নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল কিছু করার মাধ্যমে আগে নিজেকে সংশোধন করতে চেষ্টা কর। বিনয়ের সহিত স্বাধীন মতামত প্রকাশ কর। বই পড়ে বই হয়ে যেও না। মনে রেখ, তোমার ভাল কাজের ফল একদিন তুমি পাবেই পাবে।

রাজেশ চক্রবর্তী জিতু

আমি রাজেশ বলছি।আমি থাকি চট্টগ্রাম কিন্তু আমার হোম টাউন কক্সবাজার। হিসাববিজ্ঞান নিয়ে মাষ্টার্স শেষ করেছি চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে এবং পাশাপাশি একটি প্রাইভেট শিপিং কোম্পানিতে চাকুরী করি।১ ভাই এবং ১ বোন আমরা। আমার মা-বাবাই হচ্ছে আমার জীবনের চলার আদর্শ। আমি বেড়াতে এবং লিখতে খুব ভালবাসি । আমি আমার লেখার মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চাই। আমি চাই আমার লেখার মাধ্যমে একটা সফেদ সমাজ উপহার দিতে এবং তার জন্য আমি কোনো অন্যায়ের বিরুদ্ধে লিখতেও ভয় করিনা। কারণ আমার লেখাটা পড়ে যদি সমাজের কোনো উপকার করতে পারি তবেই আমার লেখার সার্থকতা। তার জন্য আমি সবার কাছে দোয়া চাই।

