নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়নাল,হাটহাজারী

জয়নাল আবেদীন

জয়নাল আবেদীন › বিস্তারিত পোস্টঃ

আমরা যে গরীব....

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

বাবা রিকসা চালাতেন , অনেক কষ্টে তিনি সংসার চালাতেন ৷সাত আটজন নিয়ে আমাদের পরিবার ৷ বাবাকে ছোট থেকেই দেখে আসছি রাত দুইটা তিনটা porzonto রিকসা চালাচ্ছেন ৷ কারন এত বড় সংসারে না হলে যে পেরে ওঠা সম্ভব নয় ৷ কী অমানুষিক পরিশ্রম করে তার হাত পা দেখলে বুঝা যায় ৷ একেতো দিনে এনে দিনে খেতে হয় আমাদের, যদি একদিন রিক্সা না চালায় আমাদের উপোস থাকতে হতো ৷

অনেক দিন গিয়েছে দুপুরে খেয়েছি রাতে খায়নি ...

প্রতিবেশীরা জানতে পারলে হয়তো তাদের থেকে কিছু খাবার দিত, হোক না সেগুলো বাসী, তারপরেও যে আমাদের কাছে সেগুলো অমৃত

মনে হতো ৷

বয়সের ভারে বাবা আজ ক্লান্ত

তারপরে গ্রামে রিকসা চালালে যে ইনকাম হয় তা দিয়ে বাবার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যেত, সেজন} বাবা সিদ্বান্ত নিলেন শহরে চলে যাবে রিকসা চালানোর জন} ,

চলে গেলেন শহরে, হঠাৎ একদিন রিক্সাকে বাসে আঘাত করল , বাবা পায়ে অনেক ব}৷থা পেলেন ৷

গ্রামের লোকদের সহযোগীতায় বাবা মোটামোটি ভাল হলেন ৷

কিন্তু যতদিন বাবা রিক্সা চালান নিই ততদিন আমরা অনেক কষ্টে দিন যাপন করেছি , অনে}র জমি থেকে বিভিন্ন প্রকার শাকসবজি তুলে এনে খেয়েছি ....

আমার বড় ভাইয়ের বয়স যখন পনের ষোল হল আস্তে সে বাবাকে সংসারে সহযোগীতা করতে শুরু করল ৷ আমাদের আগের থেকে অনেক সচ্ছলতা আসতে শুরু করল ৷

ভাগে}র কী nirmom পরিহাস হঠাৎ বড় ভাই রোড একসিডেন্টে মারা গেলেন ৷

যেটা ছিল বড় ট্রাজেডী আমাদের পরিবারের জন} ৷

বাবা মা ভেঙ্গে পড়লেন ..

সন্তানের মৃতু}র শোক কোন ভাবে কাটিয়ে উঠতে পারছিলেন না ৷

তখন আমি ক্লাস ফাইভে পড়ি

সবারই সিদ্ধান্তে আমি এক দোকানে চাকুরী শুরু করি

মাস শেষে সাত আটশত পাই সেটা মাকে দিতাম ৷

এই টাকা গুলো পরিবারে অনেক হেল্প হতো ৷

আগের থেকে অনেক বড় হয়েছি আমি ,

মা নানা বাড়ী থেকে কিছু সম্পওি ভাগে পাই ৷ সে সম্পওি গুলো মামাকে দিয়ে দেয় এবং sorto ছিল আমাকে বিদেশ পাঠানোর , কিন্তু বিদেশ পাঠাতে অনেক টাকা দরকার ...

মামা রাজি হন না

কারন তার এত টাকা নেই

তারপরেও মার অনেক আকুতি মিনতির পর মামা অনেক ধার corzo করে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিলেন ৷

একদিন ভিসা চলে আসল , আমাদের পরিবারের জন} সেটি ছিল এক অন} রকম পাওয়া, যেটা আমরা কল্পনাই করতে পারিনা ৷

মামার এক বন্ধু ভিসার ব}৷পারে সবকিছু সহযোগীতা করেছে ৷

এখন বিদেশ যাবার পালা

কীভাবে যাবো

কার সাথে গেলে ভাল হয় সেই চিন্তা করছি

দেখলাম আমাদের এলাকার অনেকেই আসছে , যাচ্ছে বিদেশ থেকে ৷

খোজঁ খবর নিচ্ছি কার সাথে যেতে পারি

অন্তত কারো সাথে যেতে পারলে আমি সা হস হারাব না ৷

গেলাম প্রতিবেশী একজনের কাছে

তাকে বললাম আমি আর মা

কিন্তু তিনি রাজি হলেন না আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন} ৷

কারন আমরা যে গরীব ...

এটাই আমাদের পাপ ৷

আমাকে সঙ্গে নিয়ে গেলে তার যে সন্মান কমে যাবে সেটা তার কথাই বুঝে নিয়েছি ..

হায়রে মানুষ

টাকা পয়সা তোমাদের সবকিছু ....

মানবতা বলতে তোমাদের কিছু নেই ৷

একদিন বাধ} হয়ে আমি চলে আসি বিদেশে ( অনেক সাহস নিয়ে)

সবাই দোযা করবেন যেন মা বাবার মুখে হাসি ফুটাতে পারি ....



# এই ঘটনাটি আমার এক প্রতিবেশীর ৷ তার মা অনেক দুঃখের সাথে এই ঘটনাটি বলেছে ৷ খুব কষ্ট লাগল শুনে #





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সমবেদনা।

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

বেকার সব ০০৭ বলেছেন: ঘটনাটি পড়ে আমার ও মনটা খারাপ হয়ে গেল, ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জয়নাল আবেদীন ভাই

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০১

জয়নাল আবেদীন বলেছেন: লেখাটি পড়ার জন} আপনাকে ও ধন}বাদ, বেকারসব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.