![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার মতো যায়গা নেই
Adware কি
Adware হলো আপনার কম্পিঊটার এ র সফটোয়ার সমর্থিত কিছু অনলাইন বিজ্ঞাপন ।
একটি ফ্রি সফটোয়ার এর ভিতর কিছু বিজ্ঞাপন বসিয়ে ডেভলপার এর আয় করার একটি পদ্ধতি।
আপনি যখন ফ্রি সফটওয়্যার ডাউনলোড করছেন তখন আপনি Adware ও ডাউনলোড করতেছেন ।
আবার আপনি যখন কোন ফ্রি সফটওয়্যার ইন্সটল দিচ্ছেন তখন তার লাইসেন্স এগ্রিমেন্ট ও আপনি
Adware ইন্সটলে অনুমতি দিচ্ছেন ফলে আপনার কমপিউটারে Adware ইন্সটল হচ্ছে ।
Adware এমন একটি প্রগ্রাম যা স্বয়ংক্রিয় ভাবে বিজ্ঞাপন প্রদর্শন করে যখন আপনি ওই ফ্রি সফটওয়্যার টি
ব্যাবহার করছেন । Adware আপনার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে এবং সেই অনুশারে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে । যেমন সার্চ ইঞ্জিন গুলো । আপনি গুগলের কথাই ধরুন । আপনি যখন গুগলে কোন কিছু সার্চ
করেন তখন গুগল আপনার সার্চ কিউরি গুলো কে গুগল Adware দ্বারা এনালাইজ করে এবং আপনার সার্চ ফলাফল এ বিজ্ঞাপন গুলা প্রদর্শন করে থাকে ।
Adware থেকে বাচার উপায়
আসলে Adware থেকে বাচার নির্দিষ্ট কোন উপায় নেই । তবে কিছু বিষয় খেয়াল রাখলে Adware থেকে বাঁচা যায় ।
যেমন তেমন কোন ওয়েবসাইট থেকে সফটওয়্যার না নামানো ।
সফটওয়্যার ইন্সটলের সময় খেয়াল রাখা কোন সফটওয়্যার Adware ইন্সটলের অনুমতি চাচ্ছে কি না বা চাইলে টিক চিহ্ন রিমুভ করে দেয়া ।
ভালো মানের Adware রিমুভার বা Spyware রিমুভার ব্যাবহার করা । আমার মতে সবচেয়ে ভালো Adware এবং Spyware রিমুভার হল SpyHunter 4 এবং MalwareByte
Spyhunter4 এর কোন এক্টিভেটর আমার কাছে নেই তবে MalwareByte এর এক্টিভেটর আমার কাছে আছে । MalwareByte ডাউনলোড করুন Google Drive এবং DropBox থেকে । একটিভ করার জন্য MalwareByte এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে MalwareByte ডাউনলোড করুন এবং ইন্সটল করুন
তার আমার উপরের লিংক থেকে আমার জিপ ফাইল ডাউনলোড করুন এবং এক্সট্র্যাক করুন । একটিভ করার জন্য এক্সট্র্যাক করা ফোল্ডারে দুটি ভার্শন ২ এবং ৩ এর দুইটি ফাইল আছে প্রথমে ভার্শন দুই ডাবল ক্লিক
করে MalwareByte একটিভ করার জন্য চেশটা করুন না হলে ভার্শন ৩ ট্রাই করুন ।
আমার যেহেতু কাজ হয়েছে আপনাদের ও কাজ হবে ইনশাআল্লাহ । এবার MalwareByte দিয়ে কম্পিউটার থেকে
Adware এবং Spyware দূর করুন ।
এই লেখাটি অনেক কষ্ট করে লিখেছি । আশা করি কপি পেষ্ট না করে আমার উপকৃত করবেন । আর ভালো লাগলে ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেনো
এই লেখাটি আমার ব্লগে প্রথম প্রকাশঃ Adware কি এবং কিভাবে Adware রিমুভ করবেন
পারলে একবার ঘুরে আসবেন
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।