নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মেম্বার চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা প্রয়োজন

২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০



লেখাটা দৈনিক ভোরের কাগজে প্রকাশিত হয়েছিল। অনেক শিক্ষিত মানুষের প্রতিক্রিয়া ছিলো, যোগ্যতা নির্ধারণ করা ঠিক নয়।
কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝছি, অবশ্যই মেম্বার-চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা জরুরী এবং সমাজে প্রচলিত ভুল ধারণাকে ভেঙ্গে দিয়ে শিক্ষিত নাগরিকদের মেম্বার-চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



শিক্ষগত যোগ্যতা কতটুকু হওয়া উচিত? কিসে কিসে দক্ষ হওয়া উচিত?

২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

যুবায়ের আহমেদ বলেছেন: আমি যোগ্যতা নির্ধারণ করে দেই নাই। বর্তমানে যেহেতু শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়, সেখানে মেম্বারদের জন্য এসএসসি, চেয়ারম্যানদের জন্য এইচএসসি করা যায়। নির্ধারণ কবে হবে বা কখনো হবে কিনা জানি না। তবে বর্তমানে গ্রাম প্রতি শিক্ষিত মানুষের হিসেব করলে এইচএসসি পাশ তরুণের অভাব নেই। ফলে মেম্বারের যোগ্যতা আরো বেশি এবং চেয়ারম্যানকে বিএ/ অনার্স করলেও বহু যোগ্য প্রার্থী পাওয়া যাবে। অবশ্য কথা আসে, যেখানে সংসদ সদস্য নির্বাচনের জন্যই প্রার্থীর যোগ্যতা নির্ধারণ নয়, সেখানে চেয়ারম্যান-মেম্বারের যোগ্যতা নির্ধারণ আদৌ হবে কিনা। আমি যে বিষয়টায় জোর দিয়েছি তাহলো গ্রাম আদালত আইন ২০০৬ মতে চেয়ারম্যান হলেন গ্রাম আদালতের চেয়ারম্যান/বিচারক। মেম্বারও বিচার কার্যের অংশ। তাই তাদের শিক্ষাগত যোগ্যতা না থাকলে বিচার কার্য কিভাবে পরিচালনা করবে কিংবা আইন মূলে প্রতিষ্ঠিত একজন বিচারক আন্ডারমেট্রিক কেমন দেখায় কিংবা সে বিচার কার্য পরিচালনার মতো জ্ঞান থাকে কিনা, সেইটা বড় প্রশ্ন।

২| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৮:০৪

জুল ভার্ন বলেছেন: শিক্ষাগতযোগ্যতা যা-ই হোক কাবিখা'র চাউল, রিলিফের গম, টিন ঠিকই চুরি করবে।

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৭

যুবায়ের আহমেদ বলেছেন: শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন চুরি বন্ধ করার জন্য নয়, ওটা নৈতিকতার বিষয়। কিন্তু যেখানে এখন প্রতি গ্রামেই অসংখ্য শিক্ষিত তরুণ আছে, সেখানে রাজনীতিতে শিক্ষিতরা থাকবে না, এটা কেমন বিষয় হয়ে যায় না। আমার লেখার মূল বিষয় গ্রাম আদালত আইনে চেয়ারম্যানকে বিচারক হিসেবে গন্য করার বিপরীতে একজন চেয়ারম্যানের নির্ধারিত শিক্ষাগতযোগ্যতা না থাকাটা পারস্পরিক সাংঘর্ষিক বিষয় মনে হয়।

৩| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে তো কোনো সৎ মানুষ নেই।
যেখানে মন্ত্রী এমপিরা চুরী করে সেখানে একটা মেম্বার চেয়ারম্যান চুরী করবে এটা তো স্বাভাবিক। নৌকা প্রতীক পাওয়ার জন্য কোটি টাকা খরচ করতেও রাজী অনেক চেয়ারম্যান।

৪| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৭

মহিউদ্দিন হায়দার বলেছেন: শিক্ষাগত যোগ্যতা কোনটা? আরজ আলী মাতুব্বর কে আপনি কোন শিক্ষাগত যোগ্যতায় ফেলবেন। অথচ এরকম এমন অনেক রাজনীতি সচেতন অনেক মানুষ আছে যাদের কোন শিক্ষাগত সার্টিফিকেট নেই। কিন্তু তারা স্ব শিক্ষায় শিক্ষিত।ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় তথাকথিত শিক্ষিতরাই দুর্নীতি করে এগিয়ে যায়। কারন ধনতান্ত্রিক সমাজব্যবস্থায় টাকায় যোগ্যতার একমাত্র মাফকাঠি। ধন্যবাদ

