নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃত্তের ভিতরে বন্দী আমি ....!

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

জেরী

"কাউকে ব্লক করা হবেনা। যার ভালো লাগে মন্তব্য করবেন.....না লাগলে নিদেনপক্ষে মাইনাস দিয়ে চলে যাবেন"

জেরী › বিস্তারিত পোস্টঃ

বড় ভালোবাসি..... ♥ ♥

১৭ ই মে, ২০১১ রাত ৯:২৩

♥ ♥ ♥ ♥ ♥

♥ ♥ ♥ ♥

♥ ♥ ♥

♥ ♥





♥ ♥

♥ ♥ ♥

♥ ♥ ♥♥

♥ ♥ ♥ ♥♥

বড় ভালোবাসি....অনেক ভালোবাসি...এত্তো ভালোবাসি....এই লুতুপুতু আর লরে-লাপ্পা কথাটা বলার জন্য তরমুজ ছাড়া আমার মাথায় আর মনে আপাতত আর কিছু নাই। কোন খাবার থেকে শুরু করে জিনিসের প্রতি ও দীর্ঘস্হায়ী আসক্তি নিজের মধ্যে কাজ করেনা। কিন্তু বিগত কয়েক বছর যাবত গরমেরদিনে তরমুজের কথা ভেবে বড়ই ফুরফুরা মুডে থাকি। দেখা গেল ভাতের মতন তরমুজ খাই। কয়েকদিন আগে মেডিনোভা থেকে মাকে নিয়ে বাসায় ফেরার সময় সিএনজি পাইনা বলে রিক্সা করে অসুস্হ মাকে নিয়ে ফিরছি । রাস্তায় একদম লাল টকটকে কাটা তরমুজ দেখে নিতে চাইলাম পরে মা ঝাড়ি দিয়ে বলে তারে রিক্সা থেকে নামিয়ে দিয়ে ১০-১২টা তরমুজ বাসায় নিতে যেতে আর সে নাকি হেঁটে হেঁটে বাসায় ফিরবে :( আবার সেদিন কাওরানবাজার গেলাম ব্যাংকের কাজে,ফেরার পথে এক প্রাইভেটমেটের সাথে দেখা.... দেখা না হলেও ফোনে যোগাযোগ হয় মাঝে মাঝে। দেখা হবার পর সে খুবই আহলাদ করে বলে চলো হাঁটতে হাঁটতে ফার্মগেট যাই পরে তুমি রিক্সা নিও আর সে বাসে করে চলে যাবে। গল্প করছি আর হাটছি রাস্তায় তরমুজ থেকে দামদর করছি দেখে সে কেমন জানি গাইগুই করে বলে রিক্সা পাওনা তরমুজ নিবা ক্যামনে। তারে আশ্বাস দিলাম এটা বলে যে এতদিন পরে ফ্রেন্ডের সাথে দেখা তো ফ্রেন্ডরে খুশী করার জন্য তরমুজটা কি কোলে করে নিতে পারবানা B-) দেখলাম তার মুখ হাড়িরতলার মতন কালো হয়ে গেছে আর একটু পরে খালি বাস পেয়ে বিজি বলে বাসের জন্য দৌড় দিলো। সেদিন তরমুজ খাইতে না পেরে মনের দুঃখে ফ্রেন্ডরে হুমকি দিছি যাতে আমার সামনে কয়দিন না আসে,তাইলে তার মাথায় তরমুজ ভেংগে সেই তরমুজ খাবো।মিনমিনে গলায় বলে রাস্তা দিয়া কোলে করে তরমুজ নিয়া হাঁটবো তার কি প্রেস্টিজ নাই নাকিX(



