| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জাহিদ শাওন
	আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
 
এক কাপ চা, শীতের সন্ধ্যায় বেশি ঝালের ভর্তায় মাখানো চিতই পিঠার অজুহাতে বুকপকেটে কতবার প্রেম নিয়ে তোমার কাছে গিয়েছিলাম সে গল্প কেউ জানে না। 
আজকাল অবশ্য আক্ষেপ নেই।
যে গল্প প্রকাশিত হবার পর নিষিদ্ধ হয়, সে গল্প প্রকাশিত না হলেই লেখক কম কষ্ট পায়। 
পাইকারী হারে শহরে গজিয়ে ওঠা মোটিভেশানাল স্পিকারের মত মাঝেমধ্যে নিজেকে এভাবে মোটিভেশান দিতে হয়৷ ভেতরটা হেসে উঠে, মানুষ কত ভন্ড! অনুভূতি প্রকাশ করা যায় না, আবার অপ্রকাশিত অনুভূতির কষ্টকে ছাপিয়ে উঠতে কত মিথ্যে গল্প, মোটিভেশান। 
ভরা বর্ষা চলছে। গ্রামে রাস্তার দুধারে পানি জমে থাকা নদীর মত ফসলহীন ধানক্ষেত দেখা যায় না শহরে। তবে নগরকর্তাদের কৃপায় সচ্ছ না হলেও নোংরা পানিতে ভেসে উঠে শহরের অন্য ছবি। শহর জানান দেয় দেখো নগরকর্তা শহরে বর্ষা-বিলাস আয়োজন করেছে।
এমন এক বর্ষায় দ্বিগুণ ভাড়ায় ঠিক করা রিক্সায় আমাদের আটকা পড়া হয় নি। দেখা হয় নি রিক্সাওয়ালার খোলা ম্যানহোল, ড্রেন, হৃদয়ের ক্ষতের মত রাস্তার গর্ত এড়িয়ে চলার জ্যামিতিক হিসেব। মনে মনে ভাবা হয় নি, ভাড়া বেশি তাতে কি! সময় বেশি সাথে তুমিও, পয়সা উশুল। 
এসব আবোল তাবোল ভাবতে ভাবতেই শেষ হয় অল্প অল্প করে গেলা কফির শেষ চুমুকও। বাইরে বৃষ্টি, ফুটো পকেটে আরেকটা কফির জোগাড় থাকার কথা নয়। রাস্তায় পানি নেমে যাচ্ছে আস্তে আস্তে। পানির ভেতর থেকে উঁকি দিচ্ছে পিচঢালা কালোপথের মাঝে মাঝে থাকা নগরকর্তার লাল ইটের গর্ত। 
রাস্তায় জমে থাকা জল, উঁকি দেয়া গর্তের দায় না হয় নগরকর্তার ঘাড়ে দিলাম। 
বুকের ভেতরে যে জল জমে আছে, যে ক্ষত গভীর থেকে গভীরতর হচ্ছে সংস্কারের অভাবে - সে ভার কাকে দিব?
নিজেকে নাকি তোমাকে, তোমাদের?
 
০৪ ঠা অক্টোবর, ২০২৪  রাত ১২:৪৬
জাহিদ শাওন বলেছেন: ধন্যবাদ
২| 
০৩ রা অক্টোবর, ২০২৪  রাত ১১:৫৮
ব্লগ সার্চম্যান ২ বলেছেন: সুন্দর।
 
০৪ ঠা অক্টোবর, ২০২৪  রাত ১২:৪৭
জাহিদ শাওন বলেছেন: ধন্যবাদ
৩| 
০৪ ঠা অক্টোবর, ২০২৪  রাত ৯:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিছু একটা ভালোর আশায় আমরা বুক ভরে শ্বাস নেই
এরপর অপেক্ষা করি এই বুঝি সঠিক পথে আমরা চলছি !!!
......................................................................................................
বাস্তবতা হলো ,
আমাদের শিক্ষা দীক্ষা , অভিজ্ঞতা , প্রয়োগ কোনটাই 
সর্ব সাধারনের মাঝে নেই !!! ( যার সুযোগ নিয়ে বিদেশীরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে ) 
শতকরা ৩/৪ % নাগরিক আছেন যাদের জ্ঞান পশ্চিমা বা ইউরোপের সাথে
টেক্কা দিয়ে চলতে পারবে ।
আর দেশে ভোট দিয়ে জনগনের সরকার বানাবো ? সে তো দুর অস্ত !!!
জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি  বিভিন্ন মতবাদের যে সকল মানব শক্তি তৈরী হচ্ছে
তা সামাল দেয়া অদূর ভবিষ্যতে আরও কষ্টকর হবে ।
 
০৫ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১:৪২
জাহিদ শাওন বলেছেন: বাস্তবতা হলো - এই মন্তব্য দেখে আবার স্ক্রল করলাম যে কি লিখেছি যে এই কমেন্ট! 
এরপর আবার মন্তব্য দেখলাম, আর রিয়েলিটি মাইনা নিলাম।
৪| 
০৫ ই অক্টোবর, ২০২৪  রাত ১২:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর চিন্তাগুলোর প্রকাশ।
 
০৫ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১:৪১
জাহিদ শাওন বলেছেন: অনেক ধন্যবাদ
৫| 
০৬ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:৪৯
অধীতি বলেছেন: এমন লেখা পড়লে মন ভালো হয়ে যায়। সংস্কার এখন আর প্রকৃতির নিয়মে হয়না। নিজেকেই নেমে পড়তে হবে বর্ষায় স্নিগ্ধ রূপসীর খোঁজে।
 
১৩ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৪:১৩
জাহিদ শাওন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৬| 
০৮ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর লিখেছেন।এমন লেখা আজকাল ব্লগে কম দেখা যায়।
 
১৩ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৪:১৪
জাহিদ শাওন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২৪  রাত ১১:৫৩
জ্যাক স্মিথ বলেছেন: পড়ে ভালো লাগলো।