নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রায়ই শুনি যে কিছু অনলাইন প্রোডাক্ট পেজের সেল ভালো হচ্ছে না। কারণ একই প্রোডাক্ট বিভিন্ন পেজে সেল হয়ে থাকে। ভাইয়া কিংবা আপুরা অনেকে কিনতে গিয়ে ঠকেন বলে অভিযোগ করেন। দাম বেশি, প্রোডাক্ট ছবিতে দেখতে যা তার অনুযায়ী বাসায় ডেলিভারির পর দেখা গেলো অন্য চেহারা। এবং আস্তে আস্তে ঐ পেজের উপর মানুষের একটা অবিশ্বাস জন্মে। তাই আজ ব্যবসায়ীদের জন্য নিয়ে এলাম নিজেকে শুদ্ধ করে বিক্রয় বাড়ানো অব্যর্থ কৌশল-
১. সঠিক পণ্য মান নিয়ন্ত্রণঃ যা দিবেন ছবিতে তাই যেনো ক্রেতার কাছে পৌছায়।
২. ওয়েব বিজ্ঞাপনঃ একটা গ্রাফিকাল বিজ্ঞাপন বানান, এরপর সেটাকে বিভিন্ন ব্লগ কিংবা ওয়েবসাইটে ইমেজ হিসেবে ব্যবহার করুন।
৩. প্রোডাক্ট রিভিউঃ একটা প্রোডাক্টের রিভিউ যে কোনো অভিজ্ঞ আর্টিকেল রাইটারকে দিয়ে লিখিয়ে তাকে পাবলিশ করতে বলুন। সেটা ব্লগে কিংবা ফেসবুকেও হতে পারে।
৪. ফেসবুক পেজ প্লাগিনঃ আপনার ফেসবুক পেজের লাইক বাটন বা বক্স আকারে পৌঁছে দিন বিভিন্ন ওয়েবসাইট কিংবা ব্লগে।
৫. সিকিং গ্রুপঃ ফেসবুকের সিকিং গ্রুপ যেমন ডিএসসি, ডিএসডি এগুলোতে নজর রাখুন, কারো প্রোডাক্ট সিকিং পোস্ট দেখলেই ঝাপিয়ে পড়ুন।
আমি রিসেন্টলি একটা অনলাইন মার্কেটিং কোম্পানির (The R Tearm) ওয়েব সাইট তৈরি করেছি যারা কিনা এ ধরণের সার্ভিস দিয়ে থাকে।
সুস্থ থাকুক আপনার ব্যবসা। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
আমার ফেসবুকঃ ক্লিক করুন
পারসোনাল ব্লগঃ পারসোনাল ব্লগ
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৭
ধ্রুবক আলো বলেছেন: কনসেপ্ট ভালো লাগলো