যাইহোক এত কচকচ করলাম অথচ তরমুজপ্রীতি কিভাবে শুরু হলো সেই কাহিনী বলিনাই। আগে অনেক অসুস্হ থাকতাম.....একবার এমন অসুস্হের সময় খালি ফ্যাঁচফ্যাঁচ করে কান্দি,কিচ্ছু খেতে ও পারতাম না বলে স্যালাইন দিয়ে রাখলো। কেউ দেখতে এসে কি খেতে মন চায় জানতে চাইলে আস্তে করে বলি তরমুজ খাবো....অথচ সেই সিজনে তরমুজ পাওয়া যায়না। আর মা-র ধারণা হলো অসুখে আমার মাথা খারাপ হয়ে গেছে কারণ আমি এর আগে তরমুজ পছন্দ করতাম না। প্রাণসখী কণা আশ্বাস দিলো যেভাবেই হোক সে আমারে তরমুজ খাওয়াবেই । পরে সুস্হ হবার পর কণার সাথে সে কি ঝগড়া সে আমারে কেন তরমুজ খাওয়াইলোনা...যদি সেই অসুখে আমি মরে যেতাম তাইলে কি হত:Dসেই সময় আমার মা নিচে ময়লা ফেলতে গেছে আর সে নাকি ময়লা ফেলার জায়গায় একপিস তরমুজ দেখে মনে হয়েছে সেই ময়লা তরমুজ তুলে এনে আমাকে খেতে দেয় আর তার মেয়ের শখ পূরণ করে। মায়ের কথা শুনে চোখে পানি এসে গেল আর তারে বুঝালাম সে অন্যকিছু দেখে তরমুজ মনে করেছে। কারণ সে সিজনে তরমুজ পাওয়া যায়না বলেই জানি...!



গরমের সিজনে সবাই বেশী বেশী করে তরমুজ খান....হ্যাপী তরমুজ সিজন !:#P !:#P !:#P



মন্তব্য ১১৫ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১১ রাত ৯:২৬

জেরী বলেছেন:
একটি ভুল পাওয়া গেছে
b�:xLZ, GB �ew�U GxWU Kkwk AxcKwk Awedwk �dB � .....সামু পোস্ট পাবলিশ করলে এটা কিসের মেসেজ দেয় X( X(

২০ শে মে, ২০১১ সকাল ১১:১১

জেরী বলেছেন: সামুতে ইমেজ ও আপলোড হইতে ম্যালা টাইম নেয় ক্যান ...ধুররর
X(

২| ১৭ ই মে, ২০১১ রাত ৯:২৭

নাজনীন১ বলেছেন: তরমুজ আমারো পছন্দ ছোটবেলা থেকেই, তবে বড়বেলায় দই সাথে দিয়ে লাচ্ছি বানিয়ে খেয়ে দেখলাম আরো মজা লাগে। :)

১৭ ই মে, ২০১১ রাত ৯:২৮

জেরী বলেছেন: তরমুজের জুস আমার কেন জানি ভালো লাগে না। মাঝারি সাইজের তরমুজরে ৪ টুকরা করে ফ্রিজে রেখে আধঘন্টা পরে বের করে গপাগপ খাইতে বেশী ভালো লাগে

৩| ১৭ ই মে, ২০১১ রাত ৯:৩১

মাহবু১৫৪ বলেছেন: :) :) :) :)


কেমন আছেন?? দিনকাল কেমন যাচ্ছে??

১৭ ই মে, ২০১১ রাত ৯:৩৫

জেরী বলেছেন: বেশীভালা না...কেন ভালা না তাও জানিনা

৪| ১৭ ই মে, ২০১১ রাত ৯:৩৫

জোকার৬৬৬ বলেছেন: বিচিগুলান বড়ই ত্যাক্ত করে। :(

১৭ ই মে, ২০১১ রাত ৯:৩৮

জেরী বলেছেন: একপিচ্চিরে দেখলাম তরমুজের বিচিরে পোকা বলে আর খেতে চায় না

৫| ১৭ ই মে, ২০১১ রাত ৯:৩৮

কালাম আজাদ বেগ বলেছেন: তরমুজ আপা!!

