নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলমান জীবনদৌড়ের গল্পে লেখার মত স্থির কিছুর অপেক্ষায়

জাহিদ শাওন

আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

জাহিদ শাওন › বিস্তারিত পোস্টঃ

প্রচলিত নারীবাদ কি গৃহকর্মীকে নারী হিসেবে দেখে?

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:০২

এক নারীবাদী মহিলা তার নারী গৃহকর্মীর উপর অত্যাচার করে চিপায় পড়ে গেছে। মানুষজন তাকে ধুঁয়ে দিচ্ছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রচলিত নারীবাদ কি গৃহকর্মীকে নারী হিসেবে দেখে? না দেখে না। তাদের স্রেফ বুয়া হিসেবেই দেখে।আর বুয়ারা নারীমুক্তির নারী না, তারা কেবল অন্যের ঘরে কাজ করার জন্য।

প্রচলিত নারীবাদে,

- নারী স্বাধীনতা মানে শুধু বাইরের জগতে ধাপিয়ে বেড়ানো।

- সাংসারিক কাজে নারী অধিকার খর্বিত হয় এমন ভাবা নারীর অভাব নেই।

- ঘরের কাজ করার জন্যতো বিয়ে করেনি, এমন ধারণার নারীরও অভাব নেই।

- আবার অনেকে মনে করে পড়ালেখা করেছে কি ঘরের কাজ করার জন্য!

- সংসারের কাজে অনীহা কিন্তু মোটামুটি সংসারের কাজ সুপারভাইজ করতে বা কর্তৃত্ব খাটাতে আবার অত আপত্তি থাকে না তাদের।

এগুলো খুবই কমন ব্যাপার আজকাল।
আর এরকম ধ্যান ধারণা নিয়ে চলা নারীই যদি নারী গৃহকর্মীর উপর অত্যাচার করে তখন সেটা ডাবল স্ট্যান্ডার্ড। ওই মহিলা উচ্চ শিক্ষিত হুজুগে নারীবাদী ছাড়া কিছুই না। যারা নারী ক্ষমতায়ন বলতে শুধু শিক্ষিত নারীদের সুবিধাভোগকে বুঝে। অথচ শিক্ষিত হয়ে নিজে কিছু করার সামর্থ্য অর্জনেই যে তার ক্ষমতায়ন হয়েছে সেটা মানতে নারাজ তারা। আরেকজনের উপর কর্তৃত্বই তাররা ক্ষমতায়ন ভাবে।

স্বাভাবিকভাবেই সামর্থ্য থাকলে গৃহকর্মীর প্রয়োজন হয়। কিন্তু অবাক হওয়ার জায়গা এখানেই যে এই গৃহকর্মীরা প্রাপ্য সম্মান বা সম্মানী কিছুই পায় না। আর এই বিষয়ে কিভাবে ভালো কিছু করা যায় সেসব নিয়ে কাজ করতেও দেখা যায় না। হঠাৎ কোন অত্যাচার অথবা অত্যাচারে মারা যাওয়ার খবর আসলেই দু একদিন হাঁকডাক হয়।

তবে যে মেয়ের উপর অত্যাচার হয়েছে সে আসলেই স্মার্ট এবং এম্পাওরমেন্ট সে অর্জন করে নিয়েছে। এটা সম্ভব হয়েছে শিক্ষার জন্যই। আর তাছাড়া বর্তমান লকডাউন পরিস্থিতির জন্যই সে ওখানে গয়েছিলো যতটুক বুঝা যায়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৩

নেওয়াজ আলি বলেছেন: সবাই সমান নয়

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩১

জাহিদ শাওন বলেছেন: তাতো অবশ্যই। কিন্তু বর্তমান দ্রৃষ্টিভঙ্গি গুলো খুবই সংকীর্ণ

২| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৫

এইচ তালুকদার বলেছেন: নির্যাতনের শিকার মেয়েটা আসলেই স্মার্ট এবং সাহসী, নির্যাতনকারী মহিলা কিন্তু মেয়েটাকে অলরেডি চোর/চাদাবাজ বানিয়ে ফেলেছে।যদিও এখন তাতে লাভ হবে না।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৪

জাহিদ শাওন বলেছেন: হ্যাঁ। তাছাড়া তিনি টিপিক্যাল গৃহকর্মী ছিলেন না তা না হলে হয়তো এটাও চাপা থাকতো।

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: নারীরা নারীদের কাছেও ফেলনা।
নারীদের সম্মান করতে আজও শিখেছি সমাজ। নারী বাদে যারা বিশ্বাসী আসলে তারাও বিশ্বাসী না। সবাই একটা মুখোশ পরে আছে।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৪

জাহিদ শাওন বলেছেন: নারীবাদেও এখন পুঁজিবাদ

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৭

রাফা বলেছেন: ভালো চিন্তা ভাবনা আছে আপনার এই ক্ষুদ্র পোষ্টে।নারী স্বাধিনতা বা নারীবাদি চিন্তাভাবনার নামে যা হোচ্ছে সেটার নব্বই ভাগই শুধু লোক দেখানো।নারীরাই নারীর বড় শত্রু ।বেশির ভাগ প্রতিবন্ধকতার জন্য নারীরাই দায়ি।

ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৬

জাহিদ শাওন বলেছেন: ধন্যবাদ।
আসলে এলিট শ্রেণী সর্বদাই তাদের বাইরে চিন্তা করে না। এটাই বড় পার্থক্য।

৫| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: নারীবাদীরা নারী পুরুষের সমতার জন্য লড়ে। বুয়ার ক্ষেত্রে পুরুষের কোনও ভূমিকা নেই তাই বুয়ার উপর নির্যাতন হোলেও এই ব্যাপারটা নারীবাদীরা নারীবাদ তত্ত্বের আওতা বহির্ভূত মনে করেন। পুরুষের সংশ্লিষ্টতা না থাকলে তা নারীবাদের আওতা বহির্ভূত।

নারী পুরুষের সমতার ক্ষেত্রে অনেক নারী বাধা হিসাবে কাজ করে।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৭

জাহিদ শাওন বলেছেন: হ্যাঁ ভালো পয়েন্ট উল্লেখ করেছেন। খুবই সূক্ষ্ম কিন্তু ফেলে দেয়ার না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.