নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্যামি

জ্যামি › বিস্তারিত পোস্টঃ

আমরা ছাত্ররা সেই সময় আর এই সময় প্রবলেমটা কোথায়????

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

২০০৪ সালের দিকে ভার্সিটিতে যখন প্রথম প্রথম ক্লাশ করতাম স্যাররা উপদেশ দিতেন... দেখ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমাদের অনেক সম্মান... মানুষকে সম্মান দেবে তাহলেই কেবল সম্মান পাবে... আমাদের সময় (স্যারদের) বাসে উঠলে সাধারন মানুষ ছাত্রদের সম্মানে সিট ছেড়ে দিত...সবাই শ্রদ্ধা সম্ভ্রমের সাথে ব্যবহার করত...

আর এখন বাসের হেলপার ধাক্কা দিয়ে ছাত্রকে বাস থেকে ফেলে দিতেও কুন্ঠাবোদ করেনা...নিলখেতের দোকানদার ঢাবির ছাত্রকে প্রহার করে আর তার জেরে তুল কালাম কান্ড...

সেই সময় আর এই সময় প্রবলেমটা কোথায়????
আজ আমাদের সম্মান আমরাই নস্ট করেছি... ছাত্র অজুহাতে বাসের ভাড়া দেইনা.... দিলেও ৫ টাকার বেশি না...তো বাসের হেলপার কি সম্মান করবে??? হলের পাতি নেতা সেই কারনে নিলক্ষেতের তেহারি দোকানও বাদ যাবেনা চাঁদার হাত থেকে তো সেই দোকানদের সাথে তো প্রবলেম হবেই...

আসল সমস্যাটা তো টপ থেকই শুরু
মহামান্য ভিসি যার একমাত্র যোগ্যতা দলের প্রতি একনিষ্ঠতা...ফলাফল মেথর ঝারুদার থেকে শুরু করে প্রধানমন্ত্রি পর্যন্ত সকল মিটিংয়ে তাকে থাকতে হবে তো ভার্সিটির সমস্যা উনি কি দেখবেন... আর নিয়োগ প্রক্রিয়ার কথা কিছু্ই বললাম না.............................................

হলের ছাত্র ধারন ক্ষমতা ৬০০ থাকে ৩৬০০ সুযোগটা নিচ্ছে পলিটিক্যাল পার্টি গুলো অবৈধ, অনাবাসিক, দৈতাবাসিক নামে পলিটিকসের বিনিময়ে মাথা গোজার ঠাই...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

ভবোঘুরে বাউল বলেছেন: কথার যৌক্তিকতা আছে। কিন্তু ছত্রদের বিরুদ্ধে যে অভিযোগ তা সল্পসংখক ছাত্রের ক্ষেত্রে প্রযোজ্য আর এই স্বল্প সংখকদের জন্যই সবার সম্মান প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। ভিসি সম্পর্কে যে অভিযোগ তা ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০% সত্য। বা তার অধিক কোন সত্য থাকলে তাই হবে। আসলে অযোগ্য ব্যক্তি চেয়ার পেলে যা হয় তাই আর কি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.