নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ভাষায় প্রথম ও সর্ববৃহৎ আর্টিকেল ডিরেক্টরি ওয়েবসাইট http://www.banglaarticle.com/

মোঃ আলামিন

লেখার মতো যায়গা নেই

মোঃ আলামিন › বিস্তারিত পোস্টঃ

রাষ্টের সংবিধান বনাম ধর্মমত! পুর্বের এবং বর্তমান ইতিহাস

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

রহিম উদ্দিন
-----------------
আমি জাতি হিসেবে বাঙ্গালি এবং মুসলিম! দুইটার আমার বড় পরিচয়! তবে এর চেয়েও বড় পরিচয় আমি মানুষ! যাইহোক, মানবিক দৃষ্টি কোণ থেকে আমি আজকের ধর্ম ও রাষ্টের সংবিধান নিয়ে লিখতে বসেছি, কোন ধর্মের প্রতিনিধি বা বাঙ্গালি হিসেবে নয়। আমার প্রোফাইলে কোন ‪#‎অমুসলিম‬ ভাই থাকলে আমি তাদের সদয় দৃষ্টি কামনা করব। বিশ্বের প্রায় সবকয়টি রাষ্টের একটা ধর্মীয় পরিচয় আছে এবং তাই রাষ্ট ধর্ম হিসেবে স্বীকৃত । আর রাষ্ট ধর্ম মুলত সেই ধর্মকে ধরা হয়, রাষ্টে যে ধর্মের বসবাসকারী লোকের সংখ্যা বেশি। তাহলে বাংলাদেশের রাষ্ট ধর্ম কি হওয়া উচিত? রাষ্ট ধর্ম ইসলাম হওয়ার নাম এটা নয় যে অন্যকোন ধর্ম বাংলাদেশে পালন করা নিষেধ বা যাবে না। সুতারাং কেন রাষ্ট ধর্ম নিয়ে আজ এত তর্কবিতর্ক?


আমার জন্ম ১৯৯২ সালে তাই এই বিষয়টা নিয়ে লিখা যথেষ্ট কষ্টসাধ্য, তারপরও নষ্ট যুগের নড়বড় ইতিহাস থেকে লিখার চেষ্টা করলাম। ১৯৪৭ সালে দেশভাগের সূত্রধরে "
‪#‎ভারত‬" ও " ‪#‎পাকিস্তান‬ " দুইটি আলাদা স্বাধীন রাষ্ট গঠিত হয়। এই দুইটি আলাদা রাষ্ট গঠনের পিছনে ছিল ‪#‎ধর্মমত‬ ও ভাষা সংস্কৃতি! তারই ধারাবাহিকতায় আসে আলী জিন্নাহর ‪#‎দ্বিজাতিতত্ত্ব‬ এবং পাকিস্তানে গঠিত হয় নতুন রাজনৈতিক দল
‪#‎মুসলিমলীগ‬ । কিন্তু তখন পাকিস্তান আলাদা রাষ্ট হলেও পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ভাষার ভিত্তিতে বৈষম্য রাজনীতির স্বীকার, ফলে ১৯৪৯ সালে মওলানা ভাসানী ও হোসেন শহিদ সোহারাওয়ার্দী মুসলিম লীগ থেকে আলাদা হয়ে ‪#‎আওয়ামী_মুসলিম_লীগ‬ গঠন করেন। এরপর ১৯৫৫ সালে কতিপয় কিছু লোকের চাপে পড়ে এবং সর্বজনীন ও ধর্মনিরপেক্ষ মতের ভিত্তিতে শেখ মুজিবর রহমান ‪#‎মুসলিম‬ শব্দটি বাদ দিয়ে দলের নতুন নাম রাখে ‪#‎আওয়ামীলীগ‬। এটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি যুগান্তকারী পদক্ষেপ যার মুল উদ্দেশ্য ছিল
‪#‎রাজনীতি‬ । তাদের এই নাম পরিবর্তনের জন্য দলটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের জনপ্রিয় হয়ে উঠে।


