নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকনোমিকস আমার প্রফেশন আর সাহিত্য আমার প্যাশন।

জহিরুল ইসলাম কক্স

:)

জহিরুল ইসলাম কক্স › বিস্তারিত পোস্টঃ

মসুদ রানা।সংগৃহীত। নিজের জন্য

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫

প্রসঙ্গঃ মাসুদ রানা ও চলচ্চিত্র
অনেকেই জানতে চান মাসুদ রানা সিরিজের গল্প থেকে কোন চলচ্চিত্র হয়েছে কিনা। আজকের এই পোস্ট মাসুদ রানার গল্প ও চলচ্চিত্র নিয়ে।
আমরা সবাই জানি যে, মাসুদ রানা সিরিজের বেশীরভাগ গল্পই বিদেশী গল্পের কাহিনী অবলম্বনে লেখা। যে গল্পগুলির সোর্স গল্প জানা গিয়েছে সেগুলি থেকে কোন চলচ্চিত্র হয়েছে কিনা তা জানার জন্যই আমার এই চেষ্টা। আমি যতটুকু জানতে পেরেছি তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
পুনশ্চঃ পোস্টটি বড়, তাই ধৈর্য সহকারে পড়বেন। নিম্নে উল্লেখিত তালিকা ছাড়াও যদি আপনারা কিছু জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, পোস্টে যোগ করে দেব। কপিরাইট আইনের কারণে মুভির লিঙ্ক দিলাম না। কষ্ট করে গুগলে, টরেন্ট ক্লায়েন্টে খুঁজবেন। না পেলে ইনবক্স এ নক করবেন।
তথ্যসূত্রঃ
১। https://en.wikipedia.org/wiki/Masud_Rana
২। Click This Link
৩। Click This Link_সিরিজ
৪। https://www.imdb.com
৫। https://www.rottentomatoes.com

#স্বর্ণমৃগ-৩; প্রথম প্রকাশঃ ১৯৬৭
জেমস বন্ড সিরিজের “গোল্ডফিংগার” এবং “অন হার ম্যাজেস্টি’স সিক্রেট সার্ভিস” এর ছায়া অবলম্বনে লেখা, লেখক ইয়ান ফ্লেমিং। খোলামেলা যৌনতার কারণে তৎকালীন সরকার বইটি নিষিদ্ধ করেছিল।
জেমস বন্ড সিরিজের তৃতীয় মুভি “গোল্ডফিংগার”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৬৪ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন শন কনরী। ৩ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১২৫ মিলিয়ন ডলার। অস্কার পেয়েছিল “বেস্ট এফেক্টস - সাউন্ড এফেক্টস” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0058150/?ref_=nv_sr_2
জেমস বন্ড সিরিজের ষষ্ঠ মুভি “অন হার ম্যাজেস্টি’স সিক্রেট সার্ভিস”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৬৯ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন জর্জ ল্যাজেনবি। ৭ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ৮২ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0064757/?ref_=nv_sr_1

#দুঃসাহসিক-৪; প্রথম প্রকাশঃ ১৯৬৭
জেমস বন্ড সিরিজের “ডায়মন্ডস আর ফরএভার” এর ছায়া অবলম্বনে লেখা, লেখক ইয়ান ফ্লেমিং।
জেমস বন্ড সিরিজের সপ্তম মুভি “ডায়মন্ডস আর ফরএভার”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৭১ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন শন কনরী। ৭.২ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১১৬ মিলিয়ন ডলার। অস্কার নমিনেশন পেয়েছিল “বেস্ট সাউন্ড” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0066995/?ref_=nv_sr_1

#মৃত্যুর সাথে পাঞ্জা-৫; প্রথম প্রকাশঃ ১৯৬৭
স্পাই অ্যাডভেঞ্চার “দ্য লাস্ট ফ্রন্টিয়ার” এর ছায়া অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন। আমেরিকায় বইটি “দ্য সিক্রেট ওয়েজ” নামে প্রকাশিত হয়।
১৯৬১ সালে আমেরিকায় “দ্য সিক্রেট ওয়েজ” মুভিটি মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন রিচার্ড উইডমার্ক।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0055423/?ref_=nv_sr_1

#দুর্গম দুর্গ-৬; প্রথম প্রকাশঃ ১৯৬৭
স্পাই অ্যাডভেঞ্চার “দ্য গানস অফ নাভারন” এর ছায়া অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৬১ সালে আমেরিকায় “দ্য গানস অফ নাভারন” মুভিটি মুক্তি পায়। প্রধান চরিত্রে ছিলেন গ্রেগরি পেক। ৬ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল প্রায় ২৯ মিলিয়ন ডলার। অস্কার পেয়েছিল “বেস্ট এফেক্টস - স্পেশাল এফেক্টস” ক্যাটাগরিতে এবং নমিনেশন পেয়েছিল “বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্ম এডিটিং, বেস্ট অরিজিনাল স্কোর, বেস্ট সাউন্ড এবং বেস্ট রাইটিং – অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0054953/?ref_=nv_sr_1