১৭ ই মে, ২০১১ রাত ৯:৪৩

জেরী বলেছেন: আই লাভ তরমুজ♥ ♥ ♥

৬| ১৭ ই মে, ২০১১ রাত ৯:৪৩

প্রজন্ম৮৬ বলেছেন: তরমুজের বিচিটা না থাকলে কি এমন ক্ষতি হতো ? :(

১৭ ই মে, ২০১১ রাত ৯:৪৬

জেরী বলেছেন: এইটার তো কোন সমাধান নাই :|

৭| ১৭ ই মে, ২০১১ রাত ৯:৫৯

অগ্নির বলেছেন: পোস্ট পইড়া আমার এখন তরমুজ খাইতে মন চাইছে :|

২০ শে মে, ২০১১ সকাল ১১:১৩

জেরী বলেছেন: অফিস থেকে ফেরার সময় কিনে নিয়ে যাও তরমুজ...এরপর খাও:)

৮| ১৭ ই মে, ২০১১ রাত ৯:৫৯

বড় বিলাই বলেছেন: অন্তু আর আপনাকে একসাথে বসিয়ে তরমুজ খাওয়ার প্রতিযোগিতা করতে হবে। এই যে দেখেন অন্তু কেমনে তরমুজ খায়।

১৯ শে মে, ২০১১ রাত ৮:৩৯

জেরী বলেছেন: হুমমমমম.....তরমুজ খাওয়ার প্রতিযোগিতায় অন্তুমিয়ারে তো আমি হারাবোই !:#P

৯| ১৭ ই মে, ২০১১ রাত ১০:০০

সাইফুর রহমান(সাইফ) বলেছেন: ঠিক যে মুহুর্তে তরমুজ টা খেয়ে শেষ করলাম ঠিক সেই মুহুর্তে এই পোস্ট টা চোখে পড়লো। তাই লগিন করে মন্তব্য না করে পারলাম না। ;) তরমুজ কাটার পর উপরের অংশ টা বেশি মিস্টি লাগে। আমি ঐ টুকু খেয়ে বাকি টুকু ফেলে দিয়েছি। :-* বিচি নিয়ে কোন কম্পলেইন নেই।

১৯ শে মে, ২০১১ রাত ৮:৪০

জেরী বলেছেন: আমারো....মনের সুখে তরমুজের সাথে ফ্রি তরমুজের বিচি ও খেয়ে ফেলি :)

১০| ১৭ ই মে, ২০১১ রাত ১০:০৭

আলিম আল রাজি বলেছেন: আমি নাকি ছোট থাকতে তরমুজকে বলতাম তোর মুজা।

১৯ শে মে, ২০১১ রাত ৮:৪২

জেরী বলেছেন: খিক....খিক মজার তো:P

অনেক বাচ্চারা তরমুজরে দরমুজ বলে থাকে

১১| ১৭ ই মে, ২০১১ রাত ১০:১১

সায়েম মুন বলেছেন: আপনার ফ্রেন্ডুর কি প্রেষ্টিজ নাই। তরমুজ বাহক বানাইতে চান :P

এই সিজনে মেলা খাইছি। আরও খাবো--যতদিন ষ্টক আছে :-B

১৯ শে মে, ২০১১ রাত ৮:৪৩

জেরী বলেছেন: ফ্রেন্ডের প্রেস্টিজের চৌদ্দ গোষ্ঠীরে কিলাই....সেইদিন তরমুজের শোকে সারাদিন ট্যাংক খাইছি:(

১২| ১৭ ই মে, ২০১১ রাত ১০:৩৭

ত্রিনিত্রি বলেছেন: তরমুজ খাবো! :( :( :( বাসায় যা ছিলো এসে দেখি বোন খেয়ে ফেলসে। :(( :((

১৯ শে মে, ২০১১ রাত ৮:৪৬

জেরী বলেছেন: আহারে আপুটা :(

২০ শে মে, ২০১১ সকাল ১১:১২

জেরী বলেছেন: নেন আপু তরমুজ আর তরমুজের জুস .....



১৩| ১৭ ই মে, ২০১১ রাত ১১:২১

প্রিয়ন্তি বলেছেন: =p~ =p~ =p~ =p~ হ্যাপি তরমুজ সিজন তরমুজ আপা .....

