![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছূই যেন ঘুরে ঘুরে আসা। ঘুরপাক@ সবখানেই।
শত সহস্র শব্দে যতই না পাবার বর্ণ থাকুক না কেন, পৃথিবীর সুন্দর আলোর মাঝে অস্তিত্বটুকু বরং অনেক কিছু।
স্বপ্নের পেছনে ছুটে কেটেছে অনেক বেলা, এবার অস্তিত্বকে অর্থপূর্ণ করার জন্যও লাগবে অন্তত কিছুটা সময়।
জন্মের পর সবচেয়ে বড় সত্য যখন বিদায় নেয়া, সেখানে জটিল হিসেব-নিকেশ ধরে রেখে বোঝা ভারী করেই বা কি তৃপ্তি!
এসেছে বসন্ত, এমন বসন্ত গেছে বছরের পর বছর, আসবেও হয়তো আরো!
আজ নববর্ষ, নববর্ষের রাঙা দিন, এসেছে, বছরের পর বছর। হয়তো আসবে আরো। কিন্তু যাবার সাথে সাথে এখানে জেগে উঠে প্রতিবার বেঁচে থাকার অসীম আনন্দ। কারণ তখন বৈশাখের প্রথম দিন।
এমনি এক দিনে নানা-নানির বাড়ীর দেয়ালঘেরা টিনশেড বাড়ীতে আমি দু'চোখে পৃথিবীর আলো দেখেছি। আলোর দ্যুতি নিজেকে আলোকিত করতে হয়তো পারেনি, তবে সেটা যে কতো অমূল্য তা বোঝার সক্ষমতাটুকু দিয়েছে।
এক অতি সাধারণ প্রাণীর মতোই পার হচ্ছে ঘন্টা, দিন, বছর, বছরের পর বছর। নিজে কিছু হবার কোনো আকাঙ্খাও নেই।
লক্ষ্যহীন (মনে হাজার কোটি স্বপ্ন, হয়তো অলীক স্বপ্ন!), ছুটে চলা এখান থেকে ওখানে! এটাও হয়তো গন্তব্য খুঁজে বেড়ানোর চেষ্টা। পৃথিবীর কোল থেকে বিদায় নেয়ার আগে এই সব ছুটে চলা- গন্তব্য অথবা গন্তব্যহীন- এটাই জীবনের অন্যতম লক্ষ্য ছিল হয়তো! ছুটে চলা হাজার ক্ষণের মাঝে কারো জন্য কিছু করে যাওয়া সম্ভব হলে সেটাই হয়তো কিছু একটা হবে, হোক সে অতি ছোট কিছু। হতে পারে শুধু একটি বাক্য, কিছু কথা। এর বেশি করার সামর্থ্য হলে/থাকলে সেটাও করলে অর্থপূর্ণ সময়ের কাছে কিছুটা হলেও নিজের অস্তিত্বের কথা বলা যাবে।
মানুষ মরে গেলে পঁচে যায়- গলে যায়। বেঁচে থাকলে বদলায়, শত বার বদলায়, হাজার বার বদলায়, কারণে অকারণে বদলায়, শুধু বদলানোর জন্যও বদলায়। আমিও! এর মাঝে কিছু থাকে অনেকটা আগের মতোই! বার বার, অজস্রবার, তাই, তবুও বলি শুভ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এসো হে বৈশাখ, এসো এসো..
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮
জসিম বলেছেন:
তবুও শুভকামনা. শুভ নববর্ষ.
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভ নববর্ষ।