![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দরাকান্ড
সাগরপার হওয়ার আগের রাতে হনুমান ,জাম্বুবান,অঙ্গদ সকলে রাত কাটানোর জন্য একটা অস্থায়ী চালাঘর বানালো।কিন্তু সাগরের তীরে এসে সকলের চক্ষুস্থির—একি ভয়ানক ব্যাপার-যেন ক্রুদ্ধ নাগিনী গর্জন করছে এক নিস্ফল রাগে-এই সাগরের উপর দিয়ে সুপার্শ্বকে ধরে ঝুলে ঝুলে যেতে হবে!সর্বনাশের মাথায় পা! কেউ আর রাজি হয় না ভয়ে—সকলেই নেতা অঙ্গদকে জানায়,একটা উপায় বার কর কত্তা!।কথা দিয়ে আসা হয়েছে সুগ্রীবকে যে সীতার একটা খবর নিয়ে যেতে হবে— অথচ দেবতা ছাড়া কেউ এই সাগর পার করতে পারে না।
জাম্বুবান ছিলেন সবার চেয়ে বয়সে বড় ও অভিজ্ঞ মন্ত্রী।তিনি বললেন আমার মনে হয় হনুমানেরই সাগর পার হওয়া উচিত। কারন আমাদের জাতির হলেও হনুমানের জন্ম কিছু অদ্ভুত।তার বাবা ছিল কেশরী ও মা অঞ্জনা।অঞ্জনা একদিন নর্মদা নদীতে স্নান করছিল ,তখন দেব পবন এসে জোর করে অঞ্জনাকে ভোগ করে।অঞ্জনা রেগে গিয়ে পবনকে বলে আমি নীচ বানর জাতির নারী।তুমি না দেবতা? তোমার লজ্জা করে না?
পবন বলে,রাগ কইরো না নারী, তুমি দেখবে অঞ্জনা তোমার খুব বীর এক ছেলে হবে।তা্কে আমি ও সব দেবতা দেবতাদের মতই নানা সুযোগ সুবিধা দেব।হনুমানের জন্মের পরে অবশ্য তার বীরত্ব দেখে ইন্দ্র তাকে মারতে এল।ইন্দ্র তাকে ঐ শিশু অবস্থাতে পাহাড়ে ফেলে দিয়েছিল।মলয় পাহাড়ে পড়ে গিয়ে হনু ভেঙে যাওয়াতেই তার নাম হয় হনুমান।কাজেই দেবতাদের আশীর্বাদ নিয়ে হনুরই উচিত সাগর পার হওয়া,আসলে তো ও দেবতা পবনেরই ছেলে!
হনুমান মুখ গোমড়া করে বলে দেখ ,আমার জন্মের অন্য গল্পও আছে—আমার বাবা কেশরী একবার মুনিদের বাঁচিয়েছিল বলে তারা বর দিয়েছিল।আমরা নীচ জাতির লোক,সেই আমাদের পরিচয় থাক।আসলে জাম্বুবানই বা কার ছেলে বা কার ঘরে কি গল্প আমি সব জানি।হাটে হাঁড়ি আমিও ভাঙতে পারি।যাক,তোমরা যখন বলছ আমিই যাব ।
একটা উঁচু পাহাড়ের উপরে উঠে হনুমান সাগর পারের উদ্দেশে যাত্রা শুরু করল।পথে নানা বাধা বিঘ্ন পার হয়ে হনুমান পৌঁছাল লঙ্কায়।অদ্ভুত সুন্দর নগর লঙ্কা।দেবতাদের কারিগর বিশ্বকর্মা নির্মাণ করেছে ।সোনা,রূপায় মোড়ানো সব বাড়িগুলির উপরের চূড়া।নারকেল সুপারির সারি সারি গাছ ।হনুমান সারাদিন ঘুরে ঘুরে সবকিছু দেখে আর মুগ্ধ হয়,এমনটা আগে কখনও দেখেনি।এমনকি রাবনের সভাতেও পৌঁছে গেল হনুমান ছদ্মবেশে –কিন্তু সীতাকে দেখতে পেল না।
হাল ছেড়ে দেবার কথা ভাবতে ভাবতে এরপরে হঠাৎ দেখে রাবন অনেক রানীদের নিয়ে কোথায় চলেছে।মন্দোদরী থেকে সাধারণ রানীরা সকলেই রাবনের পিছে পিছে চলেছে।কারোর হাতে চন্দনের বাটি,কারো হাতে শাঁখ,কারো হাতে সুগন্ধী-কাউকে বরন করার জিনিসপত্র,অলঙ্কার।হনুমান পিছু নেয় এদের।রাবন গিয়ে ঢোকে অশোক বনে।সেখানে বড় বড় চেহারার সব দাসীরা পাহারায়।হনুমান একটা গাছের উপরে উঠে পরে ভেতরে ঢোকে।দেখা যায় অপরূপা সুন্দরী এক নারী মাঝখানে-দেখেই হনুমান চিনতে পারে –এটাই সীতা।রাবন সীতার সামনে এসে দাঁড়ায়।সীতা দুই হাতে দেহ ঢেকে জরোসরো হয়ে থাকে।
রাবন সীতার আমনে দাঁড়িয়ে বলে লঙ্কার বহুমূল্য অলঙ্কার এনেছি,বরনের যাবতীয় উপকরণ।সীতা ,অভিমান কোরো না।এই সাগরপারে কেউ নেই।আমার সমস্ত রানী হবে তোমার দাসী শুধু যদি তুমি অনুমতি কর—আজ পর্যন্ত আমি কখনও কারো সামনে মাথা নিচু করিনি কিন্তু তোমার রূপে আমি মুগ্ধ-আমি জানি তুমি শক্তিতে ,বিদ্যায় অনন্যা--
সীতা রাগে ঝলসে ওঠে—লজ্জা করে না,চোর।কেন চুরি করে আনলে আমাকে?কেন সত্য বললে না? কেন আমার স্বামীর সামনে দিয়ে আনবার সাহস হল না তোমার?
