![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাবলিক লিখে সার্চ দিলেই গুগলের সাজেশনে প্রথম তিনটি সাজেশনের মধ্যেই আপনি পাবলিক স্পিকিং কিওয়ার্ডটা খুঁজে পাবেন।
পাবলিক স্পিকিং আসলে কি? সহজ কথায় পাবলিক স্পিকিং হল,অডিয়েন্সের সামনে কথার মাধ্যমে নিজেকে উপস্থাপন করা বা কোন বিষয় উপস্থাপন করা। এই অডিয়েন্স হতে পারে অনলাইনের বা অফলাইনের। হতে পারে চাকরীর ইন্টারভিউ কিংবা ক্লাসের প্রেজেন্টেশন। বন্ধুদের আড্ডা কিংবা আত্মীয় বা অতিথিদের সামনেও গুছিয়ে কথা বলতে পারাটাও এক ধরণের পাবলিক স্পিকিং বলে মনে করি।
জীবনের প্রতিটি ক্ষেত্রে যেহেতু পাবলিক স্পিকিং জড়িত,তাই বুঝাই যায় এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।
পাবলিক স্পিকিং এর এত প্রয়োজনীয়তা থাকলেও দুঃখের বিষয় হল আমরা বেশিরভাগ মানুষই পাবলিক স্পিকিং পারি না। এর মূলত কমন কারণগুলো হলঃ
১। কথা বলায় জড়তা।
২।আত্মবিশ্বাসের অভাব।
৩।ভুল উচ্চারণ।
৪। কথা বলায় অস্পষ্টতা।
৫। কথায় আঞ্চলিক টান।
৬। টপিক সম্পর্কে অস্পষ্ট ধারণা।
৭। আর সবচেয়ে বড় যে কারণ বলে আমি মনে করি,তা হল চর্চার অভাব।
বলা হয়- Practice makes a man perfect.
পাবলিক স্পিকিংও মূলত চর্চার বিষয়। কোন একটি বিষয় যখন আপনি বারবার চর্চার মাধ্যমে নিজের অভ্যাসে পরিণত করবেন তখন তা আপনার একটা দক্ষতায় পরিণত হবে। পাবলিক স্পিকিংও ঠিক এমনই।বারবার চর্চার মাধ্যমেই পাবলিক স্পিকিং এ দক্ষতা অর্জন করা সম্ভব।
তো, চর্চাটা শুরু করবেন কিভাবে? এক্ষেত্রে আমি যা মনে করি, তা তুলে ধরছি-
১। প্রথমেই একটা লক্ষ্য স্থির করুন,যে আগামী ২০ দিন বা ১৫ দিন বা ১ মাস আমি চর্চা করেই যাব।
২। এরপর পাবলিক স্পিকিং নিয়ে রিসার্চ করুন, সবচেয়ে ভাল হয় পাবলিক স্পিকিং এর কোন গ্রুপ বা অর্গানাইজেশনে যোগ দেওয়া।(যেমনঃ আমাদের গ্রুপ BLSC)
৩। তারপর সেই গ্রুপের সাপ্তাহিক টাস্কগুলো ফলো করুন।আর নিজে নিজে করতে চাইলে একটি টপিক নির্বাচন করুন, তারপর সেই টপিকে কিছু বলার চেষ্টা করুন।
৪। যদি গুছিয়ে বলতে না পারেন,তাহলে খাতায় রাফ করুন, পয়েন্ট করুন কি কি নিয়ে কথা বলবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন।
৫। তারপর ভিডিও কিংবা অডিও রেকর্ড করুন।
৬। এরপর নিজের রেকর্ডগুলো নিজে বারবার শুনতে থাকুন। নিজের ভুলগুলো নিজে বের করার চেষ্টা করুন।ভুলগুলো পয়েন্ট করুন।
৭। ভুলগুলো নিয়ে কাজ করুন৷ দরকার পড়লে যারা পাবলিক স্পিকিং এ ভাল তাদের সাহায্য নিন।ইউটিউবের হেল্প নিতে পারেন।
৮। এভাবে বারবার চর্চা করতে থাকুন, আস্তে আস্তে দেখবেন আপনি এ বিষয়ে দক্ষতা অর্জন করে ফেলেছেন।
সবশেষে একটি কথাই বলব, লেগে থাকুন, চর্চা করুন, এ গুরুত্বপূর্ণ স্কিলটা শিখে রাখুন। দেখবেন জীবনের অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে এটি সাহায্য করবে।
-JN Hridoy (পাগল মানব)
-Campus Ambassador (CU)
-Bangladesh Language Speaking Club
১৫ ই জুন, ২০২০ রাত ১২:৩৬
জে এন হৃদয়০১ বলেছেন: আমি মনে করি সবারই শেখার দরকার আছে।
২| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অডিয়েন্সের সামনে কিছু বলতে গেলে বুক ধড়পড় করে, কি যে করি !
১৫ ই জুন, ২০২০ রাত ১২:৩৭
জে এন হৃদয়০১ বলেছেন: আগে বাসায় বারবার প্রাকটিস করুন। আয়নার সামনে,বাসার মানুষের সামনে। একাও প্রাকটিস করুন।
৩| ১০ ই জুন, ২০২০ রাত ৮:২৯
কল্পদ্রুম বলেছেন: ভালো উপদেশ।কোথায় যেন পশ্চিমা দেশের একটা টেকনিক পড়েছিলাম।পাবলিক স্পিকিং এর সময় সামনের সবাইকে নগ্ন কল্পনা করা।তাহলে নার্ভাসনেস কেটে যাবে।আমি অবশ্য এই টেকনিক ফলো করি না।
১৫ ই জুন, ২০২০ রাত ১২:৩৮
জে এন হৃদয়০১ বলেছেন: হা হা হা। আমাদের দেশে এ টেকনিক ফলো করলে আর দেখতে হবে না। ট্রেইনারের বারোটা বেজে যাবে
৪| ২৮ শে জুন, ২০২০ রাত ১১:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ডেল কার্নেগী মনে হয় এই বিষয়ের উপর অনেক লিখেছেন।
২৯ শে জুন, ২০২০ রাত ১০:১৭
জে এন হৃদয়০১ বলেছেন: ডেল কার্নেগী আত্মউন্নয়ন বিষয়ক এমন অনেক প্রবন্ধ ও বই লিখেছেন। উনি আমার অন্যতম একজন পছন্দের লেখক।
৫| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ডেল কার্নেগী রচনা সমগ্র আমার কাছে আছে। আমি পুরোটা পড়েছি।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: সব মানুষের কি পাবলিক স্পিকিং শেখার দুরকার আছে?
শুধু রাজনীতিবিদ শিখুক।