![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবচেয়ে বড় অপরাধী এদেশের জনগণ। তারা যাকে ক্ষমতায় পাঠায় তাকে এত বেশি আসন দিয়ে পাঠায় যে তারা সংবিধানে যা ইচ্ছা তা করতে পারে! জনগণের মতের বিরুদ্ধে গিয়েও তারা নিজের ইচ্ছামত, সুবিধামত সংবিধান বদলিয়ে নিতে পারে।
এর আগের বার বিএনপির দুইশর ওপর আসন ছিল সংসদে। তারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে নিজেদের কাছে আস্থাবান বিচারককে পেতে বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়ে দিয়েছিল।
এ বিষয়টা মেনে নেয়নি তৎকালীন আওয়ামীলীগ। তারা আন্দোলন শুরু করলো। বিএনপি অনেক নাটক করলো। লাভ হলো না। শেষ পর্যন্ত মইন, ফখরুদ্দিন এলো। তখন মাইনাস টু ফর্মূলার কথা উঠেছিল।
তো এবার ক্ষমতার আসার পর সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই উঠিয়ে দিয়ে নিজেদের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলো আওয়ামীলীগ। তাও ২০০ এর বেশি আসন পাওয়ার শক্তি দিয়ে। নির্মম বিষয় হচ্ছে এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে আওয়ামীলীগ ১৭৩ দিন হরতাল দিয়েছিল।
ওদের ক্ষমতার কামড়াকামড়ি নতুন না। কিন্তু সমস্যাটা হচ্ছে এতে দুর্ভোগটা হচ্ছে এদেশের মানুষদের।
দেশের জনগণেরই দোষ। তারা এত আসনে কেন নির্বাচিত করে যে ক্ষমতায় ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। জনগণইতো তাদের সুযোগ করে দেয় তাদের যেভাবে ইচ্ছা সেভাবে করে সংবিধান বদলানোর।
এভাবে চলতেই থাকবে? এর শেষ কোথায়? আর কত লাশ গুণতে হবে?
এদেশের জনগণেরই দোষ। তারা ছোট দলগুলোকে ভোট দিয়ে শক্তিশালী না করে ওই দুইজোটকে পালাবদলে এমন ভাবে ভোট দেয় যে তারা যা ইচ্ছা তাই করে বসতে পারে! এ কারণে ওই দুই দল ইচ্ছামত স্বৈরাচারী করে যেতে পারে।
আসলে তো দোষ এদেশের জনগণেরই!!!
বিঃদ্রঃ ফেসবুক থেকে সংগৃহিত
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ভোরের সূর্য বলেছেন: শুনতে খারাপ লাগলেও এটা সত্যি।
আমাদের মতন সাধারণ মানুষের অপরাধ হচ্ছে ১)এই দেশে জন্ম নেয়া ২)ভোট দিয়ে সন্ত্রাসী দুর্নীতিবাজ রাজনীতিকদের ভোট দিয়ে ক্ষমতায় আনা। আমি অবশ্যই আমাদেরকেই দোষ দেব।প্রতিবার ভোটের সময় আমরা ঘুরে ফিরে সেই দুদলকেই ভোট দিই।ভোটের সময় অনেক ভাল মানুষ ভোটে দাঁড়ায় কিন্তু তারা ভোট তো পায়না উলটা জামানত হারায়।কেন আমরা ভোট দিই না তাদের কে।আমরা সাধারণ মানুষ কিন্তু খুব চিল্লাই যে বিএনপি বা আওয়ামীলীগ খুব খারাপ এদের জ্বালায় আমরা অতিষ্ট কিন্তু ভোট দেবার সময় ঘুরে ফিরে এদেরকেই ভোট দিই।কোন আসনে যদি একজন ভাল প্রার্থী দাঁড়ায় সে যে কোন দল কিংবা নির্দলীয় হোক না কেন আমরা তাদের কে ভোট দিই না।এই যে গতকাল কে বাসে আগুন দেয়ার ফলে ১৮জন দগ্ধ হল সেটা অবশ্যই বিএনপি কিংবা আওয়ামীলীগের কেউ করেছে কিন্তু ভোটের সময় দেখবেন এই বিএনপি কিংবা আওয়ামীলীগের লোকেরাই ভোট পাবে।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