রাবন মাথা নিচু করে—অস্ফুটে জানায়,আমি যুদ্ধ চাইনি-সুর্পনখার অপমানের বদলা চেয়েছিলাম।তোমার প্রতি লোভ আমার ছিল না কিন্তু আজ...
মন্দোদরী রাবণকে সামলায়—ছিঃ রাজা,চারিদিকে দাসীরা রয়েছে,তুমি রাবন! ত্রিভূবন বিজয়ী! এভাবে ভিক্ষা চাওয়া তোমাকে মানায়?
রাবন দাসীদের গোপনে ডেকে বলে ,সীতার সঙ্গে সকলে ভালো ব্যবহার করবে আর...একটু বোঝাবে,সে যেন রামকে ভুলে যায়...
রাজার কথা শোনার জন্য সব দাসী হামলে পড়ে সীতাকে বোঝাতে থাকে—রাবন কত ভালো,কত বীর,আরও কত কথা।সীতা কারো কথার উত্তর দেয় না।সুর্পনখা মাঝে মাঝেই আক্রমনের চেষ্টা করে—সাহস পায় না।একসময় সবাই চলে গেলে হনুমান না্মে গাছ থেকে।প্রথমে সীতা তাকে বিশ্বাস করতে পারে না।বলে –রাবনের নতুন বুদ্ধি বুঝি? হনুমান তখন রামের সব কথা সীতাকে জানায়--এখন রাম কিষ্কিন্ধ্যায় আছে।বানর জাতির সঙ্গে তার চুক্তি হয়েছে।আমরা একটা দল খবর নিতে নিতে দক্ষিন সাগরে এসে পৌঁছেছি।আমি সাগর পার হয়ে এলাম আপনার কাছে-রাম এই আংটি দিয়ে দিয়েছেন—
সীতা রামের অলঙ্কার দেখেই চিনতে পারল।কেউ দেখে ফেলবার আগেই তিনি পরে নিতে যান কিন্তু এত রোগা হয়েছেন সীতা যে অঙ্গুরী হাতের বালা হয়ে গেল।
সীতা বলেন,হনু,বিভীষণ রাবনের ভাই-সে রাবনকে অনেক বোঝায়-তার স্ত্রী সরমাও খুব ভালো।কিন্তু রাবন বোঝে না।তোমাদের রাজা সুগ্রীবকে বোলো,রামকেও বোলো যেভাবে হোক, আমাকে এখান থেকে নিয়ে যেতে-আমি যদি মরে যাই ,রামকে বোলো,নারী হত্যার পাপ হবে তার
সীতার এই কষ্ট দেখে হনুমানের চোখে জল আসে। হনুমান বলে মা,তোমার কিছু চিহ্ন দিয়ে দাও,রামকে দেখাব।সীতা তখন মাথা থেকে মনি খুলে হনুমানের হাতে দেন।হনুমান বলে,আমরা কিষ্কিন্ধ্যার সব সেনারা আসব তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে—চিন্তা কোরো না মা।
হনুমানকে বিদায় দেবার আগে সীতা হনুমানকে তার কাছ থেকে পাঁচটি আম দিয়ে দেন পথে খিদে লাগলে খাবার জন্য।তখন এদেশে আম কেউ দেখেনি যাতে সবাই পায় তাই সীতা আমগুলি কিভাবে ভাগ হব তাও বলে দেয় ।রামকে একটা আম দিতে হবে ,লক্ষ্মণকে একটা,সব ্সেনাদের ভাগ করে দিতে হবে দুটি আম ,আর একটি রাজা সুগ্রীব ও হনুমানের।
হনুমান বলে মা,আমি অনেক খাই,অর্দ্ধেক আম দিয়ে কি করব? এক ক্কাজ কর,তুমি পিঠে বসো,আমি তোমাকে নিয়ে যাই রামের কাছে--
সীতা জানায়,বিভীষণ,অরবিন্দ সকলে রাবনের সঙ্গে কথা বলছে,যুদ্ধ না করলে রাবন আমাকে ছাড়বে না।আর দেখ একবার রাবন হরণ করছে,আবার তুমি নিয়ে যাবে হরণ করে,য়ামি কি একটা বস্তু? এভাবে আমি যাব না রামকে বোলো,যদি সে পারে ,যেন উদ্ধার করে তার স্ত্রীকে—ততদিন এই বনে আমি থাকব একা---
মনে মনে হনুমানের কিছু অবাকও লাগে—চাইলে সীতা পালাতে পারত,কিন্তু...সেও কি থাকত চায় রাবনের এই দেশে? ঝগড়ায়,অভিমানে সান্নিধ্য চায় রাবণের? রাম তাকে সামান্য সুরক্ষা দিতে পারেনি,রাবণ এনেছে বাহুবলে হরণ করে,এ কথা বলার নয়।রমনীর মন!