২০ শে মে, ২০১১ সকাল ১০:৫৫

জেরী বলেছেন: হ্যাপী তরমুজ সিজন টু ইউ :)

১৪| ১৭ ই মে, ২০১১ রাত ১১:২৪

সরলতা বলেছেন: আমি আজকে খাইসি। তরমুজের দাম কিছুটা কমানো দরকার। :( :( /:)

২০ শে মে, ২০১১ সকাল ১০:৫৮

জেরী বলেছেন: দাম বেশী হলে ও আমি তো তরমুজ খাবোই আপু :)

১৫| ১৭ ই মে, ২০১১ রাত ১১:২৫

প্রিয়ন্তি বলেছেন: =p~ =p~ =p~ =p~ হ্যাপি তরমুজ সিজন তরমুজ আপা .....

২০ শে মে, ২০১১ সকাল ১০:৫৯

জেরী বলেছেন: :):):)

১৬| ১৭ ই মে, ২০১১ রাত ১১:২৫

প্রিয়ন্তি বলেছেন: =p~ =p~ =p~ =p~ হ্যাপি তরমুজ সিজন তরমুজ আপা .....

২০ শে মে, ২০১১ সকাল ১১:০০

জেরী বলেছেন: :D :D :D

১৭| ১৮ ই মে, ২০১১ ভোর ৪:৪৮

রাষ্ট্রপ্রধান বলেছেন: =p~ =p~ =p~ =p~

২০ শে মে, ২০১১ সকাল ১১:০০

জেরী বলেছেন: :):):)

১৮| ১৯ শে মে, ২০১১ রাত ৮:৪৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
তরমুজ আমারও পছন্দ :) কিন্তু তরমুজের বিচিগুলো বড় ত্যাক্ত করে :(

২০ শে মে, ২০১১ সকাল ১১:০৪

জেরী বলেছেন: হ্যাপী তরমুজ সিজন !:#P

১৯| ২০ শে মে, ২০১১ দুপুর ১:০৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তরমুজ আমার মেলা লাইক B-)) B-))

২৬ শে মে, ২০১১ রাত ১১:৫৭

জেরী বলেছেন: হুমমমম....আমারো তরমুজ প্রিয় :)

২০| ২০ শে মে, ২০১১ দুপুর ১:২১

খুশবু বলেছেন: সব তরমুজ মিষ্টি হয়না । এজন্য ভালো লাগে না ।আজ আবার সাধ জাগলো

২৯ শে মে, ২০১১ সকাল ১১:০৭

জেরী বলেছেন: হ্যা....কয়েকদিন আগে বাসায় তরমুজ আনার পর দেখি লাল কালারের বদলে হালকা গোলাপী কালারের। খালি ১৫০টাকা জলে ফেলতে চাইলাম না বলে কত কষ্ট করে যে সে তরমুজ খাইলাম :((

২১| ২০ শে মে, ২০১১ দুপুর ১:৩৬

আকাশগঙ্গা বলেছেন: হলে থাকি।

এই বছর পলাশী বাজারের নয়টা বিগ সাইজের তরমুজ আমার একা আমার পেটে স্থান নিয়ে ধন্য হয়েছে।

ভেবে দেখুন আমি কি পরিমান খাই তরমুজ।

আমার মনে হয় আমার চেয়ে বেশি তরমুজ খুব কম মানুষই খায়।

২৯ শে মে, ২০১১ সকাল ১১:০৯

জেরী বলেছেন: গরমের সিজনে এই এক তরমুজই শান্তি মতন খাওয়া যায়।অন্য সব ফল যেমন: কাঁঠাল,আমি কিংবা লিচু খাইলে কেমন জানি হাঁসফাঁস লাগে

২২| ২২ শে মে, ২০১১ দুপুর ২:০২

রেজোওয়ানা বলেছেন: এখন তো বাজারে তিন কালারের তরমুজ পাওয়া যাচ্ছে, গাঢ় কালচে সবুজ, হালকা সাদাটে সবুজ, আর সাদা ও কালচে সবুজের টাইডাই, আপনি কোন টা কিনেছিলেন?

