![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার রুমটা একটু অগোছালো । এই অগোছালোর মাঝে আমি কেমন জানি একটা সৌন্দর্য খুজে পাই।তাই কোনো কিছু গুছিয়ে রাখতে ইচ্ছা হয় না । বন্ধু মহলের অনেকে আমাকে অলস বলে । কিন্তু আমি ওদের কে বুঝাতে পারি না যে আমি আসলে অলস না। মাঝে মাঝে মনে হয় যে মাটি কাটার একটা প্রতিযোগিতা দেই এরপর আয় দেখি কে অলস । যাই হোক আজকে রুমে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই তাই চিত পটাং হয়ে একটা ঘুম দিব। আমার বাকি দুই রুম মেট ঘুমিয়ে পড়েছে । আমরা তিন বন্ধু একটা ফ্লেট নিয়ে থাকি।আমরা তিন জনই একই পথের পথিক মানে তিন জনই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আর রাশিক দুইজন দুইটা সফটওয়্যার ফার্মে চাকরি করি আর ধ্রুব ঘরে বসে ফ্রীলেঞ্চ করে।প্রতিদিন সকালে কাজের জন্য বেরিয়ে যাই এরপর রাতে ঘরে ফিরে তিন জন মিলে চরম আড্ডা দেই।অবশ্য বাসায় থাকলে আমাদের আড্ডা সবসময়ই চলে।আজকে ওরা ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে।আজকে কেন জানি আড্ডা দেওয়ার মুড নাই।বাসায় ফেরার সময় রাস্তা দিয়ে একা একা অনেকক্ষন হেটেছি।অনেকদিন পর রাস্তা দিয়ে একা একা হাটলাম ভালোই লাগল।মাথা টা কেমন জানি ঝিম ঝিম করছে একটু চা খেলে মনে হয় ভালো লাগবে।তবে চা খেতে গেলে একটা সমস্যা আছে।চা খাওয়ার মগ পাবো কিনা বলতে পারতেছিনা।এ বাসায় যত নতুন মগ বা চা এর কাপ আনা হয় তা দুই দিন পরে সিগারেটের এস্ট্রেতে পরিনত হয় । নাহ আজকেও তার বেতিক্রম হল না।চা আর খাওয়া হলো না।তাইলে একটা সিগারেট ই খাই ।চা খাইতে না পারার কষ্টটা একটু ভোলা দরকার। এতো রাতে আবার আমকে মেসেজ দিলো কে। হুমম কে মেসেজ দিয়েছে জানেন আনিলা।কি লিখছে জানেন ?থাক আরেকদিন বলব।আনিলার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ফোনে। ও ওর এক বান্ধবিকে মেসেজ করতে দিতে গিয়ে আমার নাম্বারে ভুলে মেসেজ করেছিল
" এই শয়তান তোর না আজকে আসার কথা ছিল"
আমিঃ " ঠিকানা জানি না "
" ফাইজলামো করিস না "
আমিঃ" আসলেই ঠিকানা জানি না আর দাওয়াত দিলেন কবে।মনে হয় নাম্বার ভুল হইছে"
এর অনেক্ষন পর
" ও সরি ।বাই।ভালো থাকবেন।"
আমিঃ"পুলিশ"
"মানে"
আমিঃ"না মানে রাস্তা দিয়ে পুলিশ হেটে যাচ্ছে"
"বাই"
আমিঃ"আচ্ছা একটা কথা বলি "
"সরি বাই"
আমিঃ" ভুলে মেসেজ দিলেন।আমি ভালো সেলের মত আপনার ভুল টা ধরায়ে দিলাম আর এখন একটা কথা শুনতে পারবেন না"
" আচ্ছা বলুন"
আমিঃ" কিছু মনে করবেন না তো"
" মনে করার মত হলে মনে করবো"
আমিঃ" কিভাবে যে বলি"
"তাহলে থাক। বাই।"
আমিঃ" আচ্ছা বলি "
" হুম"
আমিঃ" ভালো আছেন?"
"এটা বলার জন্য এত কিছু।জী ভালো আছি।আপনি?"
আমিঃ"জী ভালো"
সেই থেকে শুরু।এরপর পর থেকে ওর সাথে নিয়মিত মেসেজে কথা হত।ও মাঝে মাঝে আমাকে ফোন করত কিন্তু কোনো কথা বলত না আমিও কোনো কথা বলতাম না ।মনে হত কোনো খেলা চলছে ,যে আগে কথা বলবে সে হেরে যাবে।এভাবে প্রায়ই কয়েক মিনিট ধরে আমাদের খেলা চলত কিন্তু কোনো ফলাফল ছাড়া ই খেলা শেষ হত।পরে অবশ্য এ খেলা তে আমি হেরে জাই।আনিলা চিটিং না করলে হয়ত হারতাম না । ও এক নাম্বার দিয়ে ফোন করে আমার ভয়েস শুনে ফেলে । এরপর থেকে আমাদের নিয়মিত কথা হত । আনিলার সাথে কথা হয় নাই এমন দিন মনে হয় খুজে পাওয়া যাবে না।রাশিক আর ধ্রুব আমার আর আনিলার বিষয়টা জানত। ওরা বলত দোস্ত তোর তো একটা গতি হয়ে গেলো আমাদের কি হবে।আমি বলতাম গতির আবার কি ।আনিলা আমার একজন ভালো ফ্রেন্ড আর কিছুই না।কিন্তু ওরা বিশ্বাস করত না।গতকালের আগেরদিন বেস্ততার কারনে আনিলার ফোন রিসিভ করতে পারিনি সারাদিন।এরপর রাতে বাসায় এসে আনিলাকে ফোন দিয়ে দেখি ওর নাম্বার বন্ধ। আনিলার সাথে কথা হওয়ার পর থেকে ওর নাম্বার কখনো বন্ধ পাই নি।সারা রাত ওকে ফোন করতে করতে আমার আংগুল বেথা হয়ে জায়।গতকাল সকালে আনিলার নাম্বারে ফোন ঢুকে।আমি বলি তোমআর নাম্বার বন্ধ ছিল কেন?ও কিছু বলে না শুধু কাদে।আজ বিকালে আসলে আনিলার সাথে দেখা করলাম।দুজনে মিলে অনেকটা পথ হেঁটেছি আজকে।এখন ঘুম পাচ্ছে.........ঘুমানো দরকার...যাই হোক যা বলার জন্য কথা শুরু করলাম তা ই বলা হল না। আমরা এই অগোছালো রুমটা আজকে গোছাতে ইচ্ছা করছে। রুম টা গুছিয়ে পরেই ঘুমাই।।
©somewhere in net ltd.