![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু বসব স্যার? মেয়েটির বলার ভাষার থেকে চোখের মিনতিটাই যেন বেশি।বসতে বললাম। মেয়েটি একটা এ্যাপলিকেশন বের করে আমার টেবিলে রাখল। ভিসি স্যারের সাথে দেখা করতে চায়। সমস্যা কি জানতে চাইলাম। একটু ইতস্তত ভাব। বলল স্যার আমি গত সেমিস্টার কমপ্লিট করিনি। কোন ক্লাশও করিনি। এখন রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখি গত সেমস্টিারের ৪৬ হাজার আবার এই সেমিস্টারের ৪২ হাজার টাকা দিতে হবে। আমি তো গত সেমিস্টার করিনি তো কেন দেব। তুমি কি রেজিস্ট্রেশন করেছিলে? মেয়েটি এবার চুপ। যা বোঝার বুঝলাম। এরকম কেস তো অনেক দেখেছি। ওকে বল সমস্যা কি ছিল। গত সেমিস্টার কমপ্লিট করনি কেন? মেয়েটি এবারও চুপ। বললাম দেখ আমাকে জানতে হবে তো কোন ভেলিড রিজন ছিল কি না। না হলে স্যার কে কি বলব। স্যার ফ্যামিলি প্রবলেম । বললাম প্রবলেম টা কি। স্যার জমি জমা নিয়ে। তুমি মেয়ে মানুষ জমি জমা নিয়ে তোমার কি সমস্যা। আমার জেরায় মেয়েটি একেবারে ভীত। কাঁপা গলায় বলতে শুরু করল। আমার ভাইয়া তার বিয়ের আগে আমার খরচ দিত। এখন তো সেই চলতে পারেনা। তাই বাবা জমি বিক্রি করে আমাকে এই টাকা দিয়েছে। জমি বিক্রি করতে দেরি হওয়ায় গত সেমিস্টার ফি দিতে পারিনি। তাই! তাকে নিয়ে গেলাম আমার প্রথম চাকুরির প্রথম বস দিল দরিয়া ভিসি স্যারের কাছে। স্যার তো আগের টা মাফ করলেনই সাথে বললেন ওয়েভারের জন্য দরখাস্ত কর ৫০ পারসেন্ট করে দেব।
মাননিয় প্রধানমন্ত্রি আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো শিক্ষার উন্নয়নের কথা বলেন। নারি শিক্ষার কথা অনেক বেশি বলেন। টিউশন ফির উপর ৭.৫% ভ্যাট। আপনি কি মনে করেন না আপনার কথা এবং কাজের মধ্যে কিছুটা হিপোক্রেসি আছে। কারন টা সকলেই জানে।
২| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪১
নতুন বলেছেন: মাননিয় প্রধানমন্ত্রি আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো শিক্ষার উন্নয়নের কথা বলেন। নারি শিক্ষার কথা অনেক বেশি বলেন। টিউশন ফির উপর ৭.৫% ভ্যাট। আপনি কি মনে করেন না আপনার কথা এবং কাজের মধ্যে কিছুটা হিপোক্রেসি আছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৮
এহসান সাবির বলেছেন: টিউশন ফির উপর ভ্যাট!!
না এটা ঠিক না মনে হয়। শিক্ষার উন্নয়নের জন্য সকল ভ্যাট প্রত্যাহার করা হোক।