গাঢ় কালচে সবুজটা মিষ্টি বেশি।

২৯ শে মে, ২০১১ সকাল ১১:১১

জেরী বলেছেন: আরেরেরে রেজুয়ানা আপু তো দেখি তরমুজ বিশারদ হয়ে গেছে :):):)

গাঢ় কালচে সবুজ তরমুজ খাওয়া হয় নাই এখনো :(

২৩| ২২ শে মে, ২০১১ বিকাল ৪:০১

সুরঞ্জনা বলেছেন: তোমার মত ফিদা না হলেও তরমুজ ভালোবাসি। তবে তরমুজের জুস করে খেতেই বেশী পছন্দ।

তুমি আমি যদি পুরো গরম কালটা না হোক, অন্তত পক্ষে ১ মাস শুধু তরমুজ খেয়ে থাকতে পারতাম তবে হাতী থেকে মশা হয়ে যেতাম। :) আমি তো পারবোনা। তুমি ট্রাই করে দেখতে পারো।
প্রথমে সপ্তাহে ২ দিন করে খেয়ে দেখো। সত্যি বলছি।

২৯ শে মে, ২০১১ সকাল ১১:১৪

জেরী বলেছেন: আচ্ছা ট্রাই করবো। তবে আফা তরমুজ খাইয়া যদি শীতের সিজন আসার আগে আমি হাতি থেকে মশা হইবার না পারি তাইলে সিউর আপনারে আমি তরমুজ নিয়া দৌড়ানি দিবো

২৪| ২২ শে মে, ২০১১ রাত ৮:৫৯

একুয়া রেজিয়া বলেছেন: হা হা হা =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে মে, ২০১১ সকাল ১১:১৪

জেরী বলেছেন: :):):)

২৫| ২৪ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:২৪

জারনো বলেছেন: আপনারা মনে হয় তরমুজের মূল্য নিয়ে ভাবছেন না ! এই এত্তটুকুন একটা তরুমুজের দাম হাকে ১৮০ টাকা। প্রতিদিন চলতি পথে করুন দৃষ্টিতে তাকাই তরমুজের দিকে আর রক্ত চক্ষু করি তার মালিকের প্রতি। মেজাজ খুব খারাপ হয়ে যায় এর অযৌক্তিক মূল্য চাওয়াতে।

২৯ শে মে, ২০১১ সকাল ১১:১৬

জেরী বলেছেন: হ্যা.....কয়দিনে দাম ভালোই বেড়ে গেছে তরমুজের :(


২৬| ২৬ শে মে, ২০১১ রাত ১০:০১

কাব্য বলেছেন: অহন কতো কইরা কেজী?

২৯ শে মে, ২০১১ সকাল ১১:১৭

জেরী বলেছেন: ছোট সাইজের তরমুজ নাকি ১৫০-১৮০ নীচে পাওয়াই যায় না :(

২৭| ২৭ শে মে, ২০১১ দুপুর ২:১৩

কি নাম দিব বলেছেন: তরমুজ আপু :P

২৯ শে মে, ২০১১ সকাল ১১:১৯

জেরী বলেছেন: খিক খিক =p~


কিনাদিরে তরমুজীয় শুভেচ্ছা দিলাম

২৮| ২৭ শে মে, ২০১১ দুপুর ২:১৬

শায়েরী বলেছেন: Hahaha voyaboho tormuj priti didi

২৯ শে মে, ২০১১ সকাল ১১:২১

জেরী বলেছেন: হু.....এইবার এত তরমুজ খাচ্ছি যে গতকালকে তরমুজ খাবার পর থেকে পেট ব্যথা । ব্যথা কমলে আবার খাই। মাঝে ফ্রিজ থেকে বের ঠান্ডা তরমুজ সাথে সাথে খেতাম বলে খাবার পর দেখি ঠান্ডা লেগে নাক দিয়ে পানি পড়ছে :(

২৯| ২৮ শে মে, ২০১১ রাত ১২:০৯

তারার হাসি বলেছেন:
হ্যাপী তরমুজ সিজন :)

২৯ শে মে, ২০১১ সকাল ১১:২৩

জেরী বলেছেন: হ্যাপী তরমুজ সিজন টু ইউ আপু :)

৩০| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৫৪

চাচামিঞা বলেছেন: তরমুজ আমারও খুব প্রিয় ছিলো। ছোটবেলায় ১ বসাতে অনেকটা তরমুজ খেতে পারতাম.....রাতের বেলা ঘুমানোর সময় আফ্টারইফেক্ট খুবই নিন্দনীয় ছিলো......

