নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল কিছু করার মাধ্যমে আগে নিজেকে সংশোধন করতে চেষ্টা কর। বিনয়ের সহিত স্বাধীন মতামত প্রকাশ কর। বই পড়ে বই হয়ে যেও না। মনে রেখ, তোমার ভাল কাজের ফল একদিন তুমি পাবেই পাবে।

রাজেশ চক্রবর্তী জিতু

আমি রাজেশ বলছি।আমি থাকি চট্টগ্রাম কিন্তু আমার হোম টাউন কক্সবাজার। হিসাববিজ্ঞান নিয়ে মাষ্টার্স শেষ করেছি চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে এবং পাশাপাশি একটি প্রাইভেট শিপিং কোম্পানিতে চাকুরী করি।১ ভাই এবং ১ বোন আমরা। আমার মা-বাবাই হচ্ছে আমার জীবনের চলার আদর্শ। আমি বেড়াতে এবং লিখতে খুব ভালবাসি । আমি আমার লেখার মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চাই। আমি চাই আমার লেখার মাধ্যমে একটা সফেদ সমাজ উপহার দিতে এবং তার জন্য আমি কোনো অন্যায়ের বিরুদ্ধে লিখতেও ভয় করিনা। কারণ আমার লেখাটা পড়ে যদি সমাজের কোনো উপকার করতে পারি তবেই আমার লেখার সার্থকতা। তার জন্য আমি সবার কাছে দোয়া চাই।

রাজেশ চক্রবর্তী জিতু › বিস্তারিত পোস্টঃ

অসহায় বাঙালি

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

দাদুর মুখে শুনেছি কত যুদ্ধের কথা
আরো শুনেছি কত যুদ্ধের ভয়াবহতা..
বুকে কষ্টের পাথর জমে যায় ঠিক তখন
মহান যুদ্ধে মোর ছিল না কোনো অবদান ভাবি যখন....
জম্ম আমার হল যুদ্ধের অনেক পরে
সেই যন্ত্রনাটাই জাগে আমার বুকে বারে বারে
কেন পারিনি যুদ্ধ করিতে, কেন পারিনি অস্ত্র ধরিতে
পাক-বাহিনীর অত্যাচারে বাঙালি যখন অসহায়
সেই কথাটা ভাবলেই আমার বুক ভরে কান্নায়....
মানুষ নামের নর-পিশাচ তারা
পড়েছিল তাদের রোশানলে যারা
অকালে জীবন গেল তাদের এই নর-পিশাচদের হাতে
কি দোষ ছিল আমার বাঙালিদের,
কেন এভাবে মারল তাদের
মা-বোনদের ইজ্জতের কি ছিল না কোনো দাম,
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে, জীবন দিল যারা উৎসর্গ করে
জানাতে চাই তাদের হাজার হাজার সালাম.......

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

প্রামানিক বলেছেন: মা-বোনদের ইজ্জতের কি ছিল না কোনো দাম,
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে, জীবন দিল যারা উৎসর্গ করে
জানাতে চাই তাদের হাজার হাজার সালাম.......

চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

রাজেশ চক্রবর্তী জিতু বলেছেন: ধন্যবাদ দাদা আপনাকে।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪

গন্ধ গণতন্ত্র বলেছেন: : আমি বিভিন্ন পোস্ট ঘুরে দেখেছি মোটামোটি কয়েকজন বিভিন্ন রোস্টে ঘুরে ফিরে তারাই মতামত দিচ্ছে ৷
আমি একটা প্রস্তাব দিব মানলে নিজেদের মধ্যে একটা গুরুর লেখা বিষয়ে আলোচনা করা যেতে পারে ৷ সাহস দিলে বলা যেতে পারে৷৷৷৷৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.