এরপর বহু তিক্ততা পেরিয়ে ১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করি। নতুন দেশ
‪#‎বাংলাদেশ‬ কে সাজিয়েছি আপন মত করে। হারিয়েছি এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। এরই ধারাবাহিকতায় প্রায় দীর্ঘ ৩৩ বছর পর আবার ফিরে আসে মুসলিম জাতির সেই শুভক্ষণ! ১৯৮৮ সালের ( বিএনপি) সরকার সংবিধানের ‪#‎অষ্টম‬ সংশোধনী আনায়নের মাধ্যমে ‪#‎ইসলাম‬ কে ‪#‎রাষ্টধর্ম‬ হিসেবে ঘোষনা করেন। ঠিক সেই বছরই একটি কুচক্রী মহল আবার ইসলাম বিদ্বেষী হয়ে নিজেদের তুলে ধরার জন্য ‪#‎সংবিধানে_ইসলামকে_রাষ্টধর্ম_হিসেবে_অন্তর্ভুক্ত_করার_বিধানকে_চ্যালেঞ্জ_করে_রিট_আবেদন_করেন‬ । দেখতে দেখতে প্রায় ২৮ বছর পেরিয়ে গেল, কোন সরকার এই রিট আবেদন নিয়ে কথা বলেনি বা রায় দেওয়ার মত সাহস দেখায়নি। অথচ বর্তমান সরকার সেখানে আগামীকাল আদালত পাড়ায় সেই রিট আবেদনের শুনানি করতে যাচ্ছে!


আমি আপনি হয়তো জানি না কাল এই শুনানির রায় কি হতে যাচ্ছে বা কি হবে কিংবা আদৌ কি শুনানি হবে কিনা? তবে এই কথা বলতে পারি রিট আবেদন টি যদি বাতিল/খারিজ করে দেয় সেটাই হবে রাষ্টের জন্য উত্তম। কেননা,, এই ইতিমধ্যে বিভিন্ন ইসলামীমনা সংঘটন এই নিয়ে ব্যাপক কর্মসূচি দিয়েছে অন্যদিকে
‪#‎হেফাজত_ইসলাম‬ দেশে আগুন লাগিয়ে প্রশাসন কে জিম্মি করে সারাদেশ কে অচল করার ঘোষনা দিয়েছে। একজন মুসলিম হিসেবে হেফাজত ইসলামের এই বক্তব্যে ‪#‎সমর্থন‬ আমার আছে!! কেননা যেই দেশের ৯০% লোক মুসলিম সেই দেশের রাষ্ট ধর্ম ইসলাম না হয়ে অন্যকিছু হতে পারে না। শুধু আমি কেন? বিশ্বের কোন ধর্মের লোকই এমন একটি অন্যায় আবদার মেনে নিবে না,,,হোক সে মুসলিম, হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান। যারা রাষ্ট ধর্ম ইসলামে বিপক্ষে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। এই দেখেন অষ্টম সংশোধনী কি ছিল [ অষ্টম সংশোধনী : ইসলাম কে রাষ্ট ধর্ম হিসেবে ঘোষনা করা হল।] এর পর দিলাম,,, দেখেন সংবিধানে কি আছে [ প্রথম ভাগ- প্রজাতন্ত্র : অনুচ্ছেদ -২ক: প্রজাতন্তের রাষ্ট ধর্ম ইসলাম ;তবে হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন। ]


এইবার একটা মজার বিষয় বলি- সম অধিকার ও সমমর্যাদা দিতে গিয়ে বর্তমান সরকারের কিছু মন্ত্রী মহোদয় গণ ‪#‎সার্বজনীন_দূর্গা_পূজা‬ পালন করতে পূজা মন্ডপে চলে যায়। অথচ,, ঢাকা শহরের বিভিন্ন মসজিদের অবস্থা খুবই খারাপ সেই দিকে তাদের খেয়াল নেই। পবিত্র ‪#‎রমজান‬ মাসে মুসলিম সম্প্রদায় ‪#‎তারাবির‬ নামায আদায় করে সেখানে গিয়ে ‪#‎মুসল্লীদের‬ খবর নেওয়ার ফুসরত নেই। অথচ আজকাল কেউ কেউ নিজের ধর্মকে পর্যন্ত নিয়ে কটুক্তি করতে দ্বিধাবোধ করে না। আশাকরি,,, কালকের শুনানি নিয়ে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী #১৯৫৫ সালের মত আর রাজনীতি করবেন। যদি রাজনীতি হয়েও যায়; তবে সরকার যেন মনে রাখে জনগনই সকল ক্ষমতার মুল! জনগন সরকার বানাতেও জানে আবার নামাতেও জানে। তবে আশাকরি,, এই বিষয়ে মাননীয় ‪#‎প্রধানমন্ত্রীর‬ সুদৃষ্টি থাকবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

হেকিম এ. পেট্টি বলেছেন: তুমি একটা বুরবক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.