নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফান-আফিফার আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

চ্যাম্পিয়ন ট্রফির প্রথম শিরোপাজয়ী দল সাউথ আফ্রিকা

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০০



জুবায়ের আহমেদ

১৯৯৮ সালে উইলস ইন্টারন্যাশনাল কাপ হিসেবে ঢাকায় আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জিতে সাউথ আফ্রিকা। ফাইনালে উইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে নিজেরা ৬ উইকেট হারিয়ে ২৪৮ রান করে ৪ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয়। বল হাতে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৫১ বলে ৩৭ রান করে ফাইনাল সেরা হন জ্যাক ক্যালিস। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ উইকেট ও ১৬৪ রান করে সিরিজ সেরাও হন ক্যালিস।

প্রথম আসরে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড, উইন্ডিজ, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে অংশগ্রহণ করে অর্থাৎ তৎকালীন টেস্ট খেলুড়ে ৯টি দল অংশগ্রহণ করে।

১৯৯৮ সালের পর ২০০০ সালে আইসিসি নকআউট নামে কেনিয়ায় আয়োজন হয় চ্যাম্পিয়ন ট্রফি। সেবার কেনিয়া ও বাংলাদেশ যুক্ত হয়। মোট ১১ দলের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে ২৬৪/৬ রানে আটকে দিয়ে ২৬৫/৬ রান করে ৪ উইকেটের জয়ে শিরোপা জিতে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একমাত্র ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২৩২ রান করার পর ইংল্যান্ড ২৩৬/২ রান করে ৮ উইকেটে জয়লাভ করে।

২০০২ সাল থেকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে নামাকরণ শুরু হয় এবং অদ্যাবধি একই নামে আয়োজন হচ্ছে।

২০০২ সালে শ্রীলংকায় আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠে ভারত ও শ্রীলংকা। ফাইনালে বৃষ্টির কারনে রেজাল্ট না হওয়ায় দুই দল যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: ভালো।

২| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৩

মডকহ বলেছেন: দক্ষিণ আফ্রিকার ১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় বড় ব্যাপার ছিল, আর কালিস দুর্দান্ত খেলেছিল! কিন্তু সত্যি বলতে, এই টুর্নামেন্টের বিশ্বকাপের মতো মর্যাদা ছিল না। এটা বড় দলগুলোর জন্য এক ধরনের ওয়ার্ম-আপ টুর্নামেন্টের মতো লেগেছে।

৩| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৩৪

ডান বলেছেন: আমি বুঝি, কিন্তু তখন কোনো ICC ট্রফি জেতাই বড় ব্যাপার ছিল—বিশেষ করে দক্ষিণ আফ্রিকার জন্য। জয়ের কথা বলতেই, Vago Casino দেখেছ? ক্রিকেট ভক্তদের জন্য দারুণ বেটিং অপশন আছে!

৪| ২৫ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৫০

মডকহ বলেছেন: ঠিক বলেছ, দক্ষিণ আফ্রিকার জন্য এই জয় দরকার ছিল। কিন্তু বিশ্বকাপের তুলনায় এটি তেমন প্রতিযোগিতামূলক মনে হয়নি। কিছু দল তো একে সিরিয়াসভাবেই নেয়নি।

৫| ২৫ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১৬

ডান বলেছেন: সঠিক, কিন্তু ট্রফি তো ট্রফিই! তারা ভালো খেলেছে এবং জয়ের যোগ্য ছিল। আচ্ছা, যদি তুমি ক্রিকেট বেটিং পছন্দ করো, তাহলে bhaggo.com login দেখো, দারুণ অডস আছে আর লগইন করাও সহজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.