রাজেশ চক্রবর্তী জিতু › বিস্তারিত পোস্টঃ

বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

গণমাধ্যম বলতে আমরা কি বুঝি তাই আমাদের জানতে হবে প্রথমে। সাধারণত জনসাধারণের বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমই হচ্ছে গনমাধ্যম। আজকে যেই বিষয়টা নিয়ে লিখতে বসেছি সেটা আমার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর একটা বিষয়। গণমাধ্যমের বিকল্প রূপ হিসেবে বাংলা ব্লগ অত্যন্ত জনপ্রিয় ভূমিকা পালন করছে বলে আমি ব্যাক্তিগতভাবে মনে করি। যদিও এখনো অনেকের মাঝেই এই ব্লগ কথাটার অর্থই পরিষ্কার নয়। আমি এমনও অনেকজনকে দেখেছি যারা অামার কাছে জানতে চেয়েছে এই ব্লগ কথাটার মানে কি। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, সম্প্রতি বেশ কয়েকজন ব্লগার হত্যার পরেই জনসাধারণের মুখে মুখে কথা উঠেছে এই ব্লগার কারা , তাদের কাজ কি, ব্লগার বলতে কি বোঝায় ইত্যাদি আরো নানা প্রশ্ন। এক বছর আগেও এই ব্লগ, ব্লগার কথাটার ব্যাপারে মানুষ এত উৎসুক ছিল না। মানুষ কিছু না বুঝে এই বিষয়টা নিয়ে অনেক খারাপ মন্তব্য করে যা কখনো কারো কাম্য নয়। আমি তার তীব্র প্রতিবাদ জানাতে চাই আমার এই ক্ষুদ্র লেখাটার মাধ্যমে। মানুষের মনের অভ্যন্তরে লুকিয়ে থাকা সুপ্ত কথাগুলি এই ব্লগের মাধ্যমে প্রকাশ করতে পারে সবাই। আজকালকার ডিজিটাল যুগের এই ব্যস্ত সময়ে কেই কারো কোনও কথা শুনার কোনো সময় নেই। আর ব্লগ হল সেই মাধ্যম যার দ্বারা মানুষ তার মনের যত কথা আছে তা সবাইকে মুক্তমনে শেয়ার করতে পারে। কারন ব্লগ সবার জন্য স্বাধীন আর উম্মুক্ত। ব্যাক্তিগত জীবনে আমরা প্রায় সবাই কমবেশি লিখতে খুব ভালবাসি। আর ব্লগের মাধ্যমে শুধু নিজের ব্যাক্তিগত মনের কথা শেয়ার হয় এমনটা নয় বরং যেকোনো সমাজ সচেতনতামূলক প্রচার প্রচারণাও প্রকাশ করা যায়। যা প্রতিটি সমাজের জন্য একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। তবে সেই ব্লগকে আরো উপযোগী এবং ইতিবাচক করে তুলতে আমাদের প্রত্যেক ব্লগারদের আরো আন্তরিক হতে হবে। ব্লগ যেমন সবার জন্য উম্মুক্ত তেমনি কেউ যেন এই ব্লগকে ব্যাক্তিস্বার্থতার ক্ষেত্রে ব্যবহার না করে আমি এই অনুরোধটি আমার সকল ব্লগার ভাইদের জানাতে চাই। আমরা এমন কিছু লিখব না যাতে কারো নিকট তা বোধগম্য না হয়ে বরং সেটা তার বিরক্তির কারণ হয়। আমি সবসময় একটা সুন্দর সফেদ সমাজ গড়ার স্বপ্ন দেখি এবং সেটা আমার মৃত্যু পর্যন্ত দেখে যাব। কারণ আমি মনে করি আমি যদি আমার পরবর্তী প্রজম্মকে একটা সুন্দর সফেদ সমাজ উপহার দিয়ে যেতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজম্মের ভবিষ্যৎ নিয়ে আমাদের আর ভাবতে হবেনা। তারাও আমাদেরকে ফলোআপ করবে এবং তাদের নিজেদের ভালমন্দ তারা নিজেরাই নির্ধারণ করে নিতে পারবে। ব্লগের মাধ্যমে আমরা সমাজের জন্য জনকল্যাণ মূলক এবং জনসচেতনতা মূলক প্রচারণা প্রকাশ করব বেশি বেশি যার দ্বারা আমাদের সমাজের ব্যাক্তিদের বিবেক নামক বস্তুটি জাগ্রত হবে। বিগত সময়ে বেশকিছু ব্লগার হত্যা সত্যিই আমাদের পুরো জাতির জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। ব্যাক্তিস্বাধীনতার অবাধ বার্তা উম্মুক্তভাবে প্রকাশ করতে গিয়ে কেউ যেন এভাবে অকাল নির্মম মৃত্যুর স্বীকার না হয় এই কামনা আমার। বিকল্ল গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগের ব্যবহার এখনো অনেকের কাছেই অজানা। একজন লেখকের লেখা তখনই স্বার্থক হয় যখন তার লেখাটা পাঠকের বোধগম্য হয় তেমনি একজন ব্লগারের করা ব্লগের বিষয়বস্তু তখনই স্বার্থক হয় যখন সেটা সবার নিকট গ্রহণযোগ্য হয়। তাই সুনির্দ্দিষ্ট, সামাজিক এবং নৈতিকতা সম্পন্ন ব্লগ সবারই কাম্য আর তাতে কিছুটা সামাজিক দায়বদ্ধতা প্রত্যেক ব্লগারের ভিতরেই থাকতে হবে। কারণ প্রত্যেক ব্লগারকে মনে রাখতে হবে, ইচ্চেমত যেমন খুশি তেমন ব্লগ পোস্ট করলেই ব্লগের প্রতি ব্লগারদের সামাজিক দায়িত্ববোধ তৈরি হয় না। ব্লগের আদর্শ মেনে ব্লগ লিখতে হবে এবং সেটা অবশ্যই নৈতিকতাসম্পন্ন, সামাজিক আদর্শবোধ সম্পন্ন হতে হবে। যেটা সমাজ তথা পুরা জাতির উপকারে আসবে। আর আমাদের সবাইকে অবশ্যই একটা বিষয়ে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হতে হবে, আমরা সবাই যেন যার যার দায়িত্ববোধ এড়িয়ে না যাই। তাহলে এইদেশ আজীবন পিছিয়ে পড়ে থাকবে আর কখনো সামনে এগিয়ে যাবে না। আর এটা নিশ্চয়ই আমাদের কারো কাম্য নয়। আমরা সবাই আমাদের প্রাণের মাতৃভাষা মনের ভাষা বাংলাতেই মনের কথা লিখব, লেখালেখির মাধ্যমে নিজেকে সবার মাঝে ছড়িয়ে দিব তবে তার মাঝে যেন বিন্দুমাত্র কারো ব্যাক্তিস্বার্থ জড়িত না থাকে। আমি ব্যাক্তিগতভাবে এই বাংলা ব্লগ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু আমাকে ভাবিয়েছে আবার অনেক কিছু আমাকে কাদিয়েছে। কিছু কথার অনুভুতি শিহরণ জাগানো, কিছু কথা মন ছুয়ে যাওয়া আর কিছু ঘটনা অন্তরে ব্যথিত করা এই সব ঘিরেই বাংলা ব্লগ আর সবসময় এটাই ব্লগের আদর্শ হওয়া চাই। সমাজরে অব্ক্ষয় রোধে বাংলা ব্লগ গণমাধ্যমের বিশেষ ভূমিকা পালন করতে পারবে সেই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি আমার বাংলা ভাষার মাধুর্যতা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিতে চাই। আর তার জন্য বাংলা ব্লগকে আমি আমার পাশে আজীবন সাপোর্ট হিসেবে পেতে চাই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

ফারুক১ বলেছেন: দারুন লিখেছেন।

ব্লগ কী?
ব্লগের গুরুত্ব,
কিছু নীতিমালা মেনে চলা,
খারাপ ধারনার প্রতিবাদ।

খুব ভালো লাগল। ব্লগ নিয়ে লেখা ও বিতর্ক হওয়া দরকার। সম্মিলিত পর্যবেক্ষন নিয়ে ব্লগ অঙ্গন একটি সাবলীল পজেটিভ গতি পাক। সময়ের বিবেচনায় এই লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, "আমরা এমন কিছু লিখব না যাতে কারো নিকট তা বোধগম্য না হয়ে বরং সেটা তার বিরক্তির কারণ হয়।"

আমারা একটু খেয়াল করলেই বুঝতে পারব, সাধারন মানুষ এখনও ব্লগ বিষয়টা গ্রহন করতে পারেনা। এর কারন অনুসন্ধান করা উচিৎ। অপপ্রচার আছে কিন্তু সাথে সেই অপপ্রচারের শক্ত উপাদানও রয়ে গেছে আমাদের ব্লগ চর্চায়। তাছাড়া ব্লগ নিজেই একটি সমাজ। এই সমাজে আমরা এমন কথা বলতে পারিনা যা আমরা সামনা সামনি সমাজে বলিনা। বাস্তব সমাজ হয়তো সেকারনে অনেক সুশৃংখল অন্তত ব্লগ সমাজ থেকে। এখানে কেউ কারো মুখোমুখী না থাকায় যথেচ্চ শব্দ প্রয়োগ, অপমান ও ঘ্ররীনা ছড়াবার সহজ সুযোগ থাকে। সেটা যারা গ্রহন করেন তাঁদের যথাযথ শাস্তি প্রদানের পাশাপাশি জনপ্রিয় ব্লগারদেরই ব্লগ পরিবেশ সৃষ্টির মূল দ্বায়িত্ব থাকে।

ব্লগ নিয়ে অপপ্রচারের নিন্দা জানাই। তবে মনি করি এই নিন্দা তখনই সৃজনশীল হয়ে উঠবে যখন সুশৃংখলতা প্রতীষ্ঠায় আমরা নিজেরাই এগিয়ে যাব। মানুষকে বলে বোঝানো যায়না, চাই কর্ম।


শুভ কামনা ব্লগার!

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

রাজেশ চক্রবর্তী জিতু বলেছেন: অনেক ধন্যবাদ ফারুক ভাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি চাই এই ব্লগ নিয়ে সাধারণ জনসাধারণের মনে যেন কোনো প্রকার বিভ্রান্তি না থাকে আর তার জন্য আমাদেরকেই সেই মূখ্য দায়িত্বটা পালন করতে হবে। ভাল থাকবেন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

মাসুদ রানা মামুন বলেছেন: এই শিরোনামে আজকে একটা আলোচিত ব্লগ আছে,তাই শিরোনামটা প্রথমে দেখে ভেগড়ে গিয়েছিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.