নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ ও আমার ছোট বেলা এবং বৈশাখ নিয়ে কিছু কথা

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬



ধর্মীয় উৎসবগুলো বাহিরে পহেলা বৈশাখেই আমার আনন্দ করি অনেক। ধর্মীয় উৎসবগুলোতে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ না হলেও পহেলা বৈশাখে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একত্রে উল্লাসে মেতে উঠি আমরা। পহেলা বৈশাখ উদযাপনের নিয়ম নিয়ে বিভিন্ন জনের মতবিরোধ থাকলেও থেমে নেই বাংলা নববর্ষের আনন্দ উৎসব।

আমার ছোট বেলায় সম্ভব ২য় শ্রেণী থেকেই পহেলা বৈশাখের আগে মেলাতে শরবত বিক্রি করবো কিংবা অন্য কোন কিছুর দোকান দেওয়ার জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে আয়োজন করতাম এবং পহেলা বৈশাখের মেলায় বিভিন্ন রংয়ের শরবতই বিক্রি করতাম সারা বিকাল। তার মাঝে একটু ঘুরাঘুরি। ব্যাস, সারা দিন শেষ। বৈশাখের আনন্দটা এভাবেই শেষ করেছি তখন।

যখন আরেকটু বড় হলাম অর্থাৎ ৮ম/৯ম শ্রেণীতে পড়ি, তখন পহেলা বৈশাখ আমাদের কাছে অন্য ভাবে আসলো। বিভিন্ন এলাকার মেলাতে যেতাম, ঘুরাঘুরি, মেয়ে দেখাদেখি এবং কেউ কেউ সুযোগ পেলে ধাক্কাধাক্কি এই সবই দেখতে শুরু করলাম। অনেক সময় মেয়েদের সাথে কথা বলার সুযোগ খুজতে গিয়ে কেউ কেউ মারামারিতেও লিপ্ত হয়ে যেতো দেখতাম। পাশাপাশি জুয়ার আড্ডাতো আছেই। সাথে এ নিয়ে মারামারি প্রচুর দেখেছি।

পহেলা বৈশাককে এভাবেই দেখে এসেছি আরো কয়েক বছর। তারপর ২০০৮ সালের পর থেকে গ্রামের মেলাতে যাওয়ার তেমন একটা সুযোগ হয়নি আর। শহরে এসে মেলার দিন বিকালে বের হয়ে দেখতে লাগলাম লঙ্কাকান্ড। বৈশাখের দিন রাস্তায় প্রতি ২০ জন মানুষের মধ্যে ১৭/১৮জনই রং বাহারি সাজের মেয়ে। আবার কোথাও ছেলেদের দল থাকলে, মেয়েদের দিকে ঠাট্টা, মশকারা কিংবা কটুক্তি, গায়ে হাত, ঠেলাঠেলি সহ আরো বিশ্রি কান্ডকারখানা। সাথে মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন রকমের নামধারী সংস্কৃতির আগ্রাসন তো আছেই।

সম্ভবত ২ বৎসরে দুইবার মেলার এই অবস্থা দেখে পরবর্তীতে আর বৈশাখের প্রথম দিনে বাহিরে বের হইনি। এরপর পরিবারকে শহরে আনার পর বৈশাখের দিনে তাকে নিয়ে কোথাও বের হইনি, অবশ্য তারও ইচ্ছা নেই এই সবে।


আমার ছোট বেলা থেকে এই সময়ের বৈশাখ দেখা ও উদযাপনের ধরণগুলোর মধ্যে ছোট বেলার উদযাপন ও সময়গুলোকেই বেশি মিছ করি ও ভালো মনে হয়। তখনকার সময়ে ছোট থাকায় মেয়েদের প্রতি কিংবা অশ্লীলতা কিংবা খারাপ কোন কিছুর প্রতি নেশা ছিল না। বৈশাখটা ছিলো একমাত্র আনন্দের উৎসব। অবশ্য এখনকার সময়ের মতো তখন এতো বাড়াবাড়ি কিংবা বেহায়াপনা, নিলর্জ্জতা কিংবা ছেলেদের বেয়াদবি, কুকর্মের মতো এতো কিছু ছিলো না তখন।

ব্যক্তিগত ভাবে আমি হাসিখুশি, আড্ডা প্রিয়, বন্ধুপ্রিয় হলেও বৈশাখের মতো রংবাহারি উৎসবগুলো আমাকে আকৃষ্ট করে না। তাছাড়া এখনকার সময়ের বৈশাখ উদযাপনে যেসব কান্ড হয়, তা দু একবার দেখার পর ইচ্ছাই হয়নি রাস্তায় বের হতে। আগামীকালও হবে না। নতুন বছরের জন্য বউ, বাচ্চাকে কাপড় কিনে দিয়েছি। শুধুমাত্র এতটুকুতেই আমার বৈশাখের আনন্দ। বৈশাখে পরিবার নিয়ে রাস্তায় বের হওয়ার মতো পরিবেশ থাকে না।

কে কি ভাবে বৈশাখ পালন করবে তার ব্যাপার, তবে সবার প্রতি আহ্বান থাকবে, সীমালঙ্ঘন করবেন না। আনন্দে মেতে উঠতে গিয়ে হিতাহিত জ্ঞানশুণ্য হবেন না। বৈশাখের আনন্দ পালন করতে গিয়ে ধর্মীয় রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন না। বৈশাখকে ধর্মের সাথে সাংঘর্ষিক করবেন না।

সবাইকে বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা
সবাই ভালো থাকবেন




মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২

করুণাধারা বলেছেন:

পোস্ট পড়তে ভাল লাগল। বৈশাখের আনন্দ পালন করতে গিয়ে ধর্মীয় রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন না। বৈশাখকে ধর্মের সাথে সাংঘর্ষিক করবেন না। ঠিক বলেছেন।

নতুন বছর আপনার জন্যও শুভ হোক- শুভেচ্ছা রইল।

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

যুবায়ের আহমেদ বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

যুবায়ের আহমেদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:



সৌদীতে একটা চাকুরী নেন, টাকা আসবে, বেহেশতের দরজার চাবি পাবেন।

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

যুবায়ের আহমেদ বলেছেন: এভাবে আপনার পরিচিত কেউ পাইছে নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.