![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-----------আমি-------------
সুখের পথে পা বাড়ালেই
কালো বিড়ালে পথ কাটে,
আপন মানুষ নতুন রুপে
চেনা সুরে----------সুর কাটে।
বৃষ্টি দেখে খুশি হলেই
মেঘের ডাকে বুক ফাটে,
কোলাহলের সুখ কিনিতেই
সঙ্গ ভাঙ্গার----------রব ওঠে।
ঠোটের কোনটা বাঁকা হলেই
নোনা জলের বাঁধ ছোটে,
পরের দুঃখ বুজতে গেলেও
সুখ হারাবার------বর জোটে।
লজ্জাবতীর লাজুক পাতা
আমায় দেখে ফের ফোটে,
পাপের মোছন পথটা খুঁজি
চরনে ও তা--------নেই বটে।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
তারেক ফাহিম বলেছেন: ব্যর্থতার সুন্দর কবিতা পাঠে মুগ্ধতা জানিয়ে গেলাম।