নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

শৈশবের স্মৃতিচারণ

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৫৫

ছোটবেলায় প্রচুর পুংটামি করতাম। যাদের সাথে চলাফেরা করতাম। তাদের নিয়েই ছিল আমাদের পুংটামি জাউড়ামির ভূবন। তবে কারো ক্ষতিজনক কাজ করিনি তেমনটা। নিজেরা আড্ডা খেলাধূলার মাঝেই সব করতাম।

ইদানীং আমার ভাবনায় আসছে, ছোট বেলায় তো পাঠ্য বইয়ে কবিতা পড়েছি অনেক, এর বাহিরেও অনেক কবিতা পড়েছি। কিন্তু এখন সেসব কবিতার ৯৮% ই আমার দুএক লাইন ছাড়া মনে নেই। কারণ কি?

এর উত্তর নিজেই খুঁজে বের করেছি। ঐ যে পুংটামির সময়ে গান পোকা ছিলাম, তাই বহু গান মুখস্থ আছে। অশ্লীল কাব্য চর্চা হতো আমাদের অনেকের মাঝে। সেই অশ্লীল কাব্যগুলো মনে আছে ভালোভাবেই। যদিও তখন সেসবের মানে ততটা বুঝতাম না। এগুলো উপভোগ করতাম তখন, তাই মনে রয়েছে সহজেই।

এজন্যই বলা হয়, ছোটবেলায় আপনি যাই সিরিয়াস ভাবে নেবেন, সেটাই আপনার জন্য সহজ হবে। আপনি সেটাই ভালো ভাবে পারবেন। যা শিখবেন, সেটাই মনে থাকবে। তবে ভালো মন্দ যাই শিখেন, যখন বড় হবেন এবং ভালো মন্দের তফাৎ বুঝবেন, তখন কোনদিনে যাবেন, সেটা আপনার ব্যাপার।

নোটঃ এই লেখার ভিন্ন মানে করবেন না কেউ। নীতি নৈতিকতা ও প্রাথমিক ধর্মীয় শিক্ষা ভালোভাবেই রপ্ত করেছি এবং মেনে চলার চেষ্টা করি। শৈশবের ভালোমন্দের সবকিছুর মধ্যে উপরোক্ত বিষয় একটি মাত্র।

সাহিত্যপ্রেম ছিল বলেই সুস্থধারার সাহিত্য চর্চার চেষ্টা করছি বড় হওয়ার পর থেকে। কতটুকু পারছি সেটা অনেকেই দেখছে। আর কতটুকু পারবো সেটা সময়ই বলে দেবে।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: পুংটামি শব্দটা কি বাংলা অভিধানে আছে।

১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩২

যুবায়ের আহমেদ বলেছেন: সম্ভবত না।

২| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

শায়মা বলেছেন: আমার ছোটবেলার প্রায় সব কবিতাই মনে আছে।

১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩৪

যুবায়ের আহমেদ বলেছেন: দারুণ। হয়তো কবিতার দিকে আপনার আগ্রহ ছিল বেশি। খেয়ালে থাকে অবশ্য। কিন্তু মুখস্ত নেই আরকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.