নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

দেশে কি সত্যিই বাকশাল কায়েম হতে যাচ্ছে ?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১



কিছুক্ষন পূর্বে হাসিনার বক্তব্য টিভিতে শুনলাম , সে বলল - ''বিএনপি যদি সর্বদলীয় সরকারে আসত, তাদেরকেও আসন ভাগ দেওয়া হতো''। এই কথা থেকে আওয়ামীলীগের অবস্থান পরিষ্কার হয়ে গেল।



বিএনপি নেত্রীকে লাখো ধন্যবাদ হাসিনার পাতানো ফাঁদে পা দেয়নি। আপনি সবুর করুন, সবুরে মেওয়া ফলে। এদেশের মানুষ আপনার সাথে আছে। শেখ মুজিব বাকশাল কায়েম করে বাংলা থেকে চিরতরে বিদায় নিয়েছিল, অবস্থাদৃষ্টে হাসিনাও সেই পথে যাচ্ছে।



যেখানে গ্রামের দফাদার-চৌকিদার, চেয়ারম্যান ইলেকশনে শত শত প্রার্থী হয়, সেখানে জাতীয় সংসদ ইলেকশনে প্রায় ২০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে !

এদের মধ্যে হাসিনার সবচেয়ে ঘনিষ্ট মৃনাল কান্তি দাসকেও দেখা যাচ্ছে। জয় বাংলার দেশে সবই সম্ভব!



শেখ হাসিনার মনে রাখা উচিৎ - - বিয়ের আগে সন্তান হলে সেই সন্তান যেমন জারজ আর ভোটের আগেই যদি এমপি হয় সেই এমপি ''জারজ এমপি''!

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

ঢাকাবাসী বলেছেন: ভাই, জানের ডর নাই!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

ইউরো-বাংলা বলেছেন: দূর মিয়া BAL ভয় টয় পাই না।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

উড়োজাহাজ বলেছেন: ঘাড়ে মাথা কয়টা?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

ইউরো-বাংলা বলেছেন: মাথা আবার কয়টা থাকব ? বীরেরা মরে একবার, কাপুরুষরা মরে বার বার।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

তানভীর আরিফ বলেছেন: গ্রামীণ ব্যাংক মডেলের পর এবার নির্বাচনী মডেল। একটির জন্য নোবেল হলে অন্যটির জন্য নয় কেন? প্রথমটি দারিদ্র মোচনের মাধ্যমে শুধুমাত্র শান্তির মডেল, অপরটি শান্তি ও অগ্রগতির মডেল। আলোচনার মাধ্যমে নির্বাচনী ফলাফল নির্ধারণের মডেল। একটা নোবেল দিলে হবে না, দুটি নোবেল দিতে হবে। আগে শুধু কাঘুই আনন্দ দিত, আর এখন পুরো ৩০০ জনই আনন্দ দিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে এই অতি আনন্দে না জানি কতজনের নিরানন্দ শুরু হয়ে যায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

ইউরো-বাংলা বলেছেন: ভাই সবচেয়ে বেশি আনন্দ দিছে -হাসিনার সবচেয়ে ঘনিষ্ট মৃনাল কান্তি দাস পাশ ! উনার সম্পর্কে রিন্টুর লেখা বইয়ে অনেক গোপন কথা বের হয়েছে।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

পাঠক১৯৭১ বলেছেন: বাকশালের পেছনে যে তত্ব ছিল, সেটার দরকার।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩

ইউরো-বাংলা বলেছেন: শেখ মুজিবরে কবর থেকে উঠাইয়া জিজ্ঞাস করেন - কি তত্ব ছিল ?

