নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিচের বাক্যটি মনযোগ দিয়ে পড়ুন \"আমি নিজের সম্পর্কে মানুষকে বলে বেড়াতে পছন্দ করিনা!\"

জাহিদ ওসমান

সবসময় ভাল কিছু করার চেষ্টা করি এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি

জাহিদ ওসমান › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী মৌলভী

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

বিদ্রোহী মৌলভী নিয়ে প্রথম পড়েছিলাম সত্যেন সেনের লিখায়। গৎবাধা সময়ের স্রোতে ভেসে যাওয়া ঐতিহাসিকদের বিপরীতৈ উদীচির প্রতিষ্ঠাতা সত্যেন সেন ব্রিটিশ আন্দোলনে মৌলভীকে তুলে ধরেছেন। কাজী নজরুলও তার লিখা কবিতা-প্রবন্ধে আমাদের ঈমানদীপ্ত মৌলভীকে চিনিয়েছেন। নজরুল কিংবা সত্যেন সেন বেঁচে নাই। বেঁচে আছেন প্রিয় মুহিব খান। বিদ্রোহী মুহিব।

মোল্লারা সব জাগো...!
মুহিব খাঁন।


জুব্বা খুলে নাওরে তুলে বারুদ মাখা
পাঞ্জাবী,
শক্ত করে পাগড়ী বাধো থাকনা পড়ে
গোলটুপী।
.
পান চিবানোর স্বভাব ছেড়ে হাড্ডি
চিবাও দুশমনের,
ঝড়-তুফানে পড়বে মারা মৌলভী সব
খোশমনের।
.
সুরমা দেবার কী প্রয়োজন! থাকনা দু'চোখ
রক্তে লাল!
ক্ষিপ্ত বাঘের দৃষ্টি দেখে দৌড়ে পালাক
ভেড়ার পাল।
.
উপচে পড়া দাড়ির ফাকে গোফটা না হয়
থাক ফুলে,
ঝাকড়া চুলের বাবরী দেখে সিংহ
পালাক জঙ্গঁলে।
.
রুমাল দিয়ে কান ঢেকে আর ক’দিন রবে
শান্তিতে,
বিশ্বটা যে আজ যাচ্ছে ডুবে গোমরাহী
আর ভ্রান্তিতে।
.
গামছা ফেলে রুমাল ফেলে হাত রাখ ভাই
বন্দুকে,
মারের ভয়ে মরার আগেই মরতে হবে কোন
দুঃখ্যে?
.
ডাক দিয়ে যাই মৌলভীদের ঘুম
ভাংগানোর গাইরে গান,
সব গোড়ামী ছাড়তে হবে থাকতে হবে
মুক্ত প্রাণ।
.
ঘরকুনোদের ঠাই হবে না ময়দানে বা
রাজপথে,
আজ থেকে তাই জাগতে হবে সবাই মিলে
একসাথে।
.
বাঁচার মত বাঁচতে হলে ঝান্ডা উড়াও বিপ্লবের,
বিশ্বজুড়ে নতুন করে মৌলভীরাই জাগবে ফের।
'.
এই শহীদ-গাজীর বাংলা ছেড়ে
নাস্তিকেরা সব ভাগো,
আজ দিন বদলের দিন এসেছে মোল্লারা
সবে জাগো জাগো.......।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.