২৯ শে মে, ২০১১ সকাল ১১:২৫

জেরী বলেছেন: এখন প্রিয় না বুঝি :(

"রাতের বেলা ঘুমানোর সময় আফ্টারইফেক্ট খুবই নিন্দনীয় ছিলো"......আফ্টারইফেক্ট সেটা আবার কি ?

৩১| ২৯ শে মে, ২০১১ সকাল ১১:১৭

নীল কষ্ট বলেছেন: এমন তরমুজ প্রীতি প্রথম দেখলাম

২৯ শে মে, ২০১১ সকাল ১১:২৬

জেরী বলেছেন: আমি নিজেও জানি না কেন এত তরমুজ পছন্দ করি....তবে পছন্দ করি বলেই খাই ড়টা ভালো করেই জানি :)

৩২| ২৯ শে মে, ২০১১ সকাল ১১:২১

লেখোয়াড় বলেছেন: গরমে তরমুজ ভালই লাগে। আর তরমুজের জুস হলে কথাই নেই।

২৯ শে মে, ২০১১ সকাল ১১:২৮

জেরী বলেছেন: হু.....তবে জুসের চেয়ে এমনি তরমুজই খেতে ভালো লাগে আমার

৩৩| ০২ রা জুন, ২০১১ রাত ১:০৬

অজানা এক পথিক বলেছেন: ঠান্ডা তরমুজ জুস করে খেতে ভাল লাগে। বিচির কারনে এমনি খাই না

১১ ই জুন, ২০১১ রাত ১:১৪

জেরী বলেছেন: আমার তরমুজের জুস ভালো লাগে না :(

৩৪| ০২ রা জুন, ২০১১ দুপুর ১:৫০

গোয়েবলস বলেছেন: kuukkkkkk

১১ ই জুন, ২০১১ রাত ১:১৬

জেরী বলেছেন: পুরানোদের ব্লগে দেখলে ভালোই লাগে বইন :)

৩৫| ০২ রা জুন, ২০১১ বিকাল ৪:১৭

বৃষ্টিধারা বলেছেন: নতুন পোষ্ট দিবা না ???

১১ ই জুন, ২০১১ রাত ১:১৯

জেরী বলেছেন: লিখতে কাহিল লাগে...।তবে হুট করেই দিব নিশ্চয় একদিন

৩৬| ০২ রা জুন, ২০১১ রাত ১০:০৪

ইষ্টিকুটুম বলেছেন: তরমুজ আমারও খুব প্রিয়। খুব খুব খুউব প্রিয়। কাঁটা চামচ দিয়ে খাওয়ার মত মোটামুটি বড় সাইজের টুকরা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে যে মজা তার তুলনাই হয় না। বিচি থাকলেও কোন সমস্যা হয়না, তবে, বিচি যে অংশে থাকে তার একেবারে আগার দিকের টুকরোগুলিই আমি উদরস্থ করে নেই আগেভাগে। ;) B-) B-)

কয়েকদিন ধরে তরমুজ খাইতে জান চলে যাচ্ছে। আনতেছেনা। :(( :((

১১ ই জুন, ২০১১ রাত ১:২১

জেরী বলেছেন: আমার এই সপ্তাহে একটাও তরমুজ খাওয়া হয় নাইক্যা :((

৩৭| ০৩ রা জুন, ২০১১ রাত ৩:১৬

শাহানা বলেছেন: বাপরে এমন তরমুজ প্রীতি!

১১ ই জুন, ২০১১ রাত ১:২৪

জেরী বলেছেন: হুট করেই এমন তরমুজপ্রীতি শুরু হয়েছে,আগে ততটা ভালো ও লাগত না

৩৮| ০৪ ঠা জুন, ২০১১ দুপুর ২:৩৬

নাআমি বলেছেন: হাহাহহা, জেরী, দারুন পোস্ট !!

