![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকুরি করার কারনে অনেক ছাত্রছাত্রীদের সাথে ব্যাক্তিগত ভাবেই শখ্যতাটা একটু বেশি। তাছাড়া তিনটি ভার্সিটির প্রত্যেকটিতেই টাকা পয়শা সংক্রান্ত অসংখ্য সমস্যা নিয়ে ছাত্ররা আমার কাছে এসেছে। আর এই অভিঙ্গতা থেকেই বলছি, মাননিয় মন্ত্রী আপনি মিথ্যা বলছেন। কোন প্রকার স্টাটিস্টিকাল ডেটা ছাড়াই এমন ডাহা মিথ্যা যুক্তির উপর ভিত্তি করে টিউশন ফির উপর ৭.৫ শতাংশ ভ্যাট ধার্য করাটা চরমতম জুলুম। কারন প্রাইভেট ভার্সিটি গুলোতে অর্থমন্ত্রির ভূল তকমা দেয়া ধনির দুলালরাই শুধু পরেনা বরং জমি বিক্রয় করে পড়তে আসা কৃষকের সন্তান থেকে শুরু করে রিক্সা চালকের ছেলেও এখানে পড়ে। শিক্ষা নাগরিকের মৌলিক অধিকার, শিক্ষা কোন ভোগ্য পণ্য নয়। তাই শিক্ষার উপর ভ্যাট বসানোটা মেনে নিতে পারছিনা।
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫
মায়াবী রূপকথা বলেছেন: ১ শতাশ করলেও মানা যেতো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৮
ঢাকাবাসী বলেছেন: দিনে শদুয়েক মিছা কতা কওয়ার আইনগত অধিকার এইসব ম্ত্রীগো! এদের ..সও বলেন আর এরা বললে তিনি চুপচাপ তাকেন বা এদের ডিফেন্ড করেন!