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৬

যুবায়ের আহমেদ বলেছেন: শুধু চেয়ারম্যানি-মেম্বারী করার জন্য যোগ্যতা প্রয়োজন সেটা নয়, যেহেতু একজন চেয়ারম্যান গ্রাম আদালত আইন মতে বিচারকও। সেহেতু বিচারকের শিক্ষাগত যোগ্যতা থাকবে তা তো প্রত্যাশিত। একজন চেয়ারম্যান গ্রাম আদালত সঠিক ভাবে পরিচালনা করতে পারে না বলে গ্রাম আদালতের অধীনে নিস্পত্তিযোগ্য মামলাগুলো জেলা আদালতে গড়ায়। ফলে মামলাজট বাড়ে জেলা আদালতে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন চুরি বন্ধ করার জন্য নয়, ওটা নৈতিকতার বিষয়। কিন্তু যেখানে এখন প্রতি গ্রামেই অসংখ্য শিক্ষিত তরুণ আছে, সেখানে রাজনীতিতে শিক্ষিতরা থাকবে না, এটা কেমন বিষয় হয়ে যায় না। আমার লেখার মূল বিষয় গ্রাম আদালত আইনে চেয়ারম্যানকে বিচারক হিসেবে গন্য করার বিপরীতে একজন চেয়ারম্যানের নির্ধারিত শিক্ষাগতযোগ্যতা না থাকাটা পারস্পরিক সাংঘর্ষিক বিষয় মনে হয়।

৫| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জনগনের ভোটে নির্বাচিত এটাই তার যোগ্যতা।শিক্ষাগত যোগ্যতার কোন প্রয়োজন নাই।এমন না যে শিক্ষিতরা ভাল লোক।

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৭

যুবায়ের আহমেদ বলেছেন: শুধু চেয়ারম্যানি-মেম্বারী করার জন্য যোগ্যতা প্রয়োজন সেটা নয়, যেহেতু একজন চেয়ারম্যান গ্রাম আদালত আইন মতে বিচারকও। সেহেতু বিচারকের শিক্ষাগত যোগ্যতা থাকবে তা তো প্রত্যাশিত। একজন চেয়ারম্যান গ্রাম আদালত সঠিক ভাবে পরিচালনা করতে পারে না বলে গ্রাম আদালতের অধীনে নিস্পত্তিযোগ্য মামলাগুলো জেলা আদালতে গড়ায়। ফলে মামলাজট বাড়ে জেলা আদালতে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন চুরি বন্ধ করার জন্য নয়, ওটা নৈতিকতার বিষয়। কিন্তু যেখানে এখন প্রতি গ্রামেই অসংখ্য শিক্ষিত তরুণ আছে, সেখানে রাজনীতিতে শিক্ষিতরা থাকবে না, এটা কেমন বিষয় হয়ে যায় না। আমার লেখার মূল বিষয় গ্রাম আদালত আইনে চেয়ারম্যানকে বিচারক হিসেবে গন্য করার বিপরীতে একজন চেয়ারম্যানের নির্ধারিত শিক্ষাগতযোগ্যতা না থাকাটা পারস্পরিক সাংঘর্ষিক বিষয় মনে হয়।

৬| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কাজী নজরুল ইসলাম ফাইভ পর্যন্ত পড়াশোনা, রুটির দোকানে কাজ করতো।
এরপরেও তার কবিতা-সাহিত্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পাঠ্যপুস্তক।

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৫

যুবায়ের আহমেদ বলেছেন: শুধু চেয়ারম্যানি-মেম্বারী করার জন্য যোগ্যতা প্রয়োজন সেটা নয়, যেহেতু একজন চেয়ারম্যান গ্রাম আদালত আইন মতে বিচারকও। সেহেতু বিচারকের শিক্ষাগত যোগ্যতা থাকবে তা তো প্রত্যাশিত। একজন চেয়ারম্যান গ্রাম আদালত সঠিক ভাবে পরিচালনা করতে পারে না বলে গ্রাম আদালতের অধীনে নিস্পত্তিযোগ্য মামলাগুলো জেলা আদালতে গড়ায়। ফলে মামলাজট বাড়ে জেলা আদালতে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন চুরি বন্ধ করার জন্য নয়, ওটা নৈতিকতার বিষয়। কিন্তু যেখানে এখন প্রতি গ্রামেই অসংখ্য শিক্ষিত তরুণ আছে, সেখানে রাজনীতিতে শিক্ষিতরা থাকবে না, এটা কেমন বিষয় হয়ে যায় না। আমার লেখার মূল বিষয় গ্রাম আদালত আইনে চেয়ারম্যানকে বিচারক হিসেবে গন্য করার বিপরীতে একজন চেয়ারম্যানের নির্ধারিত শিক্ষাগতযোগ্যতা না থাকাটা পারস্পরিক সাংঘর্ষিক বিষয় মনে হয়।

৭| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ? আর যদি কেউ টা করতেও যায় তাহলে লোম বাছতে কম্বল উজাড় এর দশা হবে।

৮| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

আমি নই বলেছেন: জুল ভার্ন বলেছেন: শিক্ষাগতযোগ্যতা যা-ই হোক কাবিখা'র চাউল, রিলিফের গম, টিন ঠিকই চুরি করবে। কথা সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.