![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁয় বন্ধু! আমি হাসিখুশি একজন তরুণ। হাসতে ও হাসাতে ভালোবাসি। লেখতে ভালোবাসি। ভালোবাসি মানুষের সেবা করতে।
বিজ্ঞানের অন্যান্য শাখার মত গণিত শাস্ত্রেও মুসলমানদের অবদান অসাধারণ। যে সকল মনীষী এ শাস্ত্রে কালজয়ী অবদান রেখে গেছেন তাদের মধ্যে রয়েছেন আল-বিরুনী, নাসীরুদ্দীন তুসী, উমর খাইয়াম, আব্দুল্লাহ আল বাত্তানী ও মূসা আল খারিযমী প্রমুখ।
আল বিরুনী
আল-বিরুনী অংকশাস্ত্রে বিশ্ববিখ্যাত ছিলেন। তাঁর গ্রন্থ ‘আল-কানুন আল মাসউদী’ কে অংকশাস্ত্রের বিশ্বকোষ বলা হয়। এতে জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস প্রভৃতি বিষয়ের সূক্ষ, জটিল ও গাণিতিক সমস্যার বিজ্ঞানসম্মত চমৎকার আলোচনা করা হয়েছে। এ গ্রন্থেই তিনি পৃথিবীর পরিমাপ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, বৈজ্ঞানিক সত্য হিসেবে তা আজও প্রতিষ্ঠিত।
উমর খাইয়াম
উমার খাইয়াম ছিলেন প্রথম শেনীর গাণিতিক। তাঁর ‘কিতাবুল জিবার’ গণিত শাস্ত্রের একখানি বিশ্বখ্যিাত গ্রন্থ। এতে তিনি ঘনসমীকরণ সম্বন্ধে বেশি আলোচনা করেছেন। সম্পাদ্য প্রশ্নগুলোর সম্ভাব্য ও অসম্ভাব্য উপায়ে বাস্তব সমাধানের বিস্তারিত আলোচনা। এ ব্যাপারে তিনি গ্রিকদের চেয়েও অনেক বেশি পারদর্শিতা দেখিয়েছেন।
©somewhere in net ltd.