![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিচ্ছু মনে থাকে
না? এক কান দিয়ে ঢুকে আরেক কান
দিয়ে বেরিয়ে যায়? পড়ার পর মনে হয়
সব জানেন কিন্তু একটু পরেই দেখেন
মাথার ব্যালেন্স ফক্কা?
অনেক শিক্ষার্থীরই মূল সমস্যা হলো
পড়া মনে না থাকা। পড়া গড় গড় করে
মুখস্ত করার চেষ্টা করেও একটু পর
বেমালুম ভুলে যায় তারা। আজকে
পড়লে কালকে মনে থাকে না,
কিংবা শুরুতে মনে থাকলেও গায়েব
হয়ে যায় মাথা থেকে। কারণটা কী? কম্পিউটারের ভাষাতেই বলি।
এসব সমস্যার মূল কারণ আসলে একটাই —
আপনি পড়ে ডেটা ইনপুট করছেন, কিন্তু
সেটা প্রসেস করছেন না। ফলে প্রসেস
না করা ডেটা আপনার মাথার
র্যামেই থাকে, দীর্ঘমেয়াদী স্মৃতির
হার্ড ডিস্কে যায় না। ঘুম দিয়ে
মাথা রিসেট করলেই সব গায়েব। তো
এই সমস্যা থেকে পরিত্রাণের উপায়
কী? খুব সোজা। কেবল পড়লেই চলবে
না, পড়াটার মাঝে মাঝে যা
পড়ছেন, সেটাকে একটু প্রসেস করেন।
সেটা হতে পারে নানা ভাবে —
লিখুন: যা পড়েছেন, সেটা লিখে
ফেলেন। ইংরেজিতে পড়লে
বাংলায় লিখেন, বাংলায় পড়লে
ইংরেজিতে, শুদ্ধ ভাষায় পড়লে
নিজের আঞ্চলিক ভাষায় এমনকি
বাংলিশ ভাষাতে হলেও লিখেন।
মোদ্দা কথা, যেভাবে পড়ছেন,
সেভাবে (সেই ভাষায়, কথায়) না
লিখে অন্য ভাষায় অন্য কায়দায়
লিখুন। সেটা করতে গিয়ে আপনার
মগজে এই পড়ার বিষয়গুলাকে প্রসেস
করার কাজটা হয়ে যাবে। বলুন: যা
পড়ছেন,
সেটাকে বলেন, নিজের ভাষায়।
তবে একা একা না, অন্য কাউকে
শোনান। আর কাউকে যদি নাও পান,
মোবাইলটা বের করে সেখানে
রেকর্ড করে নিজেই শুনুন। চোখ
বুঁজে দেখুন: যা পড়েছেন, সেটাকে
নাটক আকারে চিন্তা করে দেখুন।
ধরুন, আপনি পড়তে চান পলাশীর যুদ্ধের
ইতিহাস। চোখ বন্ধ করে পলাশীর
যুদ্ধের মারদাঙ্গা একটা নাটকের
দৃশ্যাবলী কল্পনা করে নিন পড়ার পরে
পরেই। অথবা ডেটাবেইজ কী করে
কাজ করে কত প্রকার এগুলার উপরে
মনের মাধুরী মিশিয়ে একটা দৃশ্য
কল্পনা করে নিন।
উপরের সবগুলা তরিকা আসলে উদাহরণ
মাত্র। আপনার পড়ার বিষয়ভেদে
একেকটা একেক রকম করে কাজে
আসবে, অথবা হয়তো অন্য কোনো
পদ্ধতি কাজ দেবে। মোদ্দা কথা হলো
আপনি যা পড়ছেন, সেটা নিয়েই বসে
থাকবেন না, সেই তথ্যগুলোকে একটু
মনের মাঝে প্রসেসিং এ পাঠান,
তাহলে মগজের র্যাম থেকে হার্ড
ডিস্কে চলে যাবে সেগুলো, অন্তত
কয়েক দিন হলেও মনে থাকবে।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১২
আমি মিন্টু বলেছেন: সুন্দরর হয়েছে । প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জোরে জোরে শব্দ করে পড়বেন
তাহলে পড়া তারা তারি মুখস্থ হবে ।