নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জামাই

বাংলার জামাই › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক ভালবাসা

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

-হেলো,, কোথায় তুমি??
---চায়ের দোকানে অসাধারণ এক
কাপ
চা খাচ্ছি।
তুমি কল্পনা করতে পারবে না কতটা সুন্দর
হয়েছে চা টা!
লিকার পারফেক্ট! চিনির আর
একটি দানা যদি বেশি পড়ত
তাইলে চা টা মিষ্টি হয়ে যেত আর
একটা দানা কম হলে পানশে। এক
কথায়
অসাধারন!!
---তাই নাকি! আমি তোমার
চেয়ে আজব
ছেলে এ জীবনে দেখিনি!!
---আর এক কাপ খেতে ইচ্ছে করছে,
কিন্তু
আমি জানি এবারের
চা টা হবে জঘণ্য,
তাই মুখে এই স্বাদ টা নষ্ট করতে চাই
না।
---তুমি কি ঠিক আছ ধ্রুব??
---আছি তো, কেন কোন সন্দেহ??
---আজ আমায় ছেলে পক্ষ
দেখতে আসছে,
আর তুমি কিনা চা খেতে ব্যস্ত!!
তুমি এমন
কেন?
---বাহ ছেলে আসবে, ভাল
করে সাজো,
আমার সঙ্গে কথা বলে সময় নষ্ট
করো না।
---তার মানে আমি বিয়ে করলেও
তোমার কোন কিছু
আসবে যাবে না?
---না না, তা কেন বৃষ্টি?? তোমার
বিয়েতে আমায় দাওয়াত
না দিলে খুব
কষ্ট পাব।
---আজ আমি বুঝছি তোমায়
ভালোবেসে কতটা ভুল করেছি
---আমার মতো ছেলের কাছ হতে এর
চেয়ে বেশি আর
কিইবা আশা করতে পার??
---আই হেইট ইউ।
.
বৃষ্টি নিজেকে সামলাতে পারছে না।।
তবে এখন
তাকে ভেঙ্গে পড়লে চলবে না।।
ওইতো মা এসে গেছে,
বৃষ্টিকে ডাকতে
"আরে আর কত সাজবি?? এবার চল,
ছেলেরা চলে এসেছে। "
"আম্মু, বিয়েটা এখন না করলেই
কি নয়??
আগে আমায় মানসিক ভাবে প্রস্তুত
হতে দাও। "
"তুই এগুলো কি বলছিস!
ছেলেরা এখন
বসে আছে,, চল,, বিয়ে না করার
হলে করিস না,, কিন্তু আপাতত ইজ্জত
টা বাচা। "
"আচ্ছা, আমি আসছি,, কিন্তু হ্যা,
বিয়েটা আমি কিছুতেই করছি না। "
"আয় আগে। "
.
.
বৃষ্টি মাথাটা নিচু করে সোফার
এক
কোনে গিয়ে বসল,,
সে মাথাটা নিচু
করেই বসল,, এখন তার বাবা পাত্রের
বাবার সঙ্গে কথা বলছে। হঠাৎ
মোবাইলে এস এম এস আসল,,
.
.
.
.
Are pakhi......! Nicher dike takiye
ki
khujhtacho??
ektu edik odik o takao...dekho kau
k
cheno kina..
.
.
.
.
.
বৃষ্টি চোখ
তুলে তাকিয়ে দেখে তার
সামনের সোফায় ধ্রুব বসা।।
.
.
বৃষ্টি এবার কাঁদছে,,
তবে এবারেরটা খুশির।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২১

খেলাঘর বলেছেন:


বাংলার জামাই, নাকি বাংলার শত্রু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.