হনুমান সীতার কাছে বিদায় নিয়ে নগরের এক প্রান্তে বসল।খুব খিদে পেয়েছে,একটা আম সে নিয়ে খেয়ে ফেলল,খেয়ে ভাবছে এমন অমৃতের মত ফল কোথায় পাওয়া যায়!লঙ্কার আমের বনে গিয় হনুমান দেখে কত আম ফলে আছে!সাজানো রাজবাগানে ঢুকে হনুমান যত ইচ্ছা আম তোলে আর খায়—প্রহরীরা বাধা দিতে এসে হয়রান হয়ে যায়—রাবন খবর পেয়ে জাম্বুবালি নামে এক মহাবীরকে পাঠান হনুমানক ধরার জন্য।জাম্বুবালি এসে হনুমানকে ধরার অনেক চেষ্টা করে,লড়াই হয় খুব কিন্তু ধরতে পারে না।এরপরে লঙ্কার সাত বিখ্যাত বীর সেনাপতিরা আসে,পারে না-রাবণের ছেলে অক্ষ হনুমানের সঙ্গে লড়াই করতে দিয়ে মারা যায়-তখন মেঘনাদ এসে নাগপাশ নামে বাণ মেরে বেঁধে ফেলে হনুমানকে।বাঁধা অবস্থায় হুকুম হয় বিচারের জন্য তাকে রাবণের সভায় নিয়ে যাবার—
হনুমানের শক্তি ছিল অনেক-খুব দুষ্ট বুদ্ধি।সে মাটি কামড়ে পড়ে থাকে।কেউ তাকে টেনে নিয়ে যেত পারে না-হনু আবদার করে ,আমাকে তোমরা মাথায় করে নিয়ে গেলে আমি যাইতে পারি।
সেনারা আর কি করে তাকে মাথায় তুলেছে-আর অমনি বৃষ্টির ধারার মত হনু তাদের গায়েই...
নানান দুষ্টুমির কথা শুনে রাবন রেগে টং—তার রাজ্যে এমন কেউ করে না।তার শখের বাগান এমন করে কেউ ভাঙেনি।হনুমানকে পরিচয় জানতে চাইল রাবন।হনুমান রাবনের দিকে পিছন ঘুরে বসে বলে তোমাকে যে বালি চার সাগরে চুবিয়েছিল আমি তার দেশের লোক,এসেছি রামের পক্ষ থেকে সীতাকে দেখতে।
দূত অবধ্য,দূতকে মারা যায় না-তাড়াতাড়ি দেশ থেকে বার করে দেওয়ার কৌশল করতে রাবনও আনাল অনেকনেক কাপড়,তেল।লম্বা করে সেই কাপড়ের পিছনে আগুন লাগানো হবে-দেশের বাইরে গিয়ে সাগরে সেই লেজ ডুবিয়ে তারপর যেন হনুমান পালায়-এই হুকুম হল-
আগুন লাগানোর সঙ্গে সঙ্গে হনুমান না পালিয়ে ঘুরে বেরাতে লাগল সমস্ত লঙ্কায়-যেখানে যায় ,আগুনে তার পিছনের এলাকা পুড়ে যায়-সারা শহর জ্বালিয়ে দিয়ে তারপরে হনু সাগরতীর আসে-আবার সাগর পার হতে হবে—রামকে গিয়ে জানাতে হবে সব খবর--
০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২৮
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী--খুলে দেখলে কোনও কেউটে বেরবে কি না চিন্তায় আছি!! এই অংশটা অন্যভাবেই এসে গেছে--
২| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১২
ব্যতীপাত বলেছেন: ছোটবেলায় রামায়ন পড়া ছিল না বলে আক্ষোপ ছিল ।মাইকেল পড়তে গিয়ে রামায়ন এর বিক্ষিপ্ত অংশ পড়ি । নজরুল পড়তে গিয়েও রামায়ন মহাভারতের এত রেফারেন্স পেতাম যে বুঝতে অসুবিধা হত ।ততদিনে অবশ্য কাহিনীটা জানা হয়ে গিয়েছে ।তবে সম্পূর্ণ পড়ি রাজশেখরের অনুবাদে ।তবে সেটা ঠিক শিশুপাঠ্য ছি না । আপনার লেখা টা পড়ে বেশ লাগলো । আপনি কি রামায়ন পুরোটা লিখছেন । ভালো লাগলো -সম্পূরণ করে প্রকাশ করুন । এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেক মানুষের পড়া উচিৎ-ক্লাসিক সাহিত্য হিসেবে -যেমন ইউরোপের ইলিয়াড ,তেমনি ভারতবর্ষের রামায়ন মহাভারত।মুজতবা আলী বলেছিলেন 'শহর-ইয়ার' উপন্যাসে-বাঙালী মুসলমানের ভালো সাহিত্যিক হতে হলেও এই ক্লাসিক সবার অবশ্য পাঠ্য ।
০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০০
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: আমি কৃত্তিবাস রচিত বাংলা রামায়ণটিকে পদ্য থেকে গদ্য করছি।আরও তিনটি কান্ড বাকি আছে--যেমন মানে বুঝেছি,তেমনই লিখেছি তবে এই অংশ থেকে একটু মন্তব্য করছি,কারণ সীতার মন অনেকাংশই অপঠিত এই পুরুষ কবিদের হাতে বলে মনে হয়েছে কোথাও কোথাও
৩| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২১
