![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় আমরা সবাই মানুষ ছিলাম।হঠাৎ করে তখন এক ভণ্ডু খোদার আবিষ্কার হল।শুরু হয়ে গেলে ধর্মের/খোদার দলের দালালী(মানুষের মধ্যে মারামারি হানাহানি)ভণ্ডু খোদার এক বিশেষ দালাল হল ইসলামধর্মের নবী মুহাম্মদ।ধর্মিয় বই নাকি আসমান থেকে এসেছ,আরে বোকার দল তাহলে তদের মালিককে বল আমাকে একটি আইটির বিশেষ বই দিতে।আমি আইটির ব্যবহার ও উন্নত মান দিয়ে তোদের খোদা হওয়ার দাবী করব।তোমরা বল কোরান,বাইবেল, গীতা আরও কত্তকিছু উপর হতে এসেছে।তোমরা কি দেখনা এখন মানুষ উপর(চন্দ্র,মংগল ইত্যাদিতে ভ্রমণ করছে)চোখ খুল মানুষ, চোখ খুল।
সোনার বাংলার সোনার মানুষগুলো আজ শুধু কয়লা হয়ে বেঁচে রই,
হানাদার বাহিনী থেকে স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনা সেই মুক্তিসেনারা আজ কই!
যেই স্বপ্ন অঙ্গে মেখে ত্রিশ লক্ষ বাঙ্গালী হাসি মুখে প্রান দিলো;
স্বাধীন দেশের স্বৈরচার সরকার আজ তার ভোটের অধিকারটাই কেড়ে নিলো!
স্বাধীনতার পর থেকে দেখছি শুধু গুটি কয়েক লোকের ক্ষমতার হাত বদলের খেলা,
জনগনের টাকা বেহায়ার মতো নিজ পকেটে ভরতেই কেটে যায় তাদের বেলা!
ক্ষমতায় থাকা ভন্ডগুলো সব দেশের অবনতির জন্য বিরোধী দলের ঘাড়ে চাপে সব দোষ,
বিরোধীগুলোও দেখি নির্লজ্জ্যের মতো গলা ফাটিয়ে বৈশাখ মাসকে বানায় পৌষ!
সেই বিপাকে বেকারত্ব আর অসফলতার ছটফটানিতে মানুষগুলো হয়ে পরে ধৈর্যহীন,
তারই রেশ ধরে তসলিমার মতো অসহায় মায়েরা গনপিটুনিতে রাস্তায় পরে রয় প্রাণহীন!
বাংলার ঘরে বাইরে আজ মসজিদে মাদ্রাসায় চলে ধর্ষনেরই খেলা,
নারীর পোশাককেই একমাত্র এর কারন হিসেবে দেখায় কিছু ধর্মবাজ চেলা!
ছোট ছোট ধর্ষনপ্রাপ্ত শিশুদের নিরাপত্তায় তবে কোন পোষাক করাবে পরিধান?
বস্তাবন্দী করে তাদের ঢেকেঢুকে রাখলে কি পাবো মোরা এ থেকে পরিত্রান?!
আজ যখন দেখি প্রিয়া সাহার মতো সংখ্যালঘুরা বিদেশের মাটিতে নিজ নিরাপত্তার ভিক্ষা চায়,
দেশী মানুষরাই উল্টো তাদের নির্মূলে ‘দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে’ বলে ধ্বংস নিধন চালায়!
দেশের সুনাম বাড়াতে আজ তাই মানুষের বদলে মশারা এসেছে চলি,
অসুস্হ পরিবেশে স্তুপকৃত ময়লায় ডেঙ্গুর জীবানুতে ভরে যায় অলি গলি!
তবুও আমি লোপা হতচ্ছাড়া মশার মতো ক্ষমতালোভী মানুষগুলোকেও নিধন করিতে বলি।
১৭ কোটি বাঙ্গালী আরো একবার হাতে হাত ধরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে খেলবো বিজয়ের হোলি।
©somewhere in net ltd.