তরমুজ আমারো খুব পছন্দ !

ছবিগুলি দারুন, কঐ যে পাও তুমি এত মজার মজার ছবি !!

কনার সাথে তরমুজ নিয়ে ঝগরাটা দারুন !! :)

১১ ই জুন, ২০১১ রাত ১:৩৮

জেরী বলেছেন: কণা হলো আমার দুশমনরুপী দোস্ত। পরে ওরে নিয়া কোন সময় পোস্ট লিখার ইচ্ছা আছে

৩৯| ০৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৫৬

নীল-দর্পণ বলেছেন: ফ্রিজে রাখলে খুব একটা খআরাপ লাগেনা তবে তরমুজের বিচি দাঁতের নিচে পড়লে বিরক্ত লাগে, তাই তেমন খাইনা

১১ ই জুন, ২০১১ রাত ১:৩৬

জেরী বলেছেন: আই লাভ তরমুজ ♥ ♥ ♥

৪০| ০৬ ই জুন, ২০১১ বিকাল ৫:০৪

দূর্ভাষী বলেছেন: আপনার বাসায় তরমুজ খাইতে আসছি আজ সন্ধ্যায়; অবশ্য আসার সময় মাঝারি সাইজের চারটা তরমুজ সাথে নিয়েই আসব।

১১ ই জুন, ২০১১ রাত ১:৩৪

জেরী বলেছেন: আচ্ছা.....ম্যালাদিন বাদে ব্লগে দেখলাম :)

৪১| ০৭ ই জুন, ২০১১ রাত ৮:০৯

আউলা বলেছেন: তরমুজ নিয়ে এত আদিখ্যেতা না করলেও পারতেন!

১১ ই জুন, ২০১১ রাত ১:৩২

জেরী বলেছেন: খালি আপনিই বুঝলেন আমি যে আদিখেত্যাপনা করতাছি....পায়ে পা দিয়া ঝগড়া না করলে কি চলে না। আপনারে তরমুজীয় মাইর।

৪২| ০৭ ই জুন, ২০১১ রাত ৮:১৫

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তোমারে তরমুজিও ভালোবাসা :D

১১ ই জুন, ২০১১ রাত ১:৩১

জেরী বলেছেন: তোমারে তরমুজীয় শুভেচ্ছা দিলাম :)

৪৩| ০৮ ই জুন, ২০১১ রাত ১:৫৪

অগ্নির বলেছেন: ফেবু তে তোমার ওয়াল পোস্টের জবাব দিতে গিয়ে আবিষ্কার করলাম তুমি নাই । ব্যাপারটা কি বল তো ?

১১ ই জুন, ২০১১ রাত ১:২৬

জেরী বলেছেন: মাঝে মাঝে ডুব দিতে চাইলে ডিএ্যাক্টিভেটের কোন বিকল্প যে আর থাকে না মাথায় :(

৪৪| ০৮ ই জুন, ২০১১ সকাল ১০:১৪

শাফ্‌ক্বাত বলেছেন: গ্রীষ্মের এই একটা জিনিষ বড়ই জটীল। সেটা হৈল ফল।

১১ ই জুন, ২০১১ রাত ১:২৩

জেরী বলেছেন: গ্রীষ্মের ফল হিসেবে তরমুজই খালি ভালো লাগে। কাঁঠাল খাবার আগেই আমার গরম লাগে ....আবার আম,লিচু ও চলে

৪৫| ০৮ ই জুন, ২০১১ রাত ৯:৩৪

বাবুনি সুপ্তি বলেছেন: তরমুজ আমারো খুব প্রিয় ছিল। গরমে তরমুজ না খেলে চলেই না। খাবার পর মনে হয় আহ কি শান্তি!