এই আমি রবীন বলেছেন: প্রিয়তে রাখলাম, সময় করে পড়ব।
০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০০
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ! পারলে জানাবেন--
৪| ০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪
আবু সালেহ বলেছেন: প্রথম ভালো লাগা ...........
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ! আপনার কি ভালোলাগছে?
৫| ০১ লা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক সাবলীল । আগের পর্বটাও পড়ছিলাম বাট কমেন্ট করা হয় নাই ।আজকাল যেন কি হইছে কমেন্ট করতে ইচ্ছে করে না । আর কমেন্ট করলেও ভালো লাগলো টাইপ ফাঁকিবাজি টাইপ কমেন্ট করতাসি !
শুভকামনা রইল কবি ।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৮:২১
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: কবি কই?এটা তো গদ্য! অনেক ধন্যবাদ সরকারদা!
৬| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আস্ত কাব্য অনুবাদ করে ফেলছেন আর বলছেন কবি কই
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৯
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: কাব্যের পিণ্ডি চটকিয়ে দিচ্ছি বলুন?
৭| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৮
অরুদ্ধ সকাল বলেছেন:
বাহ!
অনেক পুরোনা কথার ভীড় করছে তো
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৯
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: বললেন না কেন? কি কথা?
৮| ০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪১
অদৃশ্য বলেছেন:
আমাদের এলাকায় বছরের কোন একটা সময়ে পুজাঁর সাথে একটা মজার প্রোগ্রাম হতো...... সেখানে রাম_লক্ষন_সীতা_হনুমান_ আরও অনেকর অংশগ্রহোনে ... বেশ মজা পেতাম
হনুমানের ভয়ে হুলস্থুল অবস্থা সবার.. ওটা তার লেজ দিয়ে সবাইকে মারতো...
এখন সেই প্রোগ্রামটা আর হয় না...
জানা হলো আরও কিছু.... শুভকামনা...
২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৫
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ০২ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯
নীলঞ্জন বলেছেন: অনেক ভালো লাগা রইল জয়তি।
++++++++++
শুভ কামনা একরাশ।
২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৬
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৪
রাতুল_শাহ বলেছেন: এই অংশটা স্কুলে বন্ধুর মুখে শুনেছিলাম। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৭
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: লিখছি আপনারই জন্য। ধন্যবাদ।
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৫
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগে তব রামায়ণের কাহিনী
যা পড়ে ভুলে যায় সব দুঃখ আর গ্লানি।
খুব প্রাঞ্জল আপনার মুখের প্রতিটি কথা:
তাইতো সর্বদা পড়ি আপনার লেখা
তাইতো সর্বদা দেয় আমি দেখা,
সর্বদা পাশে থাকব যতই থাকুক ব্যথা।।।
পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম আপু।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৮
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হারাইলেন কই? ব্লগে দেখি না কেন? আর ব্লগে পোষ্ট দিচ্ছেন না কেন?
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ভাবতে আসিলাম!এবার দিব!
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২২
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল। লিখে যান।