নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ রকমের হিসেবী কিন্তু কিপ্টা না, সময় বদলায়, মানুষ বদলায় কিন্তু আমি বদলাই না। প্রেম, পাপ, সফলতা ও মৃত্যু এবং অন্যের সংসার নিয়ে ক্যান জানি আমার ব্যাপক চিন্তা হয়।

জাতীয় কতৃপক্ষ

আমার দেখা নিষেধ, আমার কিছু করা নিষেধ, আমার কিছু বলাও নিষেধ! তবে আমি নাকি শুধু শুনতে পারবো! এটা কি শান্তি? নাকি শাস্তি?

জাতীয় কতৃপক্ষ › বিস্তারিত পোস্টঃ

মুসলিম vs বিপথগামী মুসলিম, মুসলিম হিসেবে এখন করণীয় কি?

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯



আমার বন্ধুদের মধ্যেই অনেককে দেখেছি যারা জঙ্গি হামলার সময় চুপ ছিল, কিন্তু যখন কেউ মাদ্রাসা নিয়ে বা ইসলাম নিয়ে কিছু বলেছে তখন লুঙ্গী কাছা দিয়ে বা কোমরে আঁচল গুঁজে লেগে পড়েছে 'কেন ঐসব বলছে?' নিয়ে। মানে কি? তারা সমর্থন করে জঙ্গি হামলা? মনের অজান্তে হলেও?

কে জঙ্গি কে জঙ্গি না, কে মুসলিম কে মুসলিম না, এই কথা আমরা ছাড়া অন্য ধর্মের কেউই জানার কথা নয়, জানানোর কথা আমাদের, আমাদেরই দায়িত্ব জনে জনে গিয়ে জানানো যে কে মুসলিম কে না, যতক্ষণ না পুরো পৃথিবী কাউকে ইসলামের নামে খুন করতে দেখলে আগে তাকেই ধরে প্যাঁদানি দেয়,

যেমন আপনি যদি এখনই বন্দুক হাতে গুলি চালিয়ে বলেন খ্রিষ্টান ধর্ম কায়েম করতে চান, অন্য ধর্মের মানুষরাই আপনাকে আগে প্যাঁদানি দিবে, খ্রিস্টানদের লাগবেনা।

কেন জানেন? সবাই জানে যে ওদের মূল কথা কি, আর আমাদের মূলকথা নিয়ে আমাদেরই তর্কের শেষ নেই, আমরাই তো জানাতে ব্যর্থ সবাইকে...আমরা চুপ থাকি, এই ভেবে যে যারা বুঝার তারা বুঝে নিবে...

ইসলামের নামে কেউ জঙ্গিবাদ টাইপের কিছু বললে সেটার ব্যাখ্যা দেওয়া বা প্রতিবাদ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়েনা কিন্তু কেউ ইসলামের বিরুদ্ধে কিছু বললেই মাশাআল্লাহ লুঙ্গী কাছা দিয়ে নেমে পড়ি।

এইসব জঙ্গিবাদ যেখানকারই হোক, মাদ্রাসার কিংবা ইংলিশ মিডিয়াম এর, দায় আমাদের সবার, কেননা কে মুসলিম, কে জঙ্গি এটা সারা দুনিয়া জানেনা, জানার কথাও না, আমাদেরই দায়িত্ব, কর্তব্য হচ্ছে সবাইকে জানানো, যেমন নিজের সন্তানদের গায়ে খুনের দায়ে অন্য কেউ হাত তোলার আগেই নিজেদের উচিৎ সন্তানকে সংশোধনে ব্যবস্থা নেওয়া।

যদি বলেন যে ঢলাও করে পুরা মুসলিম জাতিকে কেন দোষী বলবে?
তাহলে উত্তর হবে, বিশ্বের প্রতিটা মানুষকে আপনি তাহলে আগেই ঢলাও করে প্রচার করুন কে মুসলিম আর কে বিপথগামী মুসলিম।

আপনি এটা এড়িয়ে যেতে পারেন না যে ওরাও মুসলিম, তবে বিপথগামী, ওদের অমুসলিম বা ইসলাম জানেনা বলে দায় এড়ানোর সুযোগ আমাদের নেই,

নিজের ছেলে খুন করার পর আপনি হাজার চিল্লালেও কেউ শুনবেনা যে 'সে আমার ছেলে না' বরং আপনাকেই বলতে হবে 'সে আমারই ছেলে, তবে খুনি, আমি তার বিচার চাই' নতুবা আগে থেকেই ছেলেকে সাবধান করতে হবে, যদি দেখেন শুনছেনা, সবাইকে সাবধান করতে হবে 'আমার ছেলে হইতে সাবধান, তাকে আমি আর ছেলে বলে মানিনা'।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.