নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
অবশেষে সরকারি ভাবে মসজিদে জামাত স্থগিত হলো। যদিও এটা দরকার ছিলো আরো আগেই। অন্তত যেই এলাকাগুলো আক্রান্ত হয়েছিলো সেই এলাকার আশেপাশের সব মসজিদে।
পাবলিকতো সচেতন থাকতে হবেই। কিন্তু জাতিগত কারণে আপনি সব পাবলিক একবারে সচেতন পাবেন না কোথাও। অনেকেই এমন বিপদে মসজিদের জামাতে কেন যাওয়া ঠিক না সেটা জানতো না, অনেকেই আবার গোঁড়ামিও ছিলো কম জানার কারণে। তাই এসব কিছুর জন্য একটা সরকারি ডিক্লারেশন দরকার ছিলো। আর যারা সকাল বিকাল ধর্মীয় অনুশাসন মানা মানুষকে জেনারেলাইজ করে সবাইকেই গোঁড়া বলার চেষ্টা করেন তারা সরকারি ডিক্লেয়ারেশন ছাড়াই আশা করে বসে থাকনে মানুষ ঠিক হবে, পাবলিকই খারাপ।
যাক দেরিতে হলেও সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। যদিও বিশ্বাস করতে চাই খুব বেশি দেরি হয় নি। এখন তড়িৎ ব্যবস্থা নেয়া এবং সেটার তড়িৎ ও সঠিক বাস্তবায়ন ছাড়া কোন উপায় নেই। অনেক ভাঁড়ামি হয়েছে এবার অন্তত সেটা বন্ধ হোক।
এখনও অনেক ইন্ডাস্ট্রি চালু রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য বাদ দিয়ে বাকীসব এখনই বন্ধ করা উচিৎ জন সমাগম এড়ানোর জন্য। প্রত্যেক পরিবারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছাতে হবে তা না হলে মানুষ বের হতে বাধ্য হবে।
বাজারে অপ্রাপ্যতার জন্য কেনার সাধ্য থাকা সত্ত্বেও অনেকের কাছেই হ্যান্ড স্যানেটাইজার নেই। তাই জরুরী ভিত্তিতে হ্যান্ড স্যানেটাইজারও সরবরাহ করা উচিৎ।
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৬
জাহিদ শাওন বলেছেন: অবশ্যই সরকারকেই এটা নিশ্চিত করতে হবে। কিন্তু আদৌ পারবে কিনা বা করবে কিনা জানি না। পূর্ব প্রস্তুতি ঠিকভাবে না নেয়ার কারণেই বাজে অবস্থার আরো বাজে দিকে এগুচ্ছে।
২| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৪
নেওয়াজ আলি বলেছেন: Good news
৩| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধর্মীয় নেতারা এখন সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছে। আগে বলল না কেন। এরকম মেরুদণ্ডহীন লোকজনকে আমরা ধর্মীয় নেতা হিসাবে মানি!
০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
জাহিদ শাওন বলেছেন: সরকার করলো না কেন? ধর্মীয় নেতাদের কথায় দেশ চলে এদেশে? করনীয় দিক থেকে সরকারের উপরে কেউ নেই। শুধু শুধু ডাক্তার বা ধর্মীয় নেতাদের(!) জনগণের মুখোমুখি করলেই কি সরকারের দায় এড়ানো শেষ?
৪| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।সবাই সুস্থ থাকুক এই কামনা করি।
৫| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশের রাজনীতিতে ধর্মীয় নেতারা অনেক গুরুত্বপূর্ণ নিয়ামক। সংকটের সময় ধর্মীয় নেতাদেরও দায়িত্ব থাকে। আমাদের দেশে ধর্ম একটা সংবেদনশীল বিষয় তাই সরকারকেও ধর্মীয় ব্যাপারে অনেক বুঝে শুনে আগেতে হয়।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫০
জাহিদ শাওন বলেছেন: সেটা অবশ্যই। এখানে সামগ্রিক প্রস্তুতি হিসেবেই সব করার কথা বলেছি। প্রস্তুতি নিলে এতো বাজে কিছু হতো না। এমনকি ধর্মীয় যে বক্তারা অযৌক্তিক কথাবার্তা ছড়িয়েছে করোনা নিয়ে সেটার বিপরীতেও সরকার কোন স্টেপ নেয় নি। তাদের কি করার সেটা বলেতো লাভ নেই। সরকারি নির্দেশ ছাড়া তারা বিক্ষিপ্ত মদবাদে বিভক্ত ছিলো। অনেক পজেটিভ ধর্মীয় ব্যাক্তিত্বও ছিলেন যারা ধর্মীয় উপসনালয় বন্ধের পক্ষে মত দিয়েছেন বা বিশ্বব্যাপীও উদাহরণ ছিলো ধর্মীয় উপসনালয় বন্ধ করার এমন পরিস্থিতিতে। সেসব অনুসরণ না করে শুধু ধর্মীয় ব্যক্তিত্বের উপর দোষ চাপানো স্রেফ সরকারের দায়বদ্ধতা এড়ানোর জন্য।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রত্যেক পরিবারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছাতে হবে তা না হলে মানুষ বের হতে বাধ্য হবে।
কিন্ত বিড়ালের গলায় ঘণ্টা বাধবে কে?