#শত্রু ভয়ঙ্কর-৭; প্রথম প্রকাশঃ ১৯৬৭
স্পাই অ্যাডভেঞ্চার “ফিয়ার ইজ দ্য কী” এর ছায়া অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৭২ সালে ব্রিটেনে “ফিয়ার ইজ দ্য কী” মুভিটি মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন ব্যারি নিউম্যান।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0068576/?ref_=nv_sr_2

#সাগর সঙ্গম-৮,৯; প্রথম প্রকাশঃ ১৯৬৭
জেমস বন্ড সিরিজের “মুনরেকার” এবং “দ্য স্পাই হু লাভড মি” এর ছায়া অবলম্বনে লেখা, লেখক ইয়ান ফ্লেমিং।
জেমস বন্ড সিরিজের একাদশ মুভি “মুনরেকার”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৭৯ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন রজার মুর। ৩৪ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ২১০ মিলিয়ন ডলার। অস্কার নমিনেশন পেয়েছিল “বেস্ট এফেক্টস - ভিজুয়াল এফেক্টস” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0079574/?ref_=nv_sr_1
জেমস বন্ড সিরিজের দশম মুভি “দ্য স্পাই হু লাভড মি”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৭৭ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন রজার মুর। ১৪ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১৮৫ মিলিয়ন ডলার। অস্কার নমিনেশন পেয়েছিল “বেস্ট আর্ট ডিরেকশন, বেস্ট সং এবং বেস্ট অরিজিনাল স্কোর” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0076752/?ref_=nv_sr_4

#বিস্মরণ-১১; প্রথম প্রকাশঃ ১৯৬৮
থ্রিলার “স্ট্রিক্টলি ফর ক্যাশ” অবলম্বনে লেখা, লেখক জেমস হ্যাডলি চেইজ।
১৯৭৪ সালে বাংলাদেশে মুক্তি পায় “মাসুদ রানা” মুভিটি। পরিচালক এবং নাম ভূমিকায় ছিলেন মাসুদ পারভেজ তথা জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। সহশিল্পী হিসেবে ছিলেন কবরী, অলিভিয়া, গোলাম মোস্তফা, খলিল, ফতেহ লোহানী এবং রাজ্জাক ছিলেন একটি অতিথি চরিত্রে। মাসুদ রানার কাহিনী নিয়ে বাংলাদেশে এই একটি চলচ্চিত্র হয়েছে। কাজী আনোয়ার হোসেন এই চলচ্চিত্রের জন্য ১৯৭৪ সালে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt5250890/?ref_=nv_sr_2

#রত্নদ্বীপ-১২; প্রথম প্রকাশঃ ১৯৬৮
থ্রিলার “হোয়েন এইট বেলস টোল” অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৭১ সালে ব্রিটেনে “হোয়েন এইট বেলস টোল” মুভিটি মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন অ্যান্থনি হপকিন্স।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0067976/?ref_=nv_sr_1

#নীল আতঙ্ক-১৩,১৪; প্রথম প্রকাশঃ ১৯৬৯
থ্রিলার “দ্য স্যাটান বাগ” অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৬৫ সালে আমেরিকায় “দ্য স্যাটান বাগ” মুভিটি মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন জর্জ মাহারিস।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0059678/?ref_=nv_sr_1

#মৃত্যুপ্রহর-১৬; প্রথম প্রকাশঃ ১৯৬৯
স্পাই অ্যাডভেঞ্চার “হোয়্যার ঈগলস ডেয়ার” অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৬৮ সালে ব্রিটেনে “হোয়্যার ঈগলস ডেয়ার” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন রিচার্ড বারটন এবং ক্লিন্ট ঈস্টউড। প্রায় ৮ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ২১ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0065207/?ref_=nv_sr_1

#রাত্রি অন্ধকার-১৯; প্রথম প্রকাশঃ ১৯৭০
স্পাই অ্যাডভেঞ্চার “ফোর্স টেন ফ্রম নাভারন” অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৭৮ সালে আমেরিকায় “ফোর্স টেন ফ্রম নাভারন” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন রবার্ট শ এবং হ্যারিসন ফোর্ড। প্রায় ১০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল মাত্র ৭ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0077572/?ref_=nv_sr_1