১১ ই জুন, ২০১১ রাত ১:২০

জেরী বলেছেন: হু....কিন্তু এখনতো তরমুজের ভালোই দাম নিচ্ছে :(

৪৬| ০৯ ই জুন, ২০১১ রাত ১২:৪৯

অগ্নির বলেছেন: আমার মনটা খুব খারাপ । পারলে নেটে আসো । আবার না হয় ডিএকটিভেট কোরো ।

১১ ই জুন, ২০১১ রাত ১:১৭

জেরী বলেছেন: mon valo kore felo....dekhba sob problem slove

৪৭| ১৬ ই জুন, ২০১১ রাত ৩:০২

আরিয়ানা বলেছেন: জেরী আমারমুজ খাবো :(

২১ শে জুন, ২০১১ রাত ৮:৪২

জেরী বলেছেন: তোমার হয়ে তরমুজ আমি খাইলেই তো হবে তাই না আরিয়ানা :)

২১ শে জুন, ২০১১ রাত ৮:৫৫

জেরী বলেছেন: নেও লাভ তরমুজ খাও :)


আরো আছে :D

৪৮| ২০ শে জুন, ২০১১ রাত ২:৩০

মেঘ_মেঘা বলেছেন: জেরী আপুর ব্লগে এসেই প্রথমেই একটা ভালো জিনিস জানা হয়ে গেলো। আপু আমার মত তরমুজ লাভ করে (খুশি হয়ে যাওয়া মুখভঙ্গি)।

আপু লেখা ভালো হয়েছে।

২১ শে জুন, ২০১১ রাত ৮:৪৪

জেরী বলেছেন: প্রথমদিকে দাম কম ছিলো বলে অনেক তরমুজ খাইছি...পরে খাওয়া কমে গেছিলো...তরমুজের এত দাম বাড়লো ক্যান:((

৪৯| ২০ শে জুন, ২০১১ বিকাল ৫:৫৩

নীল মুদ্রা বলেছেন: ভালো ভালো...অনেক ভালো........অনেকদিন পর তুমি কেমন আছো.............?

২১ শে জুন, ২০১১ রাত ৮:৪৫

জেরী বলেছেন: আছি ভালো....আপনি তো ব্লগে আগের মতন আসেন না :(

তারপর আছেন কেমন?

৫০| ২১ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহ_বাবু বলেছেন: হ্যাপী তরমুজ সিজন

২১ শে জুন, ২০১১ রাত ৮:৪৬

জেরী বলেছেন: হ্যাপী তরমুজ সিজন টু ইউ !:#P !:#P !:#P

৫১| ২১ শে জুন, ২০১১ রাত ৯:১১

অন্ধ তীরোন্দাজ বলেছেন: প্রজন্ম৮৬ বলেছেন: তরমুজের বিচিটা না থাকলে কি এমন ক্ষতি হতো ?


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে জুন, ২০১১ রাত ৯:০১

জেরী বলেছেন: এটার তো কোন সমাধান নাই :(

৫২| ০৯ ই জুলাই, ২০১১ সকাল ১১:৪২

টানজিমা বলেছেন: আহারে...:(

০৯ ই জুলাই, ২০১১ রাত ১০:২১

জেরী বলেছেন: কি?

৫৩| ১১ ই জুলাই, ২০১১ রাত ১০:৩৮

আলিম আল রাজি বলেছেন: তরমুজ ভালা পাই না :(

১২ ই জুলাই, ২০১১ রাত ১০:০৫

জেরী বলেছেন: বলে কি? আমার তো ম্যালা প্রিয় :)

৫৪| ১১ ই জুলাই, ২০১১ রাত ১১:০৮

সাকিন উল আলম ইভান বলেছেন: আমিও না :(

১২ ই জুলাই, ২০১১ রাত ১০:০৬

জেরী বলেছেন: আমার প্রিয় অনেক :)

৫৫| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৭

উম্মে মারিয়াম বলেছেন: মজার একটা পোষ্ট। একটা নতুন শব্দও শিখে গেলাম"প্রাইভেটমেট :) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৬

জেরী বলেছেন: হিহিহি.....আমি নিজেও সিউর না এমন শব্দ আছে কিনা। তবে লেখার সময় এমন আজব সব শব্দ প্রায়ই মাথায় আসে বলে লিখে ফেলি। আবার ভয়েও থাকি কেউ এইগুলার মিনিং না ধরলেই হলো

৫৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

আহ..... তরমুজ.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.