নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলমান জীবনদৌড়ের গল্পে লেখার মত স্থির কিছুর অপেক্ষায়

জাহিদ শাওন

আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

জাহিদ শাওন › বিস্তারিত পোস্টঃ

গণঅভ্যুত্থানের পরে প্রথম মবকান্ডে গ্রাফিতি!

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৪


গণঅভ্যুত্থানের পরে, সবার আগে মবের স্বীকার হয়েছিলো স্বৈরাচার বিরোধী গ্রাফিতি গুলো।

রাস্তায় চারিদিকে কত রঙা কত দেয়ালচিত্র আর ক্যালিগ্রাফি। কিন্তু চোখ আটকায় এখনো অল্প কিছু জায়গায়, অল্প কিছু শাটারে থাকা বিপ্লবী স্লোগান আর স্বৈরাচারকে গালাগাল।

অ্যাসথেটিক শিল্পের দোহাই দিয়ে যে দেয়াল গুলো বিপ্লবের স্লোগান বিহীন ছিল সেগুলো বেছে নেয়া যেতো। স্লোগানের পাশে করা যেতো। এতটাই দ্রুত হয়েছে গ্রাফিতি মোছার মব যা চিন্তার বাইরে।

নতুন দেয়ালচিত্র গুলোতেও বিপ্লবের ভাষা আছে এটা সত্য। কিন্তু এগুলো 'Raw' না। যেগুলো সৃষ্টি করতে ভয় পেতে হয় নি, পেতে হয় নি কোন বাধা।

বিপ্লবের গ্রাফিতি, স্লোগান গুলো মোছার বিরুদ্ধে খুব অল্প মানুষের আওয়াজ শোনা গিয়েছিল। বিপ্লবের স্মৃতি না রেখে, ভাগাভাগি নিয়ে ব্যাস্ত সবাই।

জুলাই বিপ্লবের বেশিরভাগ গ্রাফিতি তো বাস্তবে অতীত। কিন্তু যতগুলো সম্ভব ছবি হিসেবে এক জায়গায় কি কেউ সংগ্রহ করেছে?
না করে থাকলে সংগ্রহের উদ্যোগ কি কেউ নিয়েছে?

এরকম কোন সংগ্রহশালা না দেখার আক্ষেপ থাকুক, মানা যায় না।
বিপ্লবের ইতিহাস কখনো ভুলতে নেই, ভুলে যেতে দিতে নেই, মুছে দিতে নেই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৪০

আব্দুল্লাহ আল-মাহমুদ বলেছেন: চেষ্টা করা উচিত। আজকে আমি কিছু ছবি তুলেছিলাম। স্ল্যাং থাকায় শেয়ার করতে পারলাম না আপাতত।

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১২

জাহিদ শাওন বলেছেন: স্ল্যাংগুলো তীব্র ক্ষোভের অংশ

২| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রদের যারা খুন করেছে তাদের বিচার চাই। একই সাথে বিভিন্ন থানায় পুলিশ পুড়িয়ে কারা মেরেছে তার সুষ্ঠু তদন্ত করা উচিত।

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৪

জাহিদ শাওন বলেছেন: পুলিশ মবের স্বীকার হয়েছে। যেসব জায়গায় পুলিশ বেশি গণহত্যা চালিয়েছে একই সময়ে সেসব জায়াগায় বেশি পুলিশ নিহত হয়েছে।

৩| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





















সারা বিশ্বের কোথাও বাংলাদেশের মতো এভাবে দেয়াল নোংরা করা হয় না।

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৫

জাহিদ শাওন বলেছেন: কারন সেখানে হয়তো স্বৈরাচার ছিল না

৪| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৬

প্রহররাজা বলেছেন: পুলিশ খুনি ছাত্র দের ফাসি চাই।

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৫

জাহিদ শাওন বলেছেন: চাইতে থাকেন

৫| ০৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:৪৮

আহরণ বলেছেন: তুই টোকাই, তুই ছাত্র, তুই খুনি..............

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৬

জাহিদ শাওন বলেছেন: আসলে শুধু ছাত্র না, ছাত্র শ্রমিক জনতার খুনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.