ইউরো-বাংলা বলেছেন: আপনার সাথে ১০০% একমত।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩
ভোরের সূর্য বলেছেন: আজকে যে তত্বাবধায়ক সরকার নিয়ে এত সমালোচনা এতে কিন্তু সাধারণ মানুষের কোন অংশগ্রহন নাই। অথচ দেখেন মিশর বা থাইল্যান্ডে কিন্তু দলের সাথে সাথে সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছে।
তত্বাবধায়ক সরকার বিএনপির দাবি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তত্বাবধায়ক সরকার দরকার এবং বাংলাদেশের বেশিরভাগ সাধারণ মানুষও তত্বাবধায়ক সরকার চায়।কিন্তু দেখেন আমরা কিন্তু মাঠে নামছিনা।রাস্তায় নামছিনা কিন্তু আসলেই এই দাবি নিয়ে সাধারণ মানুষের পথে নামা উচিৎ।না, আমি বিএনপির জন্য বা বিনএনপিকে সাপোর্ট করে দাবি আদায় করতে বলছিনা। আমাদের নিজেদের জন্যেই দরকার কারণ বর্তমান সরকার যা করেছে সেটা ভুল করছে।বিএনপির কথা ভুলে যান ধরূন সরকার যেহেতু খারাপ কাজ করছে তাই আমাদের সাধারণ মানুষের দাবি আদায় করতে হবে। আজকে যদি বিএনপির জায়গায় ভাল কোন দল হত তাহলেও কিন্তু আমাদের এই দাবি জানানো উচিৎ সাধারণ জনগনের পক্ষ থেকে।
বিএনপিও কিন্তু সাধারণ মানুষ কে আন্দোলনে শরিক করতে পারছেনা।তারা সাধারণ জনগনের কাছে যাচ্ছে না।এর আগে হরতালে দেখতাম যে আগের দিন বিএনপির নেতারা ভোট চাওয়ার মতন করে দোকানদার,রিক্সাওয়ালা,রাস্তার মানুষের কাছে যেয়ে লিফলেট দিত হরতাল সফল করার জন্য।আমার কাছে ব্যাপারটা ভাল লেগেছিল কিন্তু এখন সেটা হচ্ছেনা এমন কি খালেদা জিয়া যদি ২৭শে অক্টোবর বা তফসিল ঘোষনার দিন সব বেসরকারি টেলেভিশনে ভাষন দিয়ে দেশের মানুষ কে তত্বাবধায়ক সরকার সরকারের দাবিতে মাঠে নেমে আসার জন্য অনুরোধ করতো তাহলে মানুষ নিজেরাই আন্দোলন করতো।নিজেই হয়তো স্বপ্রনদিত হয়ে একদিন নিজের দোকান বন্ধ রাখতো,কেউবা একদিন বাস চালাতো না,কেউ বা কোথাও যাবার দরকার হলে একদিন না যেয়ে সেক্রিফাইস করতো কিন্তু আমাদের জনগনের সম্পৃক্ততা নাই। বিএনপি সেই চেষ্টাও করছেনা।তাই বলবো দোষ আমাদেরো আছে,সাধারণ মানুষের। আমরা গা বাঁচিয়ে চলাআর চেস্টা করছি।এটাও ঠিক না।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে অশিক্ষিত লোকের দেশে এর চাইতে ভাল কিছু আশাই করিনা!
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
রাজীব বলেছেন: ভোট টা তো ভাগ করে দেয়ার উপায় নেই, একজনকেই দিতে হয়।
প্রত্যেকের যদি ১০টা করে ভোট থাকত তাইলে হয়ত ভাগ করে দেয়া যেত।