![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট অনেক আগেই চুকিয়েছি।একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবাধে দায়িত্ব পড়ল প্রভাত ফেরিতে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সকল আয়োজন সম্পন্ন করে শহিদ মিনারের পুষ্পাস্তবক অর্পন করতে করতে দুপুর। আর তাই ছেলে মেয়েদের আবদার তাদের দুপুরের খাবার খাওয়াতে হবে। আমরা টি এস সি থেকে খাবার নিয়ে কলা ভবনের সামনে বসে খাওয়া শুরু করলাম। এমন সময় কয়েকটি ছেলে এসে এমন ভাব করতে শুরু করল যেন তারা কোন বয়কে টাকা দিয়ে পাঠিয়েছে তাদরে জন্য খাবার আনার জন্য। খাবার যেহেতু আর নেই তাই পানির বোতল চাইল। আমি খুবই ভদ্রতার সাথে বললাম এগুলো তো সবই হিসাব করে কেনা কোন এক্সট্রা নেই। কে শোনে কার কথা একজন নিজ দায়ি্ত্বে পানির বোতল নিয়ে খাওয়া শুরু করল। আমি কি করব বুঝতে পারছিলাম না। শুধু এটুকু বললাম আমিও এই ভার্সিটিরই স্টুডেন্ট ছিলাম...এরা আমার স্টুডেন্টস... এদের কাছে এতক্ষন আমার গৌরবের যে অতিতটা বর্ননা করলাম তার সাথে এখন তোমাদের আচরন... তারা কোনটা বিশ্বাস করবে!!!!????
আসার কথা এইটুকুই যে সবটুকু চলে যায়নি এখনো নস্টদের অধিকারে।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
গাঁও গেরামের মানুষ বলেছেন: ভাই,
গণহারে ঢাবি'র সকল ছাত্রকে দায়ী না-করে যদি বুঝে থাকেন ঐ কুলাঙ্গারগুলো কারা, তাহলে তাদের স্পষ্ট পরিচয়সহ লিখুন।
নিজে সাত বছর ঢাবিতে থাকার সুবাদে জানি যে, এর ৯৯% ছাত্র প্রচলিত মাপকাঠিতে আর সব ছাত্রের মতোই। হারামিপনা করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের লেজুর/পান্ডাগুলো।