![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিয়াদদের কথা শুনতে পায় বাগানের মালিক কাসেম আলী। তিনি অবাক হন রিয়াদের কথা শুনে। গ্রামের ছেলেপেলে যেখানে না বলে বাগান থেকে কত ফল চুরি করে নিয়ে যায়, সেখানে রিয়াদের সততায় মুগ্ধ হন তিনি।
সোহেলকে চিনেন কাসেম আলী। রিয়াদের দিকে হাতের ইশারা করে সোহেলকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটা কে?
এটা শাহেদ খানের ছেলে। শহরে থাকতো ওরা, এখন বাড়ি চলে এসেছে।
কাশেম মিয়া বলতে থাকে, যেমন বাপ তেমন পোলা। ওর দাদা এই গ্রামের মাথা ছিলেন। ওর বাবাও তেমনই। ছেলেও ব্যতিক্রম হবে না। দাদা-বাবার মতোই হবে-বলেই বাগানের গেইট খুলে দিলেন কাসেম আলী।
তোমরা ভেতরে যাও, পেট পুরে ফল খাও। খুশি হয় রিয়াদ। অবাক হয় বন্ধুরা। কাসেম আলী তাদেরকে ইচ্ছেমত ফল খেতে বলবে, ভাবতেও পারেনি ওরা।
রিয়াদরা পেয়ারা ও ডালিম খায়। কাসেম আলী নিজেই ওদের সাথে থাকেন। তিনিও যেনো শৈশবে ফিরে যান কিছু সময়ের জন্য।
কাসেম মিয়া বলেন, চুরি করা ভালো কাজ নয়। কখনো কারো গাছ থেকে কোন ফল না বলে খাবে না। চাইলে যারা দেবে, তাদের থেকেই খেতে পারো, কেউ না দিলে নাই। মানুষকে খাওয়ানোর ভাগ্য সবার হয় না।
বইটি পাবেন, চিলড্রেনস পাবলিকেশন্স এর ৮৬৮ ও ৮৬৯ স্টলে এবং আমার কাছ থেকে অর্ডার করে নিতেও পারবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: এ বছর বইমেলা যাবো না।