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

উড়োজাহাজ বলেছেন: তাহলে দ্রুত শুরু করেন। আর আমার লাস্ট পোস্টটা একবার চেখে দেখেন। গুলি কিন্তুক মিস হইবে না।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪

ইউরো-বাংলা বলেছেন: ওকে।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আপনার এই পোস্টে কিন্তু ব্লগের বাকশালী কুকুরের দল মন্তব্য করতে আসবে না, এরা এমন জারজ গণতন্ত্রের বুলি কপচাবে সবসময়,কিন্তু কাজের সময় হায়েনার চেহারা বেরিয়ে পড়বে।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আপনার এই পোস্টে কিন্তু ব্লগের বাকশালী কুকুরের দল মন্তব্য করতে আসবে না, এরা এমন জারজ গণতন্ত্রের বুলি কপচাবে সবসময়,কিন্তু কাজের সময় হায়েনার চেহারা বেরিয়ে পড়বে।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

পাঠক১৯৭১ বলেছেন: @শেখ মুজিবকে কবর থেকে উঠতে হবে না: বাকশালের তত্ব আমরা জানি, সে তত্বই বাংগালীদের জন্য মৌলিক অধিকার প্রতিস্ঠার একমাত্র উপায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

ইউরো-বাংলা বলেছেন: ''বাকশাল তত্বই বাংগালীদের জন্য মৌলিক অধিকার প্রতিস্ঠার একমাত্র উপায়'' !
এই কথা রাস্তা-ঘাটে কেউরে কইয়েন না, জুতার বারি খাইবেন। মানুষ বাকশাল নামক খেকশিয়ালটাকে সবসময় ঘৃণা করে।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "পাঠক১৯৭১ বলেছেন: @শেখ মুজিবকে কবর থেকে উঠতে হবে না: বাকশালের তত্ব আমরা জানি, সে তত্বই বাংগালীদের জন্য মৌলিক অধিকার প্রতিস্ঠার একমাত্র উপায়"

ঠিকই বাকশালী কুকুরদের উচ্ছিষ্টভোগী একদল ছাড়া আর কেউ এমন ভাবে না। অবশ্য বাকশালী কুকুরদের জম্মলগ্ন থেকে গণতন্ত্রের সাথে একটা সমস্যা আছে তা মোটামুটি সবাই জানে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

ইউরো-বাংলা বলেছেন: হাম্বালীগদের বাকশাল নামক দিবাস্বপ্ন এদেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং নিবেও না।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

মাহাদি হাসান বলেছেন: বাকশাল যে একটা তত্ত্ব এবং সেই তত্ত্বকে প্রতিষ্ঠা করতে যে রক্ষীবাহিনীর নিপীড়ন বজায় রাখতে হবে সেটা সবার জানা। তবে ইতিহাসে এই ধরনের তত্ত্বকে মানুষ আস্তাকুড়ে নিক্ষেপ করে এটার সত্যতা সম্পর্কে সন্দেহ থাকার উপায় নেই।
সিরাজ শিকদারকে ব্যক্তিগত বাহিনী দিয়ে মেরে পার্লামেন্টে আস্ফালন করাও যদি কোন তত্ত্ব হয় তাহলে যে সমাজতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদ এসেছিল সেটা দেখে মার্ক্স লেনিন নিজেরাও লজ্জা পাবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

ইউরো-বাংলা বলেছেন: আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই খালেদা জিয়াকে সর্বদলীয় নামক বাকশালে যোগ না দেবার জন্য।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

একজন ঘূণপোকা বলেছেন: আমরা নিজেরাই একটি আন্তর্জাতিক মান প্রতিষ্ঠা করেছি- এক হাম্বা মন্ত্রী যুদ্ধাপরাদের বিচারের মান সম্পর্কে।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মদন বলেছেন: অতীতে বাকশাল তত্বের জন্মদাতাদের তাদের তত্বের জন্য সেইরাম ফলাফল পেয়েছে। বর্তমান এবং ভবিষ্যতেও সেই একই গদাম।

বাংলার মাটিতে বাকশালের স্থান নেই। চেষ্টা করলেই গদাম, দুইদিন আগে আর পরে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

ইউরো-বাংলা বলেছেন: বাংলার মাটিতে বাকশালের স্থান নেই। চেষ্টা করলেই গদাম, দুইদিন আগে আর পরে।

উত্তম ঝাঝা সহকারে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.