নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানপরী

তোমার মনটাই আসল ! তাই তোমার মন যা চাইবে তুমি তাই করবে !!

জানপরী › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল বৃহস্পতিবারের বিএনপির হরতালে পূর্ণ সমর্থন রইল।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

পুলিশি রাষ্ট্রের বিরুদ্ধে হরতালকে সমর্থন করলাম কারন অফিস থেকে আসার সময় দেখলাম কোন কারণ ছাড়া বেইলি রোডের মাথায় শান্তিনগর মোড়ে পুলিশ গুলি ছোড়া শুরু করেছিল পরে ককটেলের বিস্ফোরন, যেখানে শুধু সাধারণ মানুষ ছিল।

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
যেখানে শুধু সাধারণ মানুষ ছিল।

তাহলে বোমা মারলো কারা?
বোমা পুলিশের দিকে না মেরে বিএনপির মিছিলের দিকে মারলো কেন?
আবার পুলিশের দিকে ইটাইটি করলো কেন?

সাধু সাধু!

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

জানপরী বলেছেন: সত্যি তাই, সাধু সাধু!!!!!

২| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

বোকামন বলেছেন: হরতাল ডেকে আবার পূর্ণ সমর্থন করেন :||

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

জানপরী বলেছেন: ভাই, হরতাল আমি ডাকব কেন? সাধারণ মানুষ হিসাবে কালকের হরতালকে সমর্থন করলাম। কারণ নিজ চোখে যা দেখলাম তাই বললাম। বিশ্বাস করা না করা আপনার ব্যপার।

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মতিচূর বলেছেন:

কি দরকার ছিল পুলিশের ঝামেলা বাধানোর ?

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

গারো হিল বলেছেন: হরতালে সমর্থন রইলো।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ইউআরএল বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
যেখানে শুধু সাধারণ মানুষ ছিল।

তাহলে বোমা মারলো কারা?
বোমা পুলিশের দিকে না মেরে বিএনপির মিছিলের দিকে মারলো কেন?
আবার পুলিশের দিকে ইটাইটি করলো কেন?

সাধু সাধু!


সহমত..।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

জানপরী বলেছেন: সত্যি তাই, সাধু সাধু!!!!!

৬| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

যোগী বলেছেন: হরতালে পূর্ণ সমর্থন করলেই কি হবে? পুলিশি রাষ্ট্রকি সাঈদী সাকাদের মুক্তির মাধ্যমে ওলামা আউলিয়ার রাষ্ট্র হয়ে যাবে?

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

জানপরী বলেছেন: যোগী দাদা, সাকার কিন্তু আগে বঙ্গবন্ধুর বাসায় যাতায়াত ছিল। তাই যা বলবেন একটু সাবধানে। কারণ কেঁচো বের করতে গিয়ে আবার সাপ বের হয়ে যেতে পারে।

৭| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

যোগী বলেছেন: সাকার আগে বঙ্গবন্ধুর বাসায় যাতায়াত ছিল না মইনুল রোডের বাসাই যাতাআত ছিল সেটা আমাদের দেখার বিষয় না।

আপনি শুধু বলুন সাকাকে এর পরে কোথায় দেখতে চান????

সাকার উপর আজকের নিউজটা নিঃশ্চয় দেখেছেন।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

জানপরী বলেছেন: আপনি, আমি, আমরা সবাই ৭১ থেকে দেখা শুরু করেছি তাই সব কিছুই দেখতে হবে। আমি তো জানিনা সে স্বর্গে যাবে নাকি নরকে যাবে তাই তাকে দেখতে চাওয়ার কিছু নাই।

আজকের নিউজটা দেখেই চিন্তাই পড়েছিঃ বুড়ো বয়সে নিউজ টা যদি সত্যি হয় তাহলে যুবক বয়সে..........

৮| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

টেকনিসিয়ান বলেছেন: আজকের সাকার নিউজটা আমি চট্টগ্রামের ভাষায় বলতে চাই..

"পোয়া খোর".....

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

জানপরী বলেছেন: নিউজটা দেখেই চিন্তাই পড়েছিঃ বুড়ো বয়সে নিউজ টা যদি সত্যি হয় তাহলে যুবক বয়সে..........

৯| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: হরতাল যারা দেয় আর যারা সমর্থন করে তাদেরকে আমি আজীবন তইব্র ঘৃণা করি । ওরা মানুষের অধিকার নিয়া ছিনিমিনি খেলে । আইন করে হরতাল বন্ধ করার পক্ষপাতি আমি ।

১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

সুবর্ণা রহমান বলেছেন: ইউআরএল বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
যেখানে শুধু সাধারণ মানুষ ছিল।

তাহলে বোমা মারলো কারা?
বোমা পুলিশের দিকে না মেরে বিএনপির মিছিলের দিকে মারলো কেন?
আবার পুলিশের দিকে ইটাইটি করলো কেন?

সাধু সাধু!


সহমত..।

১১| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪১

যোগী বলেছেন: এবার আসি আপনার পোষ্টের ব্যাপারে-
আপনি কি খুব সহজেই সাধারন মানুষ আর জামাতের আন্ডারকাভার জংঙ্গীদের কে আলাদা করতে পারেন?

দেশে যে পুলিশকে পিটিয়ে মারছে, হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে আবার লুটপাট করছে এগুলা নিজ চোখে দেখেন না বলে কি বিশ্বাষও করেন না?

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

জানপরী বলেছেন: নিজ চোখে দেখলাম বলেই তো এই হরতালকে সমর্থন করলাম।
কোনটা বিশাস করব? শেরপুরে যুবলীগ নেতা শহীদ মিনার ভাঙ্গার সময় ধরা পড়েছে এটা ????

১২| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুরাও সমর্থন দিছে, আপনিও দিলেন ! কাহিনী কি দাড়ালো?

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১২

জানপরী বলেছেন: কে ছাগু আর কে ভাদা তা আমার দেখার দরকার নেই। আমি বাংলাদেশি, বাংলাদেশকে ভালবাসি, বাংলাদেশে শান্তিতে থাকতে চাই।

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০২

কাজী মামুনহোসেন বলেছেন: এটা ঐখ্যজোট নাকী মেশিনজোট ?

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

জানপরী বলেছেন: ১৯৯৬ সালে মেশিন আরো শক্তিশালী ছিল।

১৪| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: রাজা্কারদের হরতাল সমর্থন করব? মরে গেলেও না।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২১

জানপরী বলেছেন: মত প্রকাশের জন্য ধন্যবাদ।

১৫| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: গারো হিল বলেছেন: হরতালে সমর্থন রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.