নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহরে জান্নাতের কথামালা

যাহরে জান্নাত

আমি যেখানেই থাকি -তোমাকে আমার গোপন কোঠরে রাখি

যাহরে জান্নাত › বিস্তারিত পোস্টঃ

ধর্ম যেনো ধর্ম নয় নাচের পুতুল!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

শুভ নববর্ষ,

এই ব্লগে এটা আমার প্রথম লেখা। অনেকের মতো লিখতে হয়তো আমি পারিনা - অনেকের ভাবনার সাথে আমার চিন্তা ধারনার বেশ একটা অমিল থেকে যায় তবুও আমি মাঝে মধ্যে লিখি। অক্ষরের ফসিল বাগানে আমি ফলাই কখনো হটাৎ আনকুরা অন্যরকম কিছু বীজ।

দেশ এক ক্রান্তীকাল পেরুচ্ছে, মানবতা লুণ্ঠিত হচ্ছে কাঁকর বিবেকের করুণ চপেটাঘাতে। তারচেয়ে জঘন্য, মানবতার এই বেহিসাব ভুলণ্ঠন কালে আমাদের ধর্ম নিয়ে বিবেক বর্জিত সমাজ বা রাষ্ট্র যন্ত্রের মুড়ল ব্যক্তি বর্গ খেলছে এক পাশবিক পৌতল্লিক খেলা। ধর্ম যেনো ধর্ম নয় হয়ে গেছে জলসা ঘরে নাচের পুতুল। বাংলাদেশে ধর্ম নিয়ে যত বেশী বেলাল্লাপনা হয় পৃথীবির আর কোথাও কি সেরকম হয়? আমার দেশের নেতা গুলো ধর্মকে হাতিয়ার করে নির্বাচনী চরম সেঁতু পেরিয়ে যেতে ইলেকশন এলেই হাতে নেয় ধর্মের তসবিহ, ছুটে যায় উমরাহ পালনে। অথচ ধর্ম গুরুদের কে একটা সফল ধর্মীয় সমাবেশ করার সুযোগটি পর্যন্ত দিতে তারা নারাজ। কোন রাজনৈতিক দল যদি তাদের আখলাক আকিদায় ধর্মকে অনুসরণ করার অঙ্গিকার করে ভীতু ঐ পাঁজিদের নড়ে উঠে বুকের গভীর। ধর্মের আদলে গড়া রাজনীতি বন্ধে তারা হয়ে উঠে পাগল পামর।

আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের ধর্মের নাম ইসলাম। দেশের গণতন্ত্র স্বাধীনতা রক্ষা যেমন আমাদের দ্বায়িত্ব ধর্মকে মানা পালন করা এবং জীবনের বিনিময় হলেও ধর্মের মর্যাদা রক্ষা কি আমাদের দ্বায়িত্ব নয়?

আমাদের ধর্ম কি আমাদের ধর্মের অনুশাসন অনুসারে ব্যবহারের সুযোগটি পাবো না আমরা। আমাদের ধর্মকে কি ওরা এভাবেই স্বার্থ হাসিলের নাচের পুতুল করে রাখবে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: Welcome to blogging............... Good post

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

কলাবাগান১ বলেছেন: ধর্ম যার যার, রাস্ট্র সবার.........

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

জনাব মাহাবুব বলেছেন: ভালো বলেছেন।


ধর্মের সাথে সাথে আমরা আমজনতাও হয়ে গেছি নাচের পুতুল :( :( :(

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

বিলাসী বলেছেন: প্রথম পোষ্ট খুবই সুন্দর হয়েছে। এরা ধর্মকে নাচের পুতুল বানালেও এর থেকে কিছু ফা্যদা লুটে নিচ্ছে যেটা ভোটের জন্য বড় দরকার। তবে বিচার এক দিন হবেই সে দিন বুঝা যাবে আপনি কোন শ্রেণির মুসলিম ছিলেন।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

মুশাহা বলেছেন: ধর্ম নিয়ে কথা বলার চেয়ে পালন করাটা এখন খুব জরুরি, তাতে ঈমানের জোর বাড়বে।
লেখকের আলোচনার বিষয়বস্তু যাই হোক না কেন, শব্দচয়নে যত্নবান হলে লেখা সুখপাঠ্য হয়।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

HHH বলেছেন: ধর্ম যার যার রাষ্ট্র সবার । তা তো বুঝলাম।

কিন্তু ইসলামিক পোষ্ট দিলে আপনাদের চুলকানি শুরু হয় কেন?
কম নাটক তো দেখলাম না এই দেড় বছরে। থাবা বাবা, মগা চীফ, শয়তান কতশত নাস্তিক আর চুপা ই তো আইলো গেল।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

একজন ঘূণপোকা বলেছেন: হে নবীন,

সামুতে স্বাগতম

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

মুহাম্মাদ তাসনীম বলেছেন: বদলাতে হবে ঘুনে ধরা এই সমাজ। এসো তরুণ এসো! জেগে ওঠি আবার। পাল্টে দেই এই সমাজ।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

এম এ কাশেম বলেছেন: স্বাগতম ব্লগিং এ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.