নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলমান জীবনদৌড়ের গল্পে লেখার মত স্থির কিছুর অপেক্ষায়

জাহিদ শাওন

আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

জাহিদ শাওন › বিস্তারিত পোস্টঃ

১৪ ফেব্রুয়ারী "স্বৈরাচার প্রতিরোধ দিবস"

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬



সিলেবাসের বাইরেও অনেক কিছু থাকে শেখার। আজকে "স্বৈরাচার প্রতিরোধ দিবস" জানতাম না। ডিজিটাল সিগনাল প্রসেসিং ক্লাসে স্যার এর কাছে জানতে পেরেছি।এর আগে স্বৈরাচার আন্দোলন নিয়ে অনেক কিছু শুনলেও আজকের ঘটনার কিছুই জানতাম না। অনেক আগে বাজে শিক্ষানীতির কথা শুনেছিলাম তবে সেটা কি এবং কি হয়েছিল জানা হয় নি।

এরশাদের যদি আজকে মোটামোটি একটা রাজনৈতিক অবস্থান থাকতো,কিংবা কাকতালীয় ভাবে কিছুটা জনপ্রিয়তা থাকতো তাহলে হয়তো আজকের দিনটা অনেক আলোড়িত হতো।
অল্প কয়েকটি ছাত্র সংগঠনই দিবসটা তুলে ধরেছে। তাদের খুজে পাওয়া যায় নি যারা প্রতিদিনের শিরোনামে হানাহানি নিয়ে হাজির হয়। যদি পাওয়া যেতই তাহলে আজকে বাংলাদেশ অন্যরকম হতো,সর্বোচ্চ বিদ্যাপীঠ আরো অনেক গুলো আন্দোলনের নেতৃত্ব দিতো ,শুধু আগের স্মৃতি নিয়েই পড়ে থাকতো না নতুন স্মৃতিও তৈরী করতো ভবিষ্যতের জন্য।

যাইহোক শফিক রেহমানকে আজকে একটা প্রাশ্চাত্য দিবসের প্রচলন করানোর জন্য ধিক দেয়াই যায় কারণ এটা অনেক শক্তভাবে এস্টাব্লিশ হয়ে গেছে,আরো হচ্ছে। যেটার ইতিহাস প্রেমিক-প্রেমিকা নিয়ে হলেও পাবলিক সেটাকে ফায়দা লুটার জন্য কিংবা ট্রেন্ডে গা ভাসানোর জন্য সর্বজনীন করছে।
শফিক রেহমানেকে পুরো দোষ দিয়েও লাভ নেই।দিবসটাকে নিজস্ব ইতিহাস-সংস্কৃতির উপরে আমরাই নিয়ে এসেছি,নিয়ে যাচ্ছি।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: ভাই আপনি কি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর? কোন ভার্সিটি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৩

জাহিদ শাওন বলেছেন: জি ভাই। আহছানউল্লাহ ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। স্মরণীয় দিনটিকে যারা ভুলিয়ে রাখতে বিদেশি দিবস হাজির করেছিল তারাই সফল আজ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৫

জাহিদ শাওন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সদেচ্ছা থাকলে এসব অপসংস্কৃতি এড়িয়ে চলা সম্ভব যেটা আমাদের বেশিরভাগেরই নেই।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, সেটা ঠিকই বলেছেন। তবে স্বদিচ্ছা থাকলেও এইসব সংস্কৃতি এখন বন্ধ হবার মতো পরিস্থিতি নেই।
এখন নিজ নিজ পরিবার ঘুছিয়ে রাখা যেতে পারে। আর তাতে কতটুকুইবা লাভ হতে পারে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৩

জাহিদ শাওন বলেছেন: ঐতো ঐ সদেচ্ছাটাই দরকার। ক্ষুদ্র ক্ষুদ্র কাজ গুলোর মাধ্যমে কিছুটা হলেও ভাল কিছু পাওয়া সম্ভব।সেটা যেখানেই শুরু হোক।আর পরিবার সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ। এই দিবসটি কথা আমরা ভুলে যাই। ভালবাসা দিবসের প্রভাবে। ১৯৯৩ সাল - সাংবাদিক শফিক রহমান ১ম ভালবাসা দিবসের প্রচারনা করেন। আর এই দিবসকেও বা দোষ দিচ্ছেন কেন? দোষ আমাদের। নিজ দেশ এর ইতিহাস এর চেয়ে অন্য ইতিহাসে আমাদের প্রাধান্য বেশি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৮

জাহিদ শাওন বলেছেন: অবশ্যই আমাদের দোষ। কারণ আমরাই অপসংস্কৃতির লালন করছি। মিডিয়াতো এই দিনটাকে পারলে জাতীয় দিবসের মতো ফলাও করে প্রচার করে।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, শফিক রেহমান অনেক শ্রদ্ধার হলেও শুধু এই একটা কারনে আমার সন্মান পাবেন না কোনদিন।।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৫

নাগরিক কবি বলেছেন: মিডিয়া এখন এটাকে নববর্ষ এর মত পালন করতেছে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২১

জাহিদ শাওন বলেছেন: সত্যি কথা বললে টিঅারপি বাড়াতে গিয়ে মিডিয়া কিছুক্ষেত্রে এমন কাজ করছে যেটা নিজেদের ভবিষ্যতের জন্যই ক্ষতিকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.