![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবসময় ভাল কিছু করার চেষ্টা করি এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি
ইদানিং শেষ রাতে হঠাৎ জেগে উঠি।
প্রতিনিয়ত দেখে যাওয়া আলোর বদলে ঘুটঘুটে অন্ধকার দেখি।
চোখের অন্ধকার দেখতে পাপড়ি বন্ধ করা লাগেনা।
অপলক অন্ধকার দেখার এইতো সুযোগ!
প্রায়শই বৃষ্টির টুপটাপ আওয়াজ শুনি আজকের মত।
নিস্তব্ধ এই প্রহরে মনে হয়,
শহরের এই সময়টা আমার ব্যক্তিগত।
©somewhere in net ltd.