণ পাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৩
জাহিদ অনিক বলেছেন: মিথমেকার, চমৎকার মন্তব্য করেছেন।
এমন লেখা পড়লেও ঘ্রাণহীন অক্সিজেন এর সুঘ্রাণ পাই। - হুম হয়ত হৃদয় পুড়ে আছে বলেই হয়ত এটা লিখলাম.।। আর সেজন্যই হয়ত আপনার কাছেও ভালো লেগেছে।
এমন লেখা পড়লেও ঘ্রাণহীন অক্সিজেন এর সুঘ্রাণ পাই।। - ব্যাস এটুকু মন্তব্যই মাথায় করে রাখলাম।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২১
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
যে ঈশ্বরে আপনি বিশ্বাস করেন – সেই ঈশ্বর চাইছেন যেন আপনি হৃদয়ের আগুনে পুড়ে পরাজিত হন আর আপনার একাকীত্ব জয়ী!
যতোদিন কষ্টটা বুকের মাঝে পুষে রাখবেন, ততোদিন আপনি আপনার.......
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭
জাহিদ অনিক বলেছেন: সেই ঈশ্বর চাইছেন যেন আপনি হৃদয়ের আগুনে পুড়ে পরাজিত হন আর আপনার একাকীত্ব জয়ী!
যে ঈশ্বরে আমি আস্থা রাখি, যে ঈশ্বরকে আমি বুকে পিঠে করে বড় করে তুলি- সে খুবই নাজুক, তাই তো তাকে এভাবে শব্দে শব্দে বাঁচিয়ে রাখতে হয়। আবার সে নাজুক ঈশ্বরই আমাকে পোড়ায়।
কোনও একটা লেখায় মন্তব্য কেবল লেখাটা কেমন হয়েছে সেটা জানতে চাওয়াই না, সেটা কতটা সংক্রামক হয়েছে সেটাও জানার কিছুটা আকাঙ্ক্ষা থাকে। মানুষ যতই সে প্রচারবিমুখ হোক, নিজের এইটুকু সত্তা'কে সে দাবানলের মতন ছড়িয়ে দিতে চায়। এই ব্লগের আপনার ও অন্য বেশ কিছু চমৎকার মানুষের চমৎকার মন্তব্য সে ভরসা দেয় বলেই লিখি ---
তাই আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা।
জীবন বাবুর এই লাইনগুলই মনে আসছে --
আমার এ-গান
কোনোদিন শুনিবে না তুমি এসে—
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে,
তবুও হৃদয়ে গান আসে।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় আহমেদ জী এস
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৪১
কামাল১৮ বলেছেন: ঈশ্বর তোষামোদ পছন্দ করে।তোষামোদ না করলে আগুনে পুড়ানোর ভয় দেখায়।আর তোষামোদ করলে ৭২ হুরীর লোভ দেখায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১
জাহিদ অনিক বলেছেন: ঈশ্বর আমাদের থেকে ভিন্ন কিছু না, তারও আছে কিছু কামনা - তারও আছে কিছু যাতনা।
আমরা আমাদের হৃদয়ে ধারণ করি আমাদের ব্যক্তিগত ঈশ্বর। আমারা ততটাই ৭২ হুরীর লোভে লোভাতুর হই যতটা আমাদের নিজের একান্ত ঈশ্বর আমাদের প্রলোভন দেখায়। যদিও আমরা আগুনো পোড়ানোর ভয়টা বেশিই পাই, ৭২ হুরীর লোভ ততটাও লোভনীয় নয়।
ধন্যবাদ আপনাকে কামাল১৮, প্রায় মোটামুটি ভিন্ন টপিকে মন্তব্যের জন্য, আমিও কিছু একটা উত্তর দিলাম।
কৃতজ্ঞতা রইলো।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: আপনি মানুষটা আবেগী।
লিখতে গিয়ে লেখায় সমস্ত আবেগ ঢেলে দেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬
জাহিদ অনিক বলেছেন: হুম্মম্মম্মম্মম্মম্মম্মম
একটা দিক তাহলে ভালো তো - আমি চাই লেখার মধ্যে ইমোশন বুঝতে পারা যাক।
লেখার মধ্যে ইমোশন থাকলেই যে আমি ব্যক্তিগত লাইফে ঠিক এতটাই ইমোশোনাল সেটা বলছি না তো !
চাঞ্চল্যকর মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: বিয়ে সাদী করবে করবেন?
দাওয়াত চাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৭
সোনাগাজী বলেছেন:
এত বড় বিশ্ব, হাজার কোটী মানুষ, এখানে মানুষ কেন একা?