নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফান-আফিফার আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

চ্যাম্পিয়ন ট্রফির প্রথম শিরোপাজয়ী দল সাউথ আফ্রিকা

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০০



জুবায়ের আহমেদ

১৯৯৮ সালে উইলস ইন্টারন্যাশনাল কাপ হিসেবে ঢাকায় আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জিতে সাউথ আফ্রিকা। ফাইনালে উইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে নিজেরা ৬ উইকেট হারিয়ে ২৪৮ রান করে ৪ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয়। বল হাতে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৫১ বলে ৩৭ রান করে ফাইনাল সেরা হন জ্যাক ক্যালিস। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ উইকেট ও ১৬৪ রান করে সিরিজ সেরাও হন ক্যালিস।

প্রথম আসরে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড, উইন্ডিজ, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে অংশগ্রহণ করে অর্থাৎ তৎকালীন টেস্ট খেলুড়ে ৯টি দল অংশগ্রহণ করে।

১৯৯৮ সালের পর ২০০০ সালে আইসিসি নকআউট নামে কেনিয়ায় আয়োজন হয় চ্যাম্পিয়ন ট্রফি। সেবার কেনিয়া ও বাংলাদেশ যুক্ত হয়। মোট ১১ দলের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে ২৬৪/৬ রানে আটকে দিয়ে ২৬৫/৬ রান করে ৪ উইকেটের জয়ে শিরোপা জিতে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একমাত্র ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২৩২ রান করার পর ইংল্যান্ড ২৩৬/২ রান করে ৮ উইকেটে জয়লাভ করে।

২০০২ সাল থেকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে নামাকরণ শুরু হয় এবং অদ্যাবধি একই নামে আয়োজন হচ্ছে।

২০০২ সালে শ্রীলংকায় আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠে ভারত ও শ্রীলংকা। ফাইনালে বৃষ্টির কারনে রেজাল্ট না হওয়ায় দুই দল যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.