নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলমান জীবনদৌড়ের গল্পে লেখার মত স্থির কিছুর অপেক্ষায়

জাহিদ শাওন

আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

জাহিদ শাওন › বিস্তারিত পোস্টঃ

ব্যাক্তির বিকল্প নাই - এই আলাপটা ফ্যাসিবাদের একটা টুলস

১৩ ই এপ্রিল, ২০২৫ ভোর ৪:৩৮

ব্যাক্তির বিকল্প নাই - এই আলাপটা ফ্যাসিবাদের একটা টুলস। যার প্রমাণ দেখা গেছে বিগত ফ্যাসিজম কিভাবে ধীরে ধীরে কায়েম হয়েছিলো সেদিকে তাকালে।

বিকল্পহীন বানাতে হবে সিস্টেম।

ব্যক্তি যেই থাকুক না কেন, সিস্টেমের বিকল্প না থাকার কারণে, ব্যাক্তি স্বেচ্ছাচারিতা প্র্যাকটিস করতে পারবে না। সিস্টেম ঠিক থাকলে যোগ্য লোকই আসবে। আবার কোন কারণে অযোগ্য কেউ চলে আসলে সিস্টেমের জন্যই তাকে জায়গা ছেড়ে দিতে হবে যোগ্য কাউকে।

মোটকথা সিস্টেম যোগ্য হলে সে নিজেই যোগ্য লোক খুঁজে নিবে। সিস্টেম নিজেই হয়ে উঠবে যোগ্য লোক, যোগ্য সমাজব্যবস্থা তৈরীর অদৃশ্য কারখানা

ধরা যাক দুর্নীতি বিরোধী একটা আদর্শ সিস্টেম দাঁড় করানো গেলো। এর ফলাফলতো বহুমাত্রিক হবে।

শুধু একটা ব্যাপার নিয়ে আলাপ করা যায় উদাহরণ হিসেবে। সেটা হচ্ছে ধীরে ধীরে ঢাকা শহরের যানজট ড্রামাটিক লেবেলে কমে যাবে।

দুর্নীতি না থাকার কারণে পাইকারী হারে বাড়বে না ব্যক্তিগত গাড়ীর ব্যবহার। থাকবে না যত্রতত্র দাঁড়ানো অবৈধ ফিটনেস বিহীন বাসের বহর।

জনগণ খারাপ তবে সেটা একদিনে হয় নাই। বহুবছরের স্বভাবগত অভ্যাস। সিস্টেম পালনও তাই একদিনে হবে না, ধীরে ধীরে হবে।
কিন্তু পালন করার জন্য সেই সিস্টেম তো লাগবে আগে। সিস্টেম দাঁড় করাতেতো আর হাজার বছর লাগবে না।

আর সিস্টেম বিকল্পহীন করতে হলে পুরনো সব ঢেলে সাজাতে হবে। কিছুকিছু একদম বাদ দিয়ে দিতে হবে। যেটাকেই সংস্কার হিসেবে জনগণ চাচ্ছে।

সমস্যা হইলো গিয়া সিস্টেমে "সংস্কার" শব্দেরই একটা সংস্কার প্রয়োজন হয়ে দাঁড়াইছে।

কোথাও কোথাও সংস্কারের নামে নতুন কিছু দেখা যায় না। আবার কেউ তো বুঝে না বুঝেই সংস্কার শব্দ শুনলেই কাপড় মাথায় তুলে ফেলে আতংকে।
এই সংস্কারাতঙ্ক যৌক্তিক তাদের জন্য, যারা সংস্কার হইলে আর স্বেচ্ছাচারী জোচ্চর হওয়ার সুযোগ পাবে না।

সংস্কার বলা হোক কিংবা যেই নামেই ঢাকা হোক, সিস্টেম বদলানো বা ডেভেলপমেন্ট ছাডা কোন গতি নাই। যে বাংলাদেশের স্বপ্ন একজন বাংলাদেশী প্রতিনিয়ত দেখে সেটা বাস্তবায়নের পথ একটাই আমূল-পরিবর্তন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৮

ক্রেটোস বলেছেন: ফ্যাসিসিজমের আচরণ বা তার ন্যারেটিভকে যতদিন স্বরূপে কিংবা রঙচঙ দিয়ে ভিন্নরূপে অনুশীলন করা হবে ততদিন এই দেশের কোন পরিবর্তন আসবে না। সিস্টেমের পরিবর্তন করতে হলে আগে আমাদের ভেতরে লালিত হওয়া ফ্যাসিসিজমের পুরনো বয়ানকে যেমন ফেলে দিতে হবে তেমনি প্রায় দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিসিজমের প্রচারিত চিন্তা থেকেও বের হয়ে আসতে হবে। তবেই সিস্টেমের পরিবর্তন আসবে ও কার্যকর হবে । এর আগে সেটা হবার সম্ভাবনা নেই !

প্রিয়তে রেখে দিলাম আপনার এই পোস্টটা। এমন সুচিন্তন আরও প্রচারিত হোক এই কামনা করি!

২| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.