নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাকিরুল্‌লাহ

লিখতে চাইছে কিন্ত কি লিখব খুজে পাচ্ছি না.।.।.।.।.।.।.।.।

জাকিরুল্‌লাহ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব সুখি দিবস এবং ইন্ডিয়া মানেই চোর

২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১২

গতকালের ম্যাচ দেখে আমি এটা নিশ্চিত যে গতবারের বিশ্বকাপে ইন্ডিয়া এইভাবেই চ্যাম্পিয়ন হয়েছ। হায়রে Shachin Tendulker তোমার বিশ বছরের ক্যারিয়ার শেষে যে ট্রপি অর্জন করেছ তা ভদ্রতার মুখোশে আড়ালে চৌর্যবৃত্তি যা আজ অবধি বিদ্যামান। ইন্ডিয়ান সমর্থকেরা ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকার করার আগে আকটু ভেবে দেখেন চোরকে আর কত সমর্থন করবেন।

ইন্ডিযা দলের Shachin Tendulker কে একমাত্র একটু সম্মান করতাম…এখন তাকে ততটাই ঘৃণা করি…কারণ উনিও ভারতীয় চোরদের একজন…

ইন্ডিয়া দলের প্রতিটি খেলাই যে পাতানো হবে এ ব্যাপারে এখন থেকে আর কোন সন্দেহ থাকবে না, কারণ ক্রিকেট এখন ভদ্রলোকের খেলা নয়, ইন্ডিয়ান চোরদের খেলা।

বিশ্বকাপ শুরু হউয়ার আগেই হঠাত বিশ্বে সেরা দুই স্পিনারকে Sunil Narine and Saeed Ajmal অবৈধ ঘোষনা করা হল, কারণ তারা ভারতের সাথে একই গ্রুপ ছিল। ভারতের চুরি শুরু হয়েছিল তখন থেকেই।

ভারত রাষ্ট্র হিসেবে বড় হতে পার…আর শ্রেষ্ঠ ধর্ষণে (এশিয়াতে শীর্ষ)....এবং চুরিতে ( ‪#‎Dhoom‬ and এর সিক্যুয়াল, যেখানে চোর হচ্ছে নায়ক)। তুমি চুরি করতে পার, আমরা চুরি করব না, আমরা চোরের জাত নই, আমরা করব তোমাকে ঘৃণা, দিব ধিক্কার।

যারা ইন্ডিয়ার সমর্থক আছো, সমর্থন নিজের মনের ভিতরে রাখ, নইলে তোমাকেও চোর বলতে আমার বাধবে না।

*ধিক্কার ইন্ডিয়ান ক্রিকেট **ধিক্কার ইন্ডিয়ান জনগণ ***ধিক্কার ইন্ডিয়ান সমর্থক****ইন্ডিয়া মানেই চোর ****

গতকালের রাগ, ক্ষোভ, কষ্ট একটু কমাতে পেরেছি, নিজের কম্পিউটার আর মোবাইলে যত ইন্ডিয়ান গান, মুভি ছিল সব ডিলিট করে দিয়েছি। বেশ শান্তি পেয়েছি ডিলিট করে।

এখন থেকে ইন্ডিয়ান সব গান, মুভি বর্জন। কতখানি তোমাদের ঘৃণা করি দেখ। আসুন আমরা সবাই ইন্ডিয়ান গান, মুভি, চ্যানেল বর্জন করি। বিশ্ব সুখি দিবসে এই কাজটি করতে পেরে বেশ সুখ অনুভব করছি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৬

নবাব চৌধুরী বলেছেন: *ধিক্কার ইন্ডিয়ান ক্রিকেট **ধিক্কার ইন্ডিয়ান জনগণ ***ধিক্কার ইন্ডিয়ান সমর্থক****ইন্ডিয়া মানেই চোর ***আসলেই ওরা চুর।লেখক চিন্তা করবেননা একটা ধবল পরিষ্কার দিলেই ল্যাঠা চুকে যাবে আর বাঙ্গালী দেবেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.