#বিপদজনক-২৭,২৮; প্রথম প্রকাশঃ ১৯৭২
স্পাই অ্যাডভেঞ্চার “দ্য লাস্ট ফ্রন্টিয়ার” এর ছায়া অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন। আমেরিকায় বইটি “দ্য সিক্রেট ওয়েজ” নামে প্রকাশিত হয়।
১৯৬১ সালে আমেরিকায় “দ্য সিক্রেট ওয়েজ” মুভিটি মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন রিচার্ড উইডমার্ক।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0055423/?ref_=nv_sr_1

#পিশাচ দ্বীপ-৩২; প্রথম প্রকাশঃ ১৯৭৩
মৌলিক গল্প।
বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে প্রথম প্যাকেজ নাটক “প্রাচীর পেরিয়ে” এর কাহিনী রচনা করা হয় এই বই থেকে। কাহিনীর নাট্যরূপ প্রদান করেন আতিকুল হক চৌধুরী। ১৯৯৪ সালে প্রচারিত এই নাটকে মাসুদ রানার ভূমিকায় ছিলেন নোবেল এবং সোহানার ভূমিকায় ছিলেন বিপাশা হায়াত। খলনায়ক ছিলেন কে. এস. ফিরোজ।

#সতর্ক শয়তান-৪১; প্রথম প্রকাশঃ ১৯৭৭
মিস্ট্রি থ্রিলার “দ্য ওয়ে টু ডাস্টি ডেথ” অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৯৬ সালে আমেরিকায় “দ্য ওয়ে টু ডাস্টি ডেথ” মুভিটি টিভিতে মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন সাইমন ম্যাককর্কিন্ডেল।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0131130/?ref_=nv_sr_1

#প্রবেশ নিষেধ-৪৪,৪৫; প্রথম প্রকাশঃ ১৯৭৫,১৯৭৬
থ্রিলার “পাপেট অন অ্যা চেইন” অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৭১ সালে ব্রিটেনে “পাপেট অন অ্যা চেইন” মুভিটি মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন এসভেন-বার্টিল তাব।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0066258/?ref_=tt_rec_tt
১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি মুভি “চরস” মূল গল্পের ছায়া অবলম্বনে তৈরি। প্রধান চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র, হেমা মালিনী।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0268216/?ref_=nv_sr_1

#লাল পাহাড়-৪৯; প্রথম প্রকাশঃ ১৯৭৭
ওয়েস্টার্ন ট্রেজার হান্টিং অ্যাডভেঞ্চার “ম্যাককেনা’স গোল্ড” অবলম্বনে লেখা, লেখক উইল হেনরি।
১৯৬৯ সালে আমেরিকায় “ম্যাককেনা’স গোল্ড” মুভিটি মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন গ্রেগরি পেক। ৭ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করে মাত্র ৩ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0064615/?ref_=nv_sr_3

#কুউউ!-৫৫; প্রথম প্রকাশঃ ১৯৭৭
ওয়েস্টার্ন অ্যাডভেঞ্চার “ব্রেকহার্ট পাস” অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৭৫ সালে আমেরিকায় “ব্রেকহার্ট পাস” মুভিটি মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন চার্লস ব্রনসন।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0072735/?ref_=nv_sr_1

#জিপসী-৬৮,৬৯; প্রথম প্রকাশঃ ১৯৭৯
থ্রিলার “ক্যারাভান টু ভ্যাকারেস” অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৭৪ সালে ব্রিটেনে “ক্যারাভান টু ভ্যাকারেস” মুভিটি মুক্তি পায়। নায়কের ভূমিকায় ছিলেন ডেভিড বার্নি।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0071278/?ref_=nv_sr_1

#সেই উ সেন-৭২,৭৩; প্রথম প্রকাশঃ ১৯৭৯,১৯৮০
সাসপেন্স থ্রিলার “দ্য ডে অফ দ্য জ্যাকেল” অবলম্বনে লেখা, লেখক ফ্রেডেরিক ফোরসাইথ।
১৯৭৩ সালে ব্রিটেনে “দ্য ডে অফ দ্য জ্যাকেল” মুভিটি মুক্তি পায়। নাম ভূমিকায় ছিলেন এডওয়ার্ড ফক্স। ৮ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ২৪ মিলিয়ন ডলার। অস্কার নমিনেশন পেয়েছিল “বেস্ট ফিল্ম এডিটিং” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0069947/?ref_=nv_sr_1
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত মালায়লাম মুভি “আগস্ট ওয়ান” মূল গল্পের ছায়া অবলম্বনে তৈরি।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0237009/?ref_=nv_sr_4
১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু মুভি “রাজাকিয়া চাদারাঙ্গাম” মালায়লাম মুভির রিমেক।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt1504472/?ref_=nm_flmg_act_35
১৯৯৭ সালে আমেরিকায় “দ্য জ্যাকেল” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন ব্রুস উইলিস। ৬০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১৫৯ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0119395/?ref_=nv_sr_2

#লেনিনগ্রাদ-১১১,১১২; প্রথম প্রকাশঃ ১৯৮৩
মিস্ট্রি থ্রিলার “আইস ষ্টেশন জেবরা” অবলম্বনে লেখা, লেখক ফ্রেডেরিক ফোরসাইথ।
১৯৭৩ সালে আমেরিকায় “আইস ষ্টেশন জেবরা” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন রক হাডসন। ৮ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল প্রায় ১৬ মিলিয়ন ডলার। অস্কার নমিনেশন পেয়েছিল “বেস্ট সিনেম্যাটোগ্রাফি এবং বেস্ট এফেক্টস – ভিজুয়াল এফেক্টস” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0063121/?ref_=nv_sr_1

#চারিদিকে শত্রু-১৩৩,১৩৪; প্রথম প্রকাশঃ ১৯৮৫,১৯৮৬
স্পাই থ্রিলার “ফায়ারফক্স” অবলম্বনে লেখা, লেখক ক্রেইগ থমাস।
১৯৮২ সালে আমেরিকায় “ফায়ারফক্স” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন ক্লিন্ট ঈস্টউড। ২১ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল প্রায় ৪৭ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0083943/?ref_=nv_sr_1

#অগ্নিপুরুষ-১৩৫,১৩৬; প্রথম প্রকাশঃ ১৯৮৬
থ্রিলার “ম্যান অন ফায়ার” অবলম্বনে লেখা, লেখক এ. যে. কুইনেল।
১৯৮৭ সালে ইতালিয়ান মুভি “ম্যান অন ফায়ার” মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন স্কট গ্লেন।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0093489/?ref_=nv_sr_2
২০০৪ সালে আমেরিকায় “ম্যান অন ফায়ার” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন ড্যানজেল ওয়াশিংটন। ৭০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১৩০ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0328107/?ref_=nv_sr_1
২০০৫ সালে হিন্দি মুভি “এক আজনাবী” মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0457875/?ref_=nv_sr_1

#মরণ কামড়-১৩৯,১৪০; প্রথম প্রকাশঃ ১৯৮৬,১৯৮৭
জেমস বন্ড সিরিজের “লিভ অ্যান্ড লেট ডাই” অবলম্বনে লেখা, লেখক ইয়ান ফ্লেমিং।
জেমস বন্ড সিরিজের অষ্টম মুভি “লিভ অ্যান্ড লেট ডাই”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৭৩ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন রজার মুর। ৭ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল প্রায় ১৬২ মিলিয়ন ডলার। অস্কার নমিনেশন পেয়েছিল “বেস্ট অরিজিনাল সং” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0070328/?ref_=nv_sr_8

#শান্তিদূত-১৪৯,১৫০; প্রথম প্রকাশঃ ১৯৮৭,১৯৮৮
স্পাই থ্রিলার “টেলিফোন” অবলম্বনে লেখা, লেখক ওয়াল্টার ওয়েজার।
১৯৭৭ সালে আমেরিকায় “টেলিফোন” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন চার্লস ব্রনসন।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0076804/?ref_=nv_sr_6

#অন্ধ শিকারী-২১৭,২১৮; প্রথম প্রকাশঃ ১৯৯৪
এসপিওনাজ থ্রিলার “দ্য ফোর্থ প্রোটোকল” অবলম্বনে লেখা, লেখক ফ্রেডেরিক ফোরসাইথ।
১৯৮৭ সালে ব্রিটেনে “দ্য ফোর্থ প্রোটোকল” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন মাইকেল কেইন এবং পিয়ার্স ব্রসন্যান। ৬ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১২ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0093044/?ref_=nv_sr_3

#স্বর্ণদ্বীপ-২২৯,২৩০; প্রথম প্রকাশঃ ১৯৯৫
সাসপেন্স অ্যাডভেঞ্চার “বেয়ার আইল্যান্ড” অবলম্বনে লেখা, লেখক অ্যালিস্টার ম্যাকলেইন।
১৯৭৯ সালে ব্রিটেনে “বেয়ার আইল্যান্ড” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন ডোনাল্ড সাদারল্যান্ড।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0078836/?ref_=nv_sr_2

#নীল বজ্র-২৪৫,২৪৬; প্রথম প্রকাশঃ ১৯৯৬
জেমস বন্ড সিরিজের “গোল্ডেনআই” অবলম্বনে লেখা, লেখক জন গার্ডনার।
জেমস বন্ড সিরিজের সপ্তদশ মুভি “গোল্ডেনআই”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৯৫ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন পিয়ার্স ব্রসন্যান। ৬০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ৩৫৫ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0113189/?ref_=nv_sr_1

#কালকূট-২৪৯,২৫০,২৫১; প্রথম প্রকাশঃ ১৯৯৭
ডার্ক পিট সিরিজের “সাহারা” অবলম্বনে লেখা, লেখক ক্লাইভ কাসলার।
২০০৫ সালে ব্রিটেনে “সাহারা” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন ম্যাথিউ ম্যাককনহে। ১৬০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল মাত্র ১১৯ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0318649/?ref_=nv_sr_1

#সবাই চলে গেছে-২৫৪,২৫৫; প্রথম প্রকাশঃ ১৯৯৭
ওয়ার অ্যাডভেঞ্চার “দ্য ওয়াইল্ড গীজ” অবলম্বনে লেখা, লেখক ড্যানিয়েল কার্নি।
১৯৭৮ সালে ব্রিটেনে “দ্য ওয়াইল্ড গীজ” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন রিচার্ড বারটন, রজার মুর প্রমুখ। প্রায় ১২ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ৯ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0078492/?ref_=nv_sr_1

#কালো ফাইল-২৫৯,২৬০,২৬১; প্রথম প্রকাশঃ ১৯৯৭,১৯৯৮
পলিটিকাল থ্রিলার “আইকন” অবলম্বনে লেখা, লেখক ফ্রেডেরিক ফরসাইথ।
২০০৫ সালে আমেরিকায় “আইকন” মুভিটি টিভিতে মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন প্যাট্রিক সোয়েজি।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0424176/?ref_=nv_sr_2

#টার্গেট বাংলাদেশ-২৭১; প্রথম প্রকাশঃ ১৯৯৮
জেমস বন্ড সিরিজের “টুমরো নেভার ডাইজ” অবলম্বনে লেখা, লেখক রেমন্ড বেনসন।
জেমস বন্ড সিরিজের অষ্টাদশ মুভি “টুমরো নেভার ডাইজ”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৯৭ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন পিয়ার্স ব্রসন্যান। ১১০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ৩৫৫ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0120347/?ref_=nv_sr_6

#গুডবাই, রানা-২৯০; প্রথম প্রকাশঃ ২০০০
জেমস বন্ড সিরিজের “লাইসেন্স টু কিল” অবলম্বনে লেখা, লেখক জন গার্ডনার।
জেমস বন্ড সিরিজের ষোড়শ মুভি “লাইসেন্স টু কিল”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৮৯ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন টিমথি ডালটন। ৩২ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১৫৬ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0097742/?ref_=nv_sr_3

#আবার ষড়যন্ত্র-৩২২; প্রথম প্রকাশঃ ২০০২
মৌলিক গল্প।
তবে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান মুভি “ইরেজার” এর সাথে মিল পাওয়া যায়। প্রধান ভূমিকায় ছিলেন আরনল্ড শোয়ার্জনেগার। ১০০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি ২৪২ মিলিয়ন ডলার আয় করে। অস্কার নমিনেশন পায় “বেস্ট এফেক্টস – সাউন্ড এফেক্টস” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0116213/?ref_=nv_sr_5

#অশুভ প্রহর-৩২৪; প্রথম প্রকাশঃ ২০০৩
জেমস বন্ড সিরিজের “জেমস বন্ড, দ্য স্পাই হু লাভড মি” অবলম্বনে লেখা, লেখক ক্রিস্টোফার উড।
জেমস বন্ড সিরিজের দশম মুভি “দ্য স্পাই হু লাভড মি”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৭৭ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন রজার মুর। ১৪ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১৮৫ মিলিয়ন ডলার। অস্কার নমিনেশন পেয়েছিল “বেস্ট আর্ট ডিরেকশন, বেস্ট সং এবং বেস্ট অরিজিনাল স্কোর” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0076752/?ref_=nv_sr_4

#শয়তানের উপাসক-৩২৯; প্রথম প্রকাশঃ ২০০৩
১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান মুভি “ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম” অবলম্বনে লেখা। প্রধান ভূমিকায় ছিলেন হ্যারিসন ফোর্ড। ২৮ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি ৩৩৩ মিলিয়ন ডলার আয় করে। অস্কার পায় “বেস্ট এফেক্টস – ভিজুয়াল এফেক্টস” ক্যাটাগরিতে এবং নমিনেশন পায় “বেস্ট অরিজিনাল স্কোর” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0087469/?ref_=nv_sr_2

#মহাবিপদ সঙ্কেত-৩৩৪; প্রথম প্রকাশঃ ২০০৩
জেমস বন্ড সিরিজের “জেমস বন্ড অ্যান্ড মুনরেকার” অবলম্বনে লেখা, লেখক ক্রিস্টোফার উড।
জেমস বন্ড সিরিজের একাদশ মুভি “মুনরেকার”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৭৯ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন রজার মুর। ৩৪ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ২১০ মিলিয়ন ডলার। অস্কার নমিনেশন পেয়েছিল “বেস্ট এফেক্টস - ভিজুয়াল এফেক্টস” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0079574/?ref_=nv_sr_1

#গহীন অরণ্য-৩৩৭; প্রথম প্রকাশঃ ২০০৪
আফ্রিকান অ্যাডভেঞ্চার “কঙ্গো” অবলম্বনে লেখা, লেখক মাইকেল ক্রিকটন।
১৯৯৫ সালে আমেরিকায় “কঙ্গো” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন লরা লিনি, ডিলান ওয়ালশ, আর্নি হাডসন প্রমুখ। ৫০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১৫২ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0112715/?ref_=nv_sr_1

#অন্ধপ্রেম-৩৪২; প্রথম প্রকাশঃ ২০০৪
জেমস বন্ড সিরিজের “দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ” অবলম্বনে লেখা, লেখক রেমন্ড বেনসন।
জেমস বন্ড সিরিজের ঊনবিংশ মুভি “দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৯৯ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন পিয়ার্স ব্রসন্যান। ১২৫ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ৩৬২ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0143145/?ref_=nv_sr_8

#মরুকন্যা-৩৫২; প্রথম প্রকাশঃ ২০০৫
১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান মুভি “রেইডার্স অফ দ্য লস্ট আর্ক” অবলম্বনে লেখা। প্রধান ভূমিকায় ছিলেন হ্যারিসন ফোর্ড। ১৮ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি প্রায় ৩৯০ মিলিয়ন ডলার আয় করে। অস্কার পায় “বেস্ট আর্ট ডিরেকশন, বেস্ট সাউন্ড, বেস্ট ফিল্ম এডিটিং এবং বেস্ট এফেক্টস – ভিজুয়াল এফেক্টস” ক্যাটাগরিতে এবং নমিনেশন পায় “বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, বেস্ট সিনেমাটোগ্রাফি এবং বেস্ট অরিজিনাল স্কোর” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0082971/?ref_=nv_sr_8

#শয়তানের দ্বীপ-৩৫৫; প্রথম প্রকাশঃ ২০০৫
জেমস বন্ড সিরিজের “ড. নো” অবলম্বনে লেখা, লেখক ইয়ান ফ্লেমিং।
জেমস বন্ড সিরিজের প্রথম মুভি “ড. নো”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৬২ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন শন কনরী। ১ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ৫৯ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0055928/?ref_=nv_sr_1

#মৃত্যুবাণ-৩৫৯; প্রথম প্রকাশঃ ২০০৬
জেমস বন্ড সিরিজের “থান্ডারবল” অবলম্বনে লেখা, লেখক ইয়ান ফ্লেমিং।
জেমস বন্ড সিরিজের চতুর্থ মুভি “থান্ডারবল”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৬৫ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন শন কনরী। ৯ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১৪১ মিলিয়ন ডলার। অস্কার পায় “বেস্ট এফেক্টস – ভিজুয়াল এফেক্টস” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0059800/?ref_=nv_sr_1
একই গল্প এবং আলাদা প্রোডাকশন হাউজ থেকে ১৯৮৩ সালে আমেরিকায় “নেভার সে নেভার এগেইন” মুক্তি পায়। নাম ভূমিকায় অভিনয় করেন শন কনরী। ৩৬ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১৬০ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0086006/?ref_=nv_sr_1

#স্মাগলার-৩৬৩; প্রথম প্রকাশঃ ২০০৬
জেমস বন্ড সিরিজের “গোল্ডফিংগার” অবলম্বনে লেখা, লেখক ইয়ান ফ্লেমিং।
জেমস বন্ড সিরিজের তৃতীয় মুভি “গোল্ডফিংগার”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৬৪ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন শন কনরী। ৩ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১২৫ মিলিয়ন ডলার। অস্কার পেয়েছিল “বেস্ট এফেক্টস - সাউন্ড এফেক্টস” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0058150/?ref_=nv_sr_2

#সহযোদ্ধা-৩৬৭; প্রথম প্রকাশঃ ২০০৬
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান মুভি “র্যা ম্বো ৩” অবলম্বনে লেখা। প্রধান ভূমিকায় ছিলেন সিলভেস্টার স্ট্যালোন। ৬৩ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি ১৮৯ মিলিয়ন ডলার আয় করে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0095956/?ref_=nv_sr_4

#গুপ্ত সংকেত-৩৬৮,৩৬৯; প্রথম প্রকাশঃ ২০০৬
মিস্ট্রি থ্রিলার “দ্য দা ভিঞ্চি কোড” অবলম্বনে লেখা, লেখক ড্যান ব্রাউন।
২০০৬ সালে আমেরিকায় “দ্য দা ভিঞ্চি কোড” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন টম হ্যাঙ্কস। ১২৫ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ৭৫৮ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0382625/?ref_=nv_sr_1

#স্নাইপার-৩৭৮,৩৭৯; প্রথম প্রকাশঃ ২০০৭
বব লি সোয়েগার সিরিজের “পয়েন্ট অফ ইম্পেক্ট” অবলম্বনে লেখা, লেখক স্টিফেন হান্টার।
২০০৭ সালে আমেরিকায় “শুটার” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন মার্ক হোয়েলবার্গ। ৬১ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল প্রায় ৯৬ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0822854/?ref_=nv_sr_2

#অচেনা বন্দর-৩৯০,৩৯১; প্রথম প্রকাশঃ ২০০৯
অ্যাকশান থ্রিলার “দ্য ডগস অফ ওয়ার” অবলম্বনে লেখা, লেখক ফ্রেডেরিক ফোরসাইথ।
১৯৮০ সালে আমেরিকায় “দ্য ডগস অফ ওয়ার” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন ক্রিস্টোফার ওয়াকেন।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0080641/?ref_=nv_sr_1

#বিপদে সোহানা-৩৯৯; প্রথম প্রকাশঃ ২০০৯
এই বইয়ের ছোটগল্প খুনে পিশাচ জেমস বন্ড সিরিজের ছোটগল্প“ফর ইয়োর আইজ অনলি” অবলম্বনে লেখা, লেখক ইয়ান ফ্লেমিং।
জেমস বন্ড সিরিজের দ্বাদশ মুভি “ফর ইয়োর আইজ অনলি”। ব্রিটিশ এই মুভি মুক্তি পায় ১৯৮১ সালে। নাম ভূমিকায় অভিনয় করেন রজার মুর। ২৮ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল ১৯৫ মিলিয়ন ডলার। অস্কার নমিনেশন পেয়েছিল “বেস্ট সং” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0082398/?ref_=nv_sr_2

#মৃত্যুর টিকেট-৪০৫; প্রথম প্রকাশঃ ২০১০
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান মুভি “স্পিড ২: ক্রুজ কন্ট্রোল” অবলম্বনে লেখা। প্রধান ভূমিকায় ছিলেন জেসন প্যাট্রিক। ১১০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি ১৬৪ মিলিয়ন ডলার আয় করে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0120179/?ref_=nv_sr_1

#ক্লাইম্বার-৪০৮; প্রথম প্রকাশঃ ২০১১
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান মুভি “ক্লিফহ্যাংগার” অবলম্বনে লেখা। প্রধান ভূমিকায় ছিলেন সিলভেস্টার স্ট্যালোন। ৭০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি ২৫৫ মিলিয়ন ডলার আয় করে। অস্কার নমিনেশন পায় “বেস্ট সাউন্ড, বেস্ট এফেক্টস – সাউন্ড এফেক্টস এবং বেস্ট এফেক্টস – ভিজুয়াল এফেক্টস” ক্যাটাগরিতে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0106582/?ref_=nv_sr_3

#টেরোরিস্ট-৪১৪; প্রথম প্রকাশঃ ২০১২
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান মুভি “প্যাসেঞ্জার ৫৭” অবলম্বনে লেখা। প্রধান ভূমিকায় ছিলেন ওয়েসলি স্নাইপস। ১৫ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি ৪৪ মিলিয়ন ডলার আয় করে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0105104/?ref_=nv_sr_1

#টাইম বম-৪২৯; প্রথম প্রকাশঃ ২০১৩
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান মুভি “ডাই হার্ড উইথ এ ভেনজেন্স” অবলম্বনে লেখা। প্রধান ভূমিকায় ছিলেন ব্রুস উইলিস। ৯০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি ৩৬৬ মিলিয়ন ডলার আয় করে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0112864/?ref_=nv_sr_3

#আদিম আতঙ্ক-৪৩০; প্রথম প্রকাশঃ ২০১৪
ক্রিয়েচার হান্টিং থ্রিলার “মেগ এ নভেল অফ ডীপ টেরর” অবলম্বনে লেখা, লেখক স্টিভ অল্টেন।
মুক্তির অপেক্ষায় থাকা আমেরিকান মুভি “দ্য মেগ” মূল গল্প অবলম্বনে তৈরি। প্রধান ভূমিকায় আছেন জেসন স্ট্যাটহাম। ১৫০ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি মুক্তি পাবে ২০১৮ এর আগস্টে।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt4779682/?ref_=nv_sr_4

#শার্প শুটার-৪৪১; প্রথম প্রকাশঃ ২০১৫
ডার্টি হ্যারি সিরিজের “ম্যাগনাম ফোর্স” অবলম্বনে লেখা, লেখক মেল ভ্যালি।
১৯৭৩ সালে আমেরিকায় “ম্যাগনাম ফোর্স” মুভিটি মুক্তি পায়। প্রধান ভূমিকায় ছিলেন ক্লিন্ট ঈস্টউড। ৫ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করেছিল প্রায় ৪০ মিলিয়ন ডলার।
আইএমডিবিঃ https://www.imdb.com/title/tt0070355/?ref_=nv_sr_3

আমি এই পর্যন্তই পেয়েছি।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
হ্যাপি রিডিং।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪৮

কাইকর বলেছেন: ভালো পোস্ট ++

৩| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: কংগ্রেটস :D

৪| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:২৬

বিপরীত বাক বলেছেন: পিশাচের দ্বীপ, আবার ষড়যন্ত্র – মৌলিক গল্প শুনে অভিভূত হলাম। সেই সময় এরকম কঠিন ইংরেজি বই গুলো পড়ে পড়ে তার সঠিক বঙ্গানুবাদ বের করে (অনেকসময় বঙ্গানুবাদে হয় না, ভাবপ্রকাশ দেখে ডায়লগ বুঝে নিতে হয়) পরিমার্জিত করে, তাদের জীবনযাত্রাকে বাংলাদেশী দের জীবনযাত্রা, মূলবোধে রুপান্তরিত করে, এ দেশের সমাজ জনগণের নিকট অগ্রহণযোগ্য টপিকগুলো কেটেছেঁটে, নামগুলোর গ্রহণযোগ্য বাংলা রুপান্তর করতে----- কতই না খাটা-খাটুনি করতে হয়েছে কাজীদা আর ফরিদা ইয়াসমিন কে। চিন্তা করতেই কেমন শিহরণ জাগে।
আশির দশকে কয়জন পারত ইংরেজি সাহিত্যের এসব বই পড়তে।? এগুলো যে আছে তাই বা কয়জন জানত? এগুলোর মূল্যও অনেক ছিল। এখনকার মত পিডিএফ ডাউনলোড করে নিলেই এর মত না।
কবে জানি পড়েছিলাম কোন এক স্মৃতিকথায় যে, মাসুদরানার প্রথমদিককার বইগুলো বানাতে কাজী আনোয়ার হোসেন ঢাকার বিভিন্ন স্পট যেমন তখনকার দুরের সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ডেমরা, রায়েরবাজার, ধানমন্ডি, মিরপুর --বিভিন্ন এলাকা ওনার মোটরসাইকেলে ঘুরে ঘুরে বেরিয়েছে বিদেশী কাহিনীর জায়গাগুলোকে কিভাবে বাংলাদেশের জায়গাতে কনভার্ট করা যায় ।
নীরবে-নিভৃতচারী মানুষটা সারাজীবন যেমন আড়ালেই থেকে গেল তেমনি তেমন একটা স্মৃতিকথাও লেখল না্। নইলে আমরা হয়ত জানতে পারতাম কোথায় কোথায় যেত, কেমন ছিল তখনকার সব ইত্যাদি। নিজের এফোর্টের কথা মানুষ কে জানতে দিতে চায় না এই মহান ব্যক্তিটি। খুব একটা সাক্ষাৎকার ও দেয়নি। সেবার বই গুলোর শেষের আলোচনায় দেখতাম মাসুদ রানা না, কিশোর পাশা না, ওসমান কিংবা এরফান না,,,,,,, পাঠকরা কল্পনা করে লেখত কাজীদা মানুষটা দেখতে কেমন। কারণ উনি জনসমুক্ষে আসতেনই না।
সেবা প্রকাশনীর বই পড়তে পড়তে অনেক মানুষ জানতেও পারত না যে তারা বিশ্বসাহিত্যের এক প্রাচুর্যকময় আঙ্গিনায় কখন যেন বিচরন শুরু করে দিয়েছে। কত না পথ পাড়ি দিয়েছে। সেবার বইগুলোর শেষের আলোচনা গুলো পড়লে মানুষের প্রতিক্রিয়া টা আন্দাজ করা যায়। যেমন এক লোক আশির দশকে লিখেছিল যে উনি নিউইয়র্কে যেয়ে অনেক জায়গাকে পূর্বপরিচিত মনে হয়েছে মাসুদরানার বই তে এতই বর্ণনা ছিল তার। তেমনি লন্ডন- প্যারিসের ক্ষেত্রেও ঘটেছিল।


লেখলে শেষ হবে না এমনই